নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণিঝড়ের নাম নারীদের নামে কেন হয়

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩



ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক।ঘূর্ণিঝড় মানেই লন্ড ভন্ড জনপদ, মৃত্যু, কান্না, ক্ষয় ক্ষতি। সম্প্রতি তিতলি আমাদের তিতা করে দিয়ে গেছে। ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে পর্যালোচনায় দেখা গেছে আবহাওয়াবিদরা নারীদের নামেই বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছেন।
অভিযোগ উঠেছে আবহাওয়াবিদরা প্রেমে প্রত্যাখ্যাত, সফল না হওয়া, পাত্তা না পাওয়ার কারণে সেই প্রেমিকাদের খেপাতে বা রাগাতেই নারীর নাম দিয়ে থাকেন।

ঘূর্ণিঝড়ের যে নামগুলো নারীদের নামে তা হলো-তিতলি, লুবান,আমপান, সোবা, ফেথাই, দায়ে, বাজু, অক্ষি, মোরা, সামা,নাদা, ভরদাহ, ভালি, মেঘ, চপলা, প্রিয়া, হুদহুদ, নিলুফার, মাদী, নানাউক, লহর, ফাইলিন, হেলেন, নিশি, রোয়ানু, রিশমি, বিজলি, নার্গিস, ক্যাটরিনাসহ আরও অনেক অনেক ঘূর্ণিঝড়ের নাম আছে নারীদের নামে।

আবহাওয়াবিদদের ভাস্যমতে, সতর্ক করার জন্য, বিভিন্ন সংকেত, জলযানগুলোর জন্য ঝড়ের পূর্বাভাসসহ বিভিন্ন তথ্য খুব সহজে আদান-প্রদান এর জন্য ঘূর্ণিঝড়ের নামগুলো খুব সহজ-সরল রাখা হয় যেন মানুষ সহজে বুঝতে পারে। সাধারণ মানুষের বুঝার জন্যই এত সুন্দর সুন্দর নাম দেওয়া। আগে থেকেই নামগুলো নির্ধারণ করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে আঞ্চলিক কমিটি তৈরি করে বিভিন্ন সাগরের ওপর ভিত্তি করে। এই গ্রুপগুলো কয়েকটি দেশের দায়িত্বে থাকে এবং নামকরণ করে।

প্রথম দিকে অক্ষাংশ-দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হতো কিন্তু মানুষ তা বুঝতনা। ২০০০ সালের পর থেকে নারীদের নামেই ঘূর্ণিঝড়ের নাম করণ করা হয়ে আসছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড ও ওমান-কে নিয়ে একটি গ্রুপ । এই গ্রুপের নাম স্কেপে। স্কেপের প্রস্তবনা অনুযায়ী-প্রতিটি দেশ থেকে ১০টি করে নাম চাওয়া হয় এবং জমা নেওয়া হয়। পরে এখান থেকেই ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়।

এখন কথা হচ্ছে আবহাওয়াবিদ যদি অধিক সংক্ষক নারী হতেন তবে কি তারা প্রত্যাখ্যাত হওয়া তাদের প্রেমিক পুরুষের নামে ঘূর্ণিঝড়গুলোর নাম রাখতেন ?

তথ্য কৃতজ্ঞতা- ১২/১০/১৮ইং তারখের সমকাল।
ছবি কৃতজ্ঞতা-গুগল।

মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

নজসু বলেছেন: আমার ধারণা ছিল নারীরা বেশিরভাগ সময় ঝড়ো গতির হয়ে থাকে, তাই তাদের নামে ঝড়ের নাম রাখা হয়। :D

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি ? বড়ই আজব ভাবনা।

ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

রাকু হাসান বলেছেন:

কেন নারীদের নামে করা হয় সেটা পরিষ্কার হলো না । সহজ সুন্দর নাম তো ছেলেদেরও আছে ।!

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হলোতো রাকু ভাই- আবহাওয়াবিদরা প্রেমে প্রত্যাখাত হওয়ার কারনে সেই প্রেমিকাকে ক্ষেপাতে এই নাম দেন। অন্যকোন রহস্যময় কারনও থাকতে পারে।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

বাকপ্রবাস বলেছেন: সংসার যেমন ভাঙ্গা গড়া নারীদের উপর নির্ভর করে অনেখাংশে তেমনি প্রকৃতির ভাঙ্গা গড়ায় নারীর নামে উপমা, সেখানেও নিশ্চয় নারীর অবদান থাকবে সেটা বোঝাতে

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব দোষ কেবল নারীদের ? আর পুরুষেরা বুঝি ধোয়া তুলসী পাতা!

