নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগার- নীল আকাশ

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬



ব্লগার নীল আকাশ ব্লগের আকাশে এক অন্যতম নক্ষত্র। যত দিন যাচ্ছে তার নতুন নতুন লেখনী পাঠকদের মুগ্ধ করছে। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, জোকস্ সবকিছুতেই তার স্বতন্ত্র বৈশিষ্ট বজায় রেখেছেন। সামনে হয়তো আরও নতুন নতুন ভাবনা আমাদের উপহার দিবনে।

তিনি শুধু একজন ব্লগারই নন একজন ভাল বন্ধুবৎসল মানুষও বটে। ব্লগের ব্লগারদের বিভিন্ন লেখায় সুন্দর করে ভুল ধরিয়ে দেবার জন্য তার জুড়ি মেলা ভার। চশমা পড়া অবস্থায় দেখলে মনে হবে সাক্ষাৎ হলিউডের হ্যারি পটার যেন সামনে দাড়িয়ে আছে। তার কথা এবংঅ হাসিটাও চমৎকার।

আপনি ব্লগের আকাশে তারা হয়ে জ্বলতে থাকুন অনন্তকাল আর পালটে যাক ব্লগের হাল।

নীল আকাশ
মোঃ মাইদুল সরকার
০৭/১২/১৮ইং।

নীল আকাশ-তোমার বিশাল ক্যানভাসে
নক্ষত্রের গায়ে ভালবাসার যে মাল্যদান
কোনদিন কি পাঠক পাবেনা তার সন্ধ্যান !
তারাদের গায়ে প্রেমের যে ধূলি-কণা আর
সূর্য জাগার আগে সারারাত্রির অপূর্ব গল্প
তাও কি প্রকাশ পাবেনা গ্রহ থেকে গ্রহে অল্প?
চাঁদের সাথে জোছনা রাতে যে কথা কও তুমি
ছড়িয়ে পড়ে বঝি তা বিরোহী মেঘের ডানায়
বৃষ্টি হয়ে ঝড়ে নতুন রূপে ব্লগের ঠিকানায়।

নীল আকাশ-জমকালো সাজে বিদ্যুৎ চমকালে
তখন তোমার মন চেনা বড় দায়, হৃদয় কারে চায়?
মিলনে নয় বিরহে বুঝি ভালবাসার অমরতা হায়!
তুমি চিরকাল থেকে গেলে কেবল আমাদের অধরা
তোমার গল্প আর কাব্যে তরুণ হৃদয় পাগলপারা।

নীল আকাশ-তোমার শব্দের বুননে সৃষ্টি কল্পিত চরিতরা
বাস্তবতার জীবন খোঁজে আর খোঁজে অমিয়-সুধা, অমরতা।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নীল আকাশ তো চরম সৌভাগ্যবানদের একজন। আর আমরাও চরম সৌভাগ্যবান উনার মত একজন লেখক, কবি, গঠনমূলক মন্তব্যকারীকে পেয়ে।


আপনার কবিতাটা অনেক সুন্দর হয়ে চট্টগ্রামী সম্রাট ;)

নির্মল শুভকামনা উভয়ের জন্য।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আসলেই নীল আকাশ ও আমরা সকলেই ভাগ্যবান।

চট্টগ্রামী সম্রাট এমন নতুন অভিধায় ভূষিত করার জন্য কবিকে কি মাল্য উপহার দিব ?

ধন্যবাদ। ধন্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

বাংলার মেলা বলেছেন: নীল আকাশ এমন এক রাজনৈতিক দলের ভক্ত, যে দলকে আমরা সবাই কমবেশি অপছন্দ করি। তবে তার লেখনি অবশ্যই প্রশংসার যোগ্য।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্যক্তি জীবনে একেক জন একেক দল করবে সেটা বিবেচনায় নিয়ে তার লেখা পাঠ করা ঠিক হবেনা।

তাকে পাঠ করতে হবে তার গল্প, কবিতা দিয়ে তাহলেই লেখককে প্রকৃত মূল্যায়ন করা হবে।

ধন্যবাদ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

নজসু বলেছেন:



নীলাকাশ ভাইকে আমি সব্যসাচী বলে ধরে নিয়েছি।
উনার গল্প-কবিতা দুটোতেই যেন যাদু আছে।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা ঠিক তবে তা এক দিনে হয়নি।
ওনার চাকরিটা যদি রিলাক্সেবল হতো তবে উনি সাহিত্য সাধনায় অধিক মনোযোগী হতে পারতেন

এবং উত্তরকালে একজন খ্যাতিমান লেখক হিসেবে আবির্ভূত হতে পারতেন।

ধন্যবাদ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

হাবিব বলেছেন: রতনে রতন চিনে.........

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রতনে রতন চিনে
আর হাবিব ভাই চিনে সনেট।

ধন্যবাদ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি চিরকাল থেকে গেলে কেবল আমাদের অধরা
তোমার গল্প আর কাব্যে তরুণ হৃদয় পাগলপারা।

..............................................................................

