নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
তুমি ভালবাসবে
আর তোমার দু’চোখ জলে ভাসবে না
বিরহের অনলে পুড়বে না হৃদয়
এর নামতো প্রেম নয়।
নদীও ছুটে চলে
প্রণয়ের জল বুকে নিয়ে সিন্ধুপানে
মোহনায় এসে চরণ চুমি
পেরিয়ে সাগর, অরণ্য মরুভূমি।
তুমি প্রেমে পড়বে
আর বুকে উঠবে না হারানোর ঝড়
পিছু নেবে না কলঙ্কের ভয়
এর নামতো ভালবাসা নয়।
ফুল ঝড়ে গেলে
কে তাকায় ভালবেসে তার পানে
কুসুম ফুটিতে চায় ভ্রমরের প্রেমে আবার
ভুলিতে গত জন্মের স্মৃতির হাহাকার।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখনতো এ যুগে এমনই চায়
সবই হবে বদনাম হবে না। আরও কত কি ?
ধন্যবাদ।
২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০
আরাