নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ব্লগ বন্ধ কারার পর এবার নাকি ফেসবুকও বন্ধ করা হইবে শোনা যাইতেছে। তাহ হইলেতো বাঙালীর বিপদ। ঢাকা শহর তামাম পৃথিবীর বুকে ফেসবুক ব্যবহারে সেরা-এই সুনাম আর অক্ষুন্ন থাকিবেনা।
তো ফেসবুক বন্ধ হইলে কার কি মন্তব্য হইতে পারে দেখিয়া লই-
১।
জৈনিক ফেসবুকার- আহ! কি সর্বনাশের দিন আসিয়াছে বাংলাদেশে। ফেবু ছাড়া আর কি দেখিব অনলেইনে। মরিয়া যাইতে সাধ হইতেছে।
২।
স্বঘোষিত মডেল- হায় ! নিত্য-নতুন পোশাক পড়িয়া কি হইবে! ফেবুতে তো কেউ আর আমাকে দেখিবে। কেন এমটি ঘটিল ?
৩।
আমজনতা- অনলাইনে বলিতে ফেবুই বুঝিতাম। ইহা হইতে আমাদের বিতাড়ন করা হইল। মাবুদ তুমিই বিচার কর।
৪।
গৃহিনী- আহারে কি দুর্যোগ উপনীত হইল। ঘর-কন্নার কাজ সাড়িয়া মনের সুখে একটু ফেবুতে ঢু মারিবো ইহাও বুঝি কপালে সহিল না।
৫।
ছাত্র- হায় হায় কি উপায় হইবে ? প্রশ্ন পত্র পাশের তথ্য কোথা হইতে লইব ?
৬।
ফটোগ্রাফার-ছবি তুলিয়া আর সুখ নাই। ফেবুতো আপলোড করিতে পারিব না এই দুঃখে বনবাসে যাহিতে মন চায়।
৮।
প্রেমিক-প্রেমিকা- এখন কি হইবেগো? কেমনে পুটুস পুটুস আলাপ করিব রাইত নিশিতে।
৯।
ফেসবুক সেলিব্রেটি- ধুর! এই ফকিন্নির দেশে আর বিন্দু মাত্র কাল ক্ষেপন না করিয়া বিদেশে যাইতে হইবে নয়তো কোন মূল্যই থাকিবেনা।
১০।
অ-কবি- কত কত কবিতা পড়ে রয়েছে পোস্ট দিতে না পারিয়া মনটা আকাশের মত নীল বেদনায় ভরিয়া গিয়াছে।
১১।
চাকরিজিবী- অফিসে বসিয়া ললনাদের ফটো দেখিবার দিন বুঝি ফুরালো।
১২।
ব্লগার- যাক বাবা এতদিনে তাহলে কিছুটা সুরাহা মিলল, ফেবুর যন্ত্রনা থেকে বাঁচা গেল।
১৩।
রাজনীতিবিদ- ওরে ছবি তুলিসনে। কথা বলিতে দে। ছবি তুলিয়া লাভ নাই, ফেবু আর ফিরিবেনা।
১৪।
গায়ক- না পারিতেছিনা। লাইক , কমেন্ট, শেয়ার ছাড়া কি জীবন চলিতে পারে ?
১৫।
অভিনেত্রী- আহা! ভক্তকুল আমায় বড়ই মিস করিতেছে। আমার আপডেট উহারা কি করিয়া পাইবে।
১৬।
নতুন ফেসবুকার- আইডি না খুলিতেই শালারা ফেবু বন্ধ করে দিল। আরেকটা আন্দলোন করিতে হইবে।
১৭।
অভিবাবক- যাক বাবা একটু হাঁফ ছেড়ে বাঁচিলাম। পোলাপান আর মুখ গুজে ফেবুতে পড়িয়া থাকিবেনা। সব কিছু ঠিক ঠাক চলিবে।
১৮।
রন্ধন শিল্পী- নতুন রেসিপিগুলোর কি যে হইবে। আহারে মানুষ আমার রান্না কত ভালবাসিত !
