নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগার অ্যাটাক

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০



রাত ১২।০০ বাজে। ঢাকার অদূরে উপশহরের নির্জন এক বাগান বাড়ির হলুদ রঙা তিন তলা বিল্ডিং এর ২য় তলায় জঙ্গিদের সভা বসেছে। বিদ্যুৎ থাকলেও সবক’টা বাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে সভাকক্ষ আলোকিত করা হয়েছে। বাহিরে একটা দু’টা জোনাকি জানালার কাচে বাড়ি খেয়ে ফিরে যাচ্ছে আপন মনে অন্ধকার ঝোপে।

সব সদস্য বসে আছে যার যার আসনে। প্রত্যেকের সামনে একটা করে লেপটপ, পানির বতল, দৈনিক পত্রিকা ও জিহাদী বই। সভাপতি কক্ষে প্রবেশ করতে সবলে সালাম দিলেন এবং মুসাফা করলেন। আযহার উদ্দিন ওরফে কফিল ‘ঈমানের কাফেলা’ নামক জঙ্গিগোষ্ঠীর নেতা। সে প্রথমে আসন গ্রহণ করে সকল সদস্যের উপর চোখ বুলিয়ে সুললিত কন্ঠে কোরআনের পাঁচটি আয়াত পাঠ করে সভার কার্যক্রম শুরু করলেন।

গুরু গম্ভীর কন্ঠে তিনি বললেন- আজকের বিষয় হচ্ছে ‘ইয়ুর ব্লগের ধর্ম অবমাননা পোস্ট ও নাস্তিক ব্লগার’। সবাই আপনারা লেপটপে ‘ইয়ুর ব্লগ লিখে সার্চ দিন এবং বামপাশের ১০ নম্বর ‘সাহসী কথন’ নিকে ক্লিক করুণ। এখানে এই ব্লগারের সর্বশেষ পোস্ট-ধর্মের গোপন কথা পড়ে মতামত জানান ধর্ম অবমাননাকারী এই নাস্তিক ব্লগারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায়।

সব সদস্য সেই পোস্ট পড়ার পর তাদের রক্ত গরম হয়ে গেল। সকলেই যার যার মত করে মতামত পেশ করল। সভায় সবার মাতামতের ভিত্তিতে ‘সাহসী কথন’-কে দুনিয়া ছাড়া করার জন্য সিদ্ধান্ত গৃহীত হলো।

সানী ও ইমনের উপর দায়িত্ব দেওয়া হলো তারা যেন অবিলম্বে ব্লগে দু’টি নিক খুলে ‘সাহসী কথন’ এর সাথে বন্ধত্ব করে ওর ফেসবুক আইডি জেনে তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে এবং সাক্ষাৎ করা পর্যন্ত সফলতা আসলে বাকি নির্দেশনা দেওয়া হবে।

মাস খানেক পর সভাপতি আযহার উদ্দিন ওরফে কফিল সানী ও ইমনকে ডেকে রিপোর্ট দিতে বললেন।

সানী ও ইমন জানালো তারা যথাক্রমে ‘সুন্দর মন’ ও ‘প্রিয় তুমি’ দুটি নিক খুলে অনেকটাই পরিচিত হয়ে গেছেন সেই ব্লগে। এবং ‘সাহসী কথন’ এর প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট করে এবং সে যে মতামত দিচ্ছে তাই সঠিক বলে তোষামোদ করে বন্ধুত্বের ফাঁদে ফেলেছেন একই সাথে ফেসবুক আইডিও বিনিময় হয়েছে। নভেম্বরের ৩০ তারিখ চট্টগ্রামে ‘সাহসী কথন’ এর সাথে দেখা হওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে।

বাহ! বেশ বলে-আযহার উদ্দিন ওরফে কফিল একটা তৃপ্তির হাসি হাসলেন এবং বললেন- ঢাকা অ্যাটাক মুভির মত তোমাদের দ্বারা ব্লগার অ্যাটাও আলোচিত হওয়া চাই। কি ভাবে সেই নালায়েক নাখাস্তা ব্লগারকে খুন করতে হবে তার প্রয়োজনীয় দিক নির্দেশণা দিয়ে সভাপতি তাদের বিদায় করলেন।

২৫ নভেম্বর সানী ও ইমন চিটাগাং এসে হোটেলে উঠল। ম্যাসেঞ্জারে ‘সাহসী কথন’ কে বলল কক্সবাজার যাচ্ছি সেখান থেকে এসে তোমার সাথে দেখা করবো। ‘সাহসী কথন’ এর ধর্মের নামে ভন্ডামী নিয়ে লেখা আরেকটা পোস্ট ব্লগে বেশ আলোচিত সমালোচিত হলো। সানী ও ইমন সাহসী কথনকে সমর্থন করে জোড়ালো অবস্থান নেওয়ায় তাদের প্রতি বেশ কৃতজ্ঞা দেখালো সেই ব্লগার।

৩০ নভেম্বর আগ্রাবাদের জাম্বুরী মাঠে যা এখন বিনোদন পার্ক হয়ে গেছে সেখানে তিন ব্লগারের সাক্ষাৎ ও আড্ডা হলো। অনেক কথা হলো। রেস্তোরায় সন্ধ্যায় চা পান পর্ব শেষে বিদায় নিয়ে সাহসী কথন চলে গেলে সেই দুই জঙ্গী ওকে ফলো করে ওর বাসার ঠিকানা পেয়ে গেল।

এর পর শুরু হলো আসল কাজ। গোপনে রেকি করা, কোথায় যায়, কখন যায় সব নজড়দারি করে একটা জিনিস তাদের কাছে খটকা লাগলো। সাহসী কথন নাস্তিক নয়। সে মাঝে মাঝে নামাজ পড়ে। এটা দেখে সানী ও ইমন দুজনই বেশ অবাক হলো। তারা দুজন হত্যার সিদ্ধান্ত থেকে সরে এসে নেতাকে ফোনে সব বিস্তারিত জানালো।

সব শুনে নেতা বললেন-যেহেতু নামাজ পড়ে তাই তার হত্যা রহিত করা হলো। কিন্তু সে ধারাবাহিকভাবে ধর্মকে তুচ্ছ তাচ্ছিল করে যাচ্ছে তাই শাস্তি তাকে পেতেই হবে। সাহসী কথন-কে সুযোগ বুঝে আঘাত করে , আহত অবস্থায় রক্তাক্ত দেহে কোন স্থানে ফেলে চলে আসতে হবে। সাবধান এ কাজে কোন ভাবেই ধরা পড়া চলবে না।

সানী ও ইমন সুযোগ খুঁজতে লাগলো। ১০ ডিসেম্বর কাঙ্খিত সে সুযোগ তারা পেয়ে গেলো। সাইকেল নিয়ে সাহসী কথন সেদিন বিকালে বেরুল এবং ডিসি হিলে কারো জন্য অপেক্ষা করছে। এক ঘন্টা পেরিয়ে গেলেও কেউ সাহসী কথন সাথে দেখা করতে এলো না। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। লোকজন এর আনাগোনা নেই বললেই চলে।

ঘন ঘন মোবাইলে টাইম দেখে খুব বিরক্ত হলো সাহসী কথন । হঠাৎই তার চোখে মুখে হাসি ফুঠে উঠলো তার সামনে দাড়িয়ে আছে এক লাস্যময়ী নেকাবে মুখ ঢাকা নারী। কথপোকথনের এক পর্যায়ে পিছন থেকে কে যেন চেপে ধরল ব্লগার সাহসী কথন-কে। আর সামনে থাক সেই নারী ধারালো অস্ত্রে একে দিল যেন ক্রস চিহ্ন। রক্তে ভিজে গেল তার শার্ট ও প্যান্ট। চিৎকার করার আর সুযোগ পেলনা সাহসী সন্তান কারণ পিছনে থাকা লোকটি ধাতব একটা কিছু দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলল তাকে। মাত্র কয়েক মিনিটেই ঘটে গেল অঘটন।

সাহসীর বন্ধু রিমন যখন ডিসি হিলে এসে কাউকে দেখতে না পেয়ে সাহসী কথন এর নাম্বারে ফোন দিল তখন পাশের পাহাড়ের ঢালে রিংটোন বেজে উঠল। ক্রমাগত রিং হওয়াতে একটু খোঁজাখুজি করতেই সে আওয়াজের উৎস পেয়ে গেল। কাছে গিয়ে দেখলো তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে আর রক্তে ভিজে গেছে তার দেহ।চিৎকার করে লোক জড়ো করে সাহসীকে দ্রুত হাসপালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যায় সে।

