নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

+++ নতুন কিছু করি- ডিমের খোসায় শিল্পকর্ম+++

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪



ব্যবহার করতে জানলে কোন কিছুই ফেলনা নয়। ডিমের খোসার কথাই ধরুন না, ডিমের ভিতরের অংশ ব্যবহার করে খোসা সাধারনত ফেলে দেই। কিন্তু এই ডিমের কোসায় হতে পারে সুন্দর শিল্পকর্ম।

কবে সেই ছোটকালে বিটিভিতে একবার মনে হয় দেখেছিলাম ডিমের উপর কিছু আর্ট তারপর কিছুদিন আগে ব্লগে এক ব্লগারের প্রোপিকে দেখলাম ডিমের খোসায় মানুষের মুখ । সেই থেকে ভাবনাটা কাজ করছে। গত এক মাসে করে ফেলেছি বেশ কিছু কাজ।

১।


দুটি ফুল ফুটেছে
দেখে এ মন ভরেছে।

২।


সাত রঙে রাঙাও আমারে
আমি মন ভুলাবো তোমারে।

৩।


এত গোলাপ দিওনা আমারে
বিনিময়ে আমি কি দেব তোমারে ?

৪।


শত রঙের শোভা অঙ্গে
কি কথা কয় সে রঙ্গে।

৫।


আমি একা বড় একা
দাও তুমি দেখা।

৬।


তোমারে ভাবি এ নিরালে
ডাকছে পাখি কদম ডালে।

৭।


দুটি গোলাপের আলাপে
পাগল মন প্রেমের প্রলাপে।

৮।


একে যাই মনের আল্পনা
ছিল যা কল্পনা।

এই শিল্প কর্ম এখন আমার সোকেসে শোভা বাড়াচ্ছে। কি ভাবে আঁকবেন, রং করেন, কি রং ব্যবহার করবেন এ নিয়ে আলাদা একটা পোস্ট দেব- যদি আপনাদের আগ্রহ থাকে।

মন্তব্য ৭৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!!! অপূর্ব। +++

মুগ্ধতা রেখে গেলাম।


শুভেচ্ছা রইল প্রিয় মাইদুলভাইকে।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ, মন্তব্য, প্লাস ও লাইকে কৃতজ্ঞতা।

১ম মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! খুবই ভাল লাগল!

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় মুগ্ধতা প্রিয় কবি।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

মিতু হাওলাদার রান বলেছেন: আমিও বাসায় বসে ডিমের খোসায় কারুকার্য করি।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপু আপনার করা কারুকার্য দেখতে ইচ্ছে করছে

সম্ভব হলে দু-একটা ছবি দিন।

ধন্যবাদ ও শুভকামনা।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: কি দারুন শিল্পকর্ম ভাইয়া । অনেক সুন্দর হয়েছে । আগুনের পরশমণি ছবিতে দেখেছিলাম এমন শিল্প তারপর আবার আজ দেখলাম ।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কথার ফুলঝুরি! বলেছেন-
কি দারুন শিল্পকর্ম ভাইয়া । অনেক সুন্দর হয়েছে । আগুনের পরশমণি ছবিতে দেখেছিলাম এমন শিল্প তারপর আবার আজ দেখলাম ।

প্রথম দিকে বেশি একটা ভাল লাগেনি। কিন্তু সময় ও ধৈর্য নিয়ে কাজগুলো কারার পর দেখি -সত্যি সুন্দর হচ্ছে।

ধন্যবাদ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহা! দারুন একটা বিষয়তো। :)

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই দারুন একটা বিষয়।

সময় থাকলে চেষ্টা করতে পারেন।

ধন্যবাদ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


বালুচরে পাখীর ছবি আঁকা, ডিমের খোসায় আর্ট করা, তরমুক কেটে আর্ট, এগুলো ক্ষণস্হায়ী ব্যাপার, বিরাট কিছু নয়।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চাঁদগাজী বলেছেন-বালুচরে পাখীর ছবি আঁকা, ডিমের খোসায় আর্ট করা, তরমুক কেটে আর্ট, এগুলো ক্ষণস্হায়ী ব্যাপার, বিরাট কিছু নয়।

কিছু কিছু ক্ষণস্থায়ী ব্যাপারই আনন্দ ও মন ভাল হওয়ার কারণ হয়। সেটাই বা মন্দ কি ?

