নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ইমন জুবায়ের
বাংলা ব্লগ তথা সামু ব্লগকে যিনি দিয়েগেছেন অকাতরে তার মেধা, মননের অমূল্য সম্পদ তিনি ২য় জীবনে চলে যাওয়া ব্লগার ইমন জুবায়ের।
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।
এই দু’লাইন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কি গভীর উপলব্ধি তার। তিনি আমাদের মাঝে নাই। তাতে কি ? তার সৃষ্টিতো রয়েছে। যখনই মনে পড়ে তখনই তার ব্লগ বাড়িতে আসি, পড়ি কোন লেখা। কোন দিন উত্তর পাবনা জেনেও মন্তব্য করি। তার এত চমৎকার লেখা/লিখনী পড়ে মন্তব্য না করে চলে আসাটা তার প্রতি অশ্রদ্ধা।
মাঝে মাঝে ব্লগে শুনতাম ইমন জুবায়েরের কথা। তার লেখার কথা। সেই থেকে তার লেখা পড়ার জন্য উৎসাহিত হয়ে ছিলাম। কিন্তু কোন লিংক পেতামনা। অনেকের কাছে লিংক চেয়েছি। পাইনি। মন খারাপ হয়েছে। অবশেষে ব্লগার স্বপ্নবাজ সৌরভ ও রাজিব নূর সেই প্রতিক্ষিত লিংকটি দিয়েছেন। ধন্যবাদ আপনাদের দুইজনকে।
সাথে সাথে তার ব্লগে ঢুকলাম। তার সর্বশেষ পোস্ট অতিপ্রাকৃত গল্প: সতরই জুলাই পড়লাম। পড়ে কি যে মুগ্ধ হলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই গল্পটাই কি তার চলে যাওয়ার ইংগিত ছিল? তা আমাকে বেশ ভাবাল। হতেও পারে নাও হতে পারে। আস্তে আস্তে আরও কয়েকটি পোস্ট পড়লাম। এত ভাল লিখেন কি করে একজন মানুষ-ভেবে পেলাম না। বেঁচে থাকলে হয়তো তার সাথে সখ্য হতো। হতো মত বিনিময়। ব্লগকে দিতেন আরও সুন্দর কিছু উপহার। কিন্তু ২০১৩ সালেই শ্বাস কস্টে তিনি মারা যান। আর আমি ব্লগ শুরু করি ২০১৬ সালে। তার সাথে যদিও কথা হয়নি, হয়নি পরিচয়। তবুও তাকে কেন যেন আপন মনে হয়। সেদিন শুক্রবারে নামাজের পর মুনাজের সময় তার কথা মনে হলো। দুআ করলাম তিনি যেন স্বর্গবাসী হোন। কিছু দানও করলাম তার নামে যদি এর বিনিময় পেয়ে থাকেন তবেই এই সম্পর্কের স্বার্থকথা। কারণ অনন্তের ওপারে নেক আমল ছাড়া কোন কিছুই কাজে আসেনা।
ভাল থাকুন ইমন ভাই। অনেক অনেক ভাল থাকুন সেই জীবনে, যে জীবনের শেষ নেই।
উৎসর্গ- অদেখা ইমন জুবায়েরকে । যিনি ব্লগ-কে করেছেন সমৃদ্ধ।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনারা পুরানোরা তাকে পেয়েছেন। সত্যি তিনি দারুন ছিলেন। নতুনরা তাকে চিনুক , জানুক।
ধন্যবাদ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩
বাকপ্রবাস বলেছেন: উফফফফ জানতামনা, কমেন্টগুলো দেখে বুকটা হাহাকার করে উঠল। বুঝাতে পারবনা, কমেন্ট আসছে অথচ লেখক নেই........
