নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
স্রাঞ্জি সে
১১/১০/১৮ইং।
ব্লগে যখন প্রথম আসিল
সকলেই প্রশ্ন করিল-এ আবার কে ?
রহস্যময় এক নাম স্রাঞ্জি সে।
তারপর সময়ের স্রোতে ব্লগে ভেসে
সকলের মন জয় করিল যে
সেতো আমাদের প্রিয় স্রাঞ্জি সে।
কবিতায় প্রেম-প্রকৃতি, মন-মননের কথা
ছবিতে গ্রাম বাংলার নিসর্গ, দু:খ ব্যাথা
ব্লগে প্রতিনিয়ত উপহার দিয়ে যায় সে
চট্টলার তরুণ তুর্কী ব্লগার স্রাঞ্জি সে।
এমনি করেই তার মনে ফুটুক শত ফুল
সময় থাকতেই ধরা পড়ুক যত ভুল
এদেশের মানুষ জানুক একদা সে ছিল কে ?
প্রতিভার পূর্ণ বিকাশে উজ্জ্বল স্রাঞ্জি সে।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না জোহা সাহেব প্রতিবেশি নয়।
ব্লগীয় বন্ধু বলতে পারেন।
ধন্যবাদ।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬
নজসু বলেছেন: স্রাঞ্জি সে
জানো কে?
একজন প্রকৃত বন্ধু।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একেবারে ঠিক বলেছেন নজসু ভায়া।
আসলেই সে বন্ধু অন্ত প্রাণ।
ভাল থাকবেন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: তবে সে যেই হউন, কবিতাটি লিখেছেন দারুন!
প্রশংসা পাবার অপেক্ষা রাখেনা।
অনেক ধন্যবাদ সবাইকে।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নূর ভাই আপনি নিয়মিত হলে আবশ্যই স্রাঞ্জি সে -কে চিনবেন।
মতামতে ধন্যবাদ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৫
মৌরি হক দোলা বলেছেন: স্রাঞ্জি সে কে নিয়ে খুব সুন্দর কবিতা হয়েছে! ভালো লাগল
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর দোলা তোমার আগমনে সত্যি ব্লগ কিছুটা দোল খাচ্ছে।
ভাললাগায় কৃতজ্ঞতা।
ধন্যবাদ।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১
তারেক_মাহমুদ বলেছেন: সত্যিই ব্যাতিক্রমধর্মী নিক স্রাঞ্জি সে, অল্পদিনেই নিজেকে মানিয়ে নিয়েছেন ব্লগে। অনেক শুভ কামনা রইলরইলো।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন। অল্প দিনেই সে সকলের প্রিয় হয়ে উঠেছে।
ধন্যবাদ তারেক ভাই সুন্দর মত দিয়েছেন।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: স্রাঞ্জি সে কে লাইক ।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেলিম ভাই
আপনার লাইক, কমেন্টে ভাললাগা জানবেন।
ভাল থাকুন।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০
লাবণ্য ২ বলেছেন: স্রাঞ্জি সে কে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও চমৎকার মন্তব্য করেছেন আপু।
ধন্যবাদ।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭
আরোগ্য বলেছেন: স্রাঞ্জি সে ও মাইদুল সরকারের জন্য অনেক শুভ কামনা। দারুণ কবিতা।উনি আসলেই তুর্কি ?
মাইদুল ভাই প্রয়াত ব্লগার ঈমন স্যারের ব্লগ ঠিকানা দেয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ। আপনার মত আমিও উনার লেখা পড়ি।
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মন্তব্য পড়ে প্রীত হলাম। আসলেই স্রাঞ্জি ভাল কিছু করবে।
আপনার জন্য ও শুভকামনা।
ইমন ভার লেখা পড়লে দারুন এক ভাললাগা কাজ করে। ওনার লেখা পড়েন শুনে খুশী হলাম।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: ওড টু স্রাঞ্জি সে।
ভালা!
