নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

চারে চারে আস্ট, আর্জেন্টিনা ব্রাস্ট

১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৫





গতকাল মানে ঈদের বিকালে কয়েকজন কিশোর কথা বলছিল। আমি বারান্দা থেকে তাদের কথা শুনছি। তারা বলাবলি করছে-আজ আর্জেন্টিনা ভাল খেলবে। একজন বলে উঠলো-ভালো। এমন ভালই খেলবে-চারে চারে আস্ট, আর্জেন্টিনা ব্রাস্ট। আর অমনি শুরু হলো তর্ক যুদ্ধ।

আইসল্যান্ড এবার বিশ্বকাপে নবাগত একটি দল। আর আর্জেন্টিনা ফেবারিট। কিন্তু খেলা দেখে মনে হলো আর্জেন্টিনা এবার মনে হয় বেশি দূর যেতে পারবেনা। এহেন আইসল্যান্ডের সাথেই তাদের এ অবস্থা। খেলা নিজেদের নিয়ন্ত্রনে নিয়েও আইসল্যাোন্ডর শক্ত ডিফেন্স ভেদ করে একবারই বল জালে জড়াতে পেরেেছে। তো আইসল্যান্ডও কম যায়না। গোল শোধ করে সমানে সমান।

ম্যাচ ড্র ড্র হলেও আইসল্যান্ডরই জয় হয়েছে। অত্যন্ত আইসল্যান্ড এর ভাব সাব দেখে তাই মনে হয়। আমি ব্রাজিল ভক্ত হলেও মাছির থুক্কু মেসির জন্য দারুন কিছু আশা করেছিলাম। কারণ তার ভক্তদের দাবী সে নাকি বর্তমান পৃথিবী নামক গ্রহে সবচেয়ে ভাল খেলোয়ার।

মাছি এবার যদি না পরে আর কখনো পারবেনা বিশ্বকাপ জয় করতে।

সত্যি তার জন্য বড় দু:খ হয়।


ছবি : নেট থেকে নেওয়া।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় মাইদুল ভাই। সহমত আপনার সঙ্গে যে আর্জেন্টিনা বেশি দুর যাবে বলে মনে হয়না। যদিও আমি এখন কোনও খেলা দেখিনা। হি হি হি।


শুভ কামনা জানবেন।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন ভাই ঈদ আনন্দে খেলা দেখা হয়নি ?

সহমত। ধন্যবাদ ভাই।

২| ১৭ ই জুন, ২০১৮ সকাল ৭:২১

সনেট কবি বলেছেন: বিষয়টা হতাশা জনক। বুঝাগেল ভিন গ্রহের ফুটবল খেলে এ গ্রহের কাপ ঘরে তোলার সম্ভাবনা কম। তথাপি দেখা যাক কি হয়। কারণ এমন নড়বড়ে শুরু দিয়েও ইটালি একবার কাপ ঘরে তুলেছিল।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

খুব সুন্দর বলেছেন। দেখা যাক কি হয়।

ধন্যবাদ।

৩| ১৭ ই জুন, ২০১৮ সকাল ৭:২২

সনেট কবি বলেছেন: আইস ল্যান্ডের আইসে সম্ভবত মাছিরা জমে বরফ হয়ে গিয়েছিল।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

মজার মন্তব্য। দেখা যাক পরের ম্যাচে চেকদের বিপক্ষে কি করে। চেকরা মনে হয় ভালই চেক দিবে।

৪| ১৭ ই জুন, ২০১৮ সকাল ৭:৫১

তারেক_মাহমুদ বলেছেন: বাছাই পর্বের হতশ্রী আর্জেন্টিনা গতকাল তুলনামূলক ভাল খেলেছে, নিন্দুকেরা বলে শেষ ম্যাচটি পাতানো ছিল যেকোনোমূমূল্যেআর্জেন্টিনাকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার জন্য।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

যদিও ব্রাজিলের খেলা ভালো লাগে তবুও আর্জেন্টিনা বিশ্বকাপে না থাকলে জমেনা।

ধন্যবাদ।

৫| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি ভালো দর্শকের মতো কথা বলছেন না; মেসী ভালো খেলেছে, গোল করতে পারেনি, এতে ওর খেলার মান হারিয়ে যায়নি।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা মেসি ভালো খেলেছে কিন্তু আগের মত ভাল নয়।

দেখা যাক সামনে কি করে।

৬| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: মাইদুল ভাই,
আপনাকে জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক।

আর হ্যা, এক দলের সাবুর্টার হলে আরেক দলকে হেয় করতে হবে! এমনটা তো না!

ঈদ কেমন কাটলো জানাবেন প্লিজ।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ঈদ মোটামোটি কেটেছে। এবার গ্রামের বাড়ি যাওয়া হয় নাই।

আপনার কেমন কেটেছে আপু ? আপনার বানানো কার্ড কি কউকে দিয়েছেন ?