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদিন আমাদেরও মনে হয় এমন হবে। আমরা থাকবো না , পাঠক থাকবে , মতামত দিবে উত্তর পাবেনা।
ধন্যবাদ।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব পোস্ট তাকে আজও বাঁচিয়ে রেখেছে ব্লগে। তিনি ইতিহাস বেত্তা ছিলেন। ছিলেন বড় মনের মানুষ। তার বিদেহি আত্নার মাগফিরাত কামনা করছি।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।
তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
পরোপারে তিনি অনন্ত সুখে থাকুন।
ধন্যবাদ।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬
খায়রুল আহসান বলেছেন: আমিও এখানে এসেছি উনি চলে যাবার প্রায় দু'বছর পর। অনেকের লেখায় তার নামোল্লেখ পেয়েছি, তার মেধার কথা জেনেছি, তাকে উদ্দেশ্য করে লেখা প্রশংসাবাক্য দেখেছি।
তার বিদেশী আত্মার মাগফিরাত কামনা করছি। তার প্রজ্ঞা ও মেধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: খায়রুল আহসান বলেছেন-
আমিও এখানে এসেছি উনি চলে যাবার প্রায় দু'বছর পর। অনেকের লেখায় তার নামোল্লেখ পেয়েছি, তার মেধার কথা জেনেছি, তাকে উদ্দেশ্য করে লেখা প্রশংসাবাক্য দেখেছি।
সত্যি অসাধারণ এক ব্লগার ছিলেন। তাকে মিস করছি।
আপনার মত আমিও-তার বিদেশী আত্মার মাগফিরাত কামনা করছি। তার প্রজ্ঞা ও মেধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
অনেক অনেক ভাল থাকুন।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩
অন্তরন্তর বলেছেন: শুধু সামু ব্লগ না, বাংলা ব্লগিং ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। তাঁর কত শত পোস্ট পড়েছি আর ভেবেছি একজন মানুষ কিভাবে এত বিষয় নিয়ে লিখতে পারে। তিনি ছিলেন পরিপূর্ণ ব্লগার। তাঁকে স্মরন করার জন্য ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। তাকে মনে রাখার জন্য।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
কাওসার চৌধুরী বলেছেন:
উনার অনেক লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তিনি এখন আমাদের মাঝে না থাকলেও অনেক দিন থেকে আমি গুণী এ মানুষকে "অনুসরণ" করছি। এ সম্মান উনার প্রাপ্য। দোয়া করি, আপনি ভাল থাকুন পরপারে। আপনাকেও ধন্যবাদ ব্লগে উনাকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।
গুণী ব্লগারদের লেখা না পড়েলে অনেক কিছু অজানা থেকে যেত।
ধন্যবাদ।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদিন জীবন ফুরিয়ে যায় .।মানুষের মুখ গুলোর অতীত হয়ে যায় .।। ইমন জুবায়ের এখন ও আছেন ব্লগার ভাই বোনদের লেখায় .।মানবিক অকৃত্রিম স্বার্থহীন ভালবাসায় ..। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি ।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন আপু। ইমন ভাই এখনো আছেন আমাদের মাঝে।
তিনি রবেন স্মরণের আবরনে রাত-দিনে ব্লগের মাঝে।
ধন্যবাদ।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি তার লেখার ভক্ত ছিলাম। তার চলে যাওয়া আমার খুব খারাপ লেগেছিল।
আজও তাকে মিস করি।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি।
তাকে মনে রাখার জন্য দন্যবাদ সাজ্জাদ ভাই।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: উনি একজন কিংবদন্তি ব্লগার
সামুর উচিত উনার ব্লগ লিংক প্রথম পেজে কোথাও রাখা
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ রকম নিয়ম মনে হয় সামুতে নেই। হলে মন্দ হতো না । ধন্যবাদ।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা নিবেন।
ভাল থাকবেন।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
আরোগ্য বলেছেন: উনার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ তার পরিচয় আমাদের মত নতুনদের সামনে তুলে ধরার জন্য।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই উদ্দেশ্যটা এটাই ছিল-ওনাকে যেন নতুনরা জানতে পারেন।
ধন্যবাদ আরোগ্য আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
১৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫
এস এম ইসমাঈল বলেছেন: একজন আদর্শ ও বহু মাত্রিক ব্লগার ছিলেন, পরলকগত ইমন সাহেব। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। একজন বড় মাপের মানুষের কথা আবার মনে করিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার মাইদুল।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি প্রায় ১১ বছর ধরে ব্লগিং করছিন নিশ্চয় ইমন ভাইয়ের সাথে ব্লগিং করেছেন, জেনেছেন তাকে।
কতইনা ভাল সময় গেছে আপনাদের । এই বড় মাপের মানুষ ও ব্লগার-কে নিয়ে কিছু না লিখলে আমি শান্তি পেতামনা।
মন্তব্যে কৃতজ্ঞতা জনাব।
১৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: কিছুদিন আগে আমার একটা অতিপ্রাকৃতিক গল্পে সাজ্জাদ ভাই কমেন্টে ইমন জুবায়ের ভাইকে স্বরণ করেছিলেন সেই থেকে উনার লেখা পড়ার আগ্রহ ছিল। অনেক ধন্যবাদ মাইদুল ভাই লিংক যুক্ত করার জন্য।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখানেই ইমন ভাইয়ের সার্থকতা। ওনাকে নতুনভাবে, নতুন করে আমরা জানছি।
ধন্যবাদ ভাই।
১৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯
তারেক ফাহিম বলেছেন: উনার কথা শুনেছি কিন্তু কথনো যাওয়া হয়নি।
উনার ব্লগের লিংক পেয়ে একজন অমর ব্লগারের সাথে পরিচয় হয়ে ভালোলাগালো।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ে দেখুন কি অসাধারণ লিখতেন। তার সাথে(লেখায়) পরিচিত হোন।
ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
তারেক ফাহিম বলেছেন: এখনো পড়তেছি জনবা। হাছন রাজার গান।
সত্যি অসাধরন লিখতেন উনি।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ুন আর মুগ্ধ হোন এবং মন্তব্য রেখে আসুন।
১৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২
সূর্যালোক । বলেছেন: স্রষ্টা ইমন জুবায়ের কে শান্তিকে রাখুক ।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার দোয়া কবুল হোক।
ধন্যবাদ।
১৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
মনিরা সুলতানা বলেছেন: একজন পরিপূর্ণ ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনি ভাল থাকুন ওপারে।
ধন্যবাদ আপু মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উনার ব্লগ লিংক প্রথম পেজে কোথাও রাখার জন্য সামুকে অনুরোধ করছি- আমি উনার সামু ব্লগে লেখা প্রায় সব গুলোই পড়েছি- অশেষ কৃতজ্ঞতায়- গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ও তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুতো মনে হয় এধরণের কোন নিয়ম নেই কারো লিংক ১ম পেজে রাখার।
পড়েছেন জেনে ভাললাগলো।
ধন্যবাদ।
২০| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ওনার শেষপোষ্টটি ছিলো ওনার ১৫০০ তম পোষ্ট। জানানোর জন্য ধন্যবাদ
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক দিন পর তোমাকে দেখলাম।
ওনার ব্লগ পড়লে বিষ্ময় জাগবে।
ধন্যবাদ।
২১| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
মিথী_মারজান বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ার ব্লগে আমি শুধু এই লাইন দুটি পড়তেই অনেকবার গিয়েছি -
'জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন'
উনার আত্মার মাগফেরাত কামনা করি।
মানুষ বেঁচে থাকে তার সৃষ্টিতে, শিল্পতে।
আমাদের মনে উনি আজীবন বেঁচে থাকবেন উনার লেখনীতে।
ধন্যবাদ আপনাকে নতুনদের সাথে উনাকে পরিচয় করিয়ে দেবার জন্য।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: মিথী আপু বলেছেন-
ইমন জুবায়ের ভাইয়ার ব্লগে আমি শুধু এই লাইন দুটি পড়তেই অনেকবার গিয়েছি -
'জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন'
সত্যি অসাধরণ এই কথাগুলো। হ্যা উনি বেঁচে থাকবেন ওনার সৃষ্টিতে, আমাদের মাঝে।
ভাল থাকুন।
২২| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার মাইদুল ভাই....
প্রথমেই ইমন ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করতেছি।
এমন গুণীজন ব্লগার নিয়ে লিখছেন, তাই আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগার ইমন জুবায়ের নিকটার সাথে আমার ব্লগের আসার পরই পরিচয়। ব্লগার শায়মা এর এক পোস্টের দিক দিয়ে। ওনার রেখে যাওয়া সৃষ্ট সাহিত্য সত্যিই অনবদ্য। তাঁর লেখায় যে কেউ মোহিত হবে আমার ধারণা।
অনিঃশেষ শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় সাঞ্জি
তোমার আগমন খুব ভাললাগছে।
উনি পরপারে শান্তিতে থাকুন।
সত্যিই তার সৃষ্টি অনবদ্য। পড়লেই মন ভাল হয়ে যায়।
অনেক অনেক ভাল থাকো।
২৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমরা নতুনদের মনে হয় তাঁর লেখা পড়ার সুযোগ হয়নি। আমারও হয়নি। তাঁর জন্য শ্রদ্ধ্যা ও ভালোবাসা রইলো।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা প্রভা পড়ুন ওনাকে জানুন।
ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।
২৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
রাকু হাসান বলেছেন:
মাইদুল ভাই পরে আসলাম । আমরা একদিন চলে যাব সবাই । আপনার প্রয়াত ইমন ভাইয়ের প্রতি আন্তরিকতা দেখে বলতেই হচ্ছে আপনি একজন যথেষ্ট ভালো মানুষ । আপনাদের মত মানুষদের প্রতি সম্মানটা অবচেতন মনে এমনিতেই চলে আসে ।
আমি উনার ব্লগে গেলাম । পোস্ট দেখে তো অবাক হলাম । তিনি প্রচুর লিখলেন ,সেই সাথে মান সম্মত সব লেখা । এবং হিউজ পঠিত । আর আমরা কি সব লিখি !!
এমন পোস্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই । আমি উনার নিক বুকমার্ক করে রাখলাম । যাব ,পড়বো উনার লেখা । কথা হবে মৃত মানুষের সাথে ।
আপনি অনেক ভালো থাকুন সেই কামনা করি ।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাকু ভাই ভীষন মন ছুয়ে গেল আপনার মন্তব্যটি।
আসলেই ওনার লিখা পড়লে মনে হয় -আমরা কি ছাইপাশ লিখি।
ভাল থাকুন, সুখে থাকুন।
২৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আমি অনেক ব্যস্ত থাকি, কলেজ, কোচিং, বাসা। সব মিলিয়ে আর ব্লগে নিয়মিত আসা হয়না
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেতো জানি প্রান্ত। লেখা পড়ায় ভাল করো দোয়া রইল।
ভাল থেক। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: মনে করিয়ে দিলেন সেই পুরোনো কথা..........ইমন ভাই সত্যিই এই ব্লগে অমর হয়ে আছেন।