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শুধু প্রেমে ব্যর্থ বা ছ্যাকা খাওয়া পুরুষরা কেন প্রেমে সফল পুরুষরাও নারীদের ঘুর্ণিতে বিধ্বস্ত থাকেন বলেই হয়ত ঘুর্ণিঝড়ের নাম নারীদের নামেই হয়...........!

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরুষরাওতো নারীদের সাথে প্রতারণা করেন, করেন বিধ্বস্ত তাই বলে তো ঘূর্ণিঝড়ের নাম পুরুষের নামে হয়না ? অন্তর্যামি জানেন কার মনে কি আছে ?

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

মলাসইলমুইনা বলেছেন: ঘূর্ণিঝড়ের নাম মেয়েদের নামে !
কালকে যে টর্নেডোতে ক্যাটাগরি ৪ মানে ১৫৫ মেইল গতির দুরন্ত বাতাস নিয়ে ফ্লোরিডার প্যানহ্যান্ডেলের শহর মেক্সিক বিচকে প্রায় নিশ্চিহ্ন করে দিলো সেটার নাম ছিল মাইকেল ! রাগী এক ছেলের নাম I শহরের ৭৫ % নিশ্চিহ্ন ! আমার দেখা আমেরিকার ঝামেলাকারী টর্নেডোগুলোর বেশিরভাগের নামই কিন্তু ছেলেদের নামে যেমন আইভান, এন্ড্রুজ ফ্লোরিডাতে হিট করা আরো দুটো প্রলয়ংকারী টর্নেডো I একটা ভয়ংকর টর্নেডো অবশ্য আছে আছে ক্যাটরিনা নামে I ও গত বছরের আরেকটা ছিল মেয়েদের নামে -মারিয়া ছিল ওটার নাম পুয়ের্টোরিকোকে মুটামুটি জাহান্নাম বানিয়ে দিয়েছিলো |ও তাইতো মেয়েদের নামেতো আছে কয়েকটা | নাহ এই নামকরণে ছেলে মেয়েদের মধ্যে গাহি সাম্যের গান ধরণের ব্যাপার একটা আছে মনে হচ্ছে ...I

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পত্রিকায় দেখেছি মাইকেলের তান্ডব। ২০০০ সালের পর এখন ২০১৮ কত আর নারীর নামে নামকরণ করা যায় আবহাওয়াবিদরা মনে হয় হাপিয়ে উঠেছেন। তাই মাঝে মাঝে ছেলেদের নামও দিচ্ছেন।

ধন্যবাদ ভাইয়া।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

ফেনা বলেছেন: আমার মতে প্রকৃতির ভয়ংকর রপ থেকে নারীদের বৈচিত্রময়তা আরো ভয়ংকর। তাই ঝড়গুলির নাম নারীদের নামে করা হয়ে থাকে।
সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ। (আগের মন্তব্যটি মুছে দেওয়া হোক)

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর যুক্তি দিয়েছেন ফেনা ভাই। আবহাওয়াবিদরা ই যেহেতু এটা নির্ধারণ করেন , তাই উত্তরটা তাদেরই ভাল জানা।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

শিহাবআহমেদ বলেছেন: রাকু হাসান ভাইয়ের মতো আমার কাছেও পরিস্কার হলো না, কেনো নারীদের নামের আদলে ঝড়-সাইক্লোন এর নামকরণ করা হয়!!

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি রাকু ভাই কে যে উত্তর দিয়েছি এর চেয়ে ভাল উত্তর আর জানা নেই।

ধন্যবাদ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন কথা হচ্ছে আবহাওয়াবিদ যদি অধিক সংক্ষক নারী হতেন তবে কি তারা প্রত্যাখ্যাত হওয়া তাদের প্রেমিক পুরুষের নামে ঘূর্ণিঝড়গুলোর নাম রাখতেন ?
........................................................ আপনি মনে হয় ঝগাটে নারী দ্বারা আক্রান্ত । আমার জানা মতে এশিয়াতে এটি হচ্ছে কিন্ত সারা বিশ্বে নয় ।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি অদ্ভুত কথা -আমি ঝড়রাটে নারী দ্বারা আক্রান্ত ? হাসালেন ভাই!

শেষের অংশ দারুন বলেছেন।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০

খাঁজা বাবা বলেছেন: :D

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা কারণতো উল্লেখ করবেন বাবজী ?

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

খাঁজা বাবা বলেছেন: নারীরাই সম্ভবত সকল প্রলয়ের জন্য দায়ী, তাই বোধয় নারীদের নামে নাম ;)

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন একতরফা অভিযোগ আপনি করতে পারলেন ? তাহলেতো আমজনতা (নারীরা) আপনার থেকে সাবধান থাকবে।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:


এবার আর নারীর নাম নয়, সামনে একটা ঘূর্ণিঝড় আসতেছে তার নাম গাজা!!" ;)

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলে এটা মোকাবেলার দায়িত্ব দেয়া হোক-খাজা বাবাকে।

এতদিন কোথায় ছিলেন কবি ?