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভাই

আপনার সুন্দর ছবির জন্য ধন্যবাদ।

ভাল থাকিবেন।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: উনি একজন গুণী ব্লগার...

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন উনি গুণীজন।

আপনিও কম গুণী নন।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

মুক্তা নীল বলেছেন:
শুভ সকাল। সকল সকাল আপনার পোস্ট পড়ে আমার মনটাই ভরে গেলো। সত্যিই উনি একজন উঁচু মানের গল্পকার প্রাবন্ধিক এবং কবিতাকারও বটে। উনার মিথিলার চরিত্রটা আমার মনে গেথে রইবে আজীবন। উনার লেখনীতে প্রকাশ পায় উনি একজন অমায়িক ও ভদ্রলোক।
আরেকটা সম্পর্ক
আছে, উনি আমার এই ব্লগে, ব্লগ আপন ভাই।
শুভ কামনা করছি আপনার জন্যে ও আমার আপন ভাইটার জন্য।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনি ব্লগে অনেকেরই আপন।

বেশ সুন্দর ও গুছিয়ে বলেছেন।

ভাল লাগলো আপনার মূল্যায়ন ।

ধন্যবাদ।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

আরোগ্য বলেছেন: নীল আকাশ বোনাই আমার অন্যতম প্রিয় ব্লগার। এতো সুন্দর পোস্টের জন্য বোনাইকে অভিনন্দন আর সেই সাথে মাইদুল ভাইকে ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নীল আকাশতো ভাই।

আপনার প্রিয় ব্লগারকে নিয়ে লিখেছি। ধন্যবাদতো অবশ্যই প্রাপ্য।

ভাল থাকুন প্রিয় আরোগ্য।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

স্রাঞ্জি সে বলেছেন: নীলাকাশ ভাইকে। হ্যারি পটার খুব সুন্দর উপাধি দিয়েছেন। তাঁকে কেউ সামনা সামনি না দেখলে বিশ্বাসও করবেনা। কত মিশুক একজন মানুষ। তবে ব্লগেও নীল ভাইয়ের মিশুকতা কমতি নাই। ব্লগের চাইতে বাস্তবে কত মিশুক তা স্বচক্ষে না দেখলে কেউ বুঝতেই পারবেন না।


ধন্যবাদ মাইদুল ভাই। সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। সাথে অভিনন্দন নীল আকাশ ভাইকে। যুগ যুগ জিউক ব্লগের প্রাণের ধারায়।



১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্রাঞ্জি,

ভাল আছ নিশ্চয়।

আমার কাছে ওনাকে হ্যারি পটারের মতই মনে হয়েছে প্রথম দেখায়।

কবিতাটা ভাললাগায় ধন্যবাদ।

অবশ্যই সময়ের হাত ধরে ব্লগের আকাশে উনি ছড়িয়ে দিবেন তার প্রতিভা।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
আপনাদের দুজনের জন্য শুভ কামনা।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নুর ভায়া।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই আপনি তো ভুল বুঝেছেন। বোনাই মানে বোন জামাই। উনি আমাদের পুরান ঢাকার জামাতা। তাই বোনাই ডাকি।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বোনাই মানে বোন জামাই এটাতো আমি জানতুম না।

তা বেশ। আজ যে বোনাইয়ের কোন খবর নেই।

ধন্যবাদ।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


নীল আকাশ'কে কেন যেন গুহমানব ধরণের ব্লগার মনে হয়! আমি সঠিক না হলেই ভালো!

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ব্যাপারে আপনি সঠিক নন।

আপনি তার লেখা যদি পড়ে থাকেন তবে এ কথা বলতেন না।

অবশ্য যদি ব্যক্তিগতভাবে একজন অন্যজনকে অপছন্দ করেন সেটা ভিন্ন কথা।

ধন্যবাদ।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
ছুটিতে আমি এখন ঢাকায়। পুরান ঢাকার বিখ্যাত বিয়ে খেতে এসেছি। এদের যে কত রকমের প্রোগ্রাম হয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। কি ব্যস্ততায় যে দিন কাটছে! ব্লগে বসারও সময় পাচ্ছি না। আরোগ্য ভাইকে বলেছিলাম আমি কি নিয়ে ব্যস্ত, তাই উনি আমাকে নক করে জানাল এটার কথা। ব্লগে আমার এত এত কাছের মানুষরা থাকে, যে মাঝে মাঝে এখন ভাবলেও অবাক হয়ে এদের ছাড়া আমি এত দিন ছিলাম কি ভাবে?

এত দেরীতে এই পোষ্টে আসার জন্য আমি সবার কাছে ক্ষমাপার্থী। নিজ গুনে আমাকে আশা করি সবাই ক্ষমা করে দিবেন।

যাই হোক, আমার মতো একজন অতি ক্ষুদ্র আর তুচ্ছ একজন ব্লগারকে নিয়ে ব্লগে যে একটা পোষ্ট হতে পারে এই লেখাটা নিজে না পড়লে বিশ্বাসও করতাম না। মাইদুল ভাইয়ের সাথে আমার আসলে ঠিক কত গভীর সম্পর্ক সেটা মনে হয় আমরা দুই জনের কেউই লিখে প্রকাশ করতে পারবো না। বন্ধুত্বকে ভালোবাসা দিয়ে কিভাবে বাঁধতে হয় সেটা উনিই আমাকে শিখিয়েছেন। এত সুন্দর একটা পোষ্ট দিয়ে উনি আমাকে সারাজীবনের জন্য কৃতজ্ঞতার বাধনে বেধে ফেলেছেন। চট্টগ্রামের ব্লগ ডে তে আরও দারুন দারুন কাছের মানুষদের পরিচয় হয়েছে। সেই দিনের সবার কাছেই যে আন্তরিকতা পেয়েছি সেটা আমার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে আর এটার পুরো কৃতিত্বই মাইদুল ভাইয়ের।

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নীল আকাশ তো চরম সৌভাগ্যবানদের একজন। আরে ভাই সৌভাগ্যবান তো আমি অবশ্যই। কয় জনের ভাগ্য এত ভালো থাকে? কয় জনের ভাগ্যে এত এত চমৎকার কাছের মানুষ থাকে? কয় জনকে নিয়ে এতই সুন্দর একটা পোষ্ট আর কবিতা হয়!

স্রাঞ্জি সে আমাকে নিয়ে আসল সত্য বলেছেন। আমি আসলেও খুব মিশুক, সবার সাথে মিশতে আর কথা বলতে আমার খুব ভালো লাগে। এর সেজন্যই বোধয় সবার সাথে এতটা ক্লোজ সম্পর্ক হয়েছে।

ব্লগে লেখালিখি করতে খুব ভালো লাগে। তবে সব চেয়ে ভালোলাগে লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করতে। আমার মতন বিভিন্ন ধরনের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট খুব কম ব্লগারই করেন। আগে গল্প কবিতা লিখতাম। ব্লগার সামুরা প্রবন্ধের ভূত মাথায় ঢুকিয়ে দিয়েছেন। দেখা যাক কত দিন এই ভূত মাথায় থাকে!

বাংলার মেলা কে বলছি, আমি কোন দলের নয়, আমি বিশেষ একজন ব্যক্তির অসম্ভব ভক্ত। পৃথিবীর কোন কিছুই সেটা পাল্টাতে পারবে না। আমি কেন উনাকে এতই পছন্দ করি সেটা আমি একটা আমার নতুন পোষ্টে বলব।

সুজন ভাই, আপনি যেই নামে আমাকে ডাকেন, সেটা শুনার সাথে সাথেই আমার দুই কান পর্যন্ত লাল হয়ে যায় লজ্জায়। কি যে বলেন ভাই, এত লজ্জা দিবেন তো ব্লগ থেকে পালাব কিন্তু!

চাঁদগাজী ভাই অনেকদিন হলো আমার লেখা ভালো মতন পড়েন না। অথচ উনিই একদিন আমার একটা কবিতা পড়ে বলেছিলেন সেটা নাকি স্বাধীনতার সময়কালের চরম পত্রের মতো উত্তপ্ত হয়েছে। কয় জনের ভাগ্য হয় এত সুন্দর একটা মন্তব্যের। উনাকে আমি খুব করে অনুরোধ করব আমার শেষ দুইটা গল্প পড়ার জন্য। পড়ার পর আমি নিশ্চিত উনিই আমাকে গুহা থেকে নিয়ে টেনে বের করে আনবে।

মুক্তা আপু, আমি সারাজীবনই ব্লগে আপনার আপন ভাই হয়ে থাকতে চাই!

সব শেষে সবার কাছে কৃতজ্ঞতা, আন্তরিক শুভেচ্ছা আর শুভ কামনা রইল, ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও ভাই ভাবছিলাম হয়তো ছুটিতে নয়তো প্রচন্ড ব্যস্ত তাইতো দেখা পাচ্ছিনা আমাদের হ্যারি পটারের।

ধন্যবাদ জনাব বিশাল মন্তব্যে সুন্দর কথামালায় মনে কথা প্রকাশে।

একটা গান আছে না - আমি প্রেম ছাড়া এতদিন বেঁচে ছিলাম কি করে............

তেমনি আপনার কথার সূত্র ধরে বলতে হয়- ব্লগের কাছের মানুষ ছাড়া আমি এতদিন বেঁচে ছিলাম কি করে?

তাহলে পুরান ঢাকার বিখ্যাত বিয়ে খেতে গিয়েছেন।

দারুণ সময় কাটছে। সুন্দর সময় কাটুক।

ব্লগে আসলেই কারো কারো সাথে খুব সহজেই বন্ধুত্ব হয়ে যায় যার ভাললাগা প্রকাশ করা কঠিন।

লেখালেখি নিয়ে আপনার পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকুক এবং সফল হন।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.