নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

যে শব্দগুলো ঢেউ তোলে আবার ভাটা পড়ে (রম্য-রঙ্গ-০৮)

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

সময়ের প্রয়োজনে কিছু শব্দ উদ্ভাবিত হয়। যেমন- প্যারা, জোশ, ফাটাফাটি, অসম, হ্যাব্বি, ম্যাওপ্যাও, জটিল, প্রীশু, শুশু আরও অনেক অনেক শব্দ। প্রচলিত অর্থ ছাড়াও এই শব্দগুলো বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কিছু শব্দ তারারাতি তারকা বনে যায় আবার একটা সময় ভাটা পড়ে। হাস্যরসে ভরা এই শব্দগুলো নিয়েই এবারের আয়োজন।

প্যারা-
সম্প্রতি বাস্তবে ও অনলাইনে প্যারা শব্দটির ব্যাপক ব্যবহার লক্ষ করা যাচ্ছে। অফিসের কাজে এত প্যারা আর ভাল লাগেনা দোস্ত। হেড অফিস থেকে আঞ্চলিক অফিসে বদলী হবো ভাবছি। বলল আমার এক বন্ধু।

এত প্যারা সহ্য করে থাকবে কেন ? চলে এসো লোকাল কেন্দ্রে, তাৎক্ষণিক আমার জবাব।

জোশ-

এর প্রচলন এখন তেমন নেই। কিন্তু এক সময় ছিল। কথায় কথায় বন্ধু বান্ধবরা বলতো-
আজকে তোরে জোশ লাগতাছে।
দোস্ত দেখ মাইয়াডা জোশ না।
ছবিটা দেইখা হালার শইলে জোশ আয়া পড়ছে।

ফাটাফাটি-

এই শব্দের ব্যবহার এখনও কিছুটা আছে।
সেদিন ই শোনলাম কেউ একজন বলছে- বান্ধবীর বিয়েতে ফাটাফাটি একটা সাজ দিমু।
কে রান্না করছেরে খিচুড়ী, ফাটাফাটি হইছে।
অনেক দিন পর তোর সাতে দেখা হবে। দারুণ ফাটাফাটি ব্যাপারতো!

অসম-

এইতো মাত্র কিছুদিন হলো এর চাহিদা কমেছে। এই শব্দটা যখন চালু হয়। প্রথম বঝতে পারিনি কেন অসম বলা হচ্ছে।

নতুন ফোনটা অসম হইছে।
বন্ধু তোর কথাটা অসম।
গানটা খালি শুনতে মন চায়। অসম একটা গান।
তোর লাকটাতো অসম।

হ্যাব্বি-

হ্যাব্বি শব্দটা হঠাৎ এল, হঠাৎ গেলো।
তোকে হ্যাব্বি লাগছে।
দোস্ত তোর চোখ টিপ মারা হ্যাব্বি হইছে।
শালায় হ্যাব্বি খাইছে।
হ্যাব্বি মাল কামাইছছ।

ব্যাপক-

কি শুনাইলি দোস্ত। ব্যাপক বিনোদন।
ব্যাপক সুড়সুড়ি দিলি। এবার থাম।
তুই ব্যাপক ক্যাচাল শুরু করছছ।
না ভাই এটা কিনা যাইবনা। ব্যাপক দাম।

জটিল-

শব্দটার ব্যবহার একেবারে কমে গেছে। তবুও কম বেশি চলে।

প্রশ্নটা যেমনই হোক উত্তরটা জটিল হইছে।
কায়দাটা জটিলতো।
ভাই মালডা কিন্তু জটিল।
আচারের স্বাদটা কিন্তু জলিট লাগলো।

আজব-

ভাই পথ দেইখা চলতে পারেন না। গায়ের উপর আইসা পড়ছেন। আজবতো।
কি আজব। তুমি ব্যাপারটা বুঝতাছ না ক্যা।
আমি এমনটা চাই নাই তবুও পাইলাম, আজব না।

