নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ যখন বিষয় ভিত্তিক ব্লগ

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১৯



আমরা যারা নিয়মিত ব্লগিং করি সামু তাদের জন্য লেখালেখির স্বর্গ। অন্যান্য বাংলা ব্লগ থেকে সামু বিভিন্ন কারণেই অনন্য। এখানে প্রতিনিয়তি লিখে চলেছেন নবীন, প্রবীন, জনপ্রিয়, জ্ঞানী-গুণী মানুষজন। যারা ব্লগার নামে খ্যাত বা পরিচিত।

কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হচ্ছে সামুর বিষয় ভিত্তিক ব্লগ যথাসময়ে আপডেট হয়না। আমি প্রায়ই এখানে ঢুঁ মারি। দেখি কোন নতুন গল্প, কবিতা বা অন্য কোন বিষয় নেই। তখন অত্যন্ত বিষাদ মনে ফিরে আসতে হয়। বিষয়টি কর্তৃপক্ষ দেখার জন্য বিনীতভাবে বলা হলো।

বিষয় ভিত্তিক ব্লগে গল্প বিভাগে সর্বশেষ আপডেট হওয়া গল্পটি হলো-তামান্না তাবাসসুমের অণুগল্প-ভাবী তারিখ-২২/১১/১৭

ভাবী(অণুগল্প)


বিষয় ভিত্তিক ব্লগে কবিতা বিভাগে সর্বশেষ আপডেট হওয়া কবিতাটি হলো-রুফিয়াস মিলেনিয়ামের-প্রেম ও পথশিশু-দুটি ভিন্ন অণুকাব্য-তারিখ-২৬/১২/১৭। আজ আবার এখানে গিয়ে দেখলাম শাহরিয়ার কবীরের-নৈঃশব্দের প্রার্থনা ও ফিরোজ খানের-অল্প কথার গল্প-৩ কাব্যটি।


প্রেম ও পথশিশু-দুটি ভিন্ন অণুকাব্য

তাই যথাসময়ে বিষয় ভিত্তিক ব্লগ আপডেট হওয়া কাম্য। বিষয়টি আরো আগে পোস্ট দেওয়ার কথা ভাবলেও তা হয়ে উঠেনি।

সামু এগিয়ে চলুক সুন্দরভাবে।

ছবিঃ সামু ইমেজ, নেট থেকে নেওয়া।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৭

Sujon Mahmud বলেছেন: বিষয়টি সামুর দেখা উচিত

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরাও তাই চাই।

ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৮

বিজন রয় বলেছেন: ব্লগ যারা চালায় মানে মডুগণ।
তাদের অত সময় নেই।

তবে আপনি দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছেন তার জন্য ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনাদের সময় নেই ঠিক আছে তবে সময় করে আপডেট করা প্রয়োজন।

সুন্দর করে বলার জন্য আপনাকেও ধন্যবাদ দাদা।

অনেক দিন পর, কেমন আছেন ?

৩| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কর্তৃপক্ষের বিষয়টি সবসময় দেখা উচিৎ।

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি আপনি যথার্থ বলিয়াছেন।

৪| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

সৈয়দ ইসলাম বলেছেন: নির্বাচিত পাতার ন্যায় বিষয় ভিত্তিক পেইজগুলোর দিকে আমরা প্রায় যাই। অনেক আশা নিয়েই।
মোডারেট যেন এদিকে একটু বেশি করে খেয়াল নেন।

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকেই আশা নিয়ে যান কিন্তু আশাভঙ্গের বেদনা নিয়ে ফিরে আসেন।

আশা করছি মডুরা এবার খেয়াল করবেন।

ধন্যবাদ।

৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪০

ইনাম আহমদ বলেছেন: এই ব্লগে কোনও কিছুই কি ঠিকমতো চলে?

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত বড় প্ল্যাটফর্ম সামান্য কিছু টুক টাক সমস্যাতো থাকতেই পারে।

আগের চেয়ে ভাল চলছে সামু।

ধন্যবাদ।

৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মডা‌রেটররা আপনার ম‌তো সিরিয়াস নন। আপনার দা‌বি যথার্থ।

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়তোবা হয়তো না।

তবে নজড় দেওয়া উচিৎ।

সহমতে ধন্যবাদ।

৭| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: এদিকে দৃষ্টি দেয়া সামু কর্তৃপক্ষের বিশেষ প্রয়োজন বোধ করছি।
এতে ব্লগাররা আরো উৎসাহী হবেন নিশ্চিত।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ধন্যবাদ।

৮| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: সামু কর্তৃপক্ষ আশাকরি যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। আপনাকে ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাদের মতামতও গুরুত্বপূর্ণ।

ধন্যবাদ।

৯| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ এই বিষয়টি নিয়ে লেখার জন্য। আমি ব্যাপারটি অনুসন্ধান করে দেখছি। তবে পাশাপাশি, এটাও উল্লেখ্য যে, অনেক সময় মানহীণ পোস্টকে আমরা বিষয়ভিত্তিক ব্লগে অর্ন্তভুক্ত করি না।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল লেখাই এখানে অন্তর্ভুক্ত হোক এবং যথসময়ে তা আপডেট হোক এটাই কাম্য।

বিষয়টি আপনার নজড়ে পড়েছে এতেই আমি খুশি।

আপনাকেও ধন্যবাদ কাভা ভাই।

১০| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৮

কাওসার চৌধুরী বলেছেন: মাইদুল ভাই, ঠিকই বলেছেন। এটি আমারও প্রশ্ন। আশা করি ব্লগ কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দেবেন।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমনটি আমিও আশা করছি।

ধন্যবাদ ভাই।

১১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৯

রাকু হাসান বলেছেন: আমিও বেশ কয়েকবা্র চেক করে হতাশ হয়েছি । ফুটবল বিশ্বকাপ ২০১৪ শেষ হয়ে ১৮ সালের মাঝপথে তবু ২০১৪ সালের টা পরিবর্তন আসেনি । যদিও কভার ফটো টা এবারের । কোন কারণে মডুরা কি ব্যস্ত !

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনাদের নজড়ে এলে আপডেট হবে।

ধন্যবাদ সুন্দর মতামত এর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.