নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ- বর্ষার জল, স্থল, অরণ্য, নীলিমা।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

১।


বর্ষায় শহুরে সন্ধ্যার আকাশে
ও কিসের আভা
বারিয়েছে যেন প্রকৃতির শোভা।

২।


আকাশে মেঘ ভাসে, ভাসে কার ছবি
এমন দিনে কবিতা লিখে কোন সে কবি।

৩।


আকাশে সাদা মেঘের খেলা
কে ভাসায় বর্ষার জলে ভেলা।

৪।


কর্ণফুলীর জলে
নৌকা কেমন চলে।

৫।


বর্ষার নতুন জলে
সবুজ গাছেরা মনের কথা বলে।

৬।


গাঙ্গে এসেছে নতুন জোয়ারের ঢল
ওখানে তুই ছুটে চল।

৭।


হারিয়ে যায় মন অরণ্য-পাহাড়ে
কি মনোহর ছবি আহারে! (ছবিটি প্রথম আলো পত্রিকা থেকে মোবাইলে তোলা।)

৮।


ফুটিয়াছে ঘাস ফুল আপন মনে
ভরা বর্ষার এই ক্ষণে।

৯।


ছুঁয়ে দিয়ে সাগরের জল
খুঁজি হৃদয় তল।

১০।


নীলাকাশ নীলে
স্বপ্ন সাজাই দু’জন মিলে

ছবি উৎস: নিজের মোবাইলে তোলা।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

তারেক_মাহমুদ বলেছেন: বাহ ছবিগুলো সুন্দর হয়েছে মাইদুল ভাই।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারেক -মাহমুদ বলেছেন-
বাহ ছবিগুলো সুন্দর হয়েছে মাইদুল ভাই

সুন্দর সব সময়ই সুন্দর।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১২

এ.এস বাশার বলেছেন: ছবি ও কথামালা সুন্দর ....
অভিনন্দন ....

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রসংশার বৃষ্টিতে ভাসানোর জন্য ধন্যবাদ বাশার ভাই।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছবি দেখে খুশি হলুম।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া বলেছেন-
ছবি দেখে খুশি হলুম।

আপনাকেও আমার এখানে দেখে খুশী হলুম দাদা।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়মাইদুলভাই,

সুন্দর ছবি ব্লগ সঙ্গে দারুণ ক্যাপশন । ++

শুভকামনা জানবেন।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় চৌধুরি ভাই-

আপনি সবসময় সুন্দর ও পজেটিভ মতামত দেন।

আপনার মন্তব্যে যেন বিনয় ঝরে পরে।

আপনিও ভাল থাকুন।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: ছবির দেশ, কবির দেশ।
মুগ্ধতার নাইকো শেষ!!

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় যে মনের কথা কয়
সেতো বিজন রয়।

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দৃষ্টি নন্দন এবং চমৎকার হয়েছে ছবিগুলো। মোবাইল ফোনে এত সুন্দর ছবি তোলা যায়!
ছবি দেখে মনে হচ্ছে কোন পেশাদার ফটোগ্রাফারের তোলা।
যাই হোক, ছবি ক্যাপশনের সাথে ছবি লোকেশন টাও দিতেন তাহলে আরো ভালো হত বলে মনে করি।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি দ্রুত সেফ হন সেটা আমরা চাই।

না ভাই পেশাদার ফটোগ্রাফার নই, শখে মাঝে মাঝে মোবাইলে ছবি তুলি।

লোকেশন দিলে আসলেই ভাল হতো।

ধন্যবাদ।

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

মোঃ শাওন কীপা বলেছেন: অপরুপ সুন্দর।
কেউ যদি মাইদুল ভাই বলতে গিয়ে মাইদুলাভাই বলে ফেলে তাহলে কি হপে?

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মোঃ শাওন কীপা বলেছেন-

কেউ যদি মাইদুল ভাই বলতে গিয়ে মাইদুলাভাই বলে ফেলে তাহলে কি হপে?

কি আর হবে, ততক্ষনাৎ তার দুলাভাই বনে যাব তারপর আবার আগের অবস্থানে চলে আসবো।

হা। হা। হা.................।জাস্ট ফান।

আমার ব্লগে স্বাগতম।

ধন্যবাদ।

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: ছবি তোলায় আরও বেশি মনোযোগী হতে হবে।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অত মনোযোগ দিয়ে কাজ নিয়ে।

যারা পেশাদার তাদের জন্য এই কথা প্রযোজ্য।

ধন্যবাদ।

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫

মোঃ নাজমুল হাসান ছকা বলেছেন: প্রকৃতির সাথে এ যেন এক নিবীড় সম্পর্ক আমাদের প্রিয় মাইদুল ভাইয়ের।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছকা ভাই- আপনার এত সুন্দর মতামত পেয়ে আপ্লুত হলাম ।

ধন্যবাদ।

১০| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮

বিথী আক্তার বলেছেন: প্রকৃতির এই অপূরুপ সৌন্দর্যের কোনো তুলনা তো হয়ই না। অার এর সাথে কবিতার লাইনগুলো অনেক সুন্দর।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাগতম ব্লগে।

সুন্দর মতামত দিয়েছেন আপু।

উৎসাহিত হলাম ।
ধন্যবাদ।

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন সরকার জ্বি।

হারিয়ে যেতে ইচ্ছা করে
সুন্দর এই প্রকৃতির মাঝে
যেখানে জঞ্জালমুক্ত থাকবে।

এক কথায় ছবিগুলো প্রশংসনীয়।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্রাঞ্জি সে বলেছেন-

প্রীশু নিয়েন সরকার জ্বি।

হারিয়ে যেতে ইচ্ছা করে
সুন্দর এই প্রকৃতির মাঝে
যেখানে জঞ্জালমুক্ত থাকবে।

এক কথায় ছবিগুলো প্রশংসনীয়।

আসলেই এমন প্রকৃতিতে হারিয়ে যেতে পারলে মন্দ হত না।

প্রশংসায় কৃতজ্ঞতা।

ধন্যবাদ ভাইয়া।

১২| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

লাবণ্য ২ বলেছেন: ছবি ও কাব্য কথা দুইই অসাধারণ।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও কাব্য আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে নিজেকে ধন্য মনে করছি।

ভাল থাকুন।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

সারমিন আক্তার শেহা বলেছেন: ছবি গুলো আমার অনেক ভালো লেগেছে।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সরমিন আক্তার শেহা বলেছেন-

ছবি গুলো আমার অনেক ভালো লেগেছে।

আর এখানেই আমর স্বার্থকতা।

ধন্যবাদ।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

বাকপ্রবাস বলেছেন: ছবি আর কাব্য, সুন্দর হয়েছে

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দরকে সকলেই ভালবাসে,

এবং ভালবাসা উচিৎ।

ধন্যবাদ।

১৫| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

আছিব খান শুভ বলেছেন: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর ভাবে ফুটিয়ে তু

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যিই তাই-বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা ফুটে উঠেছে।

ধন্যবাদ আপনাকে।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

আছিব খান শুভ বলেছেন: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি এক প্রকৃতি প্রেমী মানুষ। !:#P

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরোপুরি প্রকৃতি প্রেমিক আর হতে পারলাম কই

তবুও চেষ্টা করতেতো দোষ নেই।

শুভকামনা রইল।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১, ২, ৫, ৭ নম্বর বেশি ভালো লেগেছে। ছবির সাথে কবিতা ভালো লাগলো।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কাছে-১,২,৫,৭ বেশি ভাল লাগায় পুলকিত হলাম।

মতামত প্রদানে ধন্যবাদ কবি।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

রাকু হাসান বলেছেন: ভাল লাগলো ,ক্যাপশন ও ভাল । আরেক টু পরিষ্কার দেখালে আরও ভাল হত । আকাশ খারাপ তো ....+++++

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
++++ এ ধন্যবাদ ভাই।

অনুপ্রাণিত হলাম।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

ভুয়া মফিজ বলেছেন: ওয়াও! ছবিগুলো দারুন, সেই সঙ্গে ক্যাপশান গুলোও!!