কঠিন-

ওই পোলারে চিনছা, পোলাডা কঠিন মাল।
কি সুন্দর কারুকাজ, কঠিনতো।
তুইতো দারুন কঠিন, সহজে গলছ না।

ম্যাওপ্যাও-

শব্দটি ব্লগীয় শব্দ। আবিষ্কারক চাঁদগাজী সাহেব। ব্লগেই এর ব্যবহার বেশি।

এসব ম্যাওপ্যাও করে কি লাভ।
মিয়া থামান আপনার ম্যাওপ্যাও।
কি সব ম্যাওপ্যাও করতাছে।

প্রীশু, শুশু-

এটিও ব্লগীয় শব্দ। প্রীশুর প্রথম প্রচল করেন ব্লগার স্রাঞ্জি সে। শুশু কার আবিষ্কার জানা নেই।

প্রীশু নিয়েন।
প্রীশু রইল।
ধন্যবাদ। প্রীশু।




মন্তব্য ৭০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

সৈকত জোহা বলেছেন: আমারও নতুন কিছু আবিস্কার করা দরকার

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই ভায়া।

নতুনত্ব না থাকলে টিকে থাকা দায় হবে।

ধন্যবাদ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫

সৈকত জোহা বলেছেন: টিকে থাকার জন্য ব্লগে আসে নি।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগা অন্য জিনিষ ? টিকে থাকা ভিন্ন জিনিস।

অনেকে শখ করেও ব্লগে আসে। আপনারটা ঠিক কি জানিনা ?

ধন্যবাদ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

আবু হাসান লাবলু বলেছেন: প্যারা দিয়ে শুরু করে জোশ একখান লেখুনি ফাটাফাটি ভাবে অসম করে হ্যাব্বি আকারে ব্যাপক চিন্তায় জটিল ভাবে আজব করিয়া কঠিন ম্যাওপ্যাও মাঝে তুলে ধরার জন্য প্রীশু জানবেন।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন অসম মন্তব্যের জন্য প্রীশু ও শুশু জানবেন ভাই।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


আরেকটি শব্দ বেশ জনপ্রিয়, উহা একটি বিষয়কে খুবই সহজভাবে প্রকাশ করে, কিন্তু লেখাতে উহার ব্যবহার স্বাভাবিকভাবেই কম; এবং ব্যবহার হওয়াই ভালো; শব্দটা হচ্ছে, জিংজিং

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শব্দটা ইচ্ছে করেই এড়িয়ে গেছি। যেহেতু এর ব্যবহার আপনি ও হাতেগোনা কয়েকজন ছাড়া ব্যবহার করতে দেখিনি।

ভাল থাকুন।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


টাইপো-------->এবং ব্যবহার হওয়াই ভালো; শব্দটা হচ্ছে, জিংজিং
সঠিক হবে----->এবং কম ব্যবহার হওয়াই ভালো; শব্দটা হচ্ছে, জিংজিং

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথম বারই বুঝতে পেরেছি। ভাবছি দু’একটা শব্দের জনক হবো। হা। হা। হা।...............

চোখের কি অবস্থা আপনার ? ভালর দিকে ?

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

মোস্তফা সোহেল বলেছেন: অসাম হইছে মাইদুল ভাই।
আড্ডায় তো আর তেমন আসেন না তাই এখানেই জানতে চাইছি,আপনার রাজকন্যা কেমন আছে।
রাজকন্যার জন্য অনেক আদর আর ভালবাসা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে ঢুকেই আড্ডা ঘরের কথা মনে হয়েছে । কিন্তু সারাদিন চলে গেল তবু ঢু মারা হলনা।

রাজকণ্যা ভাল আছে আপনাদের দোয়ায়।

আপনার অনাগত রাজকণ্যা/রাজপুত্রের জন্য শুভকামনা।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

ফেনা বলেছেন: ব্যাপক জ্ঞান পেলাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেনা ভাই-এগুলোতো সব জানা ব্যাপার। নতুন কোন জ্ঞান নয়।