১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

রাকু হাসান বলেছেন:

খাইছে :P মেয়ে আবহাওয়াবিদ বেশি হলে দেখবেন সব ছেলেদের নামে দিচ্ছে । =p~
সবাই প্রেমে ব্যর্থ তাহলে ! :P
‘তিতলি’ নামটি কত সুন্দর । আর যখন ঘুর্ণিঝড়ের নাম দেওয়া হয় তখন পাষাণি একটা ভাব এসে যাই । B-))

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাম সুন্দর হলেই যে সে ভংঙ্কর হবেনা তা তো নয় । যার যেই রূপ সেটা প্রকাশ পাবেই।

সুন্দর মতামতে স্বাগত রাকু ভাই।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
নারীর মন আর আবহাওয়া কখন যে পরিবর্তন হয়, ঠিক বোঝা যায় না, খুব সম্ভবত এ কারণেই বিজ্ঞানীরা নারীর নামে ঝড় গুলোর নাম দেয়!!! :P

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবির যুক্তিও যে কাব্যিক ।

নারীকে বুঝি চেনা হল না ?

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা ! আসলেইতো কেন ? :|| আগে জানতাম মানুষ তাদের অতীত প্রেমিক প্রেমিকার নাম শুধু পাসওয়ার্ড এ দেয় এখন শুনলাম অন্য কিছু :P

১৩ নং মন্তব্বের ওই ভদ্রলোকেরতো খুব অভিজ্ঞতা আছে দেখছি ;) তবে তাহার মন্তব্বে ডাবল লাইক =p~

আমি যদি কখনো আবহাওয়াবিদ হই তাহলে ঘূর্ণিঝড়ের নাম দিব মদন চাঁদ :P =p~

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও ফুলঝুরি আপু দারুন নাম সিলেস্ট করেছেন-মদন চাঁদ।

কবিতো এমনটাই বলবেন।

যাক বাঁচা গেল আপনি আবহাওয়াবিদ না হওয়ায়। কবে আবার কোন ছেলের নাম চলে আসতো। হা। হা। হা................

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

রক বেনন বলেছেন: সিডর, আইলা কোন জেন্ডার?? =p~ =p~ =p~

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সিডর মানে চোখ।

দু’একটা তো ব্যতিক্রম হবেই।

ধন্যবাদ।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

কে ত ন বলেছেন: আপনি আপনার বৌকে বলুন কাল অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে একটা চমৎকার জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাব। তারপর রাতে একটা ক্যান্ডেল লাইট ডিনার হবে।

পরদিন রাত আটটার সময় বাসায় ফিরে আদুরে গলায় বলুন, 'স্যরি ডার্লিং, জরুরী কাজে আটকা পড়েছিলাম। এখন ভাত দাও, খেয়ে শুয়ে পড়ি।

আর তারপরেই হাড়ে হাড়ে টের পাবেন, ঝড়ের নাম কেন মেয়েদের নামে হয়।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ কে ত ন ভায়া কি চমৎকার বর্ণনা।

একদিন এমনটি করে দেখতে হবে।

খুব ভাল লাগলো আপনার মন্তব্যটি।

ধন্যবাদ।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ব্লগ ফেসবোক হয়ে গেল নাতো?

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাজুল ভায়া-তিতলি দেশ-কে তিতা করে দিয়েছে। তাই পেপার পত্রিকায়, ব্লগে, ফেসবুকে, আড্ডায় সবখানে তিতলি কে কথা বার্তা হচ্ছে তাই বলে ব্লগ কেন ফেসবুক হবে ?

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো একটা প্রশ্ন তুলেছেন ভাই, আসলে এরকম কখনোই ভেবে দেখিনি, মনে হয় কেউই তা ভাবেননি যে কেন মেয়েদের নামে রাখা হয় ঘূর্ণিঝড়ের নাম!
যাক আপনার কাছে সেটা সমধান হলো,
ধন্যবাদ ভাই

শুভকামনা সবসময়

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নয়ন ভাই ধন্যবাদ আপনাকে।

আপনার ইউটিউভের চ্যানেলের লিংক দিয়েন।

একটা গান পাঠাবো পাঠাবো করেও হয়ে উঠছেনা।

ধন্যবাদ।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,




হা...হা...হা... কেন হয় ?
সহব্লগার নজসু , বাকপ্রবাস, হাসান জাকির ৭১৭১ , ফেনা, শাহরিয়ার কবীর ( ২য় মন্তব্য ), কে ত ন সবাই তো সে নামকরনের পূর্বাভাষ দিয়ে গেছেন :P । অভিজ্ঞতা বলে কথা B-) পুরুষ আবহাওয়াবিদরাও মনে হয়ে এর বাইরে নয় ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জি, এস ভাইয়া,

তারা এমন করে বলেছে যেন তাদেরকে ই ঘূর্ণিঝড় বানিয়ে ফেলেছে। হা। হা। হা.........................।

ভাল থাকুন।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: নাম বড় কথা না।
নারীর নামে বা পুরুষে রনামে রাখলেই কি?!!

