নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
হালুয়া আমরা কম-বেশি সবাই খেয়ে থাকি। অনেকে আবার খাননা। কারণ হালুয়া তাদের কাছে স্বাদের কোন বস্তু নয়। নিজের আইডিয়ায় হালুয়া বানিয়ে খেয়ে টাসকি লাগার জোগার।
তো সহজেরই বানিয়ে ফেলুন মজাদার হালুয়া। নিজে খান। অন্যদেরকে অবাক করে দিন।
রেসিপি-
উপকরণ- সুজি, চিনি, আলু, গাজর, কিসমিস, দুধ, ডিম, লবন, পানি।
প্রনালী- প্রথমে ২৫০ গ্রাম গরুর দুধে একমুঠ হালুয়া ও ৫০-১০০ গ্রাম পানি ও চিনি পরিমান মত ও এক চিমটি লবন এক পাত্রে নিয়ে দিয়ে চুলায় বসান। তার আগে সালাদ কাটার মেশিনে একটি আলু ও একটি গাজর চোলকা ছাড়িয়ে মিহি করে কুচে নিন। (আলুর সাইজ মাঝিরি কারের থেকে ছোট হবে)। সুজি গরম হয়ে গেলে ঘন ঘন নারতে থাকুন আর আলু ও গাজর কুচি দিয়ে ভাল করে নাড়তে থাকুন।
এবার কিছুটা ঘন হয়ে এলে কোয়েল পাখির ২টি ডিম ও কিসমিস দিয়ে ভাল করে নাড়তে থাকুন। হালুয়া ঘন হয়ে এলে এক টেবিল চামচ ঘি দিয়ে কিছুক্ষণ নেড়ে উঠিয়ে নিন।
ঠান্ডা হলে পরিবেশন করুণ।
বিদ্রঃ সুন্দরভাবে এই মজার হালুয়াটি তৈরী করতে না পারলে পোস্টদাতা কোন ভাবেই দায়ী নন।
রেসিপিটি যেভাবে মাথায় এলো-
আমার ৭ মাস বয়সী কন্যার জন্য ওর মা যখন সুজি, দুধ ও গাজর দিয়ে রাতের খাবার তৈরী করল তখন আমি এটার স্বাদ পরখ করলাম। এবং বললাম- যে খাবারই তৈরী করবে বাবুর জন্য স্বাদ অবশ্যই পরখ করে দেখে নিতে হবে। অন্যথায় বাচ্চারা খেতে চায় না খাবার স্বাদ না হলে। সেই থেকে হালুয়া তৈরীর ভূত মাথায় চাপে। গত শনিবার তা সম্পন্ন হয়।
ছবির অবসন বন্ধ থাকায় ছবি দেয়া গেলনা।
২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জুন আপু
আরেক দিন চেষ্টা করবেন। আশা করি ভাল লাগবে।
আর যদি ট্রাই করেন কেমন হলো তা জানাবেন।
ধন্যবাদ।
২| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৯
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। সুন্দর রেসিপি।
২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ট্রাই করতে পারেন।
আপনাকেও ধন্যবাদ ভাই।
৩| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: আমি ওসব রেসিপি টেসিপি বুঝিনা । হালুয়া পার্সেল করে পাঠিয়ে দিন। অপেক্ষায় রইলাম । এত সুন্দর রেসিপি দেখে আমরা করব না, আমরা আপনার হাতের হালুয়ার অপেক্ষায় রইমু । হা হা হা....
২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও দারুণ মতামত দিয়েছেন ভাইজান।
আসলেই এমন মজার হালুয়া খাওয়াতে পাড়লে ভালই হতো।
এভাবে পাঠালে পৌঁছতে পৌঁছতে নষ্ট হয়ে যাবে।
ধন্যবাদ।
৪| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো রেসিপি।
২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাবিকে বলেন ট্রাই করতে।
ধন্যবাদ ফটোসাংবাদিক।
৫| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮
মুক্তা নীল বলেছেন: নিজের আইডিয়ায় হালুয়া বানিয়ে খেয়ে টাসকি লাগার জোগার
তাহলেতো অবশ্যই বানাতে হবে এবং পরে আপনাকে জানাবো, হালুয়া কেমন হলো। পোস্টে সত্যিই ভালোলাগা ++++
২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই অসাধাণ হয়েছিল।
সবকিছু পরিমাণমত দিলে দেখবেন দারুণ হয়েছে।
অবশ্যই জানাবেন কেমন হলো।
ধন্যবাদ।
৬| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪
ভুয়া মফিজ বলেছেন: আমি সুজির হালুয়া খাই না। কেন জানি পছন্দ হয় না।
আমি খাই বুটের, গাজরের আর ডিমের হালুয়া।
২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা রেসিপিটা ফলো করলে মনে হবেনা যে সুজির হালুয়া খাচ্ছেন।
ধন্যবাদ।
৭| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪
ভুয়া মফিজ বলেছেন: রেসিপিটা ফলো করলে মনে হবেনা যে সুজির হালুয়া খাচ্ছেন। দেখি, তাহলে একদিন এক্সপেরিমেন্ট করতে হবে।
২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
করুন নিরীক্ষা।
ধন্যবাদ।
৮| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০২
আরোগ্য বলেছেন: ডিম না দিলে কি হবে?
২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডিম না দিলেও হবে।
তবে দিলে হালকা ডিমের ঘ্রাণ আসে। ভাললাগে।
ধন্যবাদ।
৯| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩০
মাহমুদুর রহমান বলেছেন: ওয়াও!
২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১০| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১০
সায়ন্তন রফিক বলেছেন: কোয়েল পাখির ডিম কেন? মুরগির ডিম দিলে হবে না?
২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুরগির ডিম দিলেও হবে। কোয়েলের ডিম ছোট তাই এটা দিলে ডিমের গন্ধ বা ঘ্রাণটা প্রকট হয়না।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৪
জুন বলেছেন: আমি কাল শুধু সুজি দিয়ে হালুয়া রেধেছি। আপনার রেসিপিটা গতকাল ব্লগে দিলে আমি ও আমার পরিবারের সদস্যবৃন্দ নিচ্ছয় এই মজাদার হালুয়ার স্বাদ গ্রহন কর্তে পার্তাম
কি মিস টাই না হলো