ধন্যবাদ।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

হাবিব বলেছেন: জটিল হইছে।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কঠিন কইরা উত্তর দিলাম-ধন্যবাদ।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা ! হা এই শব্দগুলো আমার সচরাচর ব্যাবহার করি । আজ সবগুলোকে একসাথে দেখে মজা লাগলো । ব্লগে ম্যাওপ্যাঁও শব্দটির আবিষ্কারক যে চাঁদগাজী সাহেব তা আজ জানলাম =p~

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।

আরও কিছু শব্দের আবিষ্কারক চাঁদগাজী সাহেব।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



রম্যরঙ্গ ভালই হয়েছে।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কাওসার ভাই।

মতামত রেখে যাওয়ার জন্য।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সন্ধ্যা মাইদুল ভাই। প্রীশু নিয়েন (প্রীতি ও শুভেচ্ছা)।




প্রীশু জন্য শুশু টা আসছে। শুশু টা প্রথম বলেছে ভ্রডাভাই।


ঠিকাছে ভাই পোস্টে পেলাস +++...... :-0

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সন্ধ্যা-স্রাঞ্জি সে।

ভালই হলো জানা হলো ভ্রমরের ডানা তাহলে এই শুশুর জনক।

+ এ কৃতজ্ঞতা।

এ সপ্তাহের কালের খেয়া পড়েছেন ?

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাষার মাঝে কিছু নতুন শব্দ চালু হয়, কিছু স্থায়িভাবে রয়ে যায় কিছু হারিয়ে যায় ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাতো নিয়ম ভাই। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষা।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ওমেরা বলেছেন: জী এগুলো বাতাসে এসে হাওয়ায় মিলিয়ে যায়।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপু আপনি প্রবাসে থাকেন তাই হয়তো জানেন না।

এই শব্দগুলো আমারই ব্যবহার করি, করছি, করেছি।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

স্রাঞ্জি সে বলেছেন:
হ্যাঁ.... পড়তেছি। হেলাল হাফিজের স্বাক্ষাতকার টা ভাল লাগছে। এরপর আলো নীল বিভাগে লিটল ফ্রি লাইব্রেরি টা পড়ছি। এখন ফিচার গুলো পড়ব।

আপনার পড়া হইছে।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুক্রবারেই শেষ। আমি ভাবছিলাম হেলাল হাফিজকে নিয়ে একটা পোস্ট দিব। কন্তু আজ আর হলনা। ভাবা যায় একটি মাত্র বই লিখেই বিখ্যাত হওয়া ৩২ বছর আর বই বের কারার প্রয়োজন হলোনা!

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নজসু বলেছেন: জটিল।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্যে জোশ আছে।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

আরে কেমন জানি মিলে গেল। আমিও ভাবছিলাম তা ওকে নিয়ে একটা পোস্ট দেওয়ার। তার জন্য কাল থেকেই হেলাল হাফিজের কবিতা গুলো পড়তে শুরু করেছি পিডিএফ এ।


যাক আমি আর এ নিয়ে ভাবতেছি না। মাইদুল ভাই আপনি শীঘ্রি একটা পোস্ট নিয়ে আসেন।

আমার আর পড়া শেষ হয় না। পড়তে পড়তে তা তিনচার দিন লেগে যায়।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি হেলাল হাফিজ কে নিয়ে কোন স্টাডি করছিনা । আপনি যেহেতু করছেন তাহলে এই নিয়ে আপনি পোস্ট দিন। আমার একটা গল্প মাথায় ঘুরছে বরং ওটাই লিখে ফেলি।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আরোগ্য বলেছেন: ফাটিয়ে দিয়েছেন বস !!!

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই হইছে মন্তব্যটা।

ধন্যবাদ।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখাটা জোস হইছে !!