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিলি ভাই কেমন আছেন ? এতদিন পর ফিরে আসায় অভিনন্দন।
দিনকাল কেমন যাচ্ছে ? শুভ কামনা ।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭
স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার মোঃ মাইদুল সরকার ভাই.....
প্রথমেই প্রিয়তে, তারপর পছন্দের তালিকায়, এরপর এখানে........
আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা কোথায় লুকিয়ে গেছে.....
ধন্যবাদ বলে আপনাকে ক্ষুদ্রতর করবনা। শুধু এই টুকুই বলি এই কবিতাটি আমার হৃদয়ের গহীন অরণ্যের হৃদ মাজারের বেঁধে রাখব।
অনিঃশেষ শুভকামনা মাইদুল ভাইয়া....
আরেকটা কথা তৃতীয় পারার দ্বিতীয় সারি একটু এডিট করে দেবেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।
তোমার মতামত পেলাম। এগিয়ে যাও সুন্দর ভবিষ্যতের দিকে।
৩য় পারার শেষ লাইনটায় কি আপত্তি ? শব্দ বা লাইন উল্লেখ কর, তারপর এডিট করবো।
ভাল থেকে । আর মেইলের উত্তর দিও।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪
স্রাঞ্জি সে বলেছেন:
বাংলা শব্দটা বাংরা হয়ে গেছে.... সেটাই বলতে চাইছিলাম।
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
সংশোধন করা হয়েছে।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্রাঞ্জি সে - আমার দুষমন!
শুভকামনা তার এবং আপনার জন্য।
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিশ্চয় তাকে ভালবাসেন এজন্য দুষমন বলতে পেরেছেন।
আপনার জন্য ধন্যবাদ ও শুভকামনা।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১
সনেট কবি বলেছেন: সে আসলেই সবার প্রিয় একজন।
১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন কবি।
অসংখ্য ধন্যবাদ।
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! কি সুন্দর
কি মনোহর মন্তব্য।
ধন্যবাদ। ভাল থাকুন।
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
উনি বেশ একটিভ ব্লগার
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার ধারনা যথারথ।
ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সাহিনুর বলেছেন: কবিতার ছন্দটা কিন্তু দারুন মিলিয়েছেন।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম। ছন্দ না মিলালে কবিতাটি সুন্দর হতনা।
মতামতে ধন্যবাদ ভাইয়া।
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর মিথোস্ক্রিয়া। নিঃসন্দেহ প্রিয় মাইদুলভাই আপনার কবিতাটি প্রশংসার দাবি রাখে। পাশাপাশি স্রাঞ্জি সে একজন অত্যন্ত ভালো ব্লগার । ব্লগে সিনিয়র জুনিয়র সবার প্রতি ভীষন আন্তরিক । অভিনন্দন প্রিয় স্রাঞ্জি সে ভাইকে। আর ধন্যবাদ প্রিয় মাইদুলভাইকে।
শুভকামনা দুজনকেই।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মতামত সব সময়ই আনন্দ দায়ক ও অনুপ্রেরণাদায়ক।
ধন্যবাদ। ভাল থাকুন।
১৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭
কিরমানী লিটন বলেছেন: স্রাঞ্জি সে
সবার ভালবাসায় থাকুক বেঁচে ...
