নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে কি ম্যাও প্যাও শব্দটি জনপ্রিয় হচ্ছে......................

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭



সয়ের সাথে সাথে কিছু নতুন শব্দ ডিকশনারীতে যোগ হয়। কিছু পুরাতন শব্দ অপ্রচলিত হয়ে যায়।

ইদানিং ব্লগে ম্যাওপ্যাও শব্দটির ব্যবহার লক্ষ করছি। আমার জানা মতে এর আবিষ্কারক ব্লগার চাদগাজী সাহেব।

কিছুদিন আগে একজন ব্লগার মন্তব্যে এই শব্দটি ব্যবহার করেছেন।

আজকের আলোচিত পাতায় ঠাই পাওয়া একটি পোস্টে জনাব মো : নিজাম উদ্দিন মন্ডল ভাই এই শব্দটি ব্যবহার করেছেন।

মিউ মিউ এর সাথে মিল আছে ম্যাওপ্যাও । বিড়ালের ভাষার মত একটি শব্দ। তাচ্ছিল্য অর্থে ব্যবহৃত হয় শব্দটি কিন্তু শুনলে কেমন যেন মনে হয়।

প্রতিটি নতুন শব্দই প্রথমে ব্যবহার করতে একটু খটকা বা অস্বস্তি লাগে সময়ের সাথে সাথে তা মানিয়ে যায়।

অসম, হাংকি-পাংকি,জোশ, ঝাক্কাস,হেডম, ফাকাফাকি আরও কত শব্দের যে নতুনভাবে ব্যবহার হয় হচ্ছে আবার তা হারিয়েও যাবে।


ছবি : গুগল থেকে নেওয়া।

মন্তব্য ৬৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন: ম্যাও প্যাও শব্দটির জনক চাঁদগাজী নানা । ;)



এখন চাঁদগাজী নানাকে নবেল পুরস্কার দেওয়াটা সময়ের দাবী । =p~

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নোবেল নয়, আপনার যদি ভাললাগে তবে আপনিও পুরস্কার দিতে পারেন।

অলস বসে না থেকে একটা কিছু কিনে ফেলুন।

অনেকদিন পর আমার বাড়িতে তা কি খাবেন ?

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
ম্যাও প্যাও =p~

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ম্যাও প্যাও।

হা. হা.হা.....................................

ধন্যবাদ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

নাবিক সিনবাদ বলেছেন: ম্যাও প্যাও =p~

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন শব্দ
নতুন স্বাদ।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগে ম্যাওম্যাও, হাউকাউ শব্দ ব্যবহার করতাম। এখন ওটা কনভার্ট হয়ে ম্যাওপ্যাও হয়েছে। শুনতে তো ভালই লাগে!!

কি বলেন??

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আমার কাছে একটু কেমন যেন লাগে ।

ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে যাবে।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: হাউ-কাউ, তো চলছে......

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হাউ-কাউ চলছে

ম্যাও প্যাও ও চলবে।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

তারেক_মাহমুদ বলেছেন: লিলিপুটিয়ানরা বেশি হরমোনযুক্ত ব্রয়লার মরগি খেয়ে ম্যাও প্যাও করে।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি যেন একেবারে চাদগাজী সাহেবের উক্তি তুলে ধরেছেন !

৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজীর আরেকটা নতুন শব্দ হলো জিং জিং...

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জিং জিং!

এটাতো জানা ছিলনা।

ধন্যবাদ।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


ম্যাওপ্যাও, জিং জিং, এই ২টি শব্দ ব্লগিং'এ স্হান পেলে খারাপ হবে না।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ম্যাওপ্যাও জায়গা করে নিচ্ছে।

কিন্তু জিং জিং কি অর্থে ব্যবহৃত হচ্ছে ?

আরও নতুন নতুন শব্দ যোগ হবে।

ধন্যবাদ জনাব।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

স্যামতত্ত্ব- সিয়ামুজ্জামান মাহিন (স্যাম) বলেছেন: লুলে লুলায়িত :D

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময় এমনই নতুন কিছু সামনে নিয়ে আসে।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



জিং জিং'এর অর্থ বলা যাবে না; নিজের থেকে বুঝতে হবে।

"ছেলেটি ভালোবাসার অভিনয় করে, আসলে জিং জিং এর সুবিধা নিচ্ছে নাকি?"

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হা. হা. হা.


আর বলতে হবে। বুঝতে পেরেছি।

এখনতো জিং জিং এর জন্যই ভালবাসা করে তরুণেরা। ব্যতিক্রম যে নেই তা নয়।

ধন্যবাদ।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শব্দ দুটিকে ডিকশনারিতে স্থান দেয়া হোক। :)

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও নতুন নতুন শব্দ বের হোক তারপর না হয় ভাবা যাবে।

ধন্যবাদ।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাবছি জিং জিং নিয়ে একটা পোস্ট দিব।

গত কয়েক সপ্তাহ নতুন কোন ব্লগারকে সেফ করা হয় নি। অথচ তারা অনেকেই ভাল লিখে। আপনি ব্লগে জনপ্রিয়, এটা নিয়ে একটা পোস্ট দিন।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজাম ভাই-

কোনটা নিয়ে জিং জিং নাকি নতুন ব্লগার সেফ না হওয়া নিয়ে ?

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: সামুতে আমার শ্রদ্ধার একটি নাম চাঁদগাজী ভাই !!


