নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
তোমার মরনকালে কাঁদবে যে জন সে জন তোমার আপন জন............
মরনকালেতো অনেকেই কাঁদে আত্মীয় স্বজন, প্রিয়জন, পরিচিত-অপরিচিত তাই বলেতো সবাই আপন নয়। তাই কথাটা পুরোপুরি সত্য নয়।
***
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবার চাই..............
বেঁচে থাকতে যদি মূল্যায়ন না হয় মরনের পর মূল্যায়িত হয়ে কী লাভ? মৃত ব্যক্তির তখন এসবে যায় আসে না। নজরুল কিংবা রবীন্দ্রনাথ
তারা পরপারে শান্তি/শাস্তিতে আছেন। জগতে তারা অমরতা পেয়েছেন মৃত্যু পরবর্তী এই অমরতা কি তাদের কোন কাজে আসে।
***
কোন এক আধুনিক রমনী তার পরিচিত কবিকে আত্মহত্যার আগে লিখে গেছেন- কবি, তোমার কবিতায় যেন ঠাঁই হয়। কবি তাকে
কবিতায় ঠাঁই দিয়েছেন। কিন্তু এই ঠাঁই নিয়ে কি আত্মহত্যার দায় এড়ানো যায়।
***
মরিলে কান্দিস না আমার দায়, ও যাদু ধন মরিলে কান্দিস না আমার দায়...............
গানের মত বললেই কি সব হয়। মরলে তো চোখের জ্বল ধরে রাখা যায়না। অতএব এ বলার কোন অর্থ নেই।
***
পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি/অন্য কিছু আমি চিনি না/জীবনে তোমাকে চাই/মরনের পর কি তা জানিনা...............
পরনের পর কি তা না জানলে কেমনে হবে। মরনের পরই তো শুরু হবে আসল খেলা।
***
তুমি জন্ম তুমি মৃত্যু/ তুমি ভালবাসা/তুমি ছাড়া এ জগতে নাইরে বাঁচার আশা..................
মরনের পর আমার ভাল-মন্দের দায় আমাকেই নিতে হবে। অতএব এসব আবেগী কথা-বর্তায় মজে থেকে কোন লাভ নেই।
ছবি: নিজের মোবাইলে তোলা।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যু চিন্তা করলে সব তুচ্ছ মনে হয়।
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথা সত্য। মাইদুল ভাই দার্শনিক হল কবে থেকে???
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দার্শনিক আর কোথায় হলাম ভাই? মৃত্যু ভাবনা নিয়ে কিছু লিখলাম এই আর কি।
ধন্যবাদ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: আবেগের বশে আমরা অনেক কথা বলে থাকি লিখে থাকি।বাস্তবতার সাথে সেই সব কথার কোনই মিল থাকে না।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কথার চটকে আমরা আমাদের আসল উদ্দেশ্যই ভুলে যাই।
ধন্যবাদ।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
তারেক ফাহিম বলেছেন: ছবিটা কিসের বুঝতে পারছি না।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যুর সময় কি পৃথিবীটা এমন চৌচির মনে হবে। ছবিটা রহস্য থাক।
ধন্যবাদ ভাই
৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২
মিথী_মারজান বলেছেন: কথাগুলো যুক্তিসংগত।
সবকিছু জেনেই প্রতিনিয়ত আমরা পরাজিত হই আবেগের কাছে।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবেগই আমাদের শেষ করল।
ধন্যবাদ।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
আকিব হাসান জাভেদ বলেছেন: মরতে হবে ইহায় চিরন্তর । আমৃত্য বলতে কি আছে । মরে গেলে পচে যায়।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই বিখ্যাত উক্তি- মানুষ মরে গেলে পচে যায়
বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে।
ধন্যবাদ আকিব ভাই।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?
খুব ভালো লিখেছেন। পোস্টে প্লাস।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মরনের আগে মরনের কিছু কথা লিখে যাই।
ধন্যবাদ।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি কি হতাশাগ্রস্ত?
২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই হতাশাগ্রস্ত নই।
ইচ্ছা করেই এই পোস্ট দিয়েছি।
ধন্যবাদ।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবিটা পাতার বলে মনে হলো।
একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্যশহুরে গাছ
৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিটা আমার একটা ডায়রীর।
তোমার গল্পটা একদিন পড়েছি।
আজ আবার পড়ে মতামত দিব।
ধন্যবাদ।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: অনেক সময় মরণকালে কোন কোন আপনজনেরা কাঁদতে পারেনা। তবে ভালবাসার ভাষার কোন অনুবাদ লাগেনা।
৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কথা বলেছেন গুণী।
ধন্যবাদ।
১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪
ব্লগার_প্রান্ত বলেছেন: এ ছবিটা কেমন ভাইয়া?
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন একটা ছবি যেটা মানুষের মনে দাগ কাটে। কারণ তোমাকে বা আমাকে তো কেউ দেখছেনা সুন্দর ছবিটাই এখানে আমাদের অবয়ব।
এরচেয়ে সুন্দর থাকলে সিলেক্ট কর। নতুবা এটাও চলে।
ধন্যবাদ।
১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা ভাইয়া, আরেকটু খুঁজে দেখি। আপনি কি নিজাম ভাইয়ের লেখাটি পড়েছেন?
০৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা প্রান্ত ঐদিনই পড়েছি ও মন্তব্যও করেছি। ১ সপ্তাহ পর ব্লগে এলাম।
তোমার এ ছবিটিও সুন্দর।
ধন্যবাদ।
১৩| ০১ লা মে, ২০১৮ সকাল ৭:৫৫
সৈয়দ তাজুল বলেছেন:
অনেক সত্য আবেগহীন মিথ্যা, আবার অনেক মিথ্যা আবেগে সত্য
সবকিছুর পর, মৃত্যুতেই অমরত্ব।
পোস্টটি ভাল লাগলো
০৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক সুন্দর করে মন্তব্য লিখেছেন ভাই। একেবারে মনে গেথে আছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
তারেক_মাহমুদ বলেছেন: মৃত্যুই চিরসত্য।