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নামে কি আসে যায় ? তাইতো। সবচেয়ে সুন্দর নাম দিলেও ধ্বংশের হাত থেকে রেহাই নেই।

২১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটা সাজানো গোছানো সংসার চাইলে
নারীরা এক মূহর্তে লণ্ড ভণ্ড করে দিতে
পারে তার বাস্তবতা বোঝাতে নারীর নাম
ব্যবহৃত হয় ঝড়ের নামকরণে।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঝড় এলো , এলো ঝড়
আম পড় আম পড়।

তিতলি এল
ধ্বংসের বিজলী দিয়ে গেল।

ধন্যবাদ।

২২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: তথ্যটা জানা ছিল । তবে আপনি এটা নিয়ে লিখেছেন দেখে ভালো লাগলো ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ পরি আপু। নারীরা মনে হয় এ রকম তথ্যে খুশী নয়।

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

তারেক ফাহিম বলেছেন: রম্য ধরে নিবো?


এ নামে মেয়ে ব্লগার ছিলোনা তাই হয়ত ভাগ্য ভালো ;)

রম্যের ফাঁকে ফাঁকে হাসির ইমোজ দিলে ব্লগটি আরও আকর্ষনীয় হতো মন হচ্ছে B-)

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ইমোটিক তেমন ব্যবহার করিনা।

আর এটিতো রম্য নয়। বাস্তবতা।

ধন্যবাদ।

২৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঘূর্ণিঝড়ের মতো নারীরাও পুরুষদেরকে ঘূর্ণিপাকে ফেলে বলে মনে হয়। আচ্ছা, ঘূর্ণিঝড়ের নাম দিতে হয় কেন? আগে ত এরকম ছিল না।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময় এর দাবী তাই নাম দিতে হয়। নয়তো কি নামে ডাকবে ? শুধু ঘূর্ণিঝড় কেমন কেমন শোনায় না।


ধন্যবাদ।

২৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

ফেইরি টেলার বলেছেন: আমার ধারণা সমাজে ধীরে ধীরে নারীদের উন্নতি হচ্ছে । পুরুষদের পাশাপাশি নারীরাও কাধে কাধ রেখে সমনতালে এগিয়ে আসছেন । নারী ঘূর্নিঝরেরাও এক্ষেত্রে পিছিয়ে নেই । তারাও তাদের অগ্রগতির জানান দিতেই ঘন ঘন আঘাত হানছেন

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন ভাবনা নারী ঘূর্নিঝর।

হা হা হা.....................।

মাতমতের জন্য ধন্যবাদ।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

টারজান০০০০৭ বলেছেন: নারীবাদীরা যেইভাবে নারীকূলরে হাওয়া দিতেছে তাহাতে নারীরা ঘূর্ণিঝড় হইবে নাতো মিল্লাত ফ্যান হইবে নাকি? পুরুষের এমনকি সমুদ্র হওয়ার ক্ষমতাও নিঃশেষ হইয়া যাইতেছে ! কুয়োর পানির মতন নিস্তরঙ্গ !! ধিক পুরুষের জীবন ! ধিক ! :P

লড়াই লড়াই লড়াই চাই , লড়াই করে বাঁচতে চাই !!(মরিতে চাহিনা !) :D

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর হাওয়া পালে লাগাইয়া তাহারা ঘূর্ণিঝড়ের রূপে আবির্ভূত হচ্ছে পুরুষের জীবনে।

হায় হায় কি সর্বনাশ।

ধন্যবাদ।

২৭| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

বলেছেন: মাদকের নামেও হয়, যেমন গাঁজা।
মাইকেল পুরুষের নাম না, নারীদের নামও আছে। হলিউডের একজন বিখ্যাত অভিনেত্রীর নাম মাইকেল রডরিগুয়েজ। সত্তরের দশকের একজন বিখ্যাত অভিনেত্রীর নাম মাইকেল লির্নেড। নব্বইয়ের দশকের অভিনেত্রী মাইকেল মিচেল।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই কোন নাম বা সংখ্যা নয় একটি চিহৃ নিয়েছেন নিক হিসেবে।

বেশ অদ্ভুত।

কত রকমের নামযে মানুষ নেয় তার শেষ নেই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.