নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
এই বিশ্ব সংসারে প্রতিদিন, প্রতিক্ষণ, পলকে পলকে ঘটে যাচ্ছে কত শত ঘটনা। কিন্তু কিছু কিছু ঘটনা হৃদয়ে দাগ কেটে যায়। এমনই একটি ঘটনা ঘনেছিল ইংল্যান্ডে।
ঘটনাটি ছোট কিন্তু এর প্রভাব বিশাল। ঘটনাটি সাধারণ ঘটনা কিন্তু ফলাফল অসাধারণ। ঘটনাটি একটি ছোট বালকের কিন্তু অন্তর চক্ষু খুলে দেওয়ার জন্য যথেষ্ট। ঘটনাটি সুন্দর তাই দাগ কাটে হৃদয়ে।
ইংল্যান্ডের কোন একশহরের বিদ্যালয়ের শিক্ষিকা বাচ্চাদের আদর করে জানতে চান বড় হয়ে কে কী হবে ? তো বাচ্চা একেক জন বলছে-
আমি ডাক্তার হবো।
আমি ইঞ্জিনিয়ার হবো।
আমি ব্যাংকার হবো।
আমি ব্যবসায়ী হবো।
আমি খেলোয়ার হবো...........................................।
কিন্তু একটি বালক বললো- আমি সাহবী হবো।
শিক্ষিকা ছিলেন খৃষ্টান তিনি অবাক হয়ে বললেন-সাহাবী হবে ? সাহাবী জিনিসটা কি ?
বালকের উত্তর - আমি জানিনা।
স্কুল ছুটি হয়ে গেল। সবাই যার যার মত চলেও গেল। ঘটনাটাও শেষ হয়ে যেতে পারতো। কিন্তু হলো না।
শিক্ষিকা সাহাবী নিয়ে বেশ কৌতূহলী হলেন। তিনি ডিকশনারীতে সাহাবী নামের কোন শব্দ খুঁজে পেলেনা। একটা বাচ্চা সাহবী হতে চায় অথচ তিনি শিক্ষিকা হয়ে জানেন না সাহাবী আসলে কি ? তিনি দমে যাবার পাত্রী নন। ফেন নম্বর খুঁজে বের করে ফোন দিলেন সেই ছাত্রের পরিবারের কাছে। ফোন ধরলো ছাত্রের মা।
শিক্ষিকা সব কিছু খুলে বললেন। শুন ছাত্রের মা বলল ফোনেতো সব বলা যাবে না বিস্তারিত জানতে হলে আপনাকে একদিন আমাদের বাসায় আসতে হবে।
একদিন সময় করে শিক্ষিকা হাজির হলেন সেই ছাত্রের বাসায়। ছাত্রের মা তাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করলেন এবং অনেক সময় নিয়ে ইসলাম, ধর্ম, নবী, সাহাবী এসব বিষয়ে ধারণা দিলেন।
"সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহর সা. প্রতি ঈমান সহকারে তাঁর সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন।"
সবশুনে, জেনে শিক্ষিকা অবাক হলেন এবং বললেন-ইসলাম এত সুন্দর ধর্ম জানতাম নাতো। প্রচলিত মুসলিমদের দেখে আমরা কিন্তু এর প্রকৃত ধারনা পাইনা। আপনার সন্তান আপনাদের দেখে ও শুনে যতটুকু বুজেছে তাতে তার সাহাবী হতেতো ইচ্ছে করবেই। কিন্তু সে সুযোগ তো আর বিদ্যমান নেই।
ছাত্রের মা বললেন- তা না থাকলেও তাদের পথ অনুসরণ করেলেই ইহজীবন পর পরজীবন স্বার্থক হবে।
শিক্ষিকার অন্তরের চোখ খুলে গেল। তিনি হেদায়েত প্রাপ্ত হলেন, ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন।
আর এই ঘটনা দাগ কাটে আমাদের হাজারো মানুষের হৃদয়ে।
ছবি-নিজের আঁকা।
১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
আমিও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় আল্লাহর দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
২| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩
ইসিয়াক বলেছেন: আলহামদুলিল্লাহ
সুন্দর ঘটনা ।
শুভকামনা রইলো সাথে দোয়া ।
১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
এখন একজন ভালো মানুষ হওয়া সম্ভব। - চেষ্টা করলেই সম্ভব।।
সাহাবী হওয়া তো সম্ভব না, তবে কারো নাম সাহাবী রেখে দিলে সেটা সম্ভব। সাহাবীগণ অনেক বড়মাপের মানুষ ছিলেন। তাদের নিয়ে শিশুতোষ রুপক গল্প বানানো উচিত না। সাহাবীগণ জীবন ভর যুদ্ধ করেছেন, আমার ব্যাক্তিগত চাওয়া ভবিষ্যত প্রজন্মের কোনো শিশু যেনো যুদ্ধের মতো দাবানলের ছায়াও দেখতে না পায়।
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
চেষ্টা করলে ভাল মানুষ হওয়া যায়। এবং সমাজে এখন ভাল মানুষের প্রয়োজন।
সাহবীদের জীবনী বা দেখানো পথ অবলম্বন করলে কামিয়াবি অর্জন সম্ভব।
এটা কোন রূপক গল্প নয়। বাস্তব ঘটনা।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭
ডার্ক ম্যান বলেছেন: বর্তমান যুগে সাহাবী হবার তো কোন উপায় নাই
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বর্তমানে উপায় নেই। তবে তাদের অনুসরণ করাই আমাদের উচিৎ।
ধন্যবাদ সুহৃদ।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে 'সাহাবী' হওয়ার ঘোষণা দিয়েছেন, নাকি এখনো দেননি?
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিশ্চয় সাহাবী কাকে বলে এর সংগা পড়েছেন। তাই বর্তমানে কারো পক্ষেই সাহাবী হওয়া সম্ভব নয়।
কিন্তু তাদের পথ ও আদর্শ অবলম্বন করা যায় নিঃসন্দেহে।
ধন্যবাদ।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুল ভাই,
সাহাবীদের সেদিনের সঙ্গে আজকের দিনের মধ্যে ফারাক বিস্তর'। আর্থসামাজিক তো বটেই রাজনৈতিক ক্ষেত্রেও পশ্চিম এশিয়ার ভূগোল অন্য কথা বলে। ইসলামিক সংস্কৃতি থাকা-না-থাকা পারিবারিক ঐতিহ্যের উপর অনেকাংশে নির্ভরশীল। আমার নিজস্ব ধারণা, সেখানে বাচ্চাকে আবেগের বশীভূত হয়ে পরিচালিত না করে বাস্তবমুখী করাটাই কাম্য। যদিও ব্যক্তিবিশেষে মত ও পথ ভিন্ন হওয়াটাই স্বাভাবিক।
শুভেচ্ছা অফুরান।
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই পদাতিকদা।
ইসলাম বিকৃত হচ্ছে, হবে এবং এভাবে একদিন দুনিয়া থেকে উঠে যাবে , কেয়ামত চলে আসবে।
তাই আমাদের উচিৎ যে যাই করি না কেন ইসলামের পথ চলাকে প্রাধান্য দেব।
ধন্যবাদ।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
প্রেরনাদায়ক লেখা তবে যথাযথ একটা রেফারেন্স থাকা উচিৎ ছিলো। নেই বলে সন্দেহের আঙুল তুলতে পারে যে কেউ।
এক্ষেত্রে "ঠাকুরমাহমুদ" এর মন্তব্য প্রকারন্তরে তেমনটাই।
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই যুক্তিপূর্ণ কথা।
রেফেরেন্স দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এত আগের পড়া একটি ঘটনা যে বই ও লেখকের নাম ভুলে গেছি । ঘটনা কেবল মনে গেথে আছে। কে কি ভাবলো সেটা বড় কথা নয়। ঘটনাটি যে সত্যের অগ্নি স্বাক্ষী তাই লিখলাম।
ধন্যবাদ ।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: সাহাবী হতে চাই না।
একজন হৃদয়বান, কুসংস্কার মুক্ত, মানবিক, আধুনিক মানুষ হতে চাই।
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আধুনিক মানুষ মানেই ধর্মবিরোধী নয়।
সাহাবীদের চেয়ে আধুনিক, হৃদয়বান, ত্যাগী, আমলী, মানবিক যাবতীয় গুন সম্পন্ন মানুষ আর পৃথিবীতে আসবেনা।
ধন্যবাদ।
৯| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২১
আরোগ্য বলেছেন: হেদায়েতের মালিক আল্লাহ। যখন যাকে ইচ্ছা দান করেন। আলহামদুলিল্লাহ।
১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সঠিক কথা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করেন।
ধন্যবাদ ভাই।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই,
আপনাকে অনুরোধ রইল এই ধরনের ল্রলহা দিলে অবশ্যই তার সূত্র বা রেফারেন্স দেবেন। তাহলে কেউ এই সব নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না।
চমৎকার ঘটনা।
১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই তাই চেষ্টা করবো।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আধুনিক মানুষ মানেই ধর্মবিরোধী নয়।
সাহাবীদের চেয়ে আধুনিক, হৃদয়বান, ত্যাগী, আমলী, মানবিক যাবতীয় গুন সম্পন্ন মানুষ আর পৃথিবীতে আসবেনা।
ধন্যবাদ।
ইতিহাস বলে অনেক নিষ্ঠুর সাহাবীও ছিলেন।
১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইতিহাস যাদের নিষ্ঠুর সাহবী বলে তারা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই নিষ্ঠুর ছিলেন এটাই স্বাভাবিক। এছাড়া মুয়াবিয়া (রাঃ)-কে ইতিহাসের কাঠগড়ায় দাড় করালেও তার ব্যাপারে আল্লাহ সবচেয়ে ভাল জানেন। সবকিছুর পরও তারা সাহাবী।
ধন্যবাদ।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮
ভুয়া মফিজ বলেছেন: এখন আর সাহাবী হওয়া যে সম্ভব না, সেটা তো ওই শিশুটা জানতো না।
আশাকরি, সে উনাদের মতো চরিত্রের হতে পারবে।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে যে ভাল হবে তার লক্ষণ দেখা গেছে। আল্লাহ সবার মঙ্গল করুন।
ধন্যবাদ।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
নজসু বলেছেন:
ইসলাম শ্রেষ্ঠ ধর্ম।
২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১০০% সত্য।
ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
সুন্দর ঘটনা
এজন্য সুখী আমি এবং এজন্য আনন্দিত আল্লাহর কাছে শোকরিয়া তিনি আমাকে মুসলিম হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন কৃতজ্ঞতার শেষ নাই