নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
কাল জয়ী সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। চলে গেছেন না ফেরার দেশে সকলকে কাঁদিয়ে। গায়ক, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধার প্রায়াণে আমরার শোকাহত।
২২/০১/২০১৯ ইং ভোরে সংগীতের এই নন্দিত তারকা অনন্তে যাত্রা করেন।তিনি বেঁচে থাকবেন আমাদের মন ও মননে আর সংগীতে।
তিনি আমাদের উপহার দিয়েছেন-সব কটা জানালা খুলে দাওনা..., মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে..., সেই রেললাইনের ধারে..., সুন্দর সুবর্ণ তারুন্য লাবণ্য...,একাত্তরের মা জননীর মত অসংখ্যা বিখ্যাত ও কালজয়ী গান।
তার অসংখ্য গানের মধ্যে সেরা ১০টি গান-
১। তোমার বুকের মধ্যিখানে----------
২। সব কটা জানালা খুলে দাওনা----------
৩। আমার সারা দেহ খেয়ো গো মাটি---------
৪। আমি তোমারই প্রেমও ভিখারি----------
৫। পৃথিবীর যত সুখ---------
৬। একাতরের মা জননী---------
৭। পিঁপড়া খাবে বড়লোকের ধন-------
৮। যে প্রেম স্বর্গ থেকে এসে------------
৯। তুমি আমার এমনই একজন--------
১০। তুমি কত লিটার দুধ করেছ পান---------
দ্বিতীয় জীবনে তিনি ভাল থাকুন এই কামনা করি।
তথ্য কৃতজ্ঞা- কালের কন্ঠ।
ছবি-গুগল থেকে নেয়া।
২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল মানুষের জন্য ভাল স্থান হোক।
ধন্যবাদ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
স্রাঞ্জি সে বলেছেন: প্রয়াত ব্যক্তি ওপারে ভাল থাকুক এই কামনা।
২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ওনি ওপারে ভাল থাকুন।
ধন্যবাদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো থাকুন ওপারে
২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিদায় কিংবদন্তি।
ধন্যবাদ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
হাবিব বলেছেন: প্রয়াত ব্যক্তি ওপারে ভাল থাকুক এই কামনা করি
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার দোয়া কবুল হোক।
ধন্যবাদ।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই দুঃখজনক, সুপ্রিয় শ্রদ্ধেয় গীতিকার সুরকার ও বীর মুক্তিযোদ্ধা'র বিদায় ব্যথায় ব্যথাতুর আমারও মন।
আল্লাহ তার সহায় থাকুক সবসময়।
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার দোয়া কবুল হোক।
ধন্যবাদ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫
ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: মাইদুল ভাই, দেখবেন- আর পাঁচ-ছয় বছর পরই উনার গানগুলোর চমৎকার সব রিমেক বের হবে, যেটা নতুন প্রজন্মকে মাতিয়ে রাখবে।
এখনো মানুষ যেরকম লালনগীতির কভার দেয়, একটা সময়ে মানুষজন উনার এই কালজয়ী গানগুলো কভার দেয়ার চেষ্টা করবে।
আমরা অসাধারণ একজন সুরকারকে হারিয়েছি।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফাহিম ভাই
অসাধারণ একটি মন্তব্য করেছেন। এমনিতেই তার দেশাত্মকবোধক গানগুলো বেশ জনপ্রিয়।
তারপর কথা ও সুর ভিন্ন হওয়ার সহজেই মানুষের মনে স্থান করে নিয়েছে।
তার কিছু গান কালজয়ী। এবং সেই গানগুলোই তাকে বাঁচিয়ে রাখবে।
সহমত।
ধন্যবাদ।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: উনি ভালো মাউষ ছিলেন।