নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অঘটনের রাতে ব্রাজিলের ড্র

১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২




গত রাতে গত বিশ্বকাপের শিরোপাধারী জার্মানী হেরে গেছে মেক্সিকোর কাছে। এবার বিশ্বকাপের প্রথম অঘটন এটি। আর অঘটনের এই রাতে ব্রাজিল করেছে সুইসদের সাথে ড্র।

খেলার প্রথমার্ধে ব্রাজিল গোল করে যেন নির্বার হয়ে গেছে । তারা রিলাক্সে খেলেছে। কিন্তু প্রতিপক্ষকে দুর্বল মনে করা বোকামী ছাড়া আর কিছু নয়। সুইসরাও ভাল খেলেছে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল যেভাবে আক্রমনাত্মক ও ছন্দময় খেলা দেখিয়েছে তাতে আমরা আশাবাদী। প্রথমার্ধে যদি এভাবে খেলা হত তবে সুইসরা পাত্তাই পেতনা। অত্যন্ত আরেকটা গোল করা খুবই প্রয়োজন ছিল। এদিকে সুইসদের একটাই মন্ত্র-যে করে হোক নেইমার ঠেকাও।

মাঠে দেখা গেছে নেইমারের কাছে বল গেলেই তাকে বাজে ভাবে টেকেল দেওয়া হয়েছে। তাকে টেনে ধরে, ধাক্কা মেরে, ল্যাং মেরে বল কেড়ে নিয়েছে সুইসরা। ম্যাচ ড্র হওয়ার ওদের মন্ত্র সঠিক হয়েছে-নেইমার ঠেকাও, গোল বাচাও।

ব্রাজিল এগিয়ে যাবে। ব্রাজিল ভাল করবে। আরও সুন্দর খেলা উপহার দিবে, জয়তু ব্রাজিল।


ছবি : নেট থেকে নেয়া।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

সিগন্যাস বলেছেন: সুন্দর বলেছেন।তবে ব্যক্তিগত ভাবে মনে করি জার্মানি এইবারো এগিয়ে থাকবে।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না হতে পারে।

তবে জার্মানরা ভাল করার চেষ্টা করবে।

ধন্যবাদ ভাই।

২| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৯

সাহসী সন্তান বলেছেন: সত্যি বলতে গতকাল ব্রাজিলের খেলা দেখে কিছুটা বিরক্তই হইছিলাম। একটা গোল করার পরে তারা এমনভাবে খেলছে যেন, গোল বলে যে একটা শব্দ আছে সুইসরা সেটা জানেই না! অনেকটা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মত...

ফলাফল ম্যাচ ড্র! কারণ ব্রাজিল ভুল করলেও সুইসরা কোন ভুল করেনি। বরং খুব ছোট্ট সুযোগকেও তারা খুব ভালোভাবেই কাজে লাগাতে পেরেছে। যদিও গোল শোধ হওয়ার পর ব্রাজিলের টনক নড়েছিল। কিন্তু তাতে কি! ততক্ষনে যা হওয়ার তা হয়ে গিয়েছে।

আর নেইমারের ব্যাপারে যেটা বলেছেন আমারও সেই একই কথা। কেউ মানুক অথবা না মানুক, গতকাল সুইসরা নেইমারকে তার স্বাভাবিক খেলাটা খেলতে দেয় নাই এটাই হল সব থেকে বড় সত্যি কথা!

পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

একেবারে মনের কথা বলেছেন ভাই।

গোল করার পর ব্রাজিল যেন টাইম পাস করছিল। আরেকটা যে গোল দিতে হবে সেটা মনেই ছিলনা।

ধন্যবাদ।

৩| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: একটা পেনাল্টি দেয়নি। সুইজারল্যান্ডের গোলটি ছিল বিতর্কিত। স্পষ্টতই দেখা গেছে গোল দেয়ার আগে সুইস প্লেয়ার ফাউল করেছে। তার পর ও ব্রাজিলের খেলা ভালো হয়েছে। দিনটি ছিল অঘটনের। জার্মানি হেরে গেছে মেক্সিকোর কাছে।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

খেলা ভাল হলেও জয় নিয়ে মাঠ ছাড়া দরকার ছিল।

সুইরা শারীরিক শক্তির দাপট দেখিয়েছে।

অবশ্যই অঘটের রাত ছিল।

৪| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রথম খেলা ড্র হওয়াতে ভালই হয়েছে, কোন প্রতিপক্ষকে খাটো করে দেখার সুযোগ নেই।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ড্র হওয়াতে ব্রাজিলের টনক নড়েছে।

জয়ের বিকল্প নেই।

৫| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "এবার বিশ্বকাপের প্রথম অঘটন এটি।"
-- এটা কেমন কথা ভাই?
অঘটন তো প্রথম থেকেই হচ্ছে! সামনে আরো হবে!
আমি চাই ছোট দলগুলো ভালো খেলুক! আর কাপটাও তারাই জিতুক;)

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

নিজাম ভাই কেমন আছেন ? ঈদ আনন্দ কেমন হল?