ভাই মাঝে মাঝে এই রকম শব্দ বলে সবার সাথে একটু রসিকতা করে বেড়ান। :)

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে রসিকতা না করলে কেমন যেন সব পানসে মনে হয়।

ধন্যবাদ।

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩১

নীলপরি বলেছেন: বেশ লাগলো। :)

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ হয়েছে-ম্যাও প্যাও।

ধন্যবাদ।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

ধ্রুবক আলো বলেছেন: আরে আসুক নতুন শব্দ কি হবে আর!?

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন- আসুক নতুন শব্দ কি হবে আর!

একদিনতো মরেই যাবে।

ধন্যবাদ।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫২

আরজু পনি বলেছেন: দেখতে থাকি...

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখতে থাকুন।

পরে কিছু বলিয়েন।

ধন্যবাদ।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও ম্যাও প‌্যাও শুরু করে দিলেন! ;)

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ম্যাও প্যাওকে আরও একটু পাকাপোক্ত করলাম।

কেমন হল-ম্যাও প্যাও!

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ম্যাও প্যাও শব্দটি মন্দ নয়।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনারতো ভাললাগার কথা।

কিছু বুঝলেন ?

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজী ভাই তো দেখছি, বাংলাভাষায় নতুন শব্দ সংযোজনের চেষ্টা করছেন। প্রচেষ্টা খারাপ নয়।

'ম্যাও প্যাও' মানে কি 'ঘ্যানর ঘ্যানর'? 'জিং জিং' কি জিনিষ? পোস্টে ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ম্যাও প্যাও মানে তাচ্ছিল্য করা, ঘ্যানর ঘ্যানর, পেন পেন করা..............ইত্যাদি
আর জিং জিং ১০ নং মন্তব্যে বলা হয়েছে।

আপনাকেও ধন্যবাদ।

২০| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

তারেক ফাহিম বলেছেন: ম্যাঁও, বিড়ালের ভাষা প্যাও কিসের ভাষা?

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ম্যাও প্যাও এখন মানুষের ভাষা।

ধন্যবাদ।

২১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪

সনেট কবি বলেছেন: সক্কলের অংশগ্রহণে আলোচনা জমে উঠেছে।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আগমনে সেই আলোচনা যেন পরিপূর্ণ হলো।

ধন্যবাদ।

২২| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জিং জং (নতুন নাম দিলাম) নিয়ে আমি লিখবো।

আর নতুনদের নিয়ে আপনি লিখবেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুনদের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে।

কয়েকজনের লিংক দিয়ে হেল্প করবেন।

তবেই চেষ্টা সার্থক হবে।

জিং জং এর অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হয়ে যাবে কি হয়েইতো গেছে, দেখবেন নতুন সংস্করণে এসেই গেছে। জয় হউক চাঁদগাজী সাহেবের।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জাতি কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হোক।

ধন্যবাদ সুজন ভাই।

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: যেদিন প্রথম শুনি ম্যাও প্যাও মন্দ লাগেনি। আজ স্রস্টার নাম জেনে খুব প্রীত হলাম।সেই সঙ্গে এল চলে জিং জিং।এখন দেখার,নিজাম ভাইয়া বা অন্য কেউ কে আগে বিষয়টি নিয়ে পোষ্ট করে।আপনাকে অশেষ ধন্যবাদ,নিপাট ম্যাও প্যাও করার সুযোগ করে দেওয়ার জন্য।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: চাঁদ্গাজীর আবিষ্কৃত শব্দ। আমার বেশ পছন্দ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তাই নাকি ?

তা হলেতো নতুন নতুন শব্দ পাব আমরা ব্লগে।

ধন্যবাদ।

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০

বিদেশে কামলা খাটি বলেছেন: অতি বিরল ভাবনা নব আবিষ্কার। সুন্দরতর। ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

মতামতটিও অধিকতর সুন্দর।

ধন্যবাদ।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

সৈয়দ তাজুল বলেছেন: ভাষা সমৃদ্ধা হয় নতুন শব্দের আগমনে আবিস্কারে। ;)

চাঁদগাজী ভাইকে ধন্যবাদ দেয়াই যায় :-B

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার ধন্যবাদ ওনাকে পৌছে দিলাম।

ভাল থাকুন।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোকা-খুকু কানেকানে
ফাঁস করি এক গোমর;
ঐ নামে ননএকাই কাকু
মোরেও করেন অমর। ;)

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু শব্দ মানুষের মনে
কিছু শব্দ ব্লগের গায়ে
কিছু শব্দ কাগজে শোভা পায়।

ধন্যবাদ।

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

AHMAD KHAER বলেছেন: এসব অপশব্দ ব্যবহার করে এরা ব্লগটাকে ফেসবুক বানিয়ে ছাড়বে

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কাছে এটা মনে হলেও, অনেকের কাছে ভাল লাগছে।
আর এটাই স্বাভাবিক।

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এগুলা সময়ের সাথে উচ্চারিত হচ্ছে আবার সময়ের সাথে বিলীন হয়ে যাবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হয়তো হবে
নয়তো রবে।

ধন্যবাদ।

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

টোনাল্ড ড্রাম্প বলেছেন: টোবে বাল ছাল কোঠাটা টিকে ঠাকবে

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ড্রাম্প/ট্রাম্প এর মত লোক যদি বলে-তবে টিকেই থাকুক।

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে চাঁদগাজী সাহেবের নিজস্ব কিছু শব্দভান্ডার আছে। সেগুলো উনি ব্যবহার করলে ওনার টেম্পারামেন্টের সাথে মানিয়ে যায়, কিন্তু অন্যেরা ব্যবহার করলে তা যাবে না।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও সঠিক বলেছেন জনাব।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.