নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

২০১৮ সালের গুগলের বর্ষসেরা অ্যাপসমূহ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

দিন দিন প্রযুক্তি আমাদের নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। তার ধারাবাহিকতায় গুগল দিয়ে যাচ্ছে নতুন নতুন বিভিন্ন সেবা। জেনে নিন ২০১৮ সালের গুগলের সেরা অ্যাপ ও গেমের তালিকা থেকে সেরা পাঁচ অ্যাপ সম্পর্কে



সেরা পাঁচ গেম-

১। স্লোলি-পুরোনো দিনের চিঠি বন্ধু তৈরির দারুন একটি অ্যাপ।

২। আনফোল্ড- ছবি দিয়ে স্টোরিজ তৈরির কাজে ব্যবহৃত হয়।

৩। জাস্ট এ লাইন-এআর দিয়ে যেকোনো আঁকার কাজ।

৪। লুসি- স্বপ্নের বিবরণ লিখে বা টুকে রাখার ভাল একটি মাধ্যম।

৫। লার্ন স্প্যানিশ উইথ লিরিকা- গানের মাধ্যমে স্পেনিশ ভাষা শিখার জন্য।

বিনোদনের সরা পাঁচ-

১। ভিমেজ- ছবিতে সহজে অ্যানিমেশন যুক্ত করার জন্য এটি ব্যবহৃত হচ্ছে।

২। নো ড্র- সুন্দর করে রং করার অ্যাপ।

৩।নেভার থিংক-ওয়েবের ভিডিও দেখার মাধ্যম।

৪।টিকটক-খুদে ভিডিও শেয়ারের জন্য একটি অ্যাপ।

৫। স্কাউট এফএম-পোডকাক্ট শোনার জন্য এটি।

সেরা নিত্য প্রয়োজনীয় পাঁচ অ্যাপ-

১। টেস্টি-ভিডিও দেখে ইচ্ছা মত রান্না শিখুন।

২।আদার ভয়েস নোট-টেক্সট-টু-স্পি এর জন্য অ্যাপ।

৩। সিফট-বাজার খরচার পরিকল্পনার অ্যাপ।

৪। ক্যানভা-নকশা করার অ্যাপ।

৫। নোশন- নোট কি করবেন তার লিষ্ট অ্যাপ।

তথ্য কৃতজ্ঞতা- ০৪/১২/১৮ইং তারিখের দৈনিক প্রথম আলো।

ছবি-গুগল থেকে নেওয়া।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

সাত সাগরের মাঝি ২ বলেছেন: লাইক......

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ, মন্তব্য ও লাইকে ধন্যবাদ ভ্রাতা।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো পোস্ট :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল পোস্টে আপনার আগমন সুখকর।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা্ও তো ইউজ করি নাই :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেটা কাজের মনে হয় সেটা ইউজ করে দেখুন আপু।

ধন্যবাদ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

হাবিব বলেছেন: ইন্সটল করবো ভাবছি........

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাজের জিনিস ইনস্টল করুন।

ধন্যবাদ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

নজসু বলেছেন:


প্লে স্টোরে দেখলাম Best of 2018 নামে নতুন একটা অপশন এসেছে।
সময়ের অভাবে দেখতে পারলাম না।
আপনার পোষ্টটা পেয়ে ভালো হলো।
এখন সার্চ দিবো আর ডাউনলোড করবো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রযুক্তি জীবনকে করেছে সহজ আবার জটিল।

যে ভাল মনে হবে সেটা ডাউনলোড করুন ।

ধন্যবাদ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

আরোগ্য বলেছেন: একটা সম্পর্কেও জানি না। আমার কাজ শুধু ব্লগিং, ইউনিটি দেখা আর ভাইবার।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা বেশ। ব্লগিংটাই মনে হয় ইদানিং নেশার মত হয়ে গেছে তাই না।

এই এপগুলোর প্রয়োজন পড়লে জেনে নিবেন।
ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। জানলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: একটা নামও শুনিনি........ :(

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক কিছু অত্যন্ত শোনাতে পারলাম।

ভাল থাকুন দাদা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.