সার্বিয়া ভাল খেলেছে। কাপ বড় দলই নিবে।

৬| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে। দশে সাত দিলাম।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

দল ভাল না করলে সমালোচনা হবেই।

৭| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ব্রাজিল সাপোরটারদের শিক্ষা হয়েছে।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর আর্জন্টিনার সাপোর্টারদের কি শিক্ষা হয়নি ?

৮| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪০

সনেট কবি বলেছেন: ব্রাজিলের খেলা মন্দ লাগেনি।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। তব জয় পাওয়া দরকার ছিল।

ধন্যবাদ।

৯| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

কাওসার চৌধুরী বলেছেন: ব্রাজিল ও জার্মানী খারাপ খেলেনি। দিনটি তাদের ছিল না। তবে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হয়েছি। ক্রোয়েশিয়ার সাথে আর্জেন্টিনা এভাবে খেললে হারার সম্ভাবনা বেশী। ক্রোয়েশিয়া বেশ গোছানো দল। এদের মিডফিল্ড ও আক্রমণভাগ বিশ্বের যেকোন দলকে হারানোর ক্ষমতা রাখে।

মেক্সিকো বরাবরই ভাল টিম। তবে জার্মানির এতো অফ টার্গেট সব সময় হবে না। সামনের ম্যাচেই তারা ঘুরে দাঁড়াবে। তবে ব্রাজিলের সবচেয়ে দূর্বল সাইড হলো মিডফিল্ড। মিডফিল্ডের দূর্বলতা ব্রাজিলকে এবার ডুবাতে পারে। এছাড়া টিম সিলেকশনেও ভুল আছে। গোল বারে এলিসনের পরিবর্তে এডারসনকে নিলে ভাল হতো। সে এখন বিশ্বের অন্যতম সেরা কিপার। ডিফেন্সে ডেনিলোর পরিবর্তে ফিলিপ লুইজ; মিডফিল্ডে পলিনহোর পরিবর্তে ফার্নানদিনহো অথবা অগাস্টো; আক্রমনভাগে জেসুসের পরিবর্তে ফিরমিনো নিলে ভাল হবে। বিশ্বকাপ শুরুর আগেই বলেছি এবারের ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে সবচেয়ে ভাল খেলতে হবে কুটিনহোকে। আমার দৃষ্টিতে নেইমার নয়, কুটিনহো হলো ব্রাজিলের সেরা স্ট্রাইকার। নেইমারকে গত কালের খেলায় ফিট মনে হয়নি।

শুভ কামনা রইলো ব্রাজিলের জন্য। এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার এই লেখাটি পাঠকরা চাইলে পড়তে পারেন। (ধন্যবাদ)

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পর্যবেক্ষণ ও বিশ্লেষন।

ধন্যবাদ ভাই।

শুভকামনা ব্রাজিলের জন্য।

১০| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্রাজিল যতটুকু খেলেছে, সেই পরিমাণে গোল করতে পারেনি। নেইমারের পায়ের সমস্যা আছে; ফলে, প্রয়োজনীয় পরিমাণ গোল না পাওয়ার সম্ভাবনা আছে।

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তবুও ব্রাজিল ভাল কিছু করবে বলে আশা রাখি।

ধন্যবাদ।

১১| ১৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইদুল ভাই!
আপনাদের দোয়ায় ভালো আছি! সারাদিন খাচ্ছি আর শুয়ে শুয়ে টিভি দেখছি!(ফুটবল খেলতে গিয়ে পা মচকে গিয়েছে, তিন-চার দিনে অবস্য ঠিক হয়ে যাবে):)



এ পর্যন্ত অনুষ্ঠিত ২০টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে! নতুনদের এবার জিততেই হবে!X(

১৯ শে জুন, ২০১৮ ভোর ৫:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রেস্টে থাকুন, তারাতারি ভাল হয়ে যান।

সে হিসেবে নতুন কেউ কাপ নিলে মন্দ হবেনা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.