|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
রফিক স্যার পিটি -প্যারট করাণ আর বাংলা ক্লাস নেন। একদিন ক্লাসে এক ছেলেকে বলছেন-
এই তুমি কি নতুন এসেছ ?
জ্বী স্যার। আমি এই স্কুলে নতুন ভর্তি হয়েছি।
গ্রামের বাড়ি কোথায় ?
কুমিল্লা।
তার মানে কু-মিল্লা।
স্যার কুমিল্লা হলেও আমাদের থানার পরেই ঢাকা শুরু।
নানীর বাড়ি কোথায় ?
মুন্সীগঞ্জ।
ও- মুন্সীগঞ্জ। অনেক স্মৃতি আছে আমার। ও খানের এক স্কুলে ছিলাম। পরিবেশ ও মানুষজন ভালই।
আচ্ছা তোমরা ডিমকে কি বল ? মানে তোমাদের নানির বাড়িতে ডিমকে কি বলে ?
স্যার ডিমকে ডিমইতো বলে।
না না। কখনো না।বদা বলে, বদা। আবার আন্ডাও বলে।
একটা হাসির রোল পড়ে গের ক্লাসে। বদা! উচ্চারন করেই ছাত্র-ছাত্রীরা হেসে উঠল।
স্যার বলে চলেছেন- ওখানে একদিন বন্ধের  দুপুরে খেয়ে শুয়ে আছি এমন সময়  এক লোক হেকে বলছে- বদা আছে বদা। বদা নিবেন বদা। বদা লাগবো বদা।
তার এই সুর করে বদার বিজ্ঞাপন আমাকে আকৃষ্ট করলো।
 বদা জিনিষ টা দেখার বেশ কৌতূহল হলো। লোকটাকে ডাক দয়ে উঠানে গিয়ে বললাম দেখাও তোমার বদা।
 লোকটি এক হালি ডিম বের করে বলল-স্যার এই লন বদা।
বদা কোথায় ? এতো ডিম !
স্যার ডিমেরেই আমরা বদা কই।
ডিম দেখে আমার গেল মাথা গরম হয়ে। বললাম -আরে ব্যাটা ভাগ এখান থেকে।এই বদা খেতে খেতে জান শেষ।
লোকটি চলে গেলে মাথা ঠান্ডা হলে ভাবতে লাগলাম- আহা ! কি নাম-বদা। ডিমেরে বলে কিনা বদা। নিজেই হাসতে লাগলাম আর বলতে লাগলাম-বদা। বদা।
এর পর থেকে ছাত্ররা একজন আরেকজনে কারণে অকারণে বদা নাম ডাকতে লাগলো। 
বদা নামটা যেন হাসির পাত্র হয়ে গেল।
 ২৬ টি
    	২৬ টি    	 +১/-০
    	+১/-০  ০৮ ই মে, ২০১৮  সকাল ১১:২৫
০৮ ই মে, ২০১৮  সকাল ১১:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শুভ সকাল।
ছুটিতে ছিলাম।
নানীর বাড়ি ও ঢাকাতে ছিলাম ১ সপ্তাহ।
ভাল থাকুন। ধন্যবাদ।
২|  ০৮ ই মে, ২০১৮  সকাল ১১:২৯
০৮ ই মে, ২০১৮  সকাল ১১:২৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমারও হাসি পেল। 
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৪৯
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তা হলে একটু হেসে নিন।
হা।হা... হা..............................।
৩|  ০৮ ই মে, ২০১৮  সকাল ১১:৩৩
০৮ ই মে, ২০১৮  সকাল ১১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
বদা খাইতে নানীর বাড়ি তাইনা !!
অপটপিকঃ কোন অঞ্চলে ডিম কে বয়জা বলে ?
