নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ব্লগে অনেকেই আধুনিক কবিতা পোস্ট দেন। অনেকের কবিতাই বেশ সুন্দর। দুর্বোধ্য দু’একটা শব্দ থাকে। তাই বলে আধুনিক কবিতা মানেই দুর্বোধ্য শব্দ নয়। আবার ইদানিং অনেক কবিই আধুনিক কবিতায় এমন সব শব্দ প্রয়োগ করেন পাঠকের চুল ছেড়ার দশা হয়। কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে হবে। ১ লাইরেও যেমন একটি কবিতা হতে পারে তেমনি ১০০ বা তারও অধিক লাইনেরও কবিতা হতে পারে। কবি কি লিখবে এটা তার একান্ত ব্যাপার। আধুনিক কবিতা আরও হৃদয়গ্রাহী হয়ে উঠুক এটাই চাই।
দাবা খেলা
উৎসর্গ-যারা আধুনিক কবিতা পছন্দ করে না তাদেরকে।
তুমি দাবার কোট নিয়ে বসতে বিকাল বেলা
সাথে বন্ধু ও সিগারেটের ধূসর ধোয়া
ঘন্টার পর ঘন্টা পার ভাবনার জটে
চায়ের পেয়ালা অনাদরে অনেকটা শূণ্য।
কেউ একজন বসে থাকতো তোমার প্রতীক্ষায়
এই উঠি উঠি করেও তোমার উঠা হয়না আর
মন্ত্রী মহোদয়ের সাথে রাজাকেও বাঁচাতে হবে
কিছুতেই মানা যাবেনা খেলায় পরাজয়।
কত বৃষ্টি বিলাসের সন্ধ্যা হারিয়ে গেছে
তার চোখে রাখা হয়নি চোখ বহুদিন
খেলাতেই যেন তোমার মস্তিষ্কের সুখ
যেন তিপান্তরের মাঠে চিন্তার ঘুরপাক।
একদিন আমাকেও শিখালে বসালে পাশে
খেলাতে মন নেই, মন ছুঁটে তোমার পানে
হেরে গিয়ে দেখি তোমার মুখ এইতো সুখ
এলোমেলো হয়ে যায় দাবা কোটের বুক।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখন আর দাবা খেলা হয়না। কবিতা পাঠে ভাললাগায় ভালবাসা।
ধন্যবাদে কৃতজ্ঞতা।
থাল থাকুন।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১
তারেক_মাহমুদ বলেছেন: আমি কবিতা বুঝিনা বিধায় বেশীরভাগ কবিতায় মন্তব্য করি না, তবে আপনার এই সহজ সরল কবিতাটি বুঝতে একটুও সমস্যা হয়নি।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহজ সরল কবিতা পাঠে ধন্যবাদ তারেক ভাই।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
রুদ্র নাহিদ বলেছেন: একেক মানুষের কাছে কবিতা একেক রকম।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। তবে অনেকে বুঝতে না পেরে ভুল বোঝেন।
ধন্যবাদ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
হাবিব বলেছেন: ১ লাইনেরও হবে..........
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি জনপ্রিয় অকেকেই দেখেছি ১ লাইনের কবিতা লিখতে।
ধন্যবাদ।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
হাবিব বলেছেন: ভাল লাগলো কবিতা....++
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় ++ এ ধন্যবাদ হাবিব ভাই।
ভাল থাকুন।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: থাল থাকুন।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরতি মন্তব্যের জন্য সাধুবাদ জনাব।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান ।
খাতা কলম .......
কিন্তু একি !
