নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

গল্প- সমপ্রেম

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪



একজন পুরুষ হিসেবে অন্য একটি ছেলেকে দেখে এতটা মুগ্ধ হওয়া উচিৎ নয় জেনেও বেশ ক’বার বাসের ভিতর ভীড়ের মধ্য দাঁড়িয়ে থাকা তরুণটির দিকে তাকালেন। ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য জানালা দিয়ে বাহিরে তাকিয়ে নজড় দূরে সরিয়ে রাখার চেস্টা করছেন মিনার সাহেব।

কিন্তু কতক্ষণ আর বাহিরে তাকিয়ে থাকা যায়। মনের অজান্তে আবারও সেই সুদর্শন তরুণের দিকে চোখ গেল। এবার তরুণটিও তাকালো মিনার সাহেবের দিকে। পলকেই নজড় সরিয়ে নিলেন এবং একটু যেন লজ্জাও পেলেন। ঘামে ভিজে গেছে সেই ছেলেটির ঘাড়, কপাল কিন্তু চোখে যেন তার রহস্যের খেলা। একটু পরেই মিনার সাহেবের পাশের লোকটি শাহবাগ নেমে গেল। মিনার সাহেব ছেলেটিকে ডেকে তার পাশে বশার ইংগিত করলেন। অন্য কেউ বসার আগেই সেই তরুণ বসে পড়ল ফাঁকা সিটে এবং হাফ ছেড়ে বাঁচল।

ধন্যবাদ দিয়ে মুখে একটু হাসি ফুটাতেই মিনার সাহেব অবাক হয়ে ভাবলেন-ছেলেদের হাসিও এত চমৎকার হতে পারে! মুখে বলেলেন-
না ধন্যবাদের কি আছে? তবুও এই গরমে একটু বসতে পারলে স্বস্তি। তুমি কোথায় যাবে?
বনানী যাব।
চাকরী কর ?
না। চেষ্টা করছি। ইন্টারভিউ দিতেই যাচ্ছি।
লোক আছে ? লবিং করেছ ?
না পরিচিত কেউ নেই। ভাগ্য থাকলে হবে।
শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলেই হবেনা। নিজেকে সেই পরিমান চেষ্টা করে অর্জন করতে হবে।
দেখি কি করা যায় বলে মহিম সীটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। এমন সময় মহিমের ফোন এল। ফোনে সে তার মার সাথে চাকরি নিয়েই কথা বলল। কথা শেষ হবার পর হতাশার কুয়াশা যেন ছেলেটিকে আচ্ছন্ন করে ফেলল।

মিনার সাহেব বুঝলেন মহিমের চাকরিটা খুব দরকার। মধ্য বিত্তের মা-বাবারা ছেলের দিকে তাকিয়ে তাকে কবে পড়ালেখা শেষ করে একটা কিছু করবে। মিনার সাহেব ওনার কার্ড মহিমের দিকে ধরে বললেন-এটা রাখ, যদি কোথাও কিছু না হয়, তবে যোগাযোগ করতে পার। আর আমাদের অফিসে মাস তিনেক পর কিছু লোক নেওয়া হতে পারে।
মহিম কার্ডটা তার বুক পকেটে রেখে ধন্যবাদ দিয়ে তার গন্তব্যে নেমে পড়লো। সে যেন এক ধরনের আশার আলো দেখতে পেল, এমন একটা আভা তার চোখে মুখে খেলে গেল । আর এ ব্যাপারটাও মিনার সাহেবের চোখ এড়ালনা।
একটা কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তা মিনার সাহেব। মাঝে মাঝেই অফিসের গাড়িতে না চড়ে বাসে চড়ে বাসায় ফিরেন কিংবা অফিসে যান। কোন এক বিচিত্র কারণে এটা তার ভাল লাগে।

রাতে মিনার সাহেব যখন সবকিছু থেকে অবসর হয়ে ঘুমাতে গেলেন তখন তার আজকের দিনের সব ঘটনা ভেসে উঠতে লাগলো মনের পর্দায় সকালের ঘুম ভাঙ্গা থেকে শুরু করে রাতে বাসায় ফেরা পর্যন্ত কিছুই বাদ গেলনা। কিন্তু সব কিছু ছাপিয়ে মহিমের সাথে দেখা হওয়ার সময়টেই তাকে বেশ তৃপ্ত করে তুলল। তিনি তার মন অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। মোবাইলে তার ফ্যামিলির সবার ছবি দেখতে লাগলেন। সবাই গ্রামের বাড়ি গেছে। সামনে বন্ধের দিন তিনিও নিজে গিয়ে দুদিন থেকে সবাইকে নিয়ে আসবেন। কিন্তু তার ভাবনায় ঘুরে ফিরে আবার মহিম চলে এলো। শুধুই কি মহিম ? প্রতিদিন কত কত মানুষের সাথে দেখা হয় রাস্তা-ঘাটে, অফিস-আদালতে এদের মধ্যে কাউকে না কাউকে তার ভাল লাগে। আর এ ভাললাগা থেকে কত ছেলের যে উপকার করেছেন তার শেষ নেই। কেউ কেউ ভুল বুজেছে এবং কেউ কেউ গোপন সম্পর্কে জড়াতে ইংগিত দিয়েছে তিনি তা এগিয়ে গেছেন কৌশলে। তার এই ভাললাগা যে সমপ্রেমের তা তিনি এখন বুঝেন।

