নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

গল্প-ব্লগ পোস্ট

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯



বলিউড নায়িকা কাজল মৃত্যুর আগে মুসলিম হয়ে যদি মরতেন’-নামক পোস্ট টি গতকাল ব্লগে প্রকাশিত হওয়ার পর থেকে আলোচনা, সমালোচনা চলছে সমানে। পোস্ট টি দ্রুতই হিট হয়ে গেল। পরিচিত ব্লগার মৃদুল মায়ান নামক ব্লগার আসলে বলতে চেয়ে ছিলেন তিনি পরশু রাতে ‘ফানা’ মুভিটি দেখেছেন এবং মুভির শেষ অংশে কাজলের গেটআপ মুসলিম মেয়ের মত হওয়ায় তাকে দেখতে দারুন লেগেছে। এবং এই থেকেই তার মনে হলো-ইস্ এই নায়িকাটি যদি মৃত্যুর আগে মুসলিম হয়ে মরে তবে সে পরকালে আজাব ভোগ করার পর অনন্তকাল শান্তিতে থাকবে।

তার এই পোস্টে যে কত রকম মন্তব্য আসছে তা দেখে মৃদুল মায়ান ভাবনায় পড়ে যায়। একজন লিখেছে- ছবি দেখে এমন অনুভূতি হলো তো কোন নায়ক-নায়িকা আর বিধর্মী থাকবেনা। কি অদ্ভুত মানুষের ভাবনা। পক্ষে -বিপক্ষে অনেক যুক্তি তর্ক দেখা দিল।

সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেই ব্লগার আবার তার আগের কিছু পোস্টের রেফারেন্স হিসেবে দিয়েছে যা পড়ে মানুষের মনে হতে পারে তিনি মাঝে মাঝে যেটা কামনা করেন বা ভাবেন সেটা সত্যি হয়ে যায়। এবং বাস্তবে হয়েছেও তাই। তার মানে নায়িকা কাজল কি মৃত্যুর আগে মুসলিম বনে যাবেন ?

ব্লগ পোস্টটি শুধু ব্লগে সীমাবদ্ধ থাকে নি। দেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায়ও তা ফলাও ভাবে প্রকাশিত হয়েছে। এবং এ নিয়ে রীতিমত মাতামাতি শুরু হয়েছে। এসবে অনেক আবার বেশ বিরক্ত। আরে বাবা একজন তার অনুভূতির কাথা জানিয়েছে তাই নিয়ে এত উত্তেজনার কি আছে! এই হুজুগে বাংগালির হুজুগেপনা আর গেলনা।

ব্লগার সাহেবের অবস্থা এমন হয়েছে যে -ছেড়ে দে মা কেদে বাঁচি ? ব্লগে, ফেসবুকে, মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে দিতে জান শেষ।

নেট দুনিয়ায় কোন কিছু ভাইরাল হলে ভিন দেশেও এর আঁচ পড়ে। ভারতীয় মিডিয়াও কাজলের পিছু লেগেছে। তিনি ফানা মুভি করতে গিয়ে তার মনে কখনো মুসলিম হওয়ার গোপন বাসনা জেগেছিল কি না ? তা খুঁচিয়ে বের করার জন্য।

নায়িকা প্রথমে ব্যাপারটি বুঝতে পারেনি। কেন তাকে এ ধরণের প্রশ্ন করা হচ্ছে তাও আবার মুভিটি করার এত বছর পর। একজন সাংবাদিক যখন বিস্তারিত বললেন তখন তিনি হেসেই খুন। আরে বাবা আমার ছবি দেখে একেক জনের একেক রকম অনুভূতি হবে। তাই বলে একজন ব্লগারের পোস্টের সূত্র ধরে আমাকে এ ধরণের প্রশ্ন করা হাস্যকর। আমি এর উত্তর দিব না।

ব্যস সব ল্যাঠা যেন চুকে গেল। আস্তে আস্তে এই আলোচনা পানি পানি হয়ে গেল। হাফ ছেড়ে বাঁচলেন ব্লগার। আবার সে ব্লগে মন দিয়ে খেলালেখি করতে লাগলো।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুল ভাই,

আজ আমাদের কেবল হাসার দিন । হা হা হা হা হা । কেউ যদি ইনোসেন্টলি নিজের মনের আবেগ প্রকাশ করে তার পরিপ্রেক্ষিতে ঝড় ওঠা মানে তাকে তো রীতিমত সেলিব্রেটি বলতে হবে ।

শুভকামনা রইল ।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথম মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দাদা।

ভাল আছেন নিশ্চয়।

ঠিকই বলেছেন।

সব গল্প শুধু গল্প নয়। অল্প একটু জীবন কথনেরও ছোঁয়াও থাকে।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

আরোগ্য বলেছেন: আজকাল ব্লগে দেখি মনোভাব প্রকাশ করি মানে হুমকির সম্মুখীন হওয়া।
আমার পোস্টেও এধরনেরই কিছু লিখেছি।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। তাই নাকি ভায়া। আগে পড়ি আপনার পোস্ট, দেখি কি লিকেছেন ?

