নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ডোডো পাখি সম্পর্কে প্রথম জানি হাইস্কুলের ইংরেজী পাঠ্য বইয়ে, ঠিক কোন ক্লাশে থাকতে পড়েছি এখন আর তা মনে পড়ছেনা। ব্লগে এই শব্দটার প্রচলন করেন ব্লগার চাঁদগাজী সাহেব। এটি ওনার পছন্দের কোন শব্দ কিনা জানি না। কিন্তু কাউকে তুচ্ছ, তাচ্ছিল্য কিংবা অপমানার্থে এই ডোডো শব্দটি ব্যবহৃত হচ্ছে ব্যপক ভাবে এবং তা করছেন কেবল উনি নিজেই।
মরিশাস দ্বীপেই মূলত এই নিরীহ পাখিটির বসবাস ছিল। মুরগীর চেয়ে আকারে বড় ছিল এই পাখি। কিন্তু দ্বীপটিতে মানুষ পৌঁছানোর পর এক শতকের কম সময়ের মধ্যে এই পাখির বিলুপ্তি ঘটে। এর মাংস মুরগীর মাংসের চেয়েে বেশি স্বাদের ছিলনা তার পরেও মানুষের ক্রমাগত শিকারের কারণেই ও উড়তে না পারার জন্যই বিলুপ্তি হয়ে যায় পৃথিবী থেকে ডোডো পাখি। ১৬৬২ সালে সর্বশেষ দেখা মেলে ডোডো পাখির।
উদাহরণ- চাঁদগাজী সাহেবের ডোডো শব্দের ব্যবহার :
১।
আমার কিছু পোষ্ট অন্যেরা বিভিন্ন অনলাইন ফনলাইন গার্বেজগুলোতে প্রকাশ করছে; ইডিয়টগুলো আমাকে না জানিয়ে এগুলো করে বেড়াচ্ছে; আমি নিজেও ২ যায়গায় দেখেছি; শুধু ১ জন আমার অনুমতি নিয়েছিলো; বাংগালী শিক্ষিত হতে পারলো না কোনদিন, ডোডোগুলো!
২। আপনি বেশি বোঝেন। আপনি পিগমী, ডোডো।
খুঁজলে এরকম আরও অনেক পাওয়া যাবে।
ছবি কৃতজ্ঞতা-গুগল।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছুটা মুরগীর মতো কিছুটা হাসের মত।
ধন্যবাদ তারেক ভাই।
২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: হা হা হা ......
আবার ডোডো পাখির মৌলিক তত্ত্ব নিয়ে হাজির হলেন!!
পারেন বটে!!
হা হা হা .....
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই যে একটু খানি হাসলেন এটাইতো পরম পাওয়া।
হা হা হা ....................................................
ভাল থাকুন ধন্যবাদ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫
স্রাঞ্জি সে বলেছেন:
বাহবা বাহবা..... ডোডোর শানে নুযূল। খেল খতম।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খেল খতম হবে কেন! ব্লগাররা ব্লগীয় শব্দ হিসেবে এটাকে প্রচার প্রসার করতে পারেন। হা হা হা............
মেইল চেক করো।
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
নজসু বলেছেন: এরকম ডো ডো পাখি সত্যি ছিল?
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই সত্যি ছিল। এখন নেই।
মানুষই এদের শেষ করে দিয়েছে।
ধন্যবাদ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডোডোর শানে নুযূল দেখলাম।
........................................ ডোডো টা দেখে মায়া লাগল ।
আমরাই ধংশ করে আবার তার নামে অপবাদ !
হায় !! সেলুকাস কি বিচিত্র এই বাঙাল !!!