কিন্তু একটা সময় বুঝতেন না। কেবল ভাবতেন কেন ছেলে হয়ে আরেকটা ছেলেকে তার ভাললাগে। ছিঃ ছিঃ কি লজ্জার কথা। কাউকে কোন দিন বলা যাবেনা, প্রকাশ করা যাবেনা এই অনুভূতি। কেবল নিজের ভিতর নিজের যুদ্ধ। তবুও তিনি সমপ্রেমী থেকে সমকামী হতে চাননা। কিন্তু থেকে থেকে সমকামের কামনার আগুন জ্বলে ধিকি ধিক।

নামাজ পড়ে কত কান্না কাটি করেছেন। মুনাজাতে বলেছেন-হে মাবুদ, আমাকে এই সমস্যার হাত থেকে উদ্ধার কর। রেহাই দাও এ যন্ত্রনা থেকে। মনকে নানাভাবে ভুলিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু কিছুতেই কিছু হয়নি। নিজের কমানা-বাসনাকে মাটিচাপা দিয়ে পশুত্বকে নিভৃত রাখতে রিপুর অগ্নির সাথে লড়াই করে যাচ্ছেন অহর্নিশ।

তবু পরিত্রাণ নেই। মুক্তি নেই এঅসহ্য জ্বালা থেকে। কবে থেকে এই অভিশপ্ত আগুন তার দেহে এসেছে সেটা বের করতে গিয়ে সেদিন রাতে মনে পড়ে গেল ছোটবেলার সেই যৌন নির্যাতনের কথা। পাশের বাড়ির এক সুন্দর কাকা ছিল যে তাকে আদর করে চকলেট, বিস্কুট দিতে। নির্জনে ডেকে নিয়ে যেত। গায়ে হাত দিত। শুরুটা এভাবেই হয়েছিল। তারপর গল্প বলা, গোপন জায়গায় স্পর্শ করা..........।
কিন্তু এগুলো কারে কাছে প্রকাশ করার মত অবস্থা ছিলনা সে বয়সে। তারপর একদিন ঘটে চরম বিপর্যয়। বাড়িতে মেহমান আসে। রাতে ঘুমানোর জন্য সেই কাকার সাথে থাকতে হয় এবং সে রাতেই আদরের নামে এক ধ্বংসাত্মক ঢেউ ঢুকে পড়ে তার ভিতরে।

বেশ কিছু দিন ছিল সারা শরীরে ব্যথা তারপর থেকে সেই কাকাকে পাশ কাটিয়ে চললেও ভয় দেখিয়ে আরও বিভিন্ন সময় আরও কয়েকবার তার সাথে ঘটে এমন ঘটনা যা একজনের নিকট শান্তি ও অপর জনের নিকট অশান্তিময় খেলা। একসময় পুরো পরিবার শহরে চলে গেলে ভুলে যান সেই অতীত। কিন্তু যৌবনের প্রারম্ভেই বুঝে যান তার ভাললাগে ছেলেদের, মেয়েদের প্রতি তেমন টান নেই। তাইতো জীবনে প্রেম এলো না। ভালবাসা হলো না কোন নারীকে।

সেই থেকে শুরু। আজও বয়ে চলছেন এই অভিশপ্ত আগুন। বিয়ে কিংবা সন্তান কিছুই ফেরাতে পারেনি তাকে তার এই গোপন ভাললাগার খেলা থেকে। কিছুটা কমেছে বটে কিন্তু শেষ হয়ে যায়নি। মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আর শেষ হবে না।

মাঝে মাঝে মিনার সাহেবের ইচ্ছে করে সেই কাকাকে জিজ্ঞেস করে কেন তাকেই বেছে নিয়েছিল এমন বিকৃত কামনা চরিতার্থ করার জন্য। কিন্তু বাস্তব বড় কঠিন। তার সাথে মুখোমুখি হলে- এটা সেটা অনেক কথা হয় কিন্তু সেই কথা আর জিজ্ঞেস করা হয়না?
কে জানে হয়তো তিনিও একই আগুনে আজও দগ্ধ হচ্ছেন। যে আগুন কেবল ভিতরেই জ্বলে বাহির থেকে দেখা যায় না।

কৃতজ্ঞতা ঃ যিনি শেয়ার করেছে নিজের জীবনের চরম বাস্তব সত্যটা।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

বলেছেন: কি বিশ্রী গা ঘিনঘিন করা ব্যাপার। এইসব মানুষের পুরুষাঙ্গ কর্তন করা উচিত। মাল্যেশিয়ায় এ ধরণের শাস্তির ব্যবস্থা আছে। যাদের পুরুষাঙ্গ তাদেরকে শান্তিতে থাকতে দেয়না - তাদেরকে আইনের আওতায় এনে যন্ত্রণা কেটে ফেলে দেবার ব্যবস্থা।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যতক্ষণ পর্যন্ত সে সককামী না হবে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ।

আর সে নিজের সাথে নিজেই জিহাদ করে চলছে।

সমকামীতা ইসলাম ও প্রকৃতি অনুমোদন দেয় না।

কিন্তু মানুষের জীবন বড়ই জটিল ও অদ্ভুত।

ধন্যবাদ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

নীল আকাশ বলেছেন: পরকীয়ার উপর লেখার পর অনেকেই বলেছে আমি নাকি সাহসী লেখক, আজকে আপনি যা লিখেছে তার তুলনায় আমি তো দুধভাত! ;) কঠিন একটা টপিকের উপর লিখেছেন। সমপ্রেম আর সমকাম এর পার্থক্য আসলেও জানা উচিৎ৷এই বিষয়ে কিছুটা পড়ে জেনেছিলাম যে এর সাথে শারীরিক বা জিন গত সমস্যাও জড়িত। তবে অতীত ইতিহাস এর ব্যাপার অনেকেরই জানিয়েছে।
দুর্দান্ত একটা বিষয়ের উপর লেখার জন্য আপনাকে অভিনন্দন।
শুভ কামনা রইল!

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নীল আকাশ ভাই- ইচ্ছে ছিল একটু ভিন্ন ধর্মী কিছু নিয়ে লেখার।

জানি ইচ্ছে করেই অনেকে মন্তব্য করবে না শুধু সমপ্রেম/কাম আছে বলেই।

কিন্তু এটাওতো কারো কারো জীবনে চরম সত্য।

পাঠ, লাইক ও মন্তব্যে কৃতজ্ঞতা।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা হাবিব ভাই আমরা চাই এরকম বিপদে যেন কেউ না পড়ে।

ধন্যবাদ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবুন। যদি তা না পারেন তবে রাস্তায় পরে থাকা কোন ক্ষুধার্ত মানুষের কথা ভাবুন। তাতে আপনা-আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: নুর ভাই-

এটা ঠিক নিজের অবস্থান থেকে নীচে তাকালে সুখী মনে হবে
আর উপরে তাকালে হাহাকার বাড়বে।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

সাত সাগরের মাঝি ২ বলেছেন: এরকমও হয়?

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই সাত সাগরের মাঝি২ এমনও হয় কারো কারো জীবনে।

জীবন বড় বিচিত্র।


ধন্যবাদ।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: কে কি বলল তাতে কিছুই যায় আসে না। যেহেতু লেখার দায়দায়িত্ব আমাদের নিজেদের, তাই লেখার স্বাধীনতাও আমাদের। যেটা আপনি ভালো মনে করবেন, সেটাই লিখবেন। দারুন একটা বিষয়ের উপর আপনি লিখেছেন, সবার সেটা জানা উচিত। এটা ফেসবুক না, জন সচেতনতার জন্য অবশ্যই আমাদের কাউকে না কাউকে লিখতেই হবে। আমি আবারও এত সাহসী বিষয়ে লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই এটা কারো কারো জীবনে চরম সত্য।
আপনার জন্য শুভ কামনা রইল!

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত কারার জন্য।

ঠিক বলেছেন। কে কি বলল তা নিয়ে বসে থাকলে হবেনা।


অহরিত ভাই এর সেই গল্পটা পড়ে মনে হলো-ইস্ আমি যদি এমন একটা প্রেমের গল্প লিখতে পারতাম।

চেষ্টা করবো। লিংক দেওয়ার ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

নজসু বলেছেন:



কি বলবো? ছোটবেলায় যদি ঐ ঘটনাটি না ঘটতো তাহলে হয়তো মিনার সাহেবকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।
দুঃখজনক।

প্রুফ রিডার কি কাজ করবে এখন?

