নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আসিফার জন্য দুঃখ গাথা

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬





আসিফা আট বছরের এক শিশু কন্যা। যাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে।করা হয়েছে হত্যা। পৃথিবী চিনার আগেই যাকে পৃথিবী হারা করা হয়েছে।

গতকাল অনন্য দায়িত্বশীল আমি ভাইয়ের পোস্ট-আসিফা! কোন বিচারই তোর জন্য যথাযথ নয়!! পড়ে মনে হয়েছে ছোট্ট আসিফার জন্য যদি কছু না লিখি তবে কিছুতেই শান্তি পাবনা। আসিফার কাছে ক্ষমা চাওয়ারও কোন ভাষা নেই। স্বর্গে অনন্ত সুখে থাক আসিফা।


আসিফার জন্য দুঃখ গাথা


আসিফা-
তোমার নিষ্পাপ চাহনী আর
করুণ রোদনে
বুঝি বৃক্ষ শাখের পল্লবও কেঁপে উঠে
পাথরও বুঝি লজ্জায় লুকাতে খোঁজে কালো ছায়া
তবুও মানুষরূপী পশুদের জাগেনি এতটুকু মায়া।
রাত দিন একাকার করে
তোমার উপর যখন নেমে এল
পৃতিবীর আদিমতম অত্যাচারের বৃষ্টি সেই
তব রক্তাক্ত হৃদয় বলছিল-
এ জগতে ধর্ষকের মত ঘৃণিত আর
পুরুষাঙ্গের মত নির্মম কোন অস্ত্র নেই।

আসিফা-
জীবনের রূপ-রং দেখার আগে
যারা বিভৎষ্য মৃত্যুর রূপ দেখিয়ে দিল
যদি আবার প্রাণ ফিরে পেতে
তবে ওদের উত্থিত বিকৃত পৌরুষ;
কর্তণ করে আদালতে ছুঁড়ে দিয়ে-
মানবতাকে মুক্তি দিতে।
তোমার জন্য অশ্রু ধরে রাখা দায়
আর কত দেখতে হবে মন্যুষত্বের এমন পরাজয় হায়!

উৎসর্গ: আসিফা যে এখন জান্নাতী।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: আসিফার ঘটনার পর আমি যদি বলি ঈশ্বর নাই। তাহলে কি আমার গুনা হবে?

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঈশ্বর নয় আল্লাহ হবে। যদি বলেন আল্লাহ নেই-তবে গুনাহ তো হবেই। আপনি মসলিম থাকবেন কিনা তাও সন্দেহ দেখা দিবে।

আপনার একটা সুন্দর পরিচিতি আছে। ব্লগে এ ধরণের কথা বলবেন না।

হাজার হাজার মানুষ যদি এক সাথে মরে যাও তবুও আল্লাহ দোষ দেওয়া যাবেনা। তিনি জীবন দাতা ও মৃত্যুদাতা।

এ ধরণের ঘটনা ঘটার সাথে আল্লাহ আছে বা নেই এর কোন সম্পর্ক নেই।

ভাল থাকুন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আসিফার কথা মনে হলেই চোখটা ভিজে আসে। মনে হয় নিজের মেয়েটার কথা।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন করে যদি সব মানুষ ভাবতো তবে আর এ ধরণের জঘন্য ঘটনা ঘটত না।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল হয়েছে। দুটো স্তবকেরই শেষ দুটো লাইন চমৎকার হয়েছে। + +
১ নং প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ। +

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসিফার জন্য এতটুকু লিখতে পেরেছি এটাই আমার জন্য অনেক।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

নতুন নকিব বলেছেন:



আসিফার জন্য দু:খগাঁথা অতুলনীয় হয়েছে, সরকার। মোবারকবাদ।

উত্থিত বিকৃত পৌরুষ কর্তন করে আদালতে ছুঁড়ে দিয়ে মানবতাকে মুক্তি দিতে। অসাধারন!

রাজীব নূর নি:সন্দেহে ভদ্রলোক। মেজাজ বিগড়ে যায় মাঝে মাঝে অনাচার দেখে। তাকে প্রদত্ত আপনার উত্তর সুন্দর হয়েছে।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নকিব ভাই-

আসিফার কষ্ট কোন ভাষাতেই যেন প্রকাশ হয়ে উঠেনা
এ ঘটনা দেখা মানুষ হিসেবে আমাদের জন্য চরম লজ্জার।

রাজীব নূর মাঝে মাঝে পার্থিব দুঃখ কষ্টে কাতর হয়ে এগুলো বলে।

ধন্যবাদ।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

আবু আফিয়া বলেছেন: আসলেই তা সহ্য করার মত নয়

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরকালের জগতে আসিফা সুখে শান্তিতে থাকুক।

ধন্যবাদ মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.