নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
১।
কুমিল্লা শহরের কালিয়াজুরি এলাকায় আমার এক বন্ধু নতুন বাসায় উঠেছে। বেশ কয়েকবার বলেছে তার ওখানে যাওয়ার জন্য। বাসার নাম বলেছে ’ড্রিম ল্যান্ড কটেজ’।
নাম শুনে আমি বলেছি-বাসার নাম যেহেতু অনেক সুন্দর অবশ্যই বাসাটা দেখতে হবে।
একদিন বিকালে গেলাম সেই বিখ্যাত নাম ওয়ালা কটেজে। ওমা ! বাসা দেখে তো চক্ষু চড়ক গাছ। স্বপ্নের মত নাম হলেও বাস্তবতা ভিন্ন।
সেমিপাকা একটি বাড়ি ও টিনের দুটি ঘর, ইটের সীমানা ওয়াল। এরই নাম ’ড্রিম ল্যান্ড কটেজ’।
আমার শুকিয়ে যাওয়া মুখ দেখে বন্ধু বলল- কি রে বাসা দেখে মন খারাপ ?
আমি বললাম-না। মন খারাপ করব কেন! আচ্ছা বাড়ি ওয়ালার কি মাথা খারাপ- এর নাম কি করে-’ড্রিম ল্যান্ড কটেজ’ রাখে? ছাল নাই কুত্তার বাঘা নাম।যত সব আদিক্ষেতা।
কথা শুনে বন্ধু বলল-তুই যা বলিস না ।বাড়ি সুন্দর করে করতে পারেনি বলে কি একটা সুন্দর নাম রাখতে পারবেনা ?
তা পারবেনা কেন-রাখুক না জলিল ভিলা কিংবা মনোয়ারা হাউজ। কে না করেছে। মানান সই বলে একটা কথা আছে তো।
২।
হোটেলের নাম- বীর বাঙালী। ২৪ ঘন্টা খোলা।
এক রাতে চা খাওয়ার জন্য আশে পাশের দোকান বন্ধ থাকায় বীর বাঙালীতে গেলাম।
একি অবাক কান্ড বলে কিনা- এত রাতে চা হবে না ! একটু পরে হোটেল বন্ধ হয়ে যাবে।
এই যদি হয় নাম ও ২৪ ঘন্টা খোলা রাখার মহিমা তবে-ছাল নাই কুত্তার বাঘা নাম, বুঝি একেই বলে।
৩।
রাস্তার পাশে ২টি বাচ্চা মেয়ে খেলছে। একটিকে একেবারে পুতুলের মত দেখাচ্ছে ?
৩/৪ জন কিশোর সেই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে।
একজন পুতুলের মত বাচ্চাটাকে বলল-এই তোমার নাম কি ?
বাচ্চা টি হ্যা করে তাকিয়ে রইল।
আবারও বলল-এই তোমার নাম কি ?