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নজসু ভাই সুন্দর মতামত দেওয়ার জন্য।

আমার এখানেও দু’একটা বানান ভুল আছে।

অতএব আপনার কাজ আছে ? ধন্যবাদ।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

নজসু বলেছেন:





ধন্যবাদ প্রিয় মাইদুল ভাই। :)
১ম লাইনে ভীর-ভিড় এবং দাড়িয়ে-দাঁড়িয়ে
২য় অনুচ্ছেদের ১ম লাইনে সুদর্ষণ- সুদর্শন এর ২য় লাইনে নজড়-নজর
এই অনুচ্ছেদের ৩য় লাইনে বসার শব্দটা পশার হয়ে গেছে।
৪ নং অনুচ্ছেদে মধ্যবিত্ত এক শব্দ হবে।
পরের প্যারায় সময়টাই সময়টেই হয়ে গেছে। এর নিচের লাইনে তৃপ্ত শব্দটা তিপ্ত হয়ে হয়ে গেছে। অন্যদিকে এটিও এক শব্দ হবে।
এর নিচের লাইনে বন্ধের শব্দটা বন্দের হয়ে আছে।
বুজেছে এর স্থলে হবে বুঝেছে।

কিন্তু থেকে থেকে সমটানের কামনার আগুন এর স্থলে যদি সমকামের কামনার আগুন হতো তাহলে বাক্যের ভাবের সাথে মিলে যেতো।

যন্ত্রণা হয়ে আছে যন্ত্রনা।

অগ্নী এর স্থলে হবে অগ্নি। পরিত্রাণ হবে। বিস্কুট দিতো হবে। কারো কাছে হবে। শারা শরীরে হবে সারা শরীরে। ব্যথা বানানে য-ফলা এর পরে আকার আসবে না।

শেষ থেকে উপরের তৃতীয় অনুচ্ছেদে মারাত্মক একটা ভুল হয়েছে খেয়াল করেননি হয়তো।
আপনি লিখেছেন ভালোবাসা হলো কোন নারীকে। বাক্যটা মনে হয় হবে ভালোবাসা হলোনা কোন নারীকে।

চরিতার্থ বানানটা চিরার্থ হয়ে আছে।

শেষের লাইনে এখন আবার কাকার জন্য সমবেদনা জাগছে।
আহা এই বেচারাও বুঝি মিনার সাহবের মতো কারও শিকার।
মিনার থেকে মহিম
মহিম থেকে......নতুন কেউ এভাবে চলতেই থাকবেন অনন্তকাল।

প্রুফ রিডারের প্রতি কি মন খারাপ করলেন?
তাহলে ক্ষমা করবেন। বলে রাখি কমেন্টে আমারও বানান ভুল থাকতে পারে। :)

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নজসু ভায়া দারুন একটা কাজ করেছেন।

জানি অনকগুলো ভুল আছে। আজ ঠিক করবো ভেবেছিলাম।

আপনি কাজটা সহজ করে দিলেন।

মাত্র নামজ পড়লাম খাওয়ার পর বাকি কথা হবে।

ধন্যবাদ অনেক ধন্যবাদ।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমি জানি না বুঝি না এমন কেন হয়!! :(
আহা! এখানে কারো ব্যক্তিগত দোষ নেই। আল্লাহ্‌ তাদের হেফাজত করুন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ আপু।

ভাল থাকেন।

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: কিন্তু মানুষের জীবন বড়ই জটিল ও অদ্ভুত - খুব ভাল লাগলো আপনার এ পর্যবেক্ষণটা, বিশেষ করে গল্পের পটভূমিতে।
আর সে নিজের সাথে নিজেই জিহাদ করে চলছে - একই প্রতিমন্তব্যের (১ নং) এ অংশটুকুও ভাল লেগেছে। গল্প পড়ে আমিও সেরকমটাই ভাবছিলাম।
দুর্দান্ত একটা বিষয়ের উপর লেখার জন্য আপনাকে অভিনন্দন - নীল আকাশ এর এ মন্তব্যের সাথে আমিও কন্ঠ মেলাচ্ছি। বিষয়টিকে সঠিকভাবে তুলে ধরা ছিল একটা কঠিন এবং জটিল কাজ।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক আপনার বুঝতে পেরেছেন এবং পাশে আছেন জেনে আনন্দিত হলাম।

আপনার মূল্যবান মন্তব্য আমাকে আবারও অনুপ্রানিত করলো।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.