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর হয়েছে মাইদুল ভাই।
আর এটা কি ভাবে করলেন সেটা নিয়ে দ্রুত পোষ্ট দিন।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই সেটা নিয়ে পোস্ট দেব সোহেল ভাই।

মূল কথা হলো একটা জিনিষ আগে সুন্দর ভাবে আকতে হবে, তারপর রং করে ফুটিয়ে তুলতে হবে।

ধন্যবাদ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কোথায় যেন দেখেছিলাম, অনেক গুলি ডিমে শিল্প কর্ম করে ঘরে ঝুলিয়ে রেখেছে।
আপনার গুলিও সুন্দর হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেউ কেউ এ ধরনের কাজ করে।

আমারগুলো সোকেসে সাজিয়ে রেখেছি।

উৎসাহ দিয়ে গেলেন,

ধন্যবাদ লটন ভাই।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

মোঃ নাজমুল হাসান ছকা বলেছেন: সুন্দর শিল্পকর্মের সাথে সুন্দর ছন্দ। বাহ: বেশ ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাজমুল হাসান বলেছেন-সুন্দর শিল্পকর্মের সাথে সুন্দর ছন্দ। বাহ: বেশ ভালো লাগলো।

সবাই শুধু শিল্পকর্মের প্রশংসাই করলো আপনি সাথে ছন্দের কথাও বলেছেন।

ভাল থাকুন সবসময়।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

বাকপ্রবাস বলেছেন: ডিমের জয় হোক

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডিমের জয় তো হয়েছে।

এর মাল্টিমিডিয়া ব্যবহারেইতো প্রমাণ।

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাহ চমেৎকার। খুব সুন্দর কাজ করেছেন।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অশেষ ধন্যবাদ দাদা।

সময় ও শ্রম দুটোই লাগে সাথে ধৈর্য।

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: শিশুকালের কথা মনে করিয়ে দিলেন!
++++

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিজনদা,
শিশুকালে কি এরকম কিছু একেছিলেন না কি কোথাও দেখেছেন ?

+ এ শুকরিয়া।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭

বিজন রয় বলেছেন: এঁকেছি, অনেক আঁকতাম, তারপর ঘরের চালে একসাথে কয়েকটি বেঁধে ঝুলিয়ে রাখতাম।

শিশুমনের খুব ভাল লাগত।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জেনে খুব ভাল লাগছে যে, আপনি অনেক আগেই তা করেছেন।

ভাল থাকুন।

ফিরতি মন্তব্যে ধন্যবাদ।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! শিল্পকর্মের সাথে লিখাগুলোও বেশ চমৎকার।

(বস! ১ নং -
"দুটি ফুল ফুটেছে
দেখে এমন ভরেছে"
- পঙক্তি'র 'এমন' শব্দটি "এ মন" এভাবে লিখলে সুখপাঠ্য হবে।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক করে দিয়েছি জুনায়েদ ভাই।

সুন্দর ভাবে ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

ভাল থাকুন সব সময়।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
স্কুল লাইফে আমিও চোখ মুখ এঁকে ডিমের খোসা দিয়ে কতগুলো পুতুলের মাথা আকৃতির এসব বানাতাম।
আপনারগুলো অনেক কালারফুল।
বেশ্ সুন্দর!

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি স্কুলে থাকতে এরকম কাজ করেছেন জেনে অবাক হলাম।

যাক আমি নতুনভাবে করলাম।

প্রশংসায় কৃতজ্ঞতা।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই কোন কিছুই ফেলনা নয়। খুব সুন্দর শিল্প কর্ম।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্যবহার জানলে কোন কিছুই ফেলনা নয়।

ধন্যবাদ তারেক ভাই।

আপনার উপস্থিতি বেশ ভাল লাগছে।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

ভুয়া মফিজ বলেছেন: সেই রকমের শিল্পকর্ম। দারুন হয়েছে। ডিম আমার খুবই প্রিয় খাবার।
আপনার শিল্পকর্ম দেখে ডিমভাজা খেতে ইচ্ছে করছে। :)

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডিম অনেকেরই প্রিয়।

তো আপনার জন্য ভাজা ডিম নিয়ে হাজির হব নাকি ?

টার্কী মুরগীর ডিম খেতে কেমন ?