দেখতে পাই শুধুই কাকের ছবি ।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিখ্যাত হতে পারবেনা বলে কি তারা নিজের লেখা আদরের
কবিতা খানা প্রকাশ করতে পারবেনা। সবাই না হয় কাব্যে কাব্যে কথা বলবে।
ধন্যবাদ।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
পদ্মপুকুর বলেছেন: আধুনিক কবিতা মানেই দুর্বোধ্য শব্দের বুনন নয়। সুন্দর বলেছেন। এরপর আর কিছু বলার থাকে না। কিন্তু সমস্যা বাঁধে যখন আমরা 'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা...' খুব সহজেই বুঝতে পারি কিন্তু অন্য অনেক আধুনিক কবিতা শুধু দুর্বোধ্য শব্দই মনে হয়।
যদ্দুর বুঝতে পারছি, ক'দিন আগে একজন ব্লগারের দেওয়া কবিতাবিরোধী একটা পোস্টের প্রেক্ষিতেই এ পোস্ট। কিন্তু উনার কি দোষ বলেন, সবাই তো আর আপনার মতো করে লিখতে পারেনা। আমার নিজেরও মাঝে মাঝে বিরক্ত লাগে।
ভালো থাকবেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ ধরতে পেরেছেন খুব সহজেই।
সহমত।
আমার মনে হয় অনেকে ইচ্ছে করেই জটিল সব শব্দের সমাহার ঘটায়
আবার অনেকে তা প্রয়োজনে ব্যবহার করে।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১
ডার্ক ম্যান বলেছেন: ছিলাম না কোন কালে মমিন
শুধুমাত্র তোর ভালোবাসায় হয়েছিলাম চার্মিং
এটা কোন ধরনের কবিতা ।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা ছন্দমিল কবিতা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন কোনটা যে কবিতা আর কোনটা কবিতা না তা চিহ্নিত করা দুষ্কর। তবে এখন কবিতা লেখা অনেক সহজ। আমার মনে হয় কানিজ রিনা আপার মন্তব্যও এক একটি কবিতা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই অনেকের ধন্দ লেগে যায় কোনটা কবিতা কোনটা কবিতা নয়।
যেটা উনি কবিতার মাধ্যমে মন্তব্যে করেন সেটাই কবিতা।
ধন্যবাদ।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা কি, কিভাবে লিখে এত কিছু জানিনা । মনে যা আসে তাই লিখি । তবে হ্যাঁ, এমন কবিতা ভালো লাগেনা যেটার অর্থই বুঝতে গেলে মানসিক পরিশ্রম করতে হয় । তাহলে আর কবিতা পড়ার আনন্দ কই । অনেকে মনে করে কিছু দুর্বোধ্য শব্দ কবিতায় জুড়ে দিলে হয়তো নিজের পাণ্ডিত্য জাহির করা হয়, কিন্তু আমি যা লিখবো বা বলবো তার ভাষাই যদি কেউ বুঝতে না পারলো তাহলে কেমন হল । লেখায় নতুন শব্দ অবশ্যই আনতে পারলে ভালো তবে তা যেন খুব বেশী দুর্বোধ্য না হয় সেদিকেও নজর রাখতে হবে । আমিই ভালো, সহজ সরল ভাষা ছাড়া অন্য ভাষা জানিওনা তাই আসেও না লেখায়
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর বলেচেন ফুলঝুরি আপু।
আমিও কেন যেন কঠিন শব্দ জুড়ে দিতে পারিনা বা চাই না।
সেটা আমি বুঝি সেটা অণ্যে বুঝবে। অহেতুক পান্ডিত্যের কোন মানে নেই।
ভাল থাকুন। লিখতে থাকুন।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার কবিতা, মাইদুল ভাই। দাবার গুটি, রাজা আর মন্ত্রীরা হলেন আমাদের গণতন্ত্রকে বারোটা-তেরটা বাজানোর চালবাজ। আমাদের রাষ্ট্রীয় দৈন্যদশার প্রতীক। আর কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট আগেও হয়েছে এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তবে যিনি আধুনিক কবিতা লিখে নিজেই বুঝতে পারেন না, কবিতাকে কঠিন থেকে আরো কঠিন করে তুলতে অভিধান থেকে শব্দ ধার করেন, ভাব-ভাষা আর সময়ের তালে গোলমাল করেন তিনি স্ব ঘোষিত আধুনিক কবি হবেন। তিনি মানুষের কবি নয়। কবিতা লেখা খুব সহজ কিন্তু কবি হওয়া খুবই কঠিন; অনেক সাধনা লাগে। আধুনিক সময়-সমাজ কিংবা আধুনিক পাঠকের কবি তিনি কখনো হতে পারবেন না। যা আধুনিক জমানার মানুষ বুঝে না, তা আর যাই হোক কবিতা নয়। যিনি আধুনিক পাঠকদের মন মানুষিকতা আর জীবন যৌবন নিয়ে কবিতা লেখেন তিনিই এ যুগের কবি।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় ভাই
আপনার মত যদি সবাই বুঝতো কতই না ভাল হোতো।
ঠিক বলেছেন কবিতা লেখা সহজ কিন্তু কবি হওয়া কঠিন।
আধুনিক কবিতার নামে ছাইপাশ গেলানো যাবে না পাঠককে।
ধন্যবাদ।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন !
আপনার দাবা' র চাল আর গুঁটি নিয়ে খুনসুটি কবিতা ভালোলেগেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবি আপনি বলেছেন -চমৎকার।
যাক প্রসংসাতো পেলাম। দাবা নিয়েই হঠাৎ লিখতে মন চাইলো।
ধন্যবাদ ও ভাল থাকুন।
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
নীল আকাশ বলেছেন: চমৎকার কবিতা, মাইদুল ভাই। একটা জায়গায় ঠিক করে দিন - হারিয়ে গছে না হয়ে হবে হারিয়ে গেছে - ৯ নাম্বার লাইনে..।
দাবা আমার খুব প্রিয় খেলা। আমার বাবা নিজ হাতে এই খেলাটা শিখিয়েছিলেন। ছোট বেলায় দেখতাম আমাদের বাসা সবাই দাবা খেলত। আমি এখন আমার ছেলেকে নিজ হাতে শিখাচ্ছি। দাবা নিয়েও যে প্রেমের কবিতা হতে পারে আপনার এটা না পড়লে জানতাম না।
কাওসার ভাই আধুনিক কবিতা নিয়ে যা বলেছেন - কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট আগেও হয়েছে এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তবে যিনি আধুনিক কবিতা লিখে নিজেই বুঝতে পারেন না, কবিতাকে কঠিন থেকে আরো কঠিন করে তুলতে অভিধান থেকে শব্দ ধার করেন, ভাব-ভাষা আর সময়ের তালে গোলমাল করেন তিনি স্ব ঘোষিত আধুনিক কবি হবেন। তিনি মানুষের কবি নয়। কবিতা লেখা খুব সহজ কিন্তু কবি হওয়া খুবই কঠিন; অনেক সাধনা লাগে। - এরপর আর আসলে নতুন কিছু বলার থাকে না, তবে ব্লগে কিছু কিছু কবিতা পড়লে আসলেই খারাপ লাগে, কোন পোষ্ট দেবার আগে অন্তত: নিজের সেটা পছন্দ হওয়া উচিৎ। আমার ড্রাফটে মিনিমাম ৮/১০ টা কবিতা পড়ে আছে। এত ভাল ভাল কবিতা মাঝে মাঝে দেখি যে নিজেরই খুব লজ্জা লাগে এসব পোষ্ট দিতে...
আপনার জন্য সুখবর। নাবিলা নিয়ে লেখাটার প্রথম পর্ব প্রায় শেষ। ফিনিসিং টাচ দিচ্ছি। এই গল্পটা আপনার জন্য উৎসর্গ করা হবে কারন আপনি নাবিলা কে নিয়ে লিখতে বলেছিলেন। আর এটা হবে আমার সেরা প্রেমের গল্প। আমার সর্বোচ্চ এফোর্ট দিয়েছি এটাকে প্রেমের পুকুরে চুবানোর জন্য। এটার জন্য আলাদা করে কবিতাও লিখেছি।
আপনার জন্য শুভ কামনা রইল।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই অফিসে একজন সহকর্মীর বিদায় অনুষ্ঠানে ছিলাম। এসে দেখি আপনার বিশাল বড় মন্তব্য।
ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন ব্লগে এত সুন্দর কবিতা আসে নিজেরটা দিতে লজ্জা লাগে।
আপনার কবিতাতো সুন্দর।
আধুনিক কবিতা নিয়ে কাওসার ভাই যা বলেছেন যথার্থ।
শুনে ভাল লাগছে নাবিলা লিখাটা শেষ করে এনেছেন।
উৎসর্গ আমাকে করলে সেতো আমার সৌভাগ্য। অন্য কাউকেও করতে পারেন।
নাবিলা ও আপনার জন্য শুভকামনা নিরন্তর।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
ডার্ক ম্যান বলেছেন: অফটপিক , আপনারা চট্টগ্রামে ব্লগ দিবস পালন করতে পারেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
করা যায় বাট একজন/দুজন ছাড়া কারো সাথেই জানাশোনা নেই ব্লগে।
ধন্যবাদ ।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: আমার মোবাইলে দাবা গেমস আছে। রাস্তায় জ্যামে পড়লেই আমি দাবা খেলি।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মোবাইলে এখন দাবা, লুডু, কেরাম সবই খেলা যায়।
ধন্যবাদ ভাইয়া।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
আরোগ্য বলেছেন: কবিতা বলতে আমি বুঝি মনের ভাবকে উপযুক্ত শব্দের মাধ্যমে ছন্দে আবদ্ধ করা।