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫০
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ঘটনাটা সত্য ছিল।
আর কোন অঞ্চলে ডিমকে বয়জা বলে তা আমার জানা নেই।
দেখি ব্লগে কেউ জানে কিনা।
ধন্যবাদ।
৪|  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:০১
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫১
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
উৎসাহের জন্য ধন্যবাদ।
৫|  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:০৪
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:০৪
মোছাব্বিরুল হক বলেছেন: 
ডিম, আন্ডা, বইদা জানাছিল নতুন জানলাম বদা আর বয়জা। আসলেই ব্লগ শিক্ষার এক অসাধারন মাধ্যম।
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫২
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সত্যি বলেছেন ভাই ব্লগে আসলেই অনেক কিছু জানা যায়।
ধন্যবাদ।
৬|  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:২৪
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:২৪
প্রামানিক বলেছেন: বদা খেতে নানীর বাড়ি যেতে হবে। ধন্যবাদ মজার কাহিনী।
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫৩
০৮ ই মে, ২০১৮  দুপুর ১২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আসলেই নানীর বাড়ি মানেই মজার স্মৃতি।
ধন্যবাদ।
৭|  ০৮ ই মে, ২০১৮  দুপুর ১:৩৮
০৮ ই মে, ২০১৮  দুপুর ১:৩৮
ব্লগার_প্রান্ত বলেছেন: মাইদুল ভাইয়া, কেমন আছেন? অনেক দিন পর..
  ০৮ ই মে, ২০১৮  দুপুর ২:২৫
০৮ ই মে, ২০১৮  দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভাল আছি। নানীর বাড়িতে ছিলাম ও ঢাকাতে অফিসের কাজে টুরে ছিলাম। তাই ব্লগে আসতে পারিনি।
তুমি কেমন আছ ?
 জিপিএ ৫ পাওয়ায়  অভিনন্দন। আলোকিত হোক তোমার শিক্ষা জীবন।
৮|  ০৮ ই মে, ২০১৮  বিকাল ৪:৩৫
০৮ ই মে, ২০১৮  বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ।
  ০৮ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৮
০৮ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সে আমি জানি।
আমার বলা ঘটনাটার সময় কাল ৮০ দশক ও গজাড়িয়া থানায়।
ধন্যবাদ।
৯|  ০৮ ই মে, ২০১৮  বিকাল ৫:৩৫
০৮ ই মে, ২০১৮  বিকাল ৫:৩৫
কথার ফুলঝুরি! বলেছেন: আণ্ডা ছাড়া ডিমের আর কোন নাম তো জানা ছিল না। হাহা! বদা  
  ০৯ ই মে, ২০১৮  সকাল ১০:৩৩
০৯ ই মে, ২০১৮  সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ব্লগ মানেই নতুন কিছু জানা।
ধন্যবাদ আপু।
১০|  ০৯ ই মে, ২০১৮  রাত ৯:৫৩
০৯ ই মে, ২০১৮  রাত ৯:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: স্যারের ভাগ্য ভালো- পোলাপান তাঁর নাম বদা স্যার রাখেনাই।
  ১০ ই মে, ২০১৮  সকাল ৯:৪৮
১০ ই মে, ২০১৮  সকাল ৯:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
 সেসময়ের পোলাপান এতটা অবাধ্য ছিলনা।
তারপরও স্যারের ভাগ্য ভাল বলতে হবে।
ধন্যবাদ আপনাকে।
১১|  ১০ ই মে, ২০১৮  সকাল ৯:৫৩
১০ ই মে, ২০১৮  সকাল ৯:৫৩
কবীর বলেছেন: রম্য পড়ে ভালো লাগলো ।।  
 
কেমন আছেন ভাইজান ।।
  ১০ ই মে, ২০১৮  সকাল ১০:০৪
১০ ই মে, ২০১৮  সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভাললাগায় কৃতজ্ঞতা।
এক প্রকার ভাল আছি ।
 আপনি ভাল আছেন তো ?
১২|  ১০ ই মে, ২০১৮  সকাল ১০:১২
১০ ই মে, ২০১৮  সকাল ১০:১২
কবীর বলেছেন: আমি ভালো আছি ... ভাই।।
  ১০ ই মে, ২০১৮  দুপুর ২:২০
১০ ই মে, ২০১৮  দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
ভাল থাকুন।
১৩|  ১০ ই মে, ২০১৮  দুপুর ১:২৪
১০ ই মে, ২০১৮  দুপুর ১:২৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @নূর মোহাম্মদ নূরু --ভাই- উত্তরটা তো দিয়া যান___
  ১০ ই মে, ২০১৮  দুপুর ২:২১
১০ ই মে, ২০১৮  দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
উনি জানলে আপনাকে জানাবে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৮  সকাল ১০:৫৭
০৮ ই মে, ২০১৮  সকাল ১০:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল মাইদুল ভাই, অনেকদিন পর এলেন,কোথায় ছিলেন এতদিন?