নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় রস- (রম্য-রঙ্গ-০৬)

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮


ব্লগীয় রসে ব্লগারদের নাম ব্যবহার করা হয়েছে। সবাই এটাকে ফান হিসেবে নিবেন। অন্য কিছু মনে করে কষ্ট পেলে লেখক দায়ী নয়।

১।
ব্লগের যোদ্ধা ও মুক্তিযোদ্ধা দেশ পরিবর্তনে সর্বদা যে রাজি- চাঁদ গাজী

২।
ব্লগে সনেটের রাজা ও দারুন ব্যক্তি- সনেট কবি

৩।
স্মৃতিকথায় যিনি ধরে রাখেন মান- খায়রুল আহসান

৪।
কবিতায় যিনি সময় করেন পার- সেলিম আনোয়ার

৫।
ছড়ায় যিনি আলো ছড়ান ততোধিক- প্রামানিক

৬।
ছড়ার সৌন্দর্য যার কাছে পাই- কি করি আজ ভেবে না পাই

৭।
যার এখনো ভাঙ্গেনি অভিমান- বিলিয়ার রহমান

৮।
পাগলী হয়েও যিনি পাগলা- সামু পাগলা০০৭

৯।
ব্লগ ছাড়ার হুমকি পাওয়ায় সেরা- ওমেরা

১০।
ব্লগকে পড়িয়ে দেন যিনি রঙিন জামা- সায়মা

১১।
যার লেখায় থাকে উপদেশময় বানী- সোহানী

১২।
ব্লগে ভূত ছেড়ে যিনি করেন সর্বনাশ- সিগন্যাস

১৩।
হরেক রকম পোস্ট দেওয়ার ইচ্ছা যার- মোঃ মাইদুল সরকার

১৪।
ফ্লাডিং-এ ভয় না পেয়ে যিনি শোনান আকিব- নতুন নকিব

১৫।
শূন্য শূন্য রশি নিয়ে যিনি ধন্য দিন রাত- টারজান০০০০৭

১৬।
যার লেখায় মৃত মানুষেরা ভয়ে দুরু দুরু- নূর মোঃ নূরু


১৭।
ফিচার লেখায় আছে ওজন ও ভারী- কাওসার চৌধুরী

১৮।
অদ্ভুত মন্তব্য থাকেনা যার দূর- রাজীব নূর

১৯।
ব্লগে সকলের বন্ধুসম এক দোয়েল- মোস্তফা সোহেল

২০।
খাবার দিয়ে যিনি জয় করেন সকলের মন- মাহমুদুর রহমান সুজন

২১।
যার গল্পে কখনো দেখা যায় না ভূত- তারেক মাহমুদ

২২।
অনেক আগে ব্লগে লেখা দিছিলাম- আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম

২৩।
যিনি বলেন হরিন ধরিনি- চঞ্চল হরিনী

২৪।
মাঝে মাঝে পোস্ট ও ছবি ব্লগ হিট- ভুয়া মফিজ

২৫।
সবাই যার কাছে ব্লগের সমস্যার সমাধানের করেন আশা- কাল্পনিক-ভালোবাসা

মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: ১৬ আর ২৫ নম্বরের দুটো খুব ভাল হয়েছে। বাকীগুলোও ভালো। + +

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমে আপনার মন্তব্য পেয়ে খুশী হলাম।

১৬ ও ২৫ ভাল হয়েছে আর ৩ নম্বরটা কেমন হল ?

+++ এ কৃতজ্ঞতা।

২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

বিজন রয় বলেছেন: হে হে হে হে ...... অামি নাই!!!

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যারা বাদ পড়েছেন তারা হয়তো পরের পর্বে আসবেন।

ধন্যবাদ।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩২

মিথী_মারজান বলেছেন: হাহাহা।
মজার হয়েছে।
১৬ নং পড়ে হাসি থামাতেই পারছিনা।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরের পর্বের জন্য আপনারটাও ভেবে রেখেছি আপু।

যাক একটু হলেও হাসুন। ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: বাহ বেশ।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ বেশ
অবাকের নেই শেষ।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

বাকপ্রবাস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++ :) B-))

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++ এ অভিভূত।

ধন্যবাদ।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

রসে পিঁপড়া ধরবেতো। আমায় কিন্তু কাতুকুতু শুরু হয়ে গেছে

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রীতি ও শুভেচ্ছা নিলাম।

শুভেচ্ছা ও শুভকামনা দিলাম।

ধরুক পিপড়ে। মজা পাক সকলে।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে সব সময় সুবাশ ছড়ায় যে ফুল
প্রিয় ভাই মাইদুল!


মাইদুল ভাই ভাল হয়েছে রঙ্গ।তবে আরেকটু কাটাছাড়া করলে আরও ভাল হত।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় সোহেল ভাই,

কাটাছেড়া করলে আরও ভাল হতো। কিন্তু তাৎক্ষনিকভাবে লিখেই পোস্ট দিলাম।

আপনার মন্তব্যের রেশ রয়ে যাবে অনেক দিন।
ধন্যবাদ।

৮| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: হেসে পাই না কূল, প্রিয় ভাই মইদুল

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ্স্বাগতম আমার ব্লগে।

সুন্দর মন্তব্যে ধন্যবাদ।

৯| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: আর ৩ নম্বরটা কেমন হল? - ৩ নম্বরটার কথা তো বাকী অন্যান্য পাঠকেরা বলবেন।
তবে আমার কথা যদি বলি, খুব ভাল হয়েছে। :)

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় ব্লগার,

পাঠকতো বলবেই। তবু আপনাটা সম্পর্কে আপনার মতামত পেয়ে ভাল লাগলো।

ধন্যবাদ।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যিনি ভাবেন, রঙ্গ রসেরও আছে দরকার- তিনি হচ্ছেন মোঃ মাইদুল সরকার =p~ =p~

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিটন ভাই পোস্ট দেওয়ার পর ভাবছিলাম কে কে বাদ পড়ল। দেখি আপনি নেই।

ভালবাসা দিলেন যিনি এক টন- তিনি লিটন।

১১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

অপ্‌সরা বলেছেন: নূর মোঃ নুরুভাইয়ারটা পড়ে আমি হাসতে হাসতে শেষ! :P

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: েহসেছেন যখন তখন রম্য-রঙ্গ স্বার্থক হলো।

আপু আপনার নামটা মনে এসেছিল কিন্তু লিখার সময় আবার ভুলে গেছি।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! বেশ, বেশ, বেশ।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! থাকুক এর রেশ।
ধন্যবাদ।

১৩| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৫

অপ্‌সরা বলেছেন:

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: েহসেছেন যখন তখন রম্য-রঙ্গ স্বার্থক হলো।

আপু আপনার নামটা মনে এসেছিল কিন্তু লিখার সময় আবার ভুলে গেছি।




আমার নাম না লেখো, আমার জড়ুয়া বহেনার নাম লিখেছো তাতেও হবে। যদিও বানানটা একটু ভুল করে ফেলেছো বাট নো প্রবেলমো! :)

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবারও ধন্যবাদ।

১৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪২

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় মাইদুল ভাই দারুণ হয়েছে আপনার ব্লগ রম্য, নুরু ভাইয়েরটা সবচেয়ে মজার হয়েছে। আমি কিন্তু একটা ভুতের গল্প পোষ্ট করেছিলাম। পরে নিজের কাছে ভাল লাগেনি তাই ড্রাফট করে ফেলেছি।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারেক ভাই-

নুরু ভাইয়েরটা আসলেই মজার। কিন্তু নুরু ভাই কি বলে সেটাই দেখার বিষয়।
যাক আজকের পোস্টের কল্যানে জানতে পারলাম আপনি ভূতের গল্পও লিখেছিলেন।

ধন্যবাদ।

১৫| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ, মাইদুল ভাই; আমাকেও আপনার তালিকায় রেখেছেন দেখে খুশি হলাম। পোস্টে ভাল লাগা রইলো +++++

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

গুনীরাতো লিস্টে থাকবেনই।

আগের মত পোস্ট দিচ্ছেন না আর, কোন সমস্যা?

১৬| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

গরল বলেছেন: চমৎকার, জটিল হয়েছে =p~

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রসংশায় কৃতজ্ঞতা।

ধন্যবাদ্ ভাই।

১৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



কোন সমস্যা নয় মাইদুল ভাই; তবে এখন মাসে ৫,-৬ টির বেশি পোস্ট দেব না। চেষ্টা করছি লেখার মান আরো বাড়াতে; যাতে পাঠকদের সন্তুষ্টি অর্জন করতে পারি।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর আইডিয়া।

ফিচারে বর্তমানে আপনিই সেরা।

আরও ভাল করুন, প্রসংশায় ভাসুন।

১৮| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

টারজান০০০০৭ বলেছেন:

=p~ =p~ =p~

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: টারজান ভাই যে সত্যি রশি নিয়ে হাজির।

ধন্যবাদ।

১৯| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

নতুন নকিব বলেছেন:



দারুন!

ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ গুনীজন।

২০| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

জাহিদ অনিক বলেছেন:


হাহাহহা বেশ হয়েছে

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ

সামনের পর্বে আপনার নামও আসবে।

২১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫১

সনেট কবি বলেছেন: ব্লগিং এর উন্নয়নে সব সময় যাঁকে পাশে দরকার
তিনি আমাদের প্রিয় কবি মোঃ মাইদুল সরকার।


পোষ্ট একবারে মনের মত হয়েছে। মুগ্ধ হলাম।+++++++++++++++।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবসময় ব্লগে সেজে উঠে সনেট ছবি
সে যে আমাদের প্রিয় সনেট কবি।

ধন্যবাদ।

২২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: আরে, দারুণ হয়েছে। +।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবসময় উৎসাহিত করায় ধন্যবাদ।

২৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


হয় যদি কার অনুপ্রেরণারর দরকার, ভয় নেই আছেন মাইদুল সরকার

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়াও, দারুন কমেন্ট।

আগামী পর্বে আপনিও আসছেন।

ধন্যবাদ।

২৪| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৭:৩০

ভুয়া মফিজ বলেছেন: ২ আর ২৪ বাদে সবগুলোই দারুন হয়েছে।
ওই দু'টাতে ছড়ার মিলের মজাটা ঠিকভাবে পাই নাই। :((

২ এর একটা বিকল্প দিলাম; সনেট লেখা যার হবি, তিনি আমাদের সনেট কবি। :)

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ঠিক বলেছেন।

এই দুটি আরও ভাল করার দরকার ছিল।

ধন্যবাদ।

২৫| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহ বাহবা বেশ
ছড়াল রঙের রেশ
:)

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক দিন পর আপনার আগমন-মোবারকবাদ।

সুন্দর বলেছেন।ধন্যবাদ।

২৬| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: আই কিচ্ছি!!!!!! উপদেশ মপুদেশ সব এখন বাদ........ পোস্টে +

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: + এ কৃতজ্ঞতা।

ধন্যবাদ আপু।

২৭| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: কি দারুন এক পোস্ট এর মাধ্যমে নিয়ে এসেছেন আনন্দের সমাহার =p~
অনেক ধন্যবাদ ভাই মোঃ মাইদুল সরকার :D

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামনের পর্বে আপনিও থাকবনে আপু।

ধন্যবাদ।

২৮| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

সামিয়া আক্তার শেহা বলেছেন: দারুন!

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম আমার ব্লগে।

মতামতে ধন্যবাদ।

২৯| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮

ওমেরা বলেছেন: সুইডেনের বন- জংগলে খুঁজে ও একটা ইঁদুরের গর্ত পেলাম না।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: েদশ অনুসারে মানুষ আবার মানুষ অনুষারে দেশ ।

ধন্যবাদ।

৩০| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার!!
বেশ মজার হয়েছে :)

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: উৎসাহ পেলাম।

৩১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

রাকু হাসান বলেছেন: সব গুণি দের একসাথে লিস্ট দেখে ভাল লাগছে । :-B .....রম্য খুবই ভাল লাগলো ,হাসলাম !:#P

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ রাকু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.