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম আমার ব্লগে। সুন্দর বলেছেন। শুভকামনা।
১৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮
ব্লগার_প্রান্ত বলেছেন: তিনি আমার বুন্ডু মানুষ
তাকে নিয়ে কবিতা লেখায় ধন্যবাদ বড় ভাই
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন। শুভকামনা।
২০| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: আমার স্রাঞ্জি সে ভাইয়ার চেয়ে স্রাঞ্জি সে আপুই ভালো ছিল
প্রিয় স্রাঞ্জি সে আপু, থুক্কু ভাইয়া ও মাইদুল ভাইয়ার জন্য শুভকামনা
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ।
২১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: স্রাঞ্জি সে, তিনি সত্যিই অল্প সময়ে সবার মন জয় করে নিয়েছে, তার জন্য শুভ কামনা।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।
২২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ চমৎকার নৈবদ্য সহ ব্লগারের প্রতি।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ চমৎকার বলেছেন আপু।
ধন্যবাদ
২৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এক ব্লগারই তো আরেকজন ব্লগারের বন্ধু হবে। এটাই স্বাভাবিক। স্রাঞ্জি সে ভাইয়া খুব ভালো লিখেন। তার লিখা পড়ি। আপনাদের দুজনের জন্যই রইলো অনেক অনেক শুভ কামনা।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ভাল থাকুন আপনি।
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭
এ.এস বাশার বলেছেন:
স্রাঞ্জি সে কে,
সে কি আর বলার অপেক্ষা রাখে!
সুন্দর লিখেন তিনি, মন্তব্যের রসমালাই-
অন্তর দিয়ে যাকে ভালোবাসে সবাই।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কাব্যিক মন্তব্যে ধন্যবাদ।
২৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে প্রতিনিয়ত উপহার দিয়ে যায় সে
চট্টলার তরুণ তুর্কী ব্লগার স্রাঞ্জি সে।
.................................................................. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বুঝে গেছি, চাঁট গাইয়া পোয়া,
শুটকি মাছে ধোঁয়া,
এমন সুগন্ধি তার
ধারে কাছে নাইবা জুড়ির বাহার!
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ মসলা দিয়ে রসালো মন্তব্য করেছেন।
২৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪
তারেক ফাহিম বলেছেন: ব্লগ প্রানবন্ত রাখে যে,
সেতো মনে সঞ্জি সে।
উনি একটিভ ব্লগার।
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন ফাহিম ভায়া।
ধন্যবাদ ।
২৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: হুম, সহমত। ভালো লিখেছেন।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমতে কৃতজ্ঞতা।
ধন্যবাদ দাদা।
২৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতায় সজব্লগারের এমন সুন্দর প্রশংসা জ্ঞানীগুণী ব্যক্তি ছাড়া সম্ভব না।
উভয়ের জন্য রইলো শুভকামনা।
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন সুন্দর মতামত যে দিতে পারে সে কি কম জ্ঞানী !
ভাল থাকুন তাজুল ভাই।
২৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: স্রাঞ্জি সে, কে সে? আমি তার পরিচয়টা দিতে পারি এভাবে---
সামু নামে এক ব্লগে এসে
জয় করে নিলেন এক নিমেষে
নবীন প্রবীণ সবাইকে ভালবেসে,
কে সে? কে সে?
কে আবার, স্রাঞ্জি সে!!!
ভাল থাকুন, আপনি এবং স্রাঞ্জি সে!!!
০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।
আপনার কিবতাটা সুন্দর লাগলো।
ধন্যবাদ।
ভাল থাকুন।
৩০| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারকে নিয়ে কবিতা লিখেছেন, তার কিছু গুণের কথা তুলে ধরেছেন, এজন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ!
আপনাদের উভয়ের জন্য শুভকামনা রইলো...
০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্য পেয়ে উচ্ছাসিত।
শুভকামনা জনাব।
৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্রাঞ্জি সে চমৎকার লেখেন। তাকে নিয়ে লেখা কবিতা ভালো লাগলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন।
কবিতা পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন।
৩২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্রাঞ্জি সে কোথায় ?
লাজুক একটা ছেলে বলেই মনে হয়েছিল। মাত্র কিছুক্ষনের জন্য দেখা হয়েছিল।
দারুন একটিভ ছিল। সিনিয়র ব্লগাররা স্নেহ করতো। অনেক মিস করি।
২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে টট্টগ্রামেই আছে। এখন চাকরি করে , পতেঙ্গাতে থাকে। ব্লগ কমে আসে, ফেবু মাঝে মাঝে দেখি।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯
সৈকত জোহা বলেছেন: উনি মনে হচ্ছে আপনার প্রতিবেশী