অপর বাচ্চাটি বলল-ওর নাম কবিতা। ও কথা বলতে পারে না। বোবা।
পাশ থেকে অন্য একটি কিশোর ফোড়ন কাটল-ছাল নাই কুত্তার বাঘা নাম।
অপর জন বলল-আহারে! এত সুন্দর্ বাচ্চাটা কথা বলতে পারেনা।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাম ও কাজের মিল থাকাই বাঞ্চনীয়। শুধু নাম দিয়ে কাজ হয়না।
ধন্যবাদ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১
ভুয়া মফিজ বলেছেন: ব্যাপার অনেকটা "সাধ আছে, সাধ্য নাই" এর মতো। শখ মিটানোই হলো আসল কথা।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শখের তোলা আশি।
শখ মিটাতে মানুষ কত কিছুইনা করে।
তবুও নামের সাথে কাজের মিল থাকলে ভাল হয়।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
বিপরীত বাক বলেছেন: ৩ নম্বর টা কষ্ট দিল অনেক।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু কিছু ঘটনা কষ্ট দিলেও করার কিছু থাকেনা।
ধন্যবাদ।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১
তারেক_মাহমুদ বলেছেন: ৩নং গল্পটা এখানে না লিখলেই ভাল করতেন , ছাল নেই কুত্তার বাঘা নাম বাক্যটি তাচ্ছিল্য করার জন্য ব্যবহৃত হয়, মেয়েটি বোবা এটা তার নিজের দোষ নয়, তার নাম নাম কবিতা হতেই পারে।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু বাস্তবতা যে বড় কঠিন।
মেয়েটির কোন দোষ নেই। দোষ আমাদের, দোষ আমাদের সমাজের।
শুভ নববর্ষ।
ধন্যবাদ।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি যদি গল্পের ছলে হয়ে থাকে বেশ তবে মানবিক অর্থে আমি এই তিনটি গল্পের মেসেজটুকুকে কোন অর্থে অনুধাবন করবো বুঝে উঠতে পারছিনা।
প্রত্যেকটি মানুষের স্বপ্ন কিন্ত একরকম হয়না। দেখবেন বড়লোক যারা ওরা কাবাব,বিইরানী ফেলে দিচ্ছে অরুচি করে আর গরীব ফেলে দেওয়া মুরগীল হাড্ডি কুড়িয়ে খাচ্ছে অনেক মজা করে। গরীবটার কাছে ফেলে দেওয়া খাবার অনেক মজা। বাড়িওয়ালার টিন সেড করার সামর্থও কিন্তু কম নয় হয়তো তার সারা জীবনের উপর্জন এখানে ঢেলেছে তার এই ছিল স্বপ্ন।
২৪ ঘন্টা খোলা রাখার বিষয়টাও একটু দেখুন। মালিক অধিক মুনাফার জন্য চায় ২৪ ঘন্ট খোলা রাখতে কর্মচারী কি করবেন কম বেতনে সারা রাত খাটবে। লোকজন নেই দেখিয়ে হয়তো বন্ধ রেখে একটু আরাম করে।
আর কবিতা নামের বাচ্চাটি কি সুন্দর! চাদেঁ মতো কিন্ত কথা বলতে পারেনা। সে কি বাচ্চাটির দোষ অার তা মা বাবার কাছে কথা না বলা বাচ্চাটিযে সাত রাজার ধন।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসব ঘটনা আমাদের সমাজে ঘটে যাওয়া .........।
কত সহজেই আমরা বলে ফেলি -ছাল নাই কুত্তার বাঘা নাম।
কিন্তু ভিতরের ব্যাপার লক্ষ করিনা।
ধন্যবাদ সুজন ভাই।
ভাল থাকুন।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 1.
2.
3.
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোন কথা হবে না ইমোটিক হবে।
ভাল থাকুন।
ধন্যবাদ।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪
কালীদাস বলেছেন: তিন নাম্বারটা পড়ে খারাপ লাগল। আমাদের মুখে কিছু আটকায় না। বাচ্চাটার মাবাবা শুনলে কষ্ট পেত খুব।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অব্যইশ কষ্ট পেত।
আর আমরা অপরকে কষ্ট দিতেও এক প্রকার ভালবাসি।
শুভ নববর্ষ।
ধন্যবাদ।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মনোযোগ দিয়ে পড়লাম বেশ লাগলো। অনেক দিন আমি সেফ হচ্ছিনা বড়ই পীড়াদায়ক!!!!!
১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময় দিন এবং ধৈর্য ধরুণ।
শুধু কবিতা নয় অন্য অনক বিষয় তুলে ধরুণ।
সময় থাকলে আড্ডা ঘরে মতামত ও আড্ডা দিন ভাললাগবে-
link|http://www.somewhereinblog.net/blog/samupagla007/30224263#c12160160|আড্ডাঘর
৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০
বিপরীত বাক বলেছেন: লেখক বলেছেন:
অব্যইশ কষ্ট পেত।
আর আমরা অপরকে কষ্ট দিতেও এক প্রকার ভালবাসি।
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কি মনে হয় ?
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লেগেছে, আসলে নাম দিয়ে কাম হয় না