১৯।
খেলোয়ার- বিশেষ মূহুর্তগুলো আর ফেবুতে স্থান পাবেনা ভাবিতেই মন খারাপ হইয়া যায়।
২০। জোকার বার্গ- আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়াছি সরকারের সাথে আলোচনায় বসিবো।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই কোন কিছু বন্ধ করে দেওয়ার আগে তার বিকল্প উপায় বের করেই বন্ধ করা উচিৎ। নচেৎ কঠিন অবস্থার সৃষ্টি হয়।
ধন্যবাদ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৫
হাবিব বলেছেন: ব্লগারদের অভিমত কেমন হইবে, সে সম্পর্কেও কিছু লিখুন।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১২ নম্বারে আছে।
ধন্যবাদ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪০
ইনাম আহমদ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ফেসবুকের কাছাকাছি কোন একটা সফটওয়ার বের করার দরকার বাংলাদেশ সরকারের, যেখানে ব্লগিং করা সম্ভব হবে; কিন্তু ছবি আপলোড করতে পারবে না; তারপর ফেসবুক বন্ধ করে দেয়ার দরকার।
সহমত। তবে ফেসবুকের অর্ধেক সুযোগসুবিধা দিয়েও বিনামূল্যে চালানোর মতো ভালো ইন্টারফেসসহ একটা ওয়েবসাইট তৈরীর মতো প্রযুক্তিগত দক্ষতা বাঙালির নেই।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়তো একদিন বাঙালি এর চেয়ে ভাল কিছু করে দেখাতে পারবে।
ধন্যবাদ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহাহা ব্যাপক হয়েছে।
ব্লগারদের প্রতিক্রিয়াটি আরেকটু বড় হওয়া দরকার ছিল।
শুভকামনা জানবেন।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
ব্লগারদের প্রতিক্রিয়া আরেকটু বড় হলে ফ্লাডিং-এ ভরে যাবে আমার পেজ।
ইতিমধ্যে কতগুলো আবর্জনা পরিষ্কার করেছি।
ভাল থাকুন।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৩
পবিত্র হোসাইন বলেছেন:
২১।
ব্লগার মোঃ মাইদুল সরকার - ফেসবুক তো বন্ধ হয়ে গেল !!! এখন আমার কি হইবে?
কোথায় পাব কনকনে সুন্দরী রমণী? কাহার সাথে করিব চ্যাট?
ব্লগে-তো তার ছিটেফোঁটাও নাই !!!!
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই পবিত্র,
ফেবু আমার কখনো প্রিয় ছিলনা। সম্প্রতি খুবই প্রয়োজনে ১টি আইডি খুলেছি।
ব্লগের পোস্ট পড়ে যত আনন্দ পাই অন্য কোথাও তাহা পাই না।
ধন্যবাদ।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৬
ল বলেছেন: মাবুদ তুমি বিচার করো --- হা হা হা।।
দারুণ ++++
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রাণ খুলে হাসার জন্য ধন্যবাদ ভাই।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা হা হা হা.............................
সুন্দর পোষ্ট।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পোস্টে আপনার উপস্থিতি আরও সৌন্দর্য বৃদ্ধি করলো।
ধন্যবাদ।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫২
ডার্ক ম্যান বলেছেন: বন্ধ হবে না। বন্ধ হলে ভালোই হত আমার বিপক্ষে কোন নারী স্ক্রিনশট দিতে পারবে না
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজা করলাম।
মন্তব্য করার সময় সাবধানে করবেন তবে আর স্ক্রিন শট নিয়ে চিন্তা করতে হবেনা।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৮
করুণাধারা বলেছেন: দারুন মজার সবগুলোই, কিন্তু ৫ নাম্বারটা একেবারে সাংঘাতিক রকম মজার।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মজা লেগেছে জেনে ভাল লাগলো।
অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০১
মুক্তা নীল বলেছেন:
প্রতিটি অপশন-ই মজার হাসির খেতাব। ১০ নং টা আরো বেশী
মজা পেলাম।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১০ নং আপনার কাছে বেশি ভাল লাগায় কৃতজ্ঞতা।
আপনার মন্তব্য কিন্তু ১০ নং এ কি অদ্ভুত মিল তাইনা!
