|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ঈদে গ্রামের বাড়ি গিয়ে বেশ কিছু ছবি তুলেছি। সেসব ছবি নিয়েই এবারের ছবি ব্লগ।
১।
  
 
ফুটেছে মনোরম ঘাস ফুল
 কি কোমল যেন গা তুল তুল।
স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।
২।
  
 
ঝড়া পাতার গান
এখন তার মাটির প্রতি টান।
স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।
৩।
  
 
কাম-রাঙ্গার রাঙ্গা ফুল
চিনতে করিওনা ভুল।
স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।
৪।
  
 
একটি ফুল, একটি ঢেরস
ছিড়লে বেরোবে সাদা  কষ।
স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।
৫।
  
 
কানা বগীর ছাঁ
যা তুই উড়ে যা।
স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।
৬।
  
 
আহা ! ছোট ছোট সবুজ পাতা
 বলে তারা কি কথা।
স্থান- টাইম স্কয়ার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
৭।
  
 
স্বর্নলতা
মনে কি পড়ে রসালের কথা।
স্থান- নিজ বাড়ি, মেঘনা, কুমিল্লা।
৮।
  
 
লাল ইটের টুকরার স্তুপ
স্মৃতি মনে পড়লে থাকা যায়না চুপ।
স্থান-আলীপুর ঘাট, মেঘনা, কুমিল্লা।
৯।
  
 
আহা! বহতা নদী
হইতাম যদি !
স্থান-আলীপুর ঘাট, মেঘনা, কুমিল্লা।
১০।
  
 
জ্বলছে মরিচ বাতি
হয়ে জোনাকী।
স্থান- নিজ বাড়ি, মেঘনা, কুমিল্লা।
 ৪৮ টি
    	৪৮ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৫
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
হ্যা ভাই বাঙলার প্রতিটি গ্রামই সুন্দর।
আমাদের গ্রামটাও সুন্দর।
২|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৩
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৩
নতুন নকিব বলেছেন: 
ছন্দে ছন্দে দারুন ছবিব্লগ। ছবিগুলো যেন কথা বলে ওঠে।
  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৬
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: নকিব ভাই ঠিকই বলেছেন
কিছু ছবি কথা বলে উঠে।
শুভকামনা।
৩|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৮
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ ছবি ও কথা..
৯ নং নৌকা, কাশফুল(সম্ভবত) ওপাড়ের গাছগাছালিসহ নদীর ছবিটি দারুণ।
  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৮
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ঠিক ধরেছেন জুনায়েদ ভাই,
কচুরিপানা ও কাশফুল গাছ সমেত নদী।
প্রসংশায় ধন্যবাদ।
৪|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:০২
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:০২
করুণাধারা বলেছেন: ছবি ব্লগ ভালো লাগলো। প্রতিটি ছবি সুন্দর, কিন্তু ঢেঁড়স ফুলের ছবি খুব সজীব মনে হল।
  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৯
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এই ফুলটি খুব কাছ থেকে তোলা।
খুবই সজীব ও প্রানবন্ত ছিল ফুলটি।
ফুলটি আপনার নজড় কেড়েছে।
ধন্যবাদ আপু।
৫|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:০৩
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:০৩
ভ্রমরের ডানা বলেছেন: 
আহ! গ্রাম! আহ! নদী!
  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩০
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হ্যা  ভাই কবি
একদিন সবই হয়ে যায় ছবি।
৬|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৪
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৪
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর ছবি ব্লগ। সাধারণকে অসাধারণ ভাবে তুলে ধরেছেন আপনি।
  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩১
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
চেষ্টা করেছি মাত্র।
আন্তরিক মন্তব্যে মোবারকবাদ মামুন ভাই।
৭|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৫
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৫
বাকপ্রবাস বলেছেন: ছবি ও ছন্দ। সুন্দর।
  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩২
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
উভয়টির প্রসংশা করায় কৃতজ্ঞ।
৮|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৭
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৭
শায়মা বলেছেন: সবচেয়ে সুন্দর ঢেড়সের ফুল ..... 
  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৪
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঢেড়সের ফুল দেখছি আপুমনিদের নজড় কেড়েছে।
ধন্যবাদ শায়মা আপু।
৯|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪২
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪২
মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: গ্রামের জীবন্ত চিত্র ফুটে উঠল।অনেক ধন্যবাদ ছবিগুলোর জন্য। 
সেই সাথে আমার ব্লগ ভিজিটের আমন্ত্রন রইল
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৬
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
খুব সুন্দর বলেছেন ভাই।
অভশ্যই সময় করে আপনার ব্লগ পড়ব।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
১০|  ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৬
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  সুন্দর ছবি ব্লগ। ছন্দময় ক্যাপশন গুলি বেশ লাগলো । 
শুভকামনা রইল।
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৮
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
পদাতিক ভাই
আপনি সবসময় পজেটিভ ও উৎসাহ মূলক মন্তব্য করেন।
আপনার জন্য ভালবাসা রইল।
১১|  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই কেমন আছেন?
গ্রাম সব সময়ই সুন্দর!
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২০
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভাল আছি প্রিয় সোহেল ভাই।
আপনিও আশা করি ভাল আছেন।
আসলেই গ্রামের তুলনা হয়না।
১২|  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১০
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১০
তারেক_মাহমুদ বলেছেন: বাহ গ্রামে ঈদ ভালই কেটেছে মনে হচ্ছে।
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২১
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তারেক ভাই
ঈদ ভালই গেছে
আপনার কেমন ঈদ আনন্দ হল ?
আর কেমন আছেন ?
১৩|  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৪
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৪
প্যালাগোলাছ বলেছেন: সুন্দর ছবি ব্লগ ।
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২২
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
স্বাগতম আমার ব্লগে।
সুন্দর বলেছেন ভাই। ধন্যবাদ।
১৪|  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৮
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ছবিতে এবং লেখায় দূর্দান্ত ।
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৩
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
গুণীজনের মুখের প্রসংশা শুনে মন ভরে গেল।
ধন্যবাদ সেলিম ভাই।
১৫|  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪১
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: নদী আমার খুব পছন্দ ভাইয়া । আপনার ছবি ব্লগে নদীর ছবিটা বেশী মন কেড়েছে তবে বাকিগুলোও সুন্দর ।
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৪
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
নদী পছন্দ বলেইতো নদীটা মন কেড়েছে আপনার।
খুব গুছিয়ে বলার জন্য ধন্যবাদ।
১৬|  ২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১২
২৬ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১২
সিগন্যাস বলেছেন: আহা গ্রাম । আমার মনে হয় যদি সারাদেশের সমস্ত গ্রামের মাটি এনে আমার সামনে দেওয়া হয় তাহলেও নিজের গ্রামকে আলাদা করতে পারবো । আজকাল অধিকাংশ গ্রামই প্রায় মফস্বলে পরিনত হয়েছে । তাই এখনকার পোলাপান গ্রামের মজা বুঝে না ।
  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৬
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর আপনার দেখা পেয়ে ভাল লাগছে।
সময়ের সাথে সবই পরিবর্তন হয়ে যায়।
আপনার কথা শুনে মনে হলো গ্রামকে অসম্ভব ভালবাসেন।
ভাল থাকুন।
১৭|  ২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৩২
২৬ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৩২
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোষ্ট   ।
  ।
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১২
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
স্বাগতম।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৮|  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:৩৪
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ছবিতা আর কবিতায় বেশ জম্পেস.........শুভ কামনা সব সময়।
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৫
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অনেক দিন পর আপনার দেখা পেলাম।
ধন্যবাদ।
ভাল থাকুন।
১৯|  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৫
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৫
অব্যক্ত কাব্য বলেছেন: ছবিগুলো সুন্দর। সাথে ক্যাপশন গুলোও
  ২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৫
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ কাব্য আপনাকে।
শুভকামনা রইল।
২০|  ২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৫
ভুয়া মফিজ বলেছেন: সাধারন দৃশ্য, কিন্তু ছবিতে অসাধারন লাগছে। ক্যাপশন-ছবি সবই সুন্দর।
  ২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৭
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কিছু কিছু ছবি মনে এমনই-
দেখতে সাধারন কিন্তু ছবি তুললে অসাধারন হয়।
ধন্যবাদ।
২১|  ২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩১
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
  ২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৯
২৭ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ছবিগুলো দেখলেন এবং মন্তব্যও করলেন।
ধন্যবাদ।
২২|  ২৭ শে আগস্ট, ২০১৮  রাত ১১:০৮
২৭ শে আগস্ট, ২০১৮  রাত ১১:০৮
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
  ২৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪১
২৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সুন্দর বলেছেন ভাই।
ধন্যবাদ।
২৩|  ২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৯
২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৯
শুভ্র বিকেল বলেছেন: কামরাঙ্গা ভাই, আজও ভুলি নাই,
সেই ছোট্ট বেলা,
পুকুর ধারে, খেতাম পেড়ে পেড়ে 
স্কুল টিফিনের কালে। 
বহুদিন পরে, বারবার মনে পরে
সেই দিনের কথা,
ফল আর ফুল, মৃদু বাতাসে দুলদুল,
সে যেন রূপকথা!
কত শত গাছে, যেন ডালি সেজে আছে, 
হাজার রঙের ফল, 
স্মৃতির পাতা জুড়ে, আজও উঁকিঝুঁকি করে,
আজও অমিলিন উজ্জ্বল।  
  ২৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৬
২৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে পাওয়া গেল।
ধন্যবাদ । ভাল থাকুন।
২৪|  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫২
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫২
নজসু বলেছেন: সুন্দর।
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৮
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫২
২৬ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫২
কুঁড়ের_বাদশা বলেছেন: 
 

অনেক সুন্দর ছবি ব্লগ।
আপনার গ্রামটাও নিশ্চয় অনেক সুন্দর।