বিজয়ের মাসে এমন ন্যাক্কার জনক ঘটনায় দেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ঝড় উঠে। খবরের শিরোনাম হয়- কতিপয় দুর্বত্ত কর্তৃৃক ব্লগার চরমভাবে আহত। কিন্তু কোন জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার কনে না এবং কেউ ধরাও পড়ে না।

বেশ কিছুদিন পর সুস্থ হয়ে সাহসী কথন তার জীবনের শেষ পোস্ট দেন ব্লগে এবং সবার কাছে ক্ষমা চান এই বলে যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আসলে আগুন নিয়ে খেলাটাই তার বোকামি হয়েছে।

ছবি- নিজের মোবাইলে তোলা।

মন্তব্য ৬৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: হা হা হা--
শিরোনাম পড়ে কিছুটা ঘাবরে গিয়েছিলাম।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভায়া ঘাবড়ানোর কিছু নেই।

শুধুই গল্প।

ভাল থাকুন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি আমার পছন্দের জায়গায় একজন মানুষকে রক্তাক্ত করলেন ।
আপনারা কি চট্টগ্রামে ব্লগ ডে পালন করছেন

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমনতো কতই ঘটে। কারো ছন্দের জায়গায় কারো মৃত্যু।

চট্টগ্রামে ব্লগ ডে পালনে কোন সম্ভাবনা দেখছিনা।

আপনি প্রবাসে না চট্টগ্রামে ?

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কি মন্তব্য করব ঠিক বুঝতে পারছি না!!

যাই হোক শুভবুদ্ধির উদয় হোক।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পটি হয়তো বাস্তব ঘটনা মনে করে গুলিয়ে ফেলেছেন তাই মতামত প্রদানে সমস্যা দেখা দিয়েছে।

এমন যেন না ঘটে কারো জীবনে ।

ধন্যবাদ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাবছিলাম এ আবার কি হল!!! তবে ঘটনাটি যে শুধুই গল্প বুঝতে কষ্টই হয়েছিল। ভাল থাকুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুজন ভাই গল্পে চমক দিতে চেয়েছিলাম। চমকটা মনে হয় বেশি হয়ে গেছে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টের অন্য শিরোনাম দিলো ভালো হতো.....
বানানগুলো ঠিক করুন....

কমন প্লট

তবে ভালোই :)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুপুরের খাবার খেয়ে নেই তার পর দেখি বানান কোনটা ভুল ধরতে পারি কিনা।

ব্লগার অ্যাটাক- গল্পের শিরোনাম হিসেবে কি খারাপ ?

ধন্যবাদ গবেষক।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

ডার্ক ম্যান বলেছেন: আমি চট্টগ্রামে । আমার একটা পোষ্টে স্রাঞ্জি কমেন্ট করেছিল তাই ব্লগ ডে সম্পর্কে জিজ্ঞাসা করলাম

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা হলে একটা পোস্ট দিন। যে চট্টগ্রামের ব্লগাররা কোথায় একত্রিত হতে পারি।

আপনি মনে হয় খুব ইন্টারেস্টেড। তাহলে আলোচনা চলুক।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

ডার্ক ম্যান বলেছেন: আমি কিছুটা অসুস্থ। আমার পক্ষে এটা সম্ভব না ।
আপনারা করলে হয়ত হাজিরা দিতে পারি । স্রাঞ্জি আগ্রহি বলে আমার পোষ্টে কমেন্ট করেছিল। দায়িত্বটা তাকে দিন

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই,

ব্লগ ডে উপলক্ষ্যে সামনে যে কোন বন্ধের দিন ২১-২২/১২/১৮ করা যেতে পারে গেট টুডেদার।

কারণ তা নাহলে সবার পক্ষে-চাকরী, স্কুল-কলেজ বাদ দিয়ে হাজির হওয়া সম্বব নয়।

চট্টগ্রাম শহরের ভিতরে আয়োজন করতে হবে। আপনি ব্লগে আর যাদের চিনেন তাদেরকে জানান আমিও জানাচ্ছি।

স্রাঞ্চি থাকে সাতকানিয়া তার পক্ষে একা আয়োজন করা কঠিন।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০

নজসু বলেছেন:







শিরোনাম দেখে সবার মতো আমিও চমকে গেছিলাম প্রিয় মাইদুল ভাই।
শিরোনামে ক্লিক করতে করতে ভাবছিলাম রম্য পোষ্ট নাকি?
লেখা পাঠে মাথার প্রোগ্রাম ওপেন হলো। B:-)








১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পে চকম দেওয়াই আসল উদ্দেশ্য ছিল। সচেতনার জন্যই এই গল্প।

যাক মাথা তাহলে খুলেছে।
হা...হা....হা......ধন্যবাদ।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

যবড়জং বলেছেন: কি জানি কি ঘটে, কি জানি কি রটে
তবুও কেউ অযথাই পুরোনো কাসুন্দি ঘাটে,
কেউ তাতে চটে, কেউ হয় নাখোশ লটে
তবু্ও সাবধানের মার নেই বটে ।।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দে ছন্দে সঠিক কথাটাই বলেছেন ভাই।

সাবধানের মার নেই।

ধন্যবাদ।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

রাকু হাসান বলেছেন:

ভয় পাইয়ে দিয়েছেন ভাইয়া । পরে বুঝতে পারলাম । শেষে নিজের ভুল বুঝতে পেরেছে জেনে ভালো লাগছে । ছবি ও সুন্দর হয়েছে। ছবিটা কোথাকার ?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওরে ভয় নাই , ভয় নাই.............।

গল্প পাঠে ধন্যবাদ।

ছবিটা চট্টগ্রাম শহরের একটা স্থাপনার।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১২

নজসু বলেছেন:



আসলে কিছু কিছু ঘটনায় কিছু না বলাই ভালো।
কি বলেন ভাই?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অত্যন্ত গল্পেতো মতামত দিবেন না কি ?

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

ডার্ক ম্যান বলেছেন: আমার সাথে কারো পরিচয় নাই।
আপনারা তারিখ ঠিক করেন

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার সাথে দু’ এক জনের আছে।

ঠিক আছে একটা পোস্টই দেই দেখি কেমন সাড়া পাওয়া যায়।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

ডার্ক ম্যান বলেছেন: সবচেয়ে ভাল হয় আপনি একটা পোস্ট দিন। ২৫ তারিখও কিন্তু বন্ধ আছে

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্টের বিকল্প নাই। ঠিক আছে পোস্ট দিচ্ছি মতামত দিন।

ধন্যবাদ।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

নজসু বলেছেন:



গল্পে তো মতামত থাকবেই প্রিয় মাইদুল ভাই।
একটু সময় তো লাগবে। :)
ফিরবো আবার।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরে আসুন অপেক্ষায় থাকলাম....................

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

পবিত্র হোসাইন বলেছেন: গল্প শুধু গল্পই থাক। সত্তিকারে কোনো ব্লগারের সাথে এমন না হোক সে কামনা করি

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পবিত্র ভাই

তা আর বলতে- সত্তিকারে কোনো ব্লগারের সাথে এমন না হোক সে কামনা করি

সহমত। ধন্যবাদ।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সত্যি বলছি অনেক ভয় পেয়েছিলাম । পরে বুঝলাম । নাহ! আসলেই গল্প ।

এমন যেন কার ও জীবনে না ঘটে । আপনার জন্য শুভ কামনা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিলিয়ান আপু- ভয় পাওয়ারই কথা।

গল্পের যায়গায় গল্প থাক। আমরা সচেতন হই।

সহমত। ধন্যবাদ।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

আতোয়ার রহমান বাংলা বলেছেন: আল্লাহ্ সবাইকে রক্ষা করুন, এমন যেন কারো জীবনে না ঘটে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম রম্য গল্প ! পড়তে গিয়ে দেখি ভয়ের ।

৩নং মন্তব্যের মতো আমিও বলতে চাই শুভ বুদ্ধির উদয় হোক ।

শুভকামনা:)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা আপু।

ভাল থাকুন।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আরোগ্য বলেছেন: রাজীব ভাই তো শুধু শিরোনামে ঘাবড়ে গেছেন। আমি তো গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সন্ত্রস্ত ছিলাম।
আসলেই কি এরকম হয় নাকি? ব্লগে এসে বন্ধু বেশে পিঠে ছোড়া, না পিঠে না তো বুকে।
আমরা যতই ধার্মিক হই না কেন, অনেকে মতের সামান্য অমিলের কারণেই ক্ষেপে যায়। না এরপর থেকে ধর্মীয় পোস্টে আরও সতর্ক হয়ে মন্তব্য করবো।
মাইদুল ভাই ভালোই ভয় দেখালেন। গল্পে +++++

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাবধান থাকুন।

সবধানের মার নেই।

সহমত।

যাক গল্পের সার্থকতা এখানেই।

+++ কৃতজ্ঞতা।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বলেছেন: হা হা,
দারুণ এডভেঞ্চার সরকার ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। এডভেঞ্চার ভাল হওয়াইতো দরকার।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নজসু বলেছেন:



আমি শুধু একটা কথাই বলবো যতো কিছুই হোক, যেমনই হোক,
আস্তিক, নাস্তিক, ভালো মন্দ যাই হোক-
এমন করুণ পরিণতি দেখতে চাইনা।

সবার সতর্কতা প্রয়োজন। গল্পে একটা বার্তা আছে। সবার অনুধাবন করা উচিত।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন সুজন ভাই।

এমন যেন না ঘটে।

ধন্যবাদ।

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই, কাজলের মুসলিম হবার কাহিনীর মতো আবার এক কাহিনী বানিয়েছেন! দারুন! বরং এর চেয়ে অর্ধেকটা লিখে আমাকে দিতেন? ;) খুনখুনির দৃশ্য গুলি আরও ভালো করে লিখে দিতাম। পরকীয়ার কাহিনীটায় খুনের দৃশ্যটা লেখার পর অনেক দিন হলো এইসব দৃশ্য লিখি না। :P মাঝে মাঝে হাত নিশপিশ করে এইসব দৃশ্য লেখার জন্য। ;)

চট্টগ্রাম শহরের ভিতরে আয়োজন করতে হবে। আপনি ব্লগে আর যাদের চিনেন তাদেরকে জানান আমিও জানাচ্ছি। - আমি কিন্তু জেনে গেছি। আমি থাকি আনোয়ারায়। মোহসিন আউলিয়ার মাজারের আরও অনেক আগে। কেপিজেড এর পাশে....টাইম টা জানাবেন শুধু! আপনি চট্টগ্রামে থাকেন এটা আগে বলবেন না? দূর ভাই এটা কোন কথা হলো?

এই গল্পটার মাঝে দিয়ে আপনি যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা কয়জন বুঝতে পেরেছে? সুজন ভাই ঠিকই ধরেছে। বস মানুষ! সবার সতর্কতা প্রয়োজন। গল্পে একটা বার্তা আছে। সবার অনুধাবন করা উচিত।

শুভ রাত্রী আর শুভ কামনা রইল!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমেই ধন্যবাদ ভাইয়া।

শুনে ভাললাগছে যে, আপনি চট্টগ্রামে আছেন, থাকেন।

গতকাল ডার্ক ম্যানের সাথে দেখা হল, কথা হল। তিনি ও স্রাঞ্জি বলছিল মনে হয় আপনি চট্টগ্রামে থাকেন।

আমি বলছিলম- মনে হয় ঢাকা। এখন দেখি সত্যি চট্টগ্রামে। তাহলেতো কথাই নেই। দেখা হবে, আলাপ হবে।

গল্পটা ব্লগারদের বুঝা উচিৎ। আশা করি অনেকেই এতক্ষণে বুঝতে পেরেছেন।

একটা মর্ডার গল্প লিখে ফেলুন না। ধন্যবাদ।

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৩

রাফা বলেছেন: যদিও গল্প …… তবে জামাত /শিবিরের কাজের ধরন কিন্তু অনেকটাই এরকম।ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে পরিচিত কারো সাথে দেখা করার পুর্বে দশবার ভেবে দেখা উচিত।

পরিবেশ ,পরিস্থিতি ও সময় যেনো নিজের নিয়ন্ত্রনে থাকে।

ভালই লিখেছেন ,মো.মা.সরকার । ধন্যবাদ ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম রাফা ভাই

ঠিক বলেছেন। গল্পটার উদ্দেশ্যও তাই।

সুন্দর মতামতে ধন্যবাদ।

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার অ্যাটাক-
........................................................
বাস্তবতা নিয়ে ফান করা ঠিক নয় ।
ব্লগার মানেই মনে হয় মাথার উপর খড়গ ঝুলছে
কখন কার গর্দান যায় ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই ফান করিনি।

বড়ং চরম বাস্তবটা গল্পে তুলে ধরেছি।

ভাল থাকুন।

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

সামিয়া বলেছেন: আপনি কি সত্য ঘটনা লিখলেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আপু তবে বাস্তবতাটাকে যাতে উপলব্ধি করতে পারে তাই এই গল্প।

আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

ডার্ক ম্যান বলেছেন: মাইদুল ভাই , সাহসী সন্তান নামক একজন ব্লগার ছিলেন । তাকে নিয়ে মাঝখানে অনেক ক্যাচাল হয়েছিল।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সকাল।
ভাই আপনার নাম্বার বন্ধ। ফোন দিচ্ছিলাম.........

স্রাঞ্জি ও কিশোর মৈনুর সাথে কথা হয়েছে।

সি.আর.বি (শিরীষ তলা)

২১/১২/১৮ ইং সকাল-১০.৩০ ঘটিকায়।

অংশগ্রহণের জন্য আমন্ত্রণ।

নীল আকাশ ভাই ও থাকবেন।

সাহসী সন্তান মাঝে মাঝেই পোস্ট দেন।

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে ব্লগ ডে আবার ব্লগার অ্যাটাক শিরোনামে পোস্ট ....
অ্যাটাক কিন্তু দেখতে আটক এর মতো :D

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অ্যাটাক বানানতো ঠিক আছে।

আর ব্লগ ডে উপলক্ষে পোস্ট দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে তাই একদিনে ভিন্নধর্মী দুটি লেখা পেয়েছেন।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

করুণাধারা বলেছেন: গা শিউরে ওঠার মতো গল্প! গল্পটায় একটা বার্তা দিয়েছেন, মনে থাকবে সেটা।

অনেক ধন্যবাদ, এমন একখানা গল্প দেবার জন্য।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবনে যেন এমন না ঘটে তারই সর্তকতার জন্য এই গল্প।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

তারেক ফাহিম বলেছেন: শিরোনাম দেখে ভয় পেয়েছিলাম।

সাহসি সন্তানকে মাঝের মধ্যে ব্লগে দেখি।

পোষ্টে সতর্কতার অাঁচ করতে পারছি।

গল্পকার হিসেবে এ পোষ্টে আপনি অনেক স্বার্থক।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভয় পাওয়ারই কথা।

সাহসী ব্যস্ত থাকে চাকরি নিয়ে তাই ব্লগে কম দেখেন।

সতর্কতা জরুরী।

গল্পকার হিসেবে এ পোষ্টে আপনি অনেক স্বার্থক। এমন প্রেরণা ক’জনে দেয় বলুন।

ভালবাসা আর ভালবাসা আপনার জন্য।

৩০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

হাবিব বলেছেন: লেখা পড়ে মন্তব্য কি করবো বুঝতেছি না ......
কারন আমি ভেবেছিলাম ব্লগার অ্যাটাক কি সত্যি !!!

সবার মন্তব্য পড়লাম......

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্য পড়লেতো বুঝার কথা গল্প এটি।

ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।

৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

হাবিব বলেছেন:




বুঝেছি পড়ে.....,

আপনার মন ও মননের প্রশংসা করতেই হয়।
আর এমন গল্প দেখলে তো আমার হিংসা হয়।
আমি যে গল্প লিখতে পারি না.......... সেজন্য

২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

কে বলে আপনি গল্প লিখতে পারেননা- নীল আকাশ ভাইয়ের সেই গল্পের পার্ট-২ লিখে ফেললেন।

নো সিংসা ডু ফুর্তি....................।

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: গল্প হলেও, এরকম তো বাস্তবেও ঘটে বা ঘটতে পারে। যাহোক, পদাতিক চৌধুরি এবং নীলপরি এর মত আমিও বলি, শুভবুদ্ধির উদয় হোক!

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। বাস্তবে যাতে কারো সাথে এমন না ঘটে।

ভাল থাকুন।

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খায়রুল আহসান বলেছেন: গল্প হলেও, এরকম তো বাস্তবেও ঘটে বা ঘটতে পারে।

সহমত।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। বাস্তবে যাতে কারো সাথে এমন না ঘটে।

ভাল থাকুন। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.