ধন্যবাদ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হাসি পাচ্ছে কেন বুঝতেছি না । এর আগে এলোমেলো ভাবনা শিরোনামের একটা ব্লগ পড়লাম । হাসি না থামতেই এই ব্লগ হাল ধরল .।এখন ও হাসি থামছে না । ভাই আপনাকে ধন্যবাদ ।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ লিলিয়ান আপু।

গল্প পড়ে হেসেছেন এটাই অনেক কিছু।

ভাল থাকুন।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হা হা ;)
ঘটনা কি সত্যি নাকি?

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নারে ভাই গল্প কেবল গল্প।
ধন্যবাদ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

মাহমুদুর রহমান বলেছেন: হুজুগেপনা বাঙ্গালীদের বৈশিষ্ট্য।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবার না। কেউ কেউ এমন হতেই পারে।

ধন্যবাদ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

হাবিব বলেছেন: হা হা হা। দাঁড়ান ভাই হাইসা লই। পরে কমেন্টস করি।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসেন। মন খুলে হাসেন। পরেই মন্তব্য কইরেন।

ধন্যবাদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

আখেনাটেন বলেছেন: ভাইরাল হওয়ার পোস্টমর্টেম করেছেন। বেশ লেখা।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাবনটা মাথায় এল তাই লিখে ফেললাম।

তা যা বলেছেন ভাই। জব্বর হইছে।

ধন্যবাদ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক বাবা! আমি তো ভাবলাম, সত্যি বুঝি এই ধরনের কোন কথা বুঝি কোন ব্লগারই বলেছেন!

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না না তা নয়। এটা যাস্ট গল্প। কোন ব্লগার এ ধরনের কথা বলেন নি।

আচ্ছা যদি কোন ব্লগার এরকম কিছু বলে পোস্ট দেন তখন কি হবে ? পোস্ট সরিয়ে দেওয়া হবে ?

ধন্যবাদ উপস্থিতির জন্য।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই নাকি? বিশাল অবস্থা।।।। আমরা পারিও। আমাদের জন্য এইটা আমবাত। দেখেন না। সারাদিন কেমন ব্লগাররাও পিছু লাগে।
আমি ভাবতাম ব্লগে মনে হয় স্বাধীন ভাবে লেখা যায়। এইখানে মনে হয় সব ব্লগার একে অপরের সম্মান করে। ভাবনার কদর করে।
এসে দেখি উল্টা। ব্লগারদের আক্রমন সন্ত্রাসী গ্রুপের আক্রমন এর চাইতেও খারাপ।।। তারা বলে মুক্ত চিন্তা। অথচ নিজেরাই অপর ব্যক্তির চিন্তা চেতনাকে দাম দেয়না।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব সময় এমন হয়না মামুন ভাই।

কেউ কেউ করে থাকতে পারে এরকম । তার জন্য তো আর ব্লগ কে দায়ী করা যায় না। দুষ্ট গরু সব গোয়ালেই দু একটা থাকে। মন খারাপ করবেন না, আপনি আপনার মত ব্লগিং করুন।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্লগারেরা নিজেরা মানুষের লেখাকে সম্মান দেয়না। অথচ নিজেরা চায় তাদের সবাই বলার আর লেখার স্বাধীনতা দিক। যেখানে তারা নিজেরা নিজেদের ব্লগে মানুষকে লেখার স্বাধীনতা দেয়না।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানুষতো আর ভুলের উর্দ্ধে নয় তাই কেউ কেউ ব্যক্তি আক্রমন করে থাকে। যা উচিত নয়। ধন্যবাদ।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, দুর্বল লেখা

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

মনে হচ্ছে, দুর্বল লেখা

তার মানে আপনি সংশয়ে আছেন ?

১২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:





ও আচ্ছা তাহলে গল্প! এখন ভাইরালের যুগ। এমন কিছুও হতে পারে!!

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতেও পারে। গল্প তাই লিখে দিয়েছি শিরোনামে যাতে সন্দেহ না হয়। ধন্যবাদ।

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

করুণাধারা বলেছেন: তিল বাড়তে বাড়তে হয়ে গেল তাল!

চমৎকার লিখেছেন, ঝরঝরে ভাষা বেশ আনন্দ করে পড়া গেল।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: করুণাধারা বলেছেন- তিল বাড়তে বাড়তে হয়ে গেল তাল!

চমৎকার লিখেছেন, ঝরঝরে ভাষা বেশ আনন্দ করে পড়া গেল।


সত্যি তাই। আনন্দ পেয়ে থাকলেই লেখা সার্থক।
ভাল থাকুন। ধন্যবাদ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: ঈশ্বরকে কহিলাম, ’প্রভু মনের ইচ্ছা পূরণ করো'।
ঈশ্বর কহিলেন, 'যা ইচ্ছা চাহিতে পারো'।
বলিলাম, 'এক কোটি টাকা দেন'।
ঈশ্বর বলিলেন, 'অর্থনৈতিক মন্দা, অন্য কিছু চাও'।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে গল্পের কাটতি আছে।
ভাল থাকুন। ধন্যবাদ।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

রাকু হাসান বলেছেন:

হাহাহহা । সত্য ভাবছিলাম । একদম ধোকা দিলেন ভাই ;)

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি চাচ্ছিল একবারে ভিন্ন ধর্মী একটা গল্প উপহার দেই।

এই যে ধাধায় ফেলে দেওয়া এটাও গল্পের চমক।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
মানুষ কাজ না থাকলে অন্যকে নিয়ে ভাবে। আপনার ভাবনা চেমেৎকার।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু ভাই অনেক কাজের মধ্যেই এই গল্পের আইডিয়া মাথায় এসেছে।

ধন্যবাদ ।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা
বিনোদনের অভাব নাই ভাই ;)

একেবারেই ব্লগারদের মত ভাবনা :P

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হু ঠিক বলেছেন আপু।

একেবারেই নতুন ভাবনা।


ধন্যবাদ।

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আশা করি এই ধরনের 'ভাবনা' কোন ব্লগার কখনই ভাববেন না। যদি কেউ ভাবেন, তাহলে আমি নিশ্চিত তিনি ব্লগার হবার যোগ্য নয়। ফলে তিনি এখান থেকে সর্বোচ্চ দ্রুততম সময়ে বিদায় হবেন।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবারও আপনার আগমনে ধন্যবাদ।

সময় বলে দেবে ব্লগাররা কি ভাববেন। এ ধরনের ভাবনা না ভাবাই ভাল।

১৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০

নীল আকাশ বলেছেন: হুজুগেপনা আমাদের জন্মগত বৈশিষ্ট্য। এভাবেই তো আমাদের দিন কেটে যাচ্ছে........।
ভালোই লিখেছেন কিছু ভাইরাল হওয়া নিয়ে, দারুন!
শুভ কমনা রইল।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

স্বাগতম আমার ব্লগে।

কিছু মানুসের জন্য সবাই দোষী হয়।

মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ।

২০| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: :) :)

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ-তে হাসুন
ম-তে মন খুলে।

ধন্যবাদ।

২১| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬

সূর্যালোক । বলেছেন: গুলিয়ে যাচ্ছিলাম । মন্তব্য পড়ে বুঝলাম । হাসি পেল এখন ।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পের ধরন টাই এমন।

যাক বুঝতে পেরেছেন ধন্যবাদ।

নিকের সাথে প্রোপিকের দারুন মিল হয়েছে এতদিনে।

ধন্যবাদ।

২২| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

নজসু বলেছেন: যারা অভিনয় করেন তারা গিরগিটির মতো।
গিরগিটি সুযোগ বুঝে রং পাল্টালে গিরগিটিই রয়ে যায়।

অভিনয় শিল্পীরা যখন যে বেশ ধরেন তখনই তা মানিয়ে যায়।
পরকালে কে কি রকম অবস্থায় থাকবেন তা সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ভায়া একেবারে সঠিক কথাটা বলেছেন।

ধন্যবাদ।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

জাহিদ অনিক বলেছেন:

বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছেন !
আমি তো ভেবেছিলাম সত্যিসত্যি

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না কবি তা নয়।
এটা গল্প আর গল্পের চমক।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.