|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
গজল- এদেশে আল্লাহো আকবরের নামে...........
কন্ঠ-মুহিব খান।
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ওঠে
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ডুবে (২)
এদেশের মাল্লা-মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে
শোনরে লা-ইলাহা ইল্লালল্লার যিকির উঠে
ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে
এ আগুন জ্বালতে হবে দেশ হতে দেশ দেশান্তরে (২)
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ওঠে
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ডুবে (২)
এদেশের পথে-ঘটে এদেশের বাজার হাটেে
এদেশে এদেশে এদেশে এদেশেে
এদেশে গঞ্জে-গ্রামে খোদার নামে তাসবী হাতে
কত পীর আউলিয়াদের অশ্রু ঝড়ে গভীর রাতে
যেদেশের সন্তানেরা মক্তবে যায়  কোরান বুকে 
সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে(২)
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ওঠে
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ডুবে (২)
এদেশের জলে-স্থলে এদেশের ফল-ফসলে
এদেশের এদেশের এদেশের এদেশেেরে
এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে
মদিনার সবুজ মীনার জলসে উঠে দুই নয়নেে
এদেশের শিকরতো নয় দিল্লীতে বা ওয়াশিংটনেে
এদেশের শিকর জানি ছড়িয়ে আছে দূর আরবে (২)
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ওঠে
এদেশে আল্লাহো আকবরের নামে সূর্য ডুবে (৪)
আমার প্রিয় একটি গজল। ইচ্ছে করলে ইউটিউব থেকে শুনতে পারবেন। মুহিব খান গজল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩১
২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ কবি।
ভিডিও দেওয়ার জন্যও ধন্যবাদ।
২|  ২৪ শে মে, ২০১৮  দুপুর ১:২৪
২৪ শে মে, ২০১৮  দুপুর ১:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: শব্দে ভুল আছে যা কবিরা গুনাহ’র সমতুল্য
আল্লাহ হোয়াক বারের নামে ??? ভুল । এই ধরনের কোনো শব্দ নেই । 
এই গজল গাওয়া এবং শোনা দুইটি ই অন্যায়, হয় যে গেয়েছে সে মুর্খ্য না হয় সে বিকৃত করেছে - কথায় আছে ইসলামই ইসলামকে ধ্বংস করবে । 
আল্লাহো আকবর  সঠিক শব্দ । ইসলাম নিয়ে বিকৃত করবেন না, আর মুর্খ্য গায়কের সাথে নিজে ও বিকৃতের পাল্লায় পরবেন না, এমনিতে ইসলাম বিকৃতে হচ্ছে প্রতিনিয়ত ।।
আশা করবো আপনার এই পোষ্ট আপনি মুছে দেবেন - ছাপার অক্ষরে বিকৃত প্রকাশ পায় মানুষ ও বিস্বাস করে আপনি পাপী হবেন আরো দশজনকে পাপী করবেন । দয়া করে না জেনে বিতর্কে জড়াবেন না, প্রয়োজনে আপনার এলাকার কোনো মুফতি বা মৌলানার সঙ্গে কথা বলতে পারেন । আশা করবো আমাকে পরপর প্রশ্ন করবেন না, আমি যা বলার বলে দিয়েছি আপনি যাদের সাথে কথা বলার তাদের সাথে কথা বলুন, নিজে পাপী হতে মুক্তি নিন অন্যকেও পাপী করবেন না - রমজান মাস কি করছেন এসব । । 
  ২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৪
২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভুল ধরার জন্য ধন্যবাদ।
কোন শব্দ বা ইসলামকে বিকৃত করার কোন উদ্দেশ্যে আমার নেই। আল্লাহ আমার অন্তরের খবর জানেন। 
যদি কোন ভুল হয় আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী।
শুভকামনা জানবেন।
৩|  ২৪ শে মে, ২০১৮  দুপুর ১:২৭
২৪ শে মে, ২০১৮  দুপুর ১:২৭
বৃষ্টি বিন্দু বলেছেন: 
এটা অনেক আগে শুনেছি। খুব ভাল একটি গজল।
মুহিব খানের সব গজলেই একটা হুরহুর ভাব থাকে। যেন যুবকদের মাঝে একধরণের প্রেরণা ক্রিয়েট করে তার গজলগুলো। 
গজল পড়ার সুযোগ দেয়ায় ধন্যবাদ।
  ২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৫
২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ঠিক বলেছেন ওনার গজল শুনলে আলাদা একটা অনুভূতি হয়।
ভাল থাকুন।
৪|  ২৪ শে মে, ২০১৮  দুপুর ১:৪৩
২৪ শে মে, ২০১৮  দুপুর ১:৪৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: জাগ্রত কবি মুহিব খান ভালাবাসার আরেক নাম …………
  ২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৬
২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সুন্দর বলেছেনতো ভাই।
ধন্যবাদ।
৫|  ২৪ শে মে, ২০১৮  দুপুর ১:৪৮
২৪ শে মে, ২০১৮  দুপুর ১:৪৮
শিমুল_মাহমুদ বলেছেন: সুন্দর গজল শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। আপনাকে আমার ব্লগে স্বাগতম।
  ২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৬
২৪ শে মে, ২০১৮  দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
ভাল থাকুন।
৬|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:২৪
২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
  ২৫ শে মে, ২০১৮  সকাল ১১:২৭
২৫ শে মে, ২০১৮  সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮  দুপুর ১:০২
২৪ শে মে, ২০১৮  দুপুর ১:০২
কবীর বলেছেন: গজলটি প্রথম শুনলাম
ভালো লাগলো