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুনিয়াটা বড় আজব।
ভাল থাকুন শঙখচিল।
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: হা, আমিও পড়েছি স্কুলে থাকতে । ক্লাস নাইনে ছিল খুব সম্ভবত ।
কিন্তু পাখিটির স্বাদতো ভালো ছিলনা । এই চ্যাপ্টারেই প্রথম জঘন্য শব্দটির ইংলিশ জানতে পারি । ডোডো পাখির স্বাদ ছিল জঘন্য, ডিসগাস্টিং। আর পাখিটি বিলুপ্ত হয়, কারন সেই দ্বীপে এই পাখিটি ছাড়া আর কিছু পাওয়া যেতো না এবং নাবিকদের সাথে সাথে তাদের সঙ্গে আসা কুকুর, বানর ও অন্যান্য প্রানি ডোডো পাখির ডিম খেয়ে ফেলতো । একদিকে নাবিকদের খাবারের জন্য পাখি শিকার ও অন্যদিকে অন্যান্য পশু পাখির খাবার হিসেবে ডোডো পাখির ডিম চুরি , এই দুইটি কারনে বিলুপ্ত হয় ডোডো পাখি ।
পাখিটির স্বাদ মোটেও ভালো না তাই নেগেটিভ অর্থে ব্যাবহার করা হয় । স্বাদ যদি ভালো হয় তাহলেতো নেগেটিভ অর্থে কাউকে এটির সাথে তুলনা করা যায়না ।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তথ্যবহুল মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল লাগলো আপনার সুন্দর মতামত।
ধন্যবাদ।
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩
বাকপ্রবাস বলেছেন: ডোডো পাখী ডিম পাড়ে
খায় বসে জানোয়ার
ধ্যুরধ্যুর ছ্যাইছ্যাই
তাড়ায় এসে আনোয়ার।
ডিমটাতো হাত ছাড়া
ডোডো খোদ বেশতো
ভূনাভূনা ঝোলঝোল
খেতে বসে শেষতো।
আহাআহা ডোডো পাখী
ডিম খেল জানোয়ার
তায় দেখে কেঁদে মরে
পাখীপ্রেমি আনোয়ার।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ একখান কাব্য হয়েছেতো।
ডোডোর মাংস কিন্তু মজার নয়।
ধন্যবাদ।
৮| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯
আপেক্ষিক মানুষ বলেছেন: লেখক বলেছেন:
কিছুটা মুরগীর মতো কিছুটা হাসের মত।
ভাই এটা কি হাস এবং মুরগির সংকর?
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই শংকর নয়।
ছবিতে যেমন দেখছেন তেমনই ছিল দেখতে।
আমার কাছে এরকম মনে হয়েছে-কিছুটা মুরগীর মতো কিছুটা হাসের মত।
ধন্যবাদ।
৯| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, ডোডোর জন্ম বৃত্তান্ত জেনে খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।
গাজী সাহেবের জন্য আমরা প্রতিনিয়ত তো অনেক শব্দ শিখছি ব্লগে ।
আপনাদের দুজনকে অশেষ শুভকামনা রইল ।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই দাদা । আমরা অনেক ণতুন শব্দ শিখছি ব্লগে।
ভাললাগা জানবেন।
ভাল থাকবেন।
১০| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫
আরোগ্য বলেছেন: বাকপ্রবাস ভাইয়ের কবিতাটা বেশ।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। উনি কবিতায় পটু।
ধন্যবাদ। আপনি দেখছি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বনে গেছেন।
১১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: এই সেই চাঁদ গাজীর ডোডো !!!!!!!!!!!!!
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভায়া। আপনি কি ডোডো সম্পর্কে জানতেন না। বিষ্ময়ে বিষ্মিত হয়েছেন।
১২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ডোডো পাখি খেতে চাই!!!!
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডোডো তো এখন আর নেই।
অতএব খাওয়া যাবে না।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত পাখির মাংস এদেশে খাওয়া কিন্তু নিষেধ!
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা তো আছেন। কিন্তু ডোডোই তো পৃথিবীতে নেই, খাবে কি করে ?
ধন্যবাদ।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৬
হাবিব বলেছেন: আমি তো ডোডো পাখির নাম জানতাম না.........!
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এইতো ভাই এখন জেনে গেলেন।
আসলেই ব্লগে কত কিছু জানা যায়।
ধন্যবাদ।
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ে মতামত রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কি ডোডোর চেয়েও পুরনো
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাতো আপনিই ভাল বলতে পারেন।
ধন্যবাদ। অবসর নাকি, ইদানিং ব্লগে অনেক সময় দিচ্ছেন।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: অবসর নাকি, ইদানিং ব্লগে অনেক সময় দিচ্ছেন
অবসরে নই ব্লগের উপর রিসার্চ চলছে।
ভুতুড়ে ব্লগার,সামুর সিকিউরিটি হোল,পুরানো ব্লগার এসব নিয়েই আছি।
পোস্ট যেকোনো সময় আসিবে
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গ্রেট পোস্ট হবে তা হলে।
গবেষক সাহেব সফল হোন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: দেখতেতো হাসের মত মনে হচ্ছে।