দাবা খেলা ভালো লাগলো মাইদুল ভাই।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দাবা খেলা এখন মিস করি।
আধুনিক কবিতা মানেই ছন্দ ছাড়া কথামালা-ইদানিং এমনই দেখছি।
ধন্যবাদ।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
নজসু বলেছেন:
শিরোনাম দেখে ভেবেছিলাম কবিতা নিয়ে জটিল একটা আলোচনা হবে।
কিন্তু পোষ্ট খুলে পেলাম চমত্কার একটা কবিতা।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক আছে ভাই আপনি চাইলে আধুনিক কবিতা নিয়ে জটিল একটা পোস্ট দেব।
কবিতা ভালাগায় ভালবাসা।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
রাকু হাসান বলেছেন:
আপনার সাথে একমত আমি । কবিতা তো পাঠকের জন্যই লেখা ,তাই অবশ্যই কবিতায় সহজবোধ্যতা থাকতে হবে । কিছু শব্দ অপরিচিত হলে সেখালো নিয়ে নিচে কিছু কথা বলা উচিত । দাবা নিয়ে প্রথম কোনো কবিতা পড়লাম । ভালো লাগলো । এখন তো দাবা খেলতে মন চাচ্ছে । অনেক দিন খেলি না । শুভকামনা ভাইয়া । ভালো থাকুন সব সময় ।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গতকাল বিখ্যাত কবি ইলিয়ডের একটা ইংরেজী কবিতা দেখে ছিলাম দাবা খেলা নিয়ে ভাবলাম অনুবাদ করি পরে মত পাল্টে নিজেই লিখে ফেলি কবিতাটা আর সাথে সাথেই পোস্ট। এই হচ্ছে মূল কথা।
সহমত আপনার সাথে। আমিও এখন দাবা খেলা মিস করি।
ধন্যবাদ।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা মাইদুল ভাই, এতদিন আমরা একজন শিল্পী ভাইকে দেখে এসেছি। যিনি নিজগুণে শিল্পের পরিচয় দিয়ে নিজেকে একজন দক্ষ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজ দেখলাম শিল্পীর অন্য এক প্রতিভার পরিচয়, কবি মাইদুল ভাই ; কবিতাতেও সাবলীল লাগলো। শেষ দুলাইন আমার কাছে বেস্ট লেগেছে।
কবিতা প্রসঙ্গে বলি, ব্লগ আত্মপ্রকাশের মঞ্চ। শালীনভাবে যে কোন ব্লগার নিজে মত বা অনুভূতিকে প্রকাশ করতেই পারে। তাই সে কবিতায় হোক বা গদ্য লিখে হোক। সেখানে কবিদেরকে অহেতুক দোষারোপ করা মানে তাদের অনুভূতিকে নিরুৎসাহিত করা। ব্যক্তিগতভাবে কিছু কবিতা বুঝতে না পারলেও দুদিন আগে একজন সম্মানীয় ব্লগারের এমনই একটি পোস্টে অত্যন্ত ব্যথা পেয়েছি । ঠিক ততটাই ব্যথা পাব আগামীতে কেউ যদি আমাদের ছাইপাশ লেখা নিয়ে এমন পোস্ট দেয় তা নিঃসন্দেহ সেটা হবে আমাদের বুকে শেল বেঁধার শামিল।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় মাইদুলভাইকে।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পদাতিকদা-
আমার শুরু কিন্তু কবিতা দিয়ে। তারপর অন্যকিছু।
শেষের দুলাইনের প্রসংশার জন্য কৃতজ্ঞ।
সেই পোস্টের সূত্র ধরেই এই পোস্ট। এবং কবি কি লিখবে সেটা তার একন্ত নিজস্ব ব্যাপার তবে পাঠকের দিকেও খেয়াল রাখতে হবে।
পাঠ ও মন্তব্যে প্রীত হলাম।
ধন্যবাদ।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
আপনিতো দারুণ সব কবিতা লিখেন।
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতাটা আধুনিক হয়েছে! দাবার বোর্ডে রানী ভাবনা চলে এসেছে!
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে আর বলতে আপু।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
শিখা রহমান বলেছেন: দাবাখেলা নিয়ে এমন সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হলাম।
ভালোলাগা ও শুভকামনা নিরন্তর!!