ধন্যবাদ।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

ভুয়া মফিজ বলেছেন: টার্কী মুরগীর ডিম খেতে কেমন? ওটা খেয়েছি। মোটামুটি।
তবে এখানের হাসের ডিম খুবই মজার। ভিতরটা খুবই সফট। কিছু মনে করবেন না, মুখে পানি চলে এসেছে। পেটুক মানুষ তো!!!

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশে ইদানিং প্রচুর টার্কী মুরগী দেখছি তাই এই প্রশ্ন।

আচ্ছা ডিম আপনার এত প্রিয় তো ডিমের একটা নতুন রেসিপি দেই।

একদম সহজ।

করলা ভাজি কারার সময় ভাজি হয়ে আসার আগে একটি ডিম ভেঙ্গে ভাল ভাবে নেড়ে করলা ও ডিম একসাথে ভাজা করুন ব্যাস হয়ে গেল ডিম, করলা ভাজি।

এই মাত্র ৩ দিন আগে করে খেয়েছি । ভাল লেগেছে আমার ভাবছি আবার বন্ধের দিন করে খাব।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:
বাহ!! চমৎকার শিল্প কর্ম মাইদুল ভাই; ভবিষ্যতে আরো আরো এমন শিল্পকর্ম চাই৷

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় কাওসার ভাই,
আপনার দেওয়া এই ছবিটি অনেক সুন্দর এবং
আমি গুগলে এই শিল্পকর্মগুলো দেখেছি। ভাবছি ইউটিউবে সার্চ দিয়ে জেনে নেব।

আন্তরিক ধন্যবাদ।

২০| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! বেশ তো!
এভাবে ডিমের খোসায় তুলির আখরে ফুটিয়ে তোলা শিল্পকর্ম একদিন জড়ো হতে হতে গড়বে যে আলয়; উহার নাম হবে ডিমালয়। ;) :) ;)

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই ডিমালয়ে আপনাকে অগ্রিম আমন্ত্রন।

ভাল থাকুন।

২১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

আরিশা আলী বলেছেন: পুরাতন বিষয়।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরাতন বিষয় ই নতুন উপস্থাপন।

ধন্যবাদ।

২২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: আমার বউ ডিমের খোসা দিয়ে নানান রকম শিল্প কর্ম করে।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! ভাবীতো খুব কাজের দেখছি।

ধন্যবাদ।

২৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

আখেনাটেন বলেছেন: আপনি দেখছি বহুমুখী প্রতিভার সূতিকাগার। :D

এই ক্রিয়েটিভ গুণটির জন্য বিশেষভাবে অভিবাদন।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একে বারে প্রসংশার সাগরে ভাসালেন যে!

একটি দ্বীলখুশ মন্তব্যের জন্য হাতে আঁকা একটি ছবি উপহার আপনাকে-


২৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবি। আপনার গুণ আছে বলতেই হয়। :D

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু কিছু গুণতো সবারই থাকে।

মনে হয় এগুলো আমার সহজাত গুণ।

আবারও মন্তব্যে ধন্যবাদ ভাই।

২৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

সুমন কর বলেছেন: দারুণ !! +।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ।

ভাল থাকুন।

২৬| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:





চমৎকার । ক্রিয়েটিভ মস্তিষ্কের বহিঃপ্রকাশ ।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপু অনেক দিনপর আপনাকে আমার ব্লগে দেখলাম।

সুন্দর মতামতে কৃতজ্ঞতা।

২৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !!
তিন পাঁচ সাত বেশি ভালোলেগেছে :)

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনিরা আপু

আপনি সবসময় আমাকে অনুপ্রাণিত করেন।

অশেষ ধন্যবাদ।

২৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

স্রাঞ্জি সে বলেছেন: অবসরের দারুণ কাজ

আপনার শিল্পকর্ম টি ভাল লাগল।

রেটিং দিচ্ছি ৭/১০

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার স্বীকৃতি ভাল লাগলো।

রেটেং-এ খুশী।

ভাল থাকুন ব্লগার।

২৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ পদক্ষেপ হয়েছে ভাই, ভালো লাগলো।

তবে, খোসা মনে হল না, মনে হচ্ছে আস্তা ডিম!

