নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতার লোভ তাবলীগকেও ধ্বংস করে দিচ্ছে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬



গতকাল ঘটে গেছে তাবলগ জামায়াতের ইতিহাসে মারাত্মক ঘটনা। একজন মাত্র ব্যক্তির ক্ষমতার লোভ যে দেশ, জাতী, সমাজ-কে ধ্বংস করে দিতে পারে তা আমারা দেখেছি সিরিয়া, লিবিয়া, ইরাককে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা থেকে।

এবার দেখলাম একজন মাত্র ব্যক্তির ক্ষমতার লোভ দ্বীনী ও দাওয়াতী কার্যক্রমকেও ধ্বংস করে দিচ্ছে। মাওলানা সাদ কান্ধলভী-কে নিয়ে ২০১৫ সাল থেকেই শুরু হয় তাবলীগকের নতুন অধ্যায় তার পক্ষে ও বিপক্ষে দুটি দল দাড়িয়ে যায় এবং আজ অবধি চলতে থাকে আলোচনা, সমালোচনা ও বিবিধ কার্যক্রম।

মাওলানা সাদ কান্ধলভী-কে মানা না মানা নিয়ে দুটি দলই কাজ করে গেছে এতদিন কিন্তু গতবারই বাংলাদেশে মাওলানা সাদের আগমন ঠেকাতে প্রকাশ্যে অবস্থান নেন সাদ বিরোধীরা। এবার আরও ভংঙ্কর ঘটনা ঘটেছে যা হৃদয় বিদারক ও দু:খজনক।

তাদের এই সংকটের কারণে নির্বাচনের জন্য সরকার সিদ্ধান্ত নেয় ইজতেমা স্থগিত থাকবে। কিন্তু সাদ বিরোধীরা গত কয়েকদিন ধরে টঙ্গীর ময়দানে জমায়েত হওয়ার খবর পেয়ে সাদ পন্থীরা দলে দলে এসে উপস্থিত হয়। তাদের আগমন দেখে সাদ বিরোধীরা সবকটি গেইট বন্ধ করে দেয়। গতকাল সকাল থেকে রাস্তা ও আশে পাশের গলিতে অবস্থান নেয় সাদ পন্থীরা তারা ১ নম্বর গেইট ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করে এবং সফল হয় আর তার পরই শুরু হয় দুপক্ষের দাওয়া-পাল্টা ধাওয়া ও তান্ডব । রণক্ষেত্রে পরিণত হয় এবাতদের ও আমলের ময়দানটি। একজন নিহত ও অনেকে আহত হওয়ার খবর পাওয়া যায়। ছোট ছোট মাদ্রাসা পড়ুয়া বাচ্চারা রাস্তার পাশে দাড়িয়ে কাঁদতে থাকে এহেন দৃশ্য দেখে। খবর পেয়ে আইনশৃংখলাবাহিনী সবাইকে বের করে দিয়ে অবস্থান নেন ময়দানে।

আমি নিজেও তাবলীগে সময় দিয়েছি। কখনো স্বপ্নেও ভাবিনি এমনটা হবে একদিন। ক্ষতমার লোভ দুনিয়াকে জাহান্নামে পরিনত করছে।

আল্লাহ আমাদের সবাইকে সহী বুঝ দান করুন এবং হদায়েত দান করুন।



ছবি- নিজের তোলা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০

আরোহী আশা বলেছেন: ওরা কি সঠিক পথে আছে?

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দাওয়াতী কাযক্রম সারা বিশ্বেই চলছে এবং তারা সঠিক পথেই আছে। কিন্তু গতকাল যেটা ঘটলো তা অবিশ্বাস্য ও নজিরবিহীন।

আল্লাহ আমাদের হেফাজত করুন।

ধন্যবাদ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

সেলিম৮৩ বলেছেন: দুনিয়ার মানুষ লোভ-লালসা, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। যার নমুনা এগুলো। মুসলমানের ঈমানী শক্তি অনেক দূর্বল হয়ে যাচ্ছে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত ভাই।

দ্রুত এই সমস্যার সমাধান হোক এটাই চাই।

ধন্যবাদ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

নতুন বলেছেন: ক্ষমতার লোভের ফলে এই রকমের ঝামেলা ইসলামের শুরু থেকেই ছিলো।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ক্ষমতার লোভ সব সময়ই ক্ষতিকর।

সব বিভেদ দূর হোক। ইসলামের জয় হোক।

ধন্যবাদ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

নাহিদ০৯ বলেছেন: আমি নিজেও তাবলীগে সময় দিয়েছি। এরকম ফিৎনা কখনোই আশা করিনি।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ভাই খুবই কষ্ট পেলাম সংবাদ পড়ে। কি ঘটছে এসব। এত সুন্দর একটি কার্যক্রমে কলংঙ্কের দাগ লাগলো।

ভাল থাকুন।

ধন্যবাদ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

ঢাবিয়ান বলেছেন: এইসব ঘটনা ইসলাম ধর্মের ভাবমুর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের দেশের সবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যেটা মানে সেটাই সঠিক এবং অন্যরটা বেঠিক। বিন্দুমাত্র পরমত সহিষ্ণুতা নাই।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ইসলাম ধর্মকে সুন্দর ভাবে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব।

কিন্তু একি হচ্ছে আজ চারদিকে। মহান রব আপনি ক্ষমা করুন আমাদের।

ধন্যবাদ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

আল ইফরান বলেছেন: এরা এমনিতেই অস্থির এই সমাজের মধ্যে আরো বেশি অস্থিরতা ও ফিতনা ছড়াচ্ছে।
সরকারের উচিত ছিল নীরব দর্শকের ভূমিকায় না থেকে কঠোর হস্তে এইগুলা দমন করা।
আর করবে কিভাবে- একদিকে ভারতীয় লবি আরেকদিকে শফি হুজুরের লবি X(

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে নিজে ভালো তো জগৎ ভালো।

নিজেরা ঠিক হই আগে তাহলে সব সমস্যার সমাধান হবে।

ধন্যবাদ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: তাবলীগওয়ালাদের কান্ড সারা বিশ্ব দেখল।
এটা আমাদের জন্য ভীষন লজ্জার।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই। এমন যেন আর না হয়।

ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: একদিন আসবে যেদিন দুনিয়ার সকল মানুষ ভাল পথে চলতে বাধ্য হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটা কেয়ামতের আগে।

তবু সবাই ভাল হয়ে যাক।

ধন্যবাদ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

বলেছেন: এটা ভীষন লজ্জার।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: জাতি ও ধর্মের জন্য এই ঘটনা ভীষণ লজ্জার লতিফ ভাই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.