নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
এদেশের বাচ্চারা শুধু ফিডার খায়না, কেবল আঙ্গুল চোষেনা, আন্দোলনও করতে জানে এবং সেই আন্দোলনে দেশকে কাঁপিয়ে দিতে পারে। এদেশের জন্ম ইতিহাসে রয়েছে আন্দোলন । তাই বলা যায় আমাদের রক্তে রয়েছে আন্দোলনের বীজ।
অধিকার আদায়ে যুগে যুগে দেশে দেশে আন্দেলন হয়েছে। আমাদের রয়েছে ৫২, ৬৯, ৭১ এর মত গুরুত্বপূর্ণ ইতিহাস বিখ্যাত আন্দোলন ও যুদ্ধ। বেশ কিছুদিন আগেও হয়েছে কোটা নিয়ে আন্দোলন তার রেশ কাটতে না কাটতে এবাং শুরু হয়েছে নিরাপদ সড়ক ও পরিবহন খাত নিয়ে আন্দোলন।
এদেশের ইতিহাসে এর আগে এত কম বয়সীদের আন্দোলন এর কথা নেই। সেদিক থেকে এটি নতুন ইতিহাস বুঝিবা পৃথিবীর ইতিহাসেও এরকম আন্দেলনের দেখা পাওয়া ভার।
একটি দেশের পরিবহন খাত কতটা বেপরোয়া, অথর্ব, শৃংঙ্খলাহীন ও রসাতলে গেলে স্কুলের বাচ্চারা সোচ্ছার হয়ে আন্দলোনে নামতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের ছেলে মেয়েরা।
কোটা আন্দোলনে ব্লগাররা সবাই ছিলেন একাট্টা কিন্তু চলমান আন্দোলনে দেখা দিয়েছে ব্লগারদের মাঝেও কিছুটা বিভক্তি। কারণ ছাত্র-ছাত্রীদের ব্যানার, প্লেকার্ডে, সাইনবোর্ডে অশ্লীল কিছু শব্দ ও বাক্যের প্রয়োগ। আর এখানেই লাগছে খটকা।
ব্লগাররা দু’রকম মত দিচ্ছেন-
১। অশ্লীল শব্দসহ আন্দোলনে সমর্থন।
২। আন্দোলনে পূর্ণ সমর্থন কিন্তু অশ্লীল শব্দ ও বাক্যে আপত্তি।
এ সংক্রান্ত বিভিন্ন পোস্টগুলো পড়লেই তা স্পষ্ট বুঝা যায়-
০১/০৮/১৮ইং তারিখের ব্লগার বিচার মানি তালগাছ আমার পোস্ট
০২/০৮/১৮ তারিখের ব্লগার ফিরোজ খানের পোস্ট
০৩/০৮/১৮ইং তারিখেরব্লগার কথার ফুলঝুরির! পোস্ট
০৪/০৮/১৮ইং তারিকের ব্লগার আরণ্যক রাখালের পোস্ট
কেউ কেউ আবার নিজের মতামতই সেরা বলে অন্যদের মতামত হেয় করছেন । যত মত তত পথ। এক জনের সাথে আরেক জনের মতের মিল থাকবে না এটাই স্বাভাবিক। তাই বলে অরের যু্ক্তি ও মতকে অসম্মান করার কোন মানে নেই।
কোমলমতী এসব শিশুরা যদি ভুল করে থাকে ভাষা ব্যবহারে তবে তা সংশোধনের দায়িত্ব সকলের। তাই বলে অশ্লীল ও কুৎসিত, কদর্যকে সমর্থন করা যাবেনা। কারন হাজারটা অশ্লীল শব্দের শক্তি একটি শ্লীল বাক্যে রূপান্তরিত হয়না।
আজকে যদি আপনার নিজের সন্তান এসব অশ্লীল পোস্টার বহন করতো এবং তারা যদি বাসায় এমন শব্দ বা বাক্য ব্যবহার করতো আপনি কি তাকে কিছু না বলে থাকতে পারতেন। তবে অন্যের শিশুর বেলায় কেন এমন বৈষম্যমূলক আচরণ।
বাচ্চাদের এ আন্দোলন পূর্ণ সমর্থন করি আমি, আমরা কিন্তু শব্দের ব্যবহারে হতে হবে সচেতন। এসব শব্দ বাদ দিয়েও আরও সুন্দর, সাহসী, জ্বলাময়ী শব্দের ব্যবহার আন্দোলনকে দিত বেগ, জেগে উঠতো বিবেক।
ছাত্রীলগ এর একটা অংশ যা করছে তা মোটেও কাম্য নয়, পুলিশের ভূমিকাও প্রশ্ন বিদ্ধ ? সরকার এটা-কে সুযোগ মনে করে সুন্দর একটি আইন করে নিরাপদে বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেত পারতো তাদের নিজ নিজ গন্তব্যে এবং দেশ ও জাতীকে সুন্দর পরিবহন খাত উপহার দিতে পারতো।