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নয়ন ভাই,

কয়েটিতে প্রথমেই খোসায় একেছি, কয়েকটিতে ডিমেই একেছি পরে ছোট করে মাথা দিয়ে ভেঙ্গে কুসুম বের করে ভাজা করে খেয়েছি তারপর খোসাটা সাজিয়ে রেখেছি।

ধন্যবাদ।

৩০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ!!!
বিস্মিত হয়ে যাওয়ার মত কাজ।
ডিমের কুসুম ফেলে দিয়ে তারপর করেছেন?

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরণ্যক ভাই,

চেষ্টা করলে আপনিও করতে পারবেন।

কঠিন কিছু নয়।

ডিম ব্যবহারের পর খোসায় কাজ করা যায়। আবার আস্ত ডিমেও কাজ করে পরে এক মাথা অল্প ভেঙ্গে কুসুম বের করে ভাজা করে খেয়ে ফেলবেন আর খোসাটি সাজিয়ে রাখবেন।

দুভাবেই করা যায়। ডিমের কোন অপচয় হয়না।

৩১| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৯

টারজান০০০০৭ বলেছেন: দারুন !
তবে থেরাপি হিসাবে এই শৈল্পিক ডিম্ কাহারে দেওন যায় তাহাই ভাবিতেছি !!

এতো সময় পান কোথায় ? আমিতো কামলাগিরি কইরা বলগাইতেই পারিতেছি না !

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
টারজান ভায়া

অফিস করে আমিও তেমন সময় পাইনা। তবে সময় বের করে ঠিকই এটা সেটা করে ফেলি।

ধন্যবাদ।

৩২| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

শায়মা বলেছেন: আমার আছে ডিমের পুতুল.... দাঁড়াও ছবি নিয়ে আসছি ....

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ ! বেশ!

সুন্দর আইডিয়া।

৩৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

শায়মা বলেছেন: এক ঝাঁক ডিমপুতুল

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখলুম আপনার ডিমের পুতুল।

বর-কনে থেকে শুরু করে কে নেই?

এক কথায় সুন্দর তৈরী করেছেন।

শেয়ারে ধন্যবাদ আপু।

৩৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

মলাসইলমুইনা বলেছেন: এই আপনারা কি শুরু করলেন ? কই ভাবলাম আজ সেহেরীতে ডিম্ খাবো ! আপনাদের ( বোথ শায়মা আর লেখক ) ডিম্বকর্ম দেখেতো আমার বরাদ্দ ডিমের ওপর ডিম্ব শিল্প অকর্ম (যা আকার ছিরি আমার!))করতে ইচ্ছে করছে ! ডিম্ খাবার বিরুদ্ধে ষড়যন্ত্র চৈলতো ন ! তবুও ডিম্ শিল্পকর্মে বিপ্লবী শুভেচ্ছা I

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ভায়া সে কি কথা! আপনার ডিম খাওয়া বন্ধ হবে কেন ?

তো শখের বশে করুন না ডিমের শিল্পকর্ম।

বিপ্লবী শুভেচ্ছা শুভকামনা।

৩৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

ওমেরা বলেছেন: আমার আপু ডিমের খোসা , বিভিন্ন ধরনের সেলাই ম্যাচের কাঠির কাজ করত , আমি এসব ধৈর্যের কাজ পারি না কখনো চেষ্টাও করি নাই , আমার আপু করত এসব কাজ । বেশ ভাল লাগল ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক কিছু করে।

একেক জনের একক গুণ। এই আর কি।

ভাল থাকুন।

ধন্যবাদ।

৩৬| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

তারেক ফাহিম বলেছেন: বহুমুখি প্রতিভাবান ব্যক্তি দেখছি।

সুন্দর শিল্প।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত প্রসংশা ! লজ্জা লাগছে ভাই।

ধন্যবাদ। ভাল থাকুন।

৩৭| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

রাকু হাসান বলেছেন:

বাহ নতুন দেখলাম আমি । নতুন পরিচিত হলাম । দেখতেই খুব ভাল লাগছে । চেষ্টা করলে আরও বেশি ভাল লাগবে ।
ভিন্নধর্মী একটি পোস্ট ।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই চেষ্টা করলে আরও ভাল হবে।

যথার্থ মূল্যায়নে ধন্যবাদ।

শুভকামনা।

৩৮| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

অচেনা হৃদি বলেছেন: বাহঃ চমৎকার তো। :) :)

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উত্তর দিতে দেরি হল, দুঃখিত।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.