নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আপনি লেখালেখি করেন ভাল কথা। আপনার একটি গল্প রবীন্দ্রনাথ বা বনফুলের গল্পের চেয়ে ভাল হলো কিন্তু ৯৫% বাঙালি তা মানতে পারবে না। কারণ তারা ধরেই নিয়েছে আর কোন কালেই রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের চেয়ে কেউ ভাল লিখতে পারবে না।
কেউ যদি আপনার প্রসংশা করে বলে রবীন্দ্রনাথের গল্পের মত হয়েছে কিংবা জীবনানন্দের কবিতার মতই হয়েছে তবে ঐসকল লোক বলবে এটা কবি গুরুর থেকে ধার করা বা জীবন বাবুর লেখা থেকে নকল করা হয়েছে।
এরকম সৃষ্টিশীল সব ক্ষেত্রেই আগে থেকে ধরে নেওয়ার যে প্রবণতা বোধ করি তা পৃথিবীর সব দেশেই আছে। রেকর্ডের জন্ম যদি হয় আরেকটি রেকর্ড ভেঙ্গে ফেলার জন্য তবে লেখা লেখি বা অন্য যে কোন ক্ষেত্রে কেন বিখ্যাতদের চেয়ে বিখ্যাত হওয়া যাবে না ?
আমার মনে হয় এমন বধ্যমূল ধ্যান ধারণা পরিবর্তন হলেই কেবল সঠিক মর্যাদা পাওয়া সম্ভব।
ছবি-নিজের করা ডিজাইন।
০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন ধরেই কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই প্রকাশ করলাম।
ভাললাগায় কৃতজ্ঞতা।
২| ০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৭
নতুন বলেছেন: নতুন কিছু নিয়ে আসতে পারলেই পাঠকরা অন্য ভাবে চিন্তা করে।
অরুন্ধুতী রয় তার লেখায় বলার ধরনেই কিন্তু সবার থেকে অন্য মাত্রায় নিয়ে গেছে।
০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একেক জনের লেখার স্টাইল একেক রকম হওয়াই দরকার।
সময়ই সব বদলে দেয়।
ধন্যবাদ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুমায়ুন আহমদ এর ব্যপারে কি বলবেন? তিনি তো রবিন্দ্রনাথের যুগের সাহিত্যিক ছিলেন না।
একটা, দুইটা গল্প হঠাৎ ভালো হয়ে গেলে পাব্লিক ক্রেডিট দিতে চাইবে না; সংখ্যা বেশি হতে হবে।
০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুমায়ুন আহমদ ব্যতিক্রম।
আমার মনে হয় যুগের দাবী বলেও কিছু একটা আছে। তা না হলে সবাই এক কাতারে পৌছে যেত।
অবশ্যই গুন, মান, সংখ্যায় এগিয়ে যেতে হবে।
৪| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৫
ইসিয়াক বলেছেন: Design টা খুব সুন্দর।
০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৮
অন্তরা রহমান বলেছেন: এই কথাটা আমি একদমই বিশ্বাস করি না। আপনি ঐরকম লেখা লিখতে থাকলে, আজ হোক বা কাল - প্রাপ্য স্বীকৃতি পাবেনই। এখন যেসব লেখক নাম করছেন, অতীতের হেভীওয়েটদের সরিয়েই এই অবস্থানে এসেছেন এবং আরো উচ্চতায় যাবেন নিশ্চয়ই।
০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে কেউ ভাল লিখলে ভাল যায়গায় যাবেন এটাই চাই।
ধন্যবাদ।
৬| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: ভুল কথা।
ভালো কিছু করলে তা সবাইকে মুগ্ধ করবেই।
০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ভুল আমাদের সমাজে সঠিক হিসেবে প্রচলিত হয়ে গেছে।
৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসলে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ শুধু ভালো কবি/লেখকই ছিলেন না, তারা তাদের নিজস্ব লিখন শৈলীর দ্বারা বাংলা সাহিত্যে একটা অননুকরনীয় মান নির্ধারণ করে দিয়ে গেছেন, যা পরবর্তী কালের কবি/লেখকদের মধ্যে দেখা যায় না। তবে ওরকম বা তার চেয়েও ভালো কবি/লেখক ভবিষ্যতে আসবেন না, এটা বলা যায় না।
০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সাথে সহমত।
এরকম মতামতই আশা করছিলাম।
৮| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:০৭
মুক্তা নীল বলেছেন:
মাইদুল ভাই ,
বড়গুনী লেখকদের কেউ সমকক্ষ হতে চাইছে না
কিন্তু নতুনদের দিয়েও আগামী সৃষ্টি হতে পারে।
১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই নতুনদের নিয়ে আশাবাদী হতে হবে।
ধন্যবাদ।
৯| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪০
সায়ন্তন রফিক বলেছেন: প্রকৃত লেখক লিখে অন্তরের তাগিদে, বিখ্যাত হবার জন্যে নয়।
১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাতো আছেই।
মূল্যায়ন যে হচ্ছেনা সেটই বুঝাতে চেয়েছি।
অনেক দিন পর দেখলাম। ভাল আছেন তো ?
ধন্যবাদ।
১০| ০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১০
সুমন কর বলেছেন: কথা কিন্তু সত্য !!
১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখনতো সত্যি কথায় সবায় বেজার।
ধন্যবাদ।
১১| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৯
ইসিয়াক বলেছেন:
১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ঈদ কেমন কাটলো?
১২| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: রবিঠাকুর বা কবি নজরুল আর কখনও জন্মাবেনা .....
১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর এ কারণে তাদেরকে অতিক্রম করাও যাবে বলেই আমরা ধরে নিয়েছি।
১৩| ২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
আরোগ্য বলেছেন: ইদানীং ব্লগে কম আসি তাই আপনার এই পোস্টটা মিস হয়ে গেছে।
রবীন্দ্রনাথও কিন্তু অনেক ইংলিশ রাইটারদের লেখা থেকে ভদ্র ভাষায় অনুপ্রাণিত হয়ে লিখেছেন। যে কথা তিনি নিজেই শেষের কবিতায় উল্লেখ করেছেন। কিন্তু রবী ভক্তরা এসব কথা শুনতে নারাজ।
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
টি এস এলিয়ট দ্বারা বেশি প্রভাবিত হয়েছেন রবি ঠাকুর। তালিকায় অন্য লেখকেরাও আছেন।
তিনি সাম্প্রদায়িক লেখক ছিলেন। হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মকে অবজ্ঞা করতেন।
তার পাত্র পাত্রীরা সাধারণ মসলমান কেউ স্থান পেত না পেলেও ছোট খাটো কেরানী, ভৃত্য।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাইদুল ভাই একদম সত্য কথা বলেছেন
ভালো লাগলো কথাগুলো ভালো থাকুন