| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
তোমার মরনকালে কাঁদবে যে জন সে জন তোমার আপন জন............
মরনকালেতো অনেকেই কাঁদে আত্মীয় স্বজন, প্রিয়জন, পরিচিত-অপরিচিত তাই বলেতো সবাই আপন নয়। তাই কথাটা পুরোপুরি সত্য নয়।
***
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবার চাই..............
বেঁচে থাকতে যদি মূল্যায়ন না হয় মরনের পর মূল্যায়িত হয়ে কী লাভ? মৃত ব্যক্তির তখন এসবে যায় আসে না। নজরুল কিংবা রবীন্দ্রনাথ
তারা পরপারে শান্তি/শাস্তিতে আছেন। জগতে তারা অমরতা পেয়েছেন মৃত্যু পরবর্তী এই অমরতা কি তাদের কোন কাজে আসে।
***
কোন এক আধুনিক রমনী তার পরিচিত কবিকে আত্মহত্যার আগে লিখে গেছেন- কবি, তোমার কবিতায় যেন ঠাঁই হয়। কবি তাকে
কবিতায় ঠাঁই দিয়েছেন। কিন্তু এই ঠাঁই নিয়ে কি আত্মহত্যার দায় এড়ানো যায়।
***
মরিলে কান্দিস না আমার দায়, ও যাদু ধন মরিলে কান্দিস না আমার দায়...............
গানের মত বললেই কি সব হয়। মরলে তো চোখের জ্বল ধরে রাখা যায়না। অতএব এ বলার কোন অর্থ নেই।
***
পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি/অন্য কিছু আমি চিনি না/জীবনে তোমাকে চাই/মরনের পর কি তা জানিনা...............
পরনের পর কি তা না জানলে কেমনে হবে। মরনের পরই তো শুরু হবে আসল খেলা।
***
তুমি জন্ম তুমি মৃত্যু/ তুমি ভালবাসা/তুমি ছাড়া এ জগতে নাইরে বাঁচার আশা..................
মরনের পর আমার ভাল-মন্দের দায় আমাকেই নিতে হবে। অতএব এসব আবেগী কথা-বর্তায় মজে থেকে কোন লাভ নেই।
ছবি: নিজের মোবাইলে তোলা।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যু চিন্তা করলে সব তুচ্ছ মনে হয়।
২|
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথা সত্য। মাইদুল ভাই দার্শনিক হল কবে থেকে???![]()
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দার্শনিক আর কোথায় হলাম ভাই? মৃত্যু ভাবনা নিয়ে কিছু লিখলাম এই আর কি।
ধন্যবাদ।
৩|
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: আবেগের বশে আমরা অনেক কথা বলে থাকি লিখে থাকি।বাস্তবতার সাথে সেই সব কথার কোনই মিল থাকে না।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কথার চটকে আমরা আমাদের আসল উদ্দেশ্যই ভুলে যাই।
ধন্যবাদ।
৪|
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
তারেক ফাহিম বলেছেন: ছবিটা কিসের বুঝতে পারছি না।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যুর সময় কি পৃথিবীটা এমন চৌচির মনে হবে। ছবিটা রহস্য থাক।
ধন্যবাদ ভাই
৫|
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২
মিথী_মারজান বলেছেন: কথাগুলো যুক্তিসংগত।
সবকিছু জেনেই প্রতিনিয়ত আমরা পরাজিত হই আবেগের কাছে।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবেগই আমাদের শেষ করল।
ধন্যবাদ।
৬|
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
আকিব হাসান জাভেদ বলেছেন: মরতে হবে ইহায় চিরন্তর । আমৃত্য বলতে কি আছে । মরে গেলে পচে যায়।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই বিখ্যাত উক্তি- মানুষ মরে গেলে পচে যায়
বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে।
ধন্যবাদ আকিব ভাই।
৭|
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?
খুব ভালো লিখেছেন। পোস্টে প্লাস।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মরনের আগে মরনের কিছু কথা লিখে যাই।
ধন্যবাদ।
৮|
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি কি হতাশাগ্রস্ত?
২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই হতাশাগ্রস্ত নই।
ইচ্ছা করেই এই পোস্ট দিয়েছি।
ধন্যবাদ।
৯|
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবিটা পাতার বলে মনে হলো।
একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্যশহুরে গাছ
৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিটা আমার একটা ডায়রীর।
তোমার গল্পটা একদিন পড়েছি।
আজ আবার পড়ে মতামত দিব।
ধন্যবাদ।
১০|
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: অনেক সময় মরণকালে কোন কোন আপনজনেরা কাঁদতে পারেনা। তবে ভালবাসার ভাষার কোন অনুবাদ লাগেনা।
৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কথা বলেছেন গুণী।
ধন্যবাদ।
১১|
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪
ব্লগার_প্রান্ত বলেছেন: এ ছবিটা কেমন ভাইয়া?
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন একটা ছবি যেটা মানুষের মনে দাগ কাটে। কারণ তোমাকে বা আমাকে তো কেউ দেখছেনা সুন্দর ছবিটাই এখানে আমাদের অবয়ব।
এরচেয়ে সুন্দর থাকলে সিলেক্ট কর। নতুবা এটাও চলে।
ধন্যবাদ।
১২|
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা ভাইয়া, আরেকটু খুঁজে দেখি। আপনি কি নিজাম ভাইয়ের লেখাটি পড়েছেন?
০৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা প্রান্ত ঐদিনই পড়েছি ও মন্তব্যও করেছি। ১ সপ্তাহ পর ব্লগে এলাম।
তোমার এ ছবিটিও সুন্দর।
ধন্যবাদ।
১৩|
০১ লা মে, ২০১৮ সকাল ৭:৫৫
সৈয়দ তাজুল বলেছেন:
অনেক সত্য আবেগহীন মিথ্যা, আবার অনেক মিথ্যা আবেগে সত্য
সবকিছুর পর, মৃত্যুতেই অমরত্ব।
পোস্টটি ভাল লাগলো
০৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক সুন্দর করে মন্তব্য লিখেছেন ভাই। একেবারে মনে গেথে আছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
তারেক_মাহমুদ বলেছেন: মৃত্যুই চিরসত্য।