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর নূরু ভাই এর আগমন ফাটাফাটি।

ধন্যবাদ দাদা।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাকু হাসান বলেছেন:
সত্যিই শব্দগুলো বহুল প্রচলিত ।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই রাকু ভাই।

শুভকামনা শতত।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবির মুখে ফুল চন্দন পড়ুক।

২১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো কালেকশন ।

শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় মাইদুলভাইকে।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঝাক্কাস হইছে মতামত পদাতিক ভাই।

২২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মন্দ নয় ভালোই হইছে পোস্টে পিলাস।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যু্ক্তি ভাই এর যুক্তি কে পাবে মুক্তি।

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
বাহ অসাম অভিধান B:-)

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরে আপাও দেহি এই শব্দ ব্যবহার করছে। চমক দারুন চমক।

ভাল থাকুন।

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: আরও কিছু শব্দ আছে-
সহমত
জটিল
মামা
চুদুরবিদুর।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও আছে-ঝাক্কাস, সীট, তারছিড়া, কুয়ারা...........

ধন্যবাদ।

২৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেককিছু জানতে পারলাম, ভালো বলেছেন ভাই।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভায়া।

একটা গান লিখেছিলাম। আপনি খালি কন্ঠে গেয়ে রেকর্ড করে পোস্ট দিয়েন। সময় করে আপার ব্লগে দিয়ে দিব।

২৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

সুমন কর বলেছেন: হাহাহা...........ভালোই বিশ্লেষণ করেছেন। অসাম আর আজব শুনলে মেজাজ গরম হয়ে যায়.......

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন-কিছু কিছু শব্দ অত্যন্ত বিরক্তিকর।

ভাল থাকুন।

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০

তারেক ফাহিম বলেছেন: আরও একটা পেলাম “তিতা করিসনা”

আমাদের বন্ধু মহল একদিন রসিকতা করে এমনটি বলল ;)

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ আসলেই শিখার জায়গা।

তিতা করিসনা- নতুন শিখলাম।

ধন্যবাদ।

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

বুদ্বিমান গাধা বলেছেন: চমৎকার বিশ্লেষন, জীবনের বাঁঁকের আরো যে সব প্যারা আছে সেসব নিয়ে লিখবেন আশা করি।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ব্লগে স্বাগতম।

চেষ্টা করবো বাই।

ধন্যবাদ।

২৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

পুলক ঢালী বলেছেন: আপনার জটিলস পোষ্ট অসাম হইছে ফাটাফাটি ব্যাপার বিয়াপক বিনুদুন সহ যোশও হইছে প্রীশু রইলো অনেক ধন্যাপাতা :D

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার আগমন ও প্রস্থান কঠিন হইছে ।

শুকা রইল ভাই।

৩০| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

রক বেনন বলেছেন: দারুন হয়েছে!! লুল!!

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এক কেজি ধনেপাতা আর আধা কেজি ভালবাসা পাঠালাম।

৩১| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭

বাকপ্রবাস বলেছেন: ম্যাওপ্যাওটা পছন্দের যদিও এটা ব্যাবহার করিনি এখনো

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: একদিন করে ফেলুন। ধন্যবাদ।

৩২| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, ব্লগে এসে নতুন কিছু শব্দ জেনেছি।
আরও আছে- ক্যাচাল, বাহ্, দারাুণ!!

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও কিছু শব্দ যোগ করায় ধন্যবাদ হাসান ভাই।

৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১

আখেনাটেন বলেছেন: এরকম কঠিন ম্যাঁওপ্যাঁও পোস্ট দিয়ে অাজব প্যারায় ফলেছেন ব্লগারদের। হ্যাব্বি ও ফাটাফাটি মজা পেলুম। :P

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বহুত আচ্ছা হয়েছে আপনার মতামত।

ধন্যবাদ।

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আজ অনেক কিছুই জানতে পারলাম আপনার পোষ্ট পড়ে। ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ আসলেই কিছু শেখায়, কিছু জানায়।

পাঠ ও মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ।

৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

এ.এস বাশার বলেছেন: পোস্ট টা জটিলস হয়ছে মাঈদুল ভাই.....

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জোশ মন্তব্য বাশার ভাই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.