নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আমরা যারা ব্লগিং করি। লেখা লেখি করি। নিশ্চয় প্রিয়তমাকে নিয়ে অনক কিছু ভাবি। কেউ কেউ তাকে নিয়ে গল্প লিখি, কবিতা লিখি, স্মৃতিকথায় তুলে আনি কিংবা গল্পের নায়ক বা নায়িকা বানাই। কেউ কেউ আবার গান বাধি কিংবা গল্পের কোন চরিত্রে চিত্রায়িত করি তার নাম।
ব্লগাররা প্রিয়তম/প্রিয়তমা-কে নিয়ে কি লিখেছেন বা লিখছেন মতামত দিন। আমি অবশ্য প্রিয়তমাকে নিয়ে লিখেছি কবিতা।
কবিতা-জয়নব
১১/১১/২০১৪ইং।
এক জীবন ভরে গেছে ভালবাসার পূর্ণতায়
এক জোড়া চোখ ভরে গেছে তব দেখার মুগ্ধতায়
আর কি চাইবো-
প্রেম, আগুন নাকি মৃত্যু ?
প্রেম পৃথিবীতে পরোয়া করেনা কিছু
প্রেম আগুন নিয়েছে পিছু
প্রেম প্রেমাগুনে-প্রেমমৃত্যুতে অম্লান।
রাত্রি কি শেষ
দিনের কি শুরু
দিন যায় মাস যায় বছর আসে
তুমি চির দিনই রবে মোর পাশে
জীবন মানে এখন তুমি
আর তুমি মানে সব
জয়নব জয়নব জয়নব।
প্রাণে প্রাণে রক্ত কনিকায়
ওকি নব কলোরব
জয়নব জয়নব জয়নব
তোমারে পাবার পর আর কি থাকে বাকি
মন চায় অন্তরে চিরকাল ধরে রাখি
আর কি চাইবো-
সুখ-স্বপ্ন নাকি শেষ প্রশ্ন ?
সুখ শিহরণে করেছ বরন
সুখের স্বপ্ন বুকে রবে আমরন
তবে শেষ প্রশ্নের উত্তর তুমি
তোমার প্রাণ মানে এখন আমি
আর আমি মানে সব
জয়নব জয়নব জয়নব।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ মামুন।
২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২
সনেট কবি বলেছেন: ছবিটা কি দিলেন?
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিটা পাল্টে দিলাম।
৩| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,
বাস্তবের প্রিয়তমাকে নিয়ে লেখার বয়স পেড়িয়ে এসেছি অনেকদিন । কল্পনায় হয়তো কিছু লেখা চলে । তেমন কিছু লেখার কিয়দংশ -
"যেখানেই রাখো শঙ্খিনি হাত, মৃণাল বাহুলতা সেখানেই
তীব্র হলাহল ভেঙে মাথা তোলে ভোরের শিশির ভেজা এক
শাপলার দল, ফণা তোলে ঘুম ভাঙা এক রোদেলা সকাল ।
যেখানেই রাখো ধ্রুপদী চোখ, পল্লবিত সমুদ্রে সেখানেই
গড়ে ওঠে কামরাঙী দ্বীপ, সতেজ লেবুর রোশনাই নিয়ে
হিজলের বন, নিঃসাড়ে নামে ঝি-ঝি ডাকা রাতের কোলাহল । "
"জয়নব"কে নিয়ে আপনার অনুভবের কবিতাও তেমনই পল্লবিত সমুদ্র হয়েছে যেন !
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও, আপনার কবিতার প্রতিটি শব্দ, লাইন শুনে প্রিয়তমা নিশ্চয় চমকে উঠবে।
ধন্যবাদ ভাই।
৪| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২
সিগন্যাস বলেছেন: প্রিয় মাইদুল ভাই
আমিতো ভূতপ্রেত ছাড়া কিছু লিখতে পারিনা । আমি প্রিয় তমাকে কি লিখবো?
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ভূতের গল্পের সাহসী নায়িকা হবে আপনার প্রিয়তমা।
কি বলেন ?
৫| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
বুকে এতো প্রেম ভায়া!! আপনি এটা চেপে রেখে অন্যায় করেছেন! কবিতায় ঢেলে দিন! তাহলে আমরাও কিছু প্রেমসমুদ্র জল দেখি!
কবিতা খুব ভাল লেগেছে! শুভেচ্ছা রইল!
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজের কথাতো জানালেনা কবি ভায়া।
ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।
৬| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
আমি সিরিজ লেখে ফেলেছি! আর বলছেন জানাই নি! হা হা হা! জলকাব্যে সব আছে ভায়া! শুভেচ্ছা!
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওহ! তাইতো জল কব্যতো প্রিয়তমাকে নিয়েই লিখা।
ভুলেই গিয়েছিলুম।
মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
৭| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১২
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় মানুষকে নিয়ে শুধু কবিরা নয় সবাই হয়তো কম বেশি লিখতে চেষ্টা করে।
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা সোহেল ভাই
ঠিক বলেছেন।
ধন্যবাদ।
৮| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮
কাওসার চৌধুরী বলেছেন: আমার প্রিয় মাইদুল ভাইও দারুণ রুমান্টিক কবিতা লেখে প্রিয়তমাকে উৎসর্গ করেন ; ভাল লাগলো। আমি জীবনে একটি মাত্র রুমান্টিক কবিতা লেখেছিলাম; পছন্দের মানুষটিকে দেওয়ার জন্য। জুটলো তিরস্কার আর অপমান। এই ভয়ে প্রেমের কবিতায় আর মাথা ঘামাইনি।
২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাওসার ভাই,
রোমান্টিক কবিতা ভাললাগায় কৃতজ্ঞতা।
আহা! তিরষ্কার না জুটে যদি পুরষ্কার জিততেন তাহলেই ভাল হত।
ধন্যবাদ।
৯| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: খোলা আকাশের নীচে শুয়ে আছে এক নারী। তার এক পাশে বহুকালের পুরনো এক বৃক্ষ ।
বৃক্ষের মাথার অনেক উপরে একটুখানি চাঁদ।
২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ্ বেশ রোমান্টিক মন্তব্য।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
কাইকর বলেছেন: ভাল লাগা রইলো