ছবি দেখিয়ে মন খারাপ করে দিলেন, ইচ্ছে করছে এখনই দেশে চলে আসি!

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু ভায়া দেশের বাস্তব অবস্থা ছবির মত নয় এখন।

ক’দিন পরেই আসেন সময় সুযোগ করে।

আপনার মতামতে প্রফুল্ল হল মন।

২০| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬

নতুন নকিব বলেছেন:



ছবি ও কথা দু'টোতেই মুগ্ধতা!

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট্ট কিন্তু ওজনদার মন্তব্যে মোবারকবাদ।

২১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! ছবিগুলো আর লেখাগুলো ----- খুব সুন্দর !!!

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি যখন বলেছেন সুন্দর-

তখন তা আসলেই সুন্দর।

২২| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক সুন্দর হয়েছে..

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামস ভাইয়া।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
অত মনোযোগ দিয়ে কাজ নিয়ে।

যারা পেশাদার তাদের জন্য এই কথা প্রযোজ্য।

ধন্যবাদ।

ছবি তোলায় নূন্যতম জ্ঞান থাকা দরকার- এই কথাটাই বলতে চেয়েছি।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বুঝতে পেরেছি।

কিন্তু নিজের শখে ছবি তুলতে গিয়ে কেউ এ নিয়ে ভাবেনা।

ধন্যবাদ।

২৪| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১

আখেনাটেন বলেছেন: কিছু ছবি তো মনোমুগ্ধকর।

আপনার ছবি তোলার হাত ভালো আছে।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলে তো এখন থেকে ছবি তুলতে হবে।

ছবি তুলে হাত পাকাতে হবে।

ধন্যবাদ ভাই।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

রিফাত হোসেন বলেছেন: আখেনাটেন বলেছেন: কিছু ছবি তো মনোমুগ্ধকর।

আপনার ছবি তোলার হাত ভালো আছে।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৬| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার ছবি তোলার হিম্মত আছে। কি দারুণ ছবি মন ছুয়ে গেল

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটু চেষ্টা করলে আপনিও পারবেন।

ধন্যবাদ। ভাল থাকুন।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন:
৩ নম্বর ছবির বেগুনী টেক্সচার কিভাবে হলো?

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩ নং ছবিটা গাড়িতে বসে জানালা দিয়ে মোবাইলে তোলা হয়েছে।

তাই হয়তো রংটা বেগুনী হয়েছে কিংবা অন্য কোন কারণ থাকতে পারে।

ধন্যবাদ।

২৮| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন: লেখা ছবি সব কিছু মিলিয়ে সুন্দর পোষ্ট ।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোস্টে আপনার আগমন আরও সুন্দর হয়েছে।

২৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৬

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! দারণ সুন্দর অনুভূতি হলো, ছবিগুলো দেখে ।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই ভাললাগাই সামনে এগিয়ে যাওয়া।

শুভকামনা রইল।

৩০| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:১২

অপ্রকাশিত কাব্য বলেছেন: বাহ্

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৩১| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রকৃতিপ্রেমী মাইদুল ভাইয়ের পোস্ট পড়ে অনেক ভালো লাগল। এমন পোস্ট আরও চাই।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চেষ্টা করবো সম্রাট ভাই।

ভাললাগায় ভালবাসা।

৩২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন: বহত খুব!! মাশায়াল্লায়!

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুকরান।

ধন্যবাদ নিবেন কবি।

৩৩| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৩

মলাসইলমুইনা বলেছেন: আবহমান বাংলার শাশ্বত সৌন্দর্য সুন্দরতম করে ধরেছেন ক্যামেরা আর ছবিতে ....ভালো লাগলো খুব । ফটোগুলো সবই ভালো এসেছে খুব I সেলফোনে তোলা ফটো এগুলো ?

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক সুন্দর করে বলেছেন জনাব।

আপনার এই প্রসংশা যেন ধরে রাখতে পারি।

জ্বি এগুলো সব সেলফোনে তোলা।

ভাল থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.