কিন্তু দমন, নিপীড়ন মোটেও সমাধন নয়। হোক সুন্দর সমাধান এটাই সকলের প্রত্যাশা।
ছবি : নিজের আঁকা।
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেউ কেউ তাদের নিজেদের চেয়ে ছেলে মেয়েকে বেশি ভালবাসে আবার কেউ কেউ নয়।
একটি গ্রহণযোগ্য আইন করা হোক পরিবহন খাতে যাতে এমন নৈরাজ্য সৃষ্টি আর না হয়।
শংঘাত নয়। সুন্দর , সুষ্ঠু সমাধান চাই।
ধন্যবাদ।
২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শাহজান খানের মতো একটি নিম্নশ্রেণীর ....কে ঝেড়ে ফেললেই পারেন শেখ হাসিনা | এই নূন্যতম দাবিটি মেনে নিযেই অধিকাংশ ছাত্রছাত্রীদের ক্ষোভের অনেকটাই প্রশমন করতে পারেন তিনি | একে সাথে ছাত্র লীগ নামক ফ্রাঙ্কেস্টাইনের লাগাম টেনে ধরতে পারলে আন্দোলন অনেকটা নিয়ন্ত্রণে এসে যেত | কিছু সংখ্যক সমস্যা সৃষ্টিকারী ফালতু নেতা এবং তাদের জন্য কুম্ভীরাশ্রু বর্ষণকারী সমর্থকদের পাত্তা দেয়ার দরকার আছে কি প্রধানমন্ত্রীর ?
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রধান মন্ত্রীর অনেক ক্ষমতা আছে তা আমরা জানি।
যেটা জাতির জন্য, সবার জন্য ভাল তিনি সেটাই গ্রহণ করুন এটাই কাম্য।
চাটুকার সবার জন্যই ক্ষতির কারণ।
ধন্যবাদ।
৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: আমার মনে ছাত্ররা যা করেছে এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা আন্দোলন এখন তাদের নোংরা রাজনীতিতে না জড়িয়ে লেখাপড়ায় মমনোনিবেশ করা উচিত।
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এদেশের ইতিহাসে এত কম বয়সীদের আন্দোলন এটাই প্রথম।
যারা বলে এ জাতির মেরুদন্ড ভেঙ্গে গেছে তারা দেখে নিক।
সুন্দর সমাধান হোক ও ছাত্ররা নিরাপদে ফিরে যাক এটাই কাম্য।
ধন্যবাদ ভাই।
৪| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬
তারেক ফাহিম বলেছেন: শেষাংশের বক্তব্যটি আপনার সাথে পুর্ণ সমর্থন করি।
পোষ্টে নিজের আাঁকা ছবি দিলেন বুঝি?
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: গতরাতে ব্লগার কথার ফুলঝুরির! পোস্ট পড়ে মনে হয়েছে উনিই মনের কথা বলে দিয়েছেন তাই আর পোস্ট দিবনা।
কিন্তু অবস্থা যা দাড়িয়েছে পোস্ট না দিয়ে পারলাম না।
আর হ্যা রাতেই ছবিটি একেছি।
ধন্যবাদ।
বর্ষা নিয়ে কিছু ভাবলেন !
৫| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬
ক্স বলেছেন: যে দেশের প্রধানমন্ত্রী গালাগালি করেন, যেদেশের সংসদ সদস্যরা কথায় কথায় অশ্লীল গালাগালি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে, যে দেশে এক অসভ্য নির্লজ্জ বেহায়া নারীবাজ পল্লিবন্ধু খেতাবে এককভাবে সবচেয়ে বেশি ভোট পায়, যে দেশে বাবা সন্তানের সামনে মাকে 'চ' অদ্যাক্ষরে গালি দেয়, সে দেশের বাচ্চাদের মুখে ভাল শব্দ কি করে আশা করবেন?
আমি ঢাকার একটা অভিজাত স্কুল থেকে এসএসসি পাস করা। সেই স্কুলে আমার নাইন-টেনের সহপাঠীদের মুখে সে অশালীন কথাবার্তা শুনেছি, সেই অভিজ্ঞতা তো মনে হয় সবারই আছে, তাহলে এই কোমলমতি শিশুদের কাছ থেকে ভদ্র ভাষা কিভাবে প্রত্যাশা করেন?