ধন্যবাদ।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯
অজ্ঞ বালক বলেছেন: ব্লগে ভিপিএন দিয়া ঢুকতে গাঁ মুচরায় কিন্তু ফেবু বন্ধ করলে পাবলিকে টেকা দিয়া হইলেও প্রিমিয়ার ভিপিএন ইউজ কইরা ফেবু চালাইবো। এইডার ক্রেজিনেস অইন্য লেভেলের।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকে তা করবে আবার অনেকে আর ফেবুতে ঢুকবেনা।
ধন্যবাদ।
১২| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: ফেসবুক বন্ধ হবে না। টিকটক বন্ধ হবে।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: টিকটক বন্ধ হয়ে গেছে।
ফেবু বন্ধ না হলেই ভাল।
ধন্যবাদ।
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
আরোগ্য বলেছেন: ১২ নং মন্তব্যই আমার মন্তব্য।
সুন্দর পোস্ট।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমতে ধন্যবাদ ভাই।
মন্তব্যগুলো এমন দেখাচ্ছে কেন -৪, ০, তারপর ক্রমিক নং সিরিয়ালে নেই।
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
আরোগ্য বলেছেন: ১২ নং বলতে পোস্টের ১২ নং মাইদুল ভাই। মন্তব্যার সিরিয়ালের না।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমেই বুঝতে পেরেছি।
তারপর কেমন যাচ্ছে দিন কাল ?
১৫| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৬
কিশোর মাইনু বলেছেন: আমার কাছে ব্লগ আর ফেসবুক দুটোই খুব দরকার।
ব্লগে আসি মন ভাল করতে, কিছু শিখতে।
আর ফেসবুকে ডুকি প্রয়োজনে। তাছাড়া ফেসবুক বন্ধ করে দিলে, আমার কত ছবি যে হারিয়ে যাবে তার ঠিক নেই।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কিশোর।
ফেবু আসার পর নতুন প্রজন্ম ভুলেই গেছে ছবি তোলা গুনাহের কাজ।
ব্লগ ও ফেবু বন্ধ হলে অনেকের অনেক মুল্যবান তথ্য, ছবি হারিয়ে যাবে।
১৬| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১
স্রাঞ্জি সে বলেছেন:
ফেবু বন্ধ হলে আমার কোন মাথাব্যাথা নেই। তবে ফেবুতে এখন রীতিমতো ইন্টেলেকচুয়ালরা দাপিয়ে বেড়াচ্ছে। এরা কিন্তু ফেবু বন্ধ হইয়া গেইলে পাগল হয়ে যাইবো। আমার কথা ধইরা রাখেন।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তোমার কি পরীক্ষা নাকি ? ব্লগে দেখাই পাওয়া যায় না যে !
ফেবু বন্ধ হলে কেউ পাগল হবে , কেউ খুশি হেব। একেক জনের একেক রকম প্রতিক্রিয়া হবে।
১৭| ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভিপিএন দিয়ে কবি নজরুলের স্ট্যাটাস-
ফেসবুক খুলবি কিনা বল,
নইলে মোরা কিলের চোটে হাঁড় করিব জল।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন কবির কথা মাথায় রেখে ফেবু বন্ধ করা ঠিক হেবনা।
হা......হা.......হা..................
ধন্যবাদ।
১৮| ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৭
নাসির ইয়ামান বলেছেন: প্যাঁচাল!
১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম । তাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৩
চাঁদগাজী বলেছেন:
ফেসবুকের কাছাকাছি কোন একটা সফটওয়ার বের করার দরকার বাংলাদেশ সরকারের, যেখানে ব্লগিং করা সম্ভব হবে; কিন্তু ছবি আপলোড করতে পারবে না; তারপর ফেসবুক বন্ধ করে দেয়ার দরকার।