অন্যদলকে তেমন হেয় করিনি। জাস্ট ফান।

ধন্যবাদ।

৭| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আর্জেন্টিনা অবশ্যই ভাল খেলেছে এটা অন্তত সবাইকে স্বীকার করা উচিৎ, ভাগ্য তাদের সহায় ছিল না। মেসি ভাল খেলেছে তবে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্লান্টিক মিস এটা হতেই পারে, ম্যারাডোনা সহ আরো অনেক নামি দামি তারকাররা বিশ্বকাপে প্লান্টিক/ ট্রাইব্রেকার মিস করা রেকর্ড আছে।একজন ভাল খেলোয়াড় যে সব সময় ভাল করবে তা কিন্তু ঠিক নয়।আইসল্যান্ড অতটা দূর্বল টিম নয় তবে খারাপ লেগেছে আইসল্যান্ড ফুটবলটা ফুটবলের মতো খেলেনি, তারা ১১ জন খেলোয়াড় সবাই ডিফেন্সেই দাড়িয়ে খেলেছে এই অবস্থায় গোল করা যে কোন ভাল টিমের জন্য কঠিন।২০১৬ সালে ইউরোপীয় কাপে আইসল্যান্ড পূর্তগালের সাথে ড্র করেছিল। তাই এবার হয়ত বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে ড্র করল।এটা এমন আর কি সমস্যা। হারে নাইতো। ১৯৯০ সালে ম্যারাডোনার আর্জেন্টিনা তখনকার নবাগত ক্যামেরুনের নিকট ০-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল। কিন্তু সেই সময় আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল। তাই এবার তো নবাগতের কাছে হারেনি ড্রইতো করেছে।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

খুব সুন্দর অতীত ইতিহাস উল্লেখ করেছেন। ব্রাজিল ভক্ত হলেও মেসির খেলা আমার ভাল লাগে।

দেখা যাক তারা কতটুকু কি করতে পারে।

ধন্যবাদ।

৮| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৭

নতুন নকিব বলেছেন:



মাইদুল ভাই,

খেলা দেখা হয় না। ঈদের শুভেচ্ছা জানবেন। অনেক ভাল থাকুন পরিবারের সকলকে নিয়ে।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আরে নকিব ভাই যে, কেমন আছেন ?

ঈদ সেমন গেল।

ব্যবসায়ের জন্য খেলা দেখতে পারেননা।

৯| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন:

আমি কেন খেলা দেখে আরাম পাই না !

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কেন ভাই ?

খেলা উপভোগ করুন।

১০| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: আমার আইসল্যান্ড এবার ফাটিয়ে দিল।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার আইসল্যান্ড ?

অবশ্যই ওরা ভাল কাজ করেছে। সমতা এনেছে।

১১| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

আবু তালেব শেখ বলেছেন: আর্জেন্টিনার সমর্থক রা বিচার মানি তালগাছ আমার টাইপের। পেলেঅফ খেলে বিশ্বকাপে চান্স পাইছে এর থেকে কি আর যাদু দেখাবে????
তবে মেসি অসাধারন প্লেয়ার

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আমি ব্রাজিল ভক্ত হলেও আর্জেন্টিনার ঘোর বিরধী নই। ওদের খেলাও মোটামুটি ভাল লাগে।

মেসি এবার না পারলে আর কবে পারবে ?

১২| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সিগন্যাস বলেছেন: সবার মেসিকে নিয়ে প্রত্যাশা বেশি।এটা ঠিক না।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভাল খেলোয়ারকে নিয়ে প্রত্যাশা থাকবেই। তবে ব্রাজিল কাপ জিতুক এটা চাই।

১৩| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

সিগন্যাস বলেছেন: ঈদ মোবারক ভাই।

১৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঈদ কেমন গেল ?

ভাল থাকুন।

১৪| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: মেসি এবার কাপ নিবে।
এবং চাঁদগাজীর সাথে একমত।

১৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কাপ নেওয়া এত সহজ নয় রাজীব ভাই। সময় বলে দেবে কে কাপ নেবে।

১৫| ১৮ ই জুন, ২০১৮ রাত ১:৫৬

হাসান রাজু বলেছেন: মায়াকান্না !
আমি যদিও ব্রাজিল সমর্থক তবুও আর্জেন্টিনা/মেসি .... ব্লা ব্লা ..... মেকি ভালো দর্শক সাজ পুরোপুরি প্রকাশ হয়ে যায় পোস্টের বক্তব্য আর মন্তব্যয়ের উত্তর পড়লেই। গত বিশ্বকাপে এমন দাম্ভিকদের শেষ আশ্রয় হয়েছিল সেভেন আপ লজ্জায় ডুবানো জার্মান দের পতাকা তলে। একটু সমন্বয়ের দরকার, আর্জেন্টিনার এই ঘটতিটা পূরণ হলেই দলটির সফলতা আর মেসির যাদুতে বিশ্বকাপ ২০১৮ স্মরণীয় হয়ে থাকবে। খেলা শেষ হল মাত্র। ফলাফল ব্রাজিল ১ সুইজারল্যান্ড ১। কিছুই বলব না যা বলার ব্রাজিল সমর্থকরাই বলবে। আপনি বলবেন।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লেখা দেখেছি রাজু ভাই।

অঘটনের রাতে ব্রাজিলের ড্র। প্রথমার্ধে আরও ভাল খেলার দরকার ছিল ব্রাজিলের।

সত্যিই মেসির খেলা ভালো লাগে।

ধন্যবাদ।

১৬| ১৮ ই জুন, ২০১৮ রাত ৩:২৯

সোহানী বলেছেন: হায় আল্লাহ, এইটা কি বিশ্ব কাপ নাকি বিশ্ব যুদ্ধ X(( X((

১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা আপু বিশ্বকাপ মানে কিছুটা বিশ্ব যুদ্ধ বটে।

ধন্যবাদ। ভাল থাকুন।

১৭| ১৮ ই জুন, ২০১৮ ভোর ৫:৫১

টোনাল্ড ড্রাম্প বলেছেন: সোহানী আপু আমরা বিভক্তির বেড়াজালে আষ্ট্রেপৃষ্টে আছি এখান থেকে মনে হয় বের হতে পারবো না

১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সয়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে ব্রাদার।

১৮| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। অনেক ভাল আছি।

ব্যবসার জন্য নয়। ইচ্ছে করেই দেখি না।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভাল আছেন জেনে ভাল লাগলো।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.