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি ও আমি নিশ্চয় চাইবোনা আমাদের সামনে আমাদের ছেলে মেয়েরা এধরনের কোন কথা বা শব্দ বা বাক্য বলুক।
রাগের মাথায় বা মাথা গরম করে গালি দেওয়া আর প্রকাশ্যে কোটি কোটি মানুষের সামনে এসব অশ্লীল শব্দ ব্যবহার এক নয়।
অবশ্যই অভিবাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরই এর দায় নিতে হবে (অশ্লীল শব্দের ব্যবহার)।
৬| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪
এমজেডএফ বলেছেন: এ বিষয়টাকে নিয়ে এত বেশি ক্যাচাল হচ্ছে যে মানুষ এখন অনেকটা বিরক্তিত!
ক্ষমতায় যাওয়ার জন্য অন্যের সন্তানদের মুখে শুধু অশ্লীল ও কুৎসিত বাক্য নয়, গুজব ছড়িয়ে ওদেরকে দাঙ্গা-হাঙ্গামার দিকে এগিয়ে নেওয়ার ব্যবস্থাও করেছিল। ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বাসে আগুন দিয়ে নীরিহ-নিরপরাধ মানুষ হত্যা করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলতে চেয়েছিল, কোটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ দিতে চেয়েছিল। এসবে ব্যর্থ হওয়ার পর ওরা এবার আপনার-আমার নিষ্পাপ সন্তানদের লাশের উপর হেঁটে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এখানে ব্লগে কিছু ব্লগারের গুজব ছড়ানো ও উস্কানিমূলক পোস্ট দেখে মনে হয় তারা এ কাজের জন্য ঈমানী দায়িত্ব পালন করে যাচ্ছে।
শিক্ষার্থীদের ন্যায্য এই আন্দোলনকে সমর্থন করি, তবে তা নিয়ে সরকার বা বিরোধী দল রাজনীতির ফায়দা লুঠুক তা চায় না।
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশে যখন একটা আন্দোলন চলছে তখন এটাই নিয়ে সব খানেই কথা হবে এটাই স্বাভাবিক।
আন্দোলন মানেই সরকার পতনের আন্দোলন নয়।
বাচ্চাদের এই এই আন্দোলনকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদল জড়িয়ে পড়ুক এটাও কাম্য নয়।
যে দাবী নিয়ে ওরা মাঠে/রাজপথে নেমেছে সেটা পূরন হোক।
৭| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪
ফেনা বলেছেন: "চ" বর্গীয় শব্দ ব্যবহার পরিবার থেকেই শুরু হয়। সমাজে অহরহ চলছে এবং চলবে। বলবেন উচ্চঁ স্তরে হয়নি। তাহলে কথাটা ভুল। আমাদের সংসদেই চলে। সেইখানে এমন সব শব্দ চলে যা বাচ্চারা ধারে কাছেও বলেনি।
তবে মানি এই সব শব্দ পরিহার করা উচিত ছিল। এখন বাচ্চারা যে মহৎ কাজটা কছে তাতে আমাদে সকলেরি একাত্তা পোষণ করা উচিত। এই একটা বিষয় নিয়া মহৎ কাজটাকে নষ্ট করা ঠিক হবে না।
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চ বর্গীয় শব্দ ব্যবহার ঠিক হয়নি।
তাই বলে এটাকে পূজী করে আন্দোলন ভিন্ন খাতে প্রাবাহিত করা উচিৎ নয়।
আজ পরিবহন ব্যবসায়ীরা সারাদেশ অচল করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে।
এদের স্বেচ্ছাচারিতা থেকে দেশ ও জনগণকে বাঁচানোর দায়িত্ব সরকারের।
এদের রুখে দিতে হবে, তবেই আন্দোলন সফল হবে।
৮| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: বেপরোয়া ড্রাইভারদের হয়ে দালালি করছে কেউ কেউ
এইসব দলকানা বুদ্ধিবেশ্যাদের ঘৃণা করি ।।
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মধ্যম আয়ের দেশে মধ্যম আয়ের মতোই সুন্দর পরিবহন সেবা চাই।
ধন্যবাদ।
৯| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মধ্যম আয়ের দেশে মধ্যম আয়ের মতোই সুন্দর পরিবহন সেবা চাই।
ধন্যবাদ।
ভালো থাকুন।
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।
১০| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
রাকু হাসান বলেছেন: আপনার পর্যবেক্ষণ ভাল লাগলো । এমন টা আমিও লক্ষ্য করছি । আপনার নতুন একটি গুণের কথা জানলাম ,ছবি আঁকতে পারেন ।
শুভকামনা থাকলো । খারাপ লাগছে । পোস্ট টা চোখ এড়িয়ে গেল ।
০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
মাঝে মাঝে ছবি আঁকি। ব্লগেও পোস্ট দিয়েছি-হাতে আঁকা কিছু ছবি-৩
হাতে আঁকা কিছু ছবি-২
ভাল থাকুন রাকু ভাই।
ধন্যবাদ।
১১| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
এই প্রতিবাদ সরকারের লোকদের অদক্ষতা, অসততা, মানুষবিরোধী ভুমিকা তুলে ধরেছে; তবে, যোগ বিয়োগ করলে, দেখা যাবে যে, এই প্রতিবাদে অংশ গ্রহনকারীদের বেশীর ভাগ এখন থেকে ঠিক মতো লেখাপড়া করবে না।
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিবাদ/আন্দোলন শেষ হলে ছাত্ররা ফিরে যাবে এবং আগের মতই লেখা পড়া করবে।
যদিও প্রথম কদিন একটু খারাপ লাগবে।
ধন্যবাদ।
১২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
এই প্রতিবাদে অংশ গ্রহনকারীদের বেশীর ভাগ এখন থেকে ঠিক মতো লেখাপড়া করবে না। সহমত!