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিখা রহমান বলেছেন-
দাবাখেলা নিয়ে এমন সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হলাম।
এমন সুন্দর অনুপ্রেরণার জন্য কবিকে ধন্যবাদ।
২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাইদুল ভাই কবিতা নিয়ে কথাও দাবা নিয়ে কাব্য তাতো ডুয়েট প্রতিভা। কবিতা পারে সকল বলা না বলা কথা উপচে দিতে।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও সুজন ভাই যে!
প্রতিভা আর কই ভাই, সামান্য কিছু লিখি এই আরকি ।
অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতা আমার কাছে অন্যরকম লাগে। সেটা জীবনানন্দ দাশের হোক বা নজরুলের
সহজ সরল হলে নিজেই বুঝি। না বুঝলে জানার চেষ্টা করি।
।
নজরুলের লাঙল এ অনেক এমন কবিতা আছে যা বুঝা খুব কঠিন। আমি তা বুঝতে বিজ্ঞ জনের কাছে গিয়েছি।।। আমি উপন্যাসের চাইতে কবিতা এই জন্য ভালোবাসি কারন এখানে অনেক কিছু আবিস্কার করা যায়।
আপনি শেষের কবিতা পড়ে একেক বার একেক অর্থ খুজে পাবেন।
বনলতা পড়েও। একবার মনে হবে নারী প্রেমের কবিতা। আরেকবার মনে হবে দেশ,প্রকৃতি প্রেম।
আধুনিকে হেলাল হাফিজ আছেন।।।
মোট কথা যেখানে কিছু খোজার ইচ্ছা আছে তাই কবিতা।
উপন্যাস তো বাচ্চা ছেলেরাও পড়ে। সেখানে লেখক সব খুলে বর্ণনা দিয়েই রাখে সেখানে আমি কিছু খুজে পাইনা
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মামুন ভাই-
ঠিক বলেছেন শেষের কবিতা বা বনলতা সেন যতবার পড়া হয় তত নতুন নতুন উপলব্ধি তৈরী হয়।
সবাইতো আর কবিতা বুঝে না তাই এমন করে বলে।
আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই দারুণ।
ধন্যবাদ।
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি এই ব্লগেই দেখেছি। যারা কবিতা বুঝেনা। তারা সহজ কবিতাও বুঝেনা। অকারনে চিক্কুর পারে।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা বোঝা সবার কর্ম নয়।
ভাল থাকুন।
২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
Monthu বলেছেন: আমিও শেষের মন্তব্যের সাথে এক মত। কবিতা যারা বুঝে তারা উপন্যাস পড়ে না। কবিতা হল একটা শান্তি। যেটা পাঠে একটা অদ্ভুত শান্তি লাগে।।।। ভাবনা জাগে।।। মন পরিস্কার লাগে
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর বলেছেন মন্টু ভাই।
আপনার প্রোপিকে আরও সুন্দর ছবি দেয়া দরকার।
২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
মোস্তফা সোহেল বলেছেন: যারা কবিতা ভালবাসে না তাদের বলি-
তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হল
মনের প্রতিচ্ছবি।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাব্যে কাব্যে দারুণ বলেছেন সোহেল ভাই।
কবিতাকে বোঝ কবিকে বোঝ।
ধন্যবাদ।
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
নীল আকাশ বলেছেন: শুভ সকাল, ভাই।
আপনার গল্প ব্লগে পোষ্ট করা হয়েছে। এটা আমার লেখা শ্রেষ্ঠ প্রেমের গল্প। এর চেয়ে ভাল প্রেমের গল্প আজ পর্যন্ত আমি লিখিনি। পড়ার আমন্ত্রন দিলাম।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর একটি গল্প পড়তে যাচ্ছি আমন্ত্রে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব।
৩০| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: উঠতি কবিদের এ পোস্টের বিষয়বস্তু অবশ্যই বোঝা উচিত। কবিতার প্রাণ যেন দিন-দিন হারাচ্ছে।
কবিতাটির গাঁথুনিও দারুন। আপনার পোস্টে প্লাস+
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ফাহিম ভাই
ঠিক বলেছেন । কবিতার প্রাণ যেন না হারায়।
প্লাসে অনুপ্রাণিত।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতাটি ভালো হয়েছে।
দাবা আমারও খুবই প্রিয়।
দুঃখজনক হলেও এটাই সত্য যে অনেক পাঠকই কবিতার গূঢ়ার্থ বুঝতে পারেন না। এটা ব্লগারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
ব্যতিক্রমী পোস্টের জন্য ধন্যবাদ