নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ০৩ বছর পার ( দেনা-পাওনার হিসাব)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০



প্রথমে শরবত পান করুণ। তারপর পড়ুন ও মতামত দিন।

সামু ব্লগে ০৩ দিন বছর পার হয়ে গেল। উৎযাপনটা যত আনন্দের হওয়ার কথা ছিল তা হচ্ছে না। কারণ ব্লগকে ব্লক করে দেওয়ায় অনেক পরিচিত, চেনামুখ নেই। নেই নতুনদেরও তেমন আনা-গোনা। চরম দুর্দিন চলছে ভালবাসার সামুতে। অবুও আমরা সংগ্রাম করে যাচ্ছি এবং যাব।

সামুকে যা দিলাম-
১। কবিতা, ছড়া, গল্প, অণুগল্প, অণুকাব্য, স্মৃতিকথা, ছবি ব্লগ, হাতে আকা ছবির পোস্ট, গ্রাফিক্স ডিজাইন পোস্ট, রম্য-রঙ্গ, রেসিপি, বুক রিভিউ, মুভি রিভিউ, বিভিন্ন ট্রপিক নিয়ে পোস্ট এবং অসংখ্য মন্তব্য।

সামু থেকে যা পেলাম-
১। ভালবাসা।
২। লেখার সুযোগ।
৩। কিছু অসাধারণ ব্লগারদের সানিধ্য।
৪। পরিচিত-অপরিচিত অনেকের অনুপ্রেরণা।
৫। সাহিত্য ও লেখা-লেখির অফুরন্ত জগতে অবাধ বিচরণ।
৬। ফ্লাডিং
৭। কোন কারণ ছাড়া একজন ব্লগার কর্তৃক কমেন্ট ব্লক এর শীকার হওয়া।

সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা-




সামু মুক্ত বিগঙ্গ হোক। সামু টিকে থাকুক যুগে যুগে। নতুন পুরাতন ব্লগারের হোক মেল বন্ধন।

ছবি-নিজের তোলা।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
শুভব্লগিং।

ভাল থাকুন সবসময়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কইনছাইন দেহি উপরের টা কীয়ের শরবত।

আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন
হ্যাপি ব্লগিং

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: তোকমা/তুমকার শরবত।

ধন্যবাদ আপু। ভাল থাকুন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমি সরবত বা জর্দা খাবো না।
আমি খাবো ধবধবে সাদা ভাত। ঝরঝরে ভাত। সাথে ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি। ডাল। দেশী মূরগী।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই আপাতত সামুর দুর্দিনে এতকিছুর ব্যবস্থা করা যাবে না।

বাসায় গিয়ে নিজ দায়িত্বে খেয়ে নিয়েন।

ধন্যবাদ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুশি হলাম ভাই আপনার আগমনে।

ধন্যবাদ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: উপরের ছবি দেখে আমার মনে হয়েছে এগুলো শিমের বিচি, অথবা ভেজা ছোলাবুট। ব্লগের দুঃসময় থাকবে না, তবে কখন সুসময় আসবে তাও জানিনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিটার রহস্য হল মগের উপর থেকে মোবাইল ধরে খুব কাছে এনে ছবি উঠানো হয়েছে তাই এমন দেখাচ্ছে। আসলেই শরবত ছিল।

সুসময়ের অপেক্ষায় সবাই। ধন্যবাদ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

ডার্ক ম্যান বলেছেন: অভিনন্দন। পার্টি কোথায় দিবেন? চট্টগ্রামে কি এখনও আছেন? ???

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আছি। আপনি দেশে আসবেন কবে ?

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

ডার্ক ম্যান বলেছেন: দেশে তো আছি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি ? কবে আসলেন ? স্বপ্নের বিদেশ অবস্থান শেষ ?

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

নীল আকাশ বলেছেন: আপনার সাথে আমিও চাইছি ব্লগ তার আগের অবস্থায় ফিরে আসুক।
ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের এই চাওয়া যেন পাওয়া হয়। ধন্যবাদ।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

ডার্ক ম্যান বলেছেন: ফাজলামি করলাম। আসলে আপনাকে কল দিব। চাকরি খোঁজেন আমার জন্য দেশে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে অবশ্যই দেখা হবে। আপনি কি ওখানে কোন কোর্স করেন নি যেটা করার কথা ছিল।

দেখুন চেষ্টা করে ভাগ্য ফিরে কিনা। ভাল থাকুন।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

করুণাধারা বলেছেন: তিন বছর পূর্তিতে অভিনন্দন ও শুভকামনা। আশা করি চার বছর পূর্তির সময় ব্লগের উপর থেকে অশুভ আছর কেটে যাবে, সেসময় অনেক ব্লগারের পদচারণায় মুখরিত থাকবে এই ব্লগ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার এই চাওয়াটা পূর্ণ হোক।

অনেকদিন পরে দেখলাম। ভাল আছেন তো।

ধন্যবাদ।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

বলেছেন: এ রথযাত্রা চলুক অনাদিকাল...


অভিনন্দন।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর সে যাত্রায় সঙ্গে থাকবেন আপনিও।

ধন্যবাদ কবি।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনি ব্লগকে কি দিয়েছেন, তার লম্বা লিষ্ট দিয়েছেন, কোনটাতে আপনি বেশী দক্ষ? আপনার কমেন্ট কোন ব্লগারকে পোষ্টের ব্যাপারে সাহায্য করেছে বলে মনে হয় না

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি অনেক কিছুতেই দক্ষ।

অবশ্যই কিছু কিছু ব্লগারকে সাহায্য করেছে। কারো কারো ভুল ধরিয়ে দেওয়ায় সংশোধনও করেছে।

ধন্যবাদ।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

নতুন বলেছেন: ৩ বছর পূতির অভিনন্দন.....

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ভুয়া মফিজ বলেছেন: ব্লগে আমরা ভালো-মন্দ মিশিয়েই আছি। তবে মন্দের পরিমান বেশী। আশাকরি, এই দুর্দিন কোন একদিন কেটে যাবে......ততদিন পর্যন্ত ভালো থাকুন।

শুভেচ্ছা আর অভিনন্দন। :)

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল-মন্দ সব জায়গায়ই আছে।

সামুর জয় হোক।

ধন্যবাদ।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

ডার্ক ম্যান বলেছেন: ভাগ্য নিয়ে আর ভাবি না। কপালে যত ধরনের খারাপ আছে সব ঘটবে

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যা কিছুই ঘটুক মনোবল অটুট রাখুন। ভাল থাকুন।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে তিন বছর পার করে চতুর্থ বছরে পদার্পণ করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও ধন্যবাদ জানাই। জীবনের বাকি বসন্ত গুলোও সামুর ইতিহাসে এভাবে উজ্জ্বল রঙে রঙিন হোক।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও কি সুন্দর করে বললেন দাদা।

ধন্যবাদ।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

মুক্তা নীল বলেছেন:
ব্লগে তিন বছর পূর্তিতে আপনার জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা । সামুর চরম দুর্দিন অবশ্যই কেটে যাবে এই আশা রাখি আপনার মতোই ।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কৃতজ্ঞা ও ধন্যবাদ আপু।

সামুর সুদিন ফিরুক।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা রইলো মোঃ মাইদুল সরকার ভাই।
পাওয়া আর দেয়ার হিসেব বরং না করাই ভালো। ব্লগিং, লেখালেখি এগুলো তো মনের আনন্দে, অথবা নিরানন্দে !

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন চাইল তাই দনা পাওনার হিসাব করলাম।

ব্লগিং আনন্দটাই বড় কথা।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




শুভেচ্ছা, তিন তিনটি বছর সামুতে পার করেছেন বলে।
পেয়েছেন ভালোবাসা, পেয়েছেন সঙ্গ। সামুকে ব্লক করা হয়েছে সত্য কিন্তু তার চেয়েও বড় সত্য হলো- এই ব্লক আমরা ভেঙে চলেছি নিত্য। আমার মনে হয় এই ভালোবাসা আর সঙ্গকে ধরে রাখতে হলে, অনলাইনে থাকা সকল ব্লগার, সকল ভিজিটরের উচিৎ বাদ বিচার ব্যতিরেকে প্রতিটি পোস্টে হাজির হয়ে পাঠক সংখ্যা বাড়ানো, মন্তব্য করে ( হোক তা এক দুই শব্দের ) পোস্টদাতাকে উৎসাহিত করে যাওয়া। এতে করে ব্লগে চাঞ্চল্যতা বাড়বে, ব্লগটা আগের মতোই হৈ হৈ রৈ রৈ শব্দে মেতে উঠবে। সামু হয়ে উঠতে পারবে মুক্ত বিহঙ্গের মতো।

যে ক'জন ব্লগার অনলাইনে আছেন / থাকেন আর যারা আছেন/ থাকেন ভিজিটর হিসেবে তারা সবাই যদি এই ভাবে ব্লগটাকে সরগরম করে রাখেন তবে কোনও ব্লগারের পুরোনো দিনের কথা ভেবে আফসোস করার কারন থাকেনা।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি,

সহমত। আসলেই ঠিক। বর্তমান সামুর এ সময়ে একটা, দুটা কথায় কারো পোস্টে মন্তব্য করাও অনেক কিছু।

আপনারা আছেন বলেই সামু আছে। ধন্যবাদ।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ছড়াকার ও কবি।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন রইলো।
তবে আমার ধারণা, ব্লগ এক সময় টিকবে না । এক দিন হঠাৎ করেই বন্ধের ঘোষণা চলে আসবে।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

বন্দ হয়ে গেলে কষ্ট পাব। সামু চলুক নিরবধি।

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ত্রিমাত্রিক শুভেচ্ছা তিন বছর পূর্তিতে ;)
হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা আর তিন হোক তিরিশ এ শুভকামনা রইল

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ বিদ্রোহী কবি।

আপনার চাওয়া পূর্ণতা পাক।

২৩| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৮

রাকু হাসান বলেছেন:


মাইদুল ভাই এই সময়টা অনেক দীর্ঘ হোক । থাকুন সামু পরিবারের একজন হয়ে । :)

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই। ধন্যবাদ। শুভকামনা।

২৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৫

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন, শুভকামনা এবং কল্যানের দুআ নিরন্তর। সামু মুক্ত হবে ইনশাআল্লাহ।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কৃতজ্ঞতা প্রিয়। ভাল থাকুন সদা সর্বদা।

২৫| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৩:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
অভিনন্দন ও শুভেচ্ছা।

মাইদুল ভাই!

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ জানবেন হাসান ভাই।

২৬| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৭:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আহমেদ জী এস ভাইয়ের মন্তব্যের সঙ্গে 100 ভাগ সহমত। ব্লগের অবরুদ্ধ দশা ঘোচানোর জন্য কিছুটা হলেও লগইন করা, ভিজিটরস বাড়ানো এবং অধিকসংখ্যক কমেন্টই একমাত্র পন্থা।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরতি মন্তব্যে আবারও ধন্যবাদ।

ঠিক বলেছেন আহমেদ জী এস ভাই। সহমত তার সাথে।

২৭| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় মাইদুল ভাই, প্রথমেই আপনাকে অভিনন্দন তিন বছর পূর্ণ করার জন্য, সেই প্রথম থেকে আমরা ভালবাসার সম্পর্কে জড়িয়ে রয়েছি। আশাকরি সামু আবার আগের মত প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে। অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন আমাদের এই সম্পর্ক টিকে থাক সামুর সাথে যুগ যুগ ধরে।


ধন্যবাদ।

২৮| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ ব্লগীয় জন্মদিন ভাইয়া 8-|
সামুও আপনার মত একজন গুণী লেখক পেয়েছে এবং আমরা পেয়েছি একজন ভালো সহব্লগার ।
সামুর এমন অবস্থা আসলেই ভালো লাগেনা :(
আগের মত জমজমাট কখনো হবে কিনা জানিনা তবে এই দুরাবস্থায়ও আপনার মত কিছু গুনী লেখকের বিচরন এখনও সামুকে বাচিয়ে রেখেছে । তবে আমরা যারা লেখালিখি ও সামুকে ভালোবাসি তারা কখনোই সামুকে ছেড়ে যাবোনা চিরতরে ।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ কামনা।

সামুর কল্যানে আমরা পেয়েছি কথার ফুলঝুরির মত অনন্য ব্লগার এবং আরও মেধাবী প্রতিভাবান ব্লগার।

সামু ঠিক হোক এই কামনা করি।

অনেক দিন পর আপনাকে দেখলাম। ভাল আছেন নিশ্চয়।
ধন্যবাদ।

২৯| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪১

আরোগ্য বলেছেন:
এমনই করেই বহুবছর পাড়ি দিন আমাদের অনুপ্রেরণাদানকারী প্রিয় মাইদুল ভাই।

শরবত দেখে ভাবলাম এটা কি? কেমন কীটের মত তারপর শুনলাম তোকমার শরবত। না খাইনা। জর্দায় মোরব্বা কই?

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার ১ বছর পার হয়ে গেছে। আমার ৩ বছর ।

তবু মনে হয় সেদিনের কথা।

জর্দায় আমরা মোরব্বা ব্যহার করিনা।

ধন্যবাদ। ভাল থাকুন।

৩০| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

ডার্ক ম্যান বলেছেন: দেশ থেকে কি সামুতে কি সরাসরি লগইন করা যাচ্ছে নাকি বিকল্প কিছু ব্যবহার করতে হচ্ছে

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
টর ব্রাইজার দিয়ে সরাসরি করা যায় । বিকল্প কিছু দিয়েই সবাই ব্যবহার করছে।

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১

পুলক ঢালী বলেছেন: মাইদুল ভাই ব্লগকে আপনি অনেক সমৃদ্ধ করেছেন। ৩ বৎসর পূর্তিতে অভিনন্দন রইলো। ব্লগে থাকলে আলোচনা সমালোচনা থাকবেই এটা মেনে নিয়ে একটু সহনশীল হলে আর সমস্যা হয়না।
ভাল থাকুন।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার আগমনে সত্যিই খুশি হলাম।

কত গুনীজন আছেন ব্লগে সেই তুলনায় আমি কিছুই নই। তবুও চেষ্টা করি বিভিন্ন বিষয়ে পোস্ট দিতে।
আলোচনা সমালোচনা থাকবেই সেটা স্বাভাবিক।

ধরুন ব্লগে কোনদিন আমি আপনার পোস্টে মন্তব্য করিনি, আপনিও করেননি। কিন্তু দুজন দুজনার পোস্ট পড়েছি। একদিন আপনার পোস্ট পড়ে কমেন্ট করতে গিয়ে দেখি আপনি আমাকে কমেন্ট ব্লগ করে রেখেছেন এমন আশ্চার্যজনক ঘটনা ব্লগে আমার সাথে আর ঘটেনি।

ভাল থাকুন। ধন্যবাদ।

৩২| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন অভিনন্দন অভিনন্দন !

বৈচিত্র্যময় ব্লগিং দিয়ে আমাদের সমৃদ্ধ করতে থাকুন :)

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

চেষ্টা করে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.