কোমলমতি ছাত্রদের কাঁধে চাপিয়ে তোপ দাগিয়ে ঠিক হয়নি। এর খেসারত সবাইকে দিতে হবে। আগে আর পড়ে। আমরা হয়ত একটি মানসিক বিকারগ্রস্ত জেনারেশন পেতে যাচ্ছি।
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে হয়তো কিছুটা এদিক সেদিক হবে এই আরকি।
ধন্যবাদ।
১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬
খায়রুল আহসান বলেছেন: ছাত্র-ছাত্রীদের চলমান আন্দোলন নিয়ে ব্লগ ও ব্লগারদের বিভক্তি - এ বিষয়টি নিয়ে এখানে আলোচনা করে ভাল করেছেন। দেখা যাচ্ছে, স্কুল কলেজের ছাত্রদের এ আন্দোলনে আশ্লীল ভাষা ব্যবহার নিয়ে পক্ষ-বিপক্ষ, উভয় পক্ষেই বেশ জোরালো সমর্থন রয়েছে/ছিল। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, যা অশ্লীল ও অশ্রাব্য, তা অশ্লীল ও অশ্রাব্যই - সেটা বাচ্চাদের কাছ থেকেই আসুক, কিংবা বুড়োদের। তবে আমাদের সামনে যদি বাচ্চারা এসব কথা বলে যায় এবং আমরা তা সংশোধন না করে দেই, তবে আমরা বড় হিসেবে আমাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকলাম।
অশ্লীল ভাষার সমর্থনে অনেক সম্মানীয় ব্লগারের পারমিসিভ মনোভাব, এমনকি সমর্থন দেখে আমি যথেষ্ট বিরক্ত ও হতাশ হয়েছি।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সবসময় খুব সুন্দর মতামত দিয়ে থাকেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক দিন পর ব্লগে আসলাম। আপনার ঈদ কেমন হল ?
১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সরকার দমন করছেনা, সাপোর্ট করেছে ছোটছোট ছাত্রদের, সবাই সাপোর্ট করেছে, আমিও করেছি, কিন্তু মিথ্যের আশ্রয় দিতে নারাজ সবসময়, যারা মিথ্যাচার করে উত্তপ্ত করতে চেয়েছে তাদের দমন করার চেষ্টা করছে।
ছাত্ররা যে শ্লোগান ব্যবহার করেছে তাও তাদের নিজেদের নয়, এটা বিশ্রী একটা গোষ্ঠীর কাজ দেশের বদনাম রটনা করার। তাদের দমন করবে এটাই স্বাভাবিক।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ ! আমাদের নয়ন ভাইকে তো চেনাই যাচ্ছেনা।
সুন্দর প্রপ্রিক।
আপনার মতামতেও যু্ক্তি আছে।
যাক শেষ পর্যন্ত সমাধান হয়েছে, এটাই বড় কথা।
অনেক দিন পর ব্লগে আসা হলো। আপনার ঈদ কেমন হল ?
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১
এটম২০০০ বলেছেন: Those who are now on the road are the dearest sons and daughters of bureaucrats, Army, Police, RAB, intelligence department, Doctors, Engineers, businessmen etc. And some, if not ll of them love their children more than their own lives.
PRIME MINISTER BY CONSTITUTIONAL PROVISION, DO SOMETHING TO ANY OF THESE CHILDREN THROUGH YOUR SECRET CELL. YOU CANNOT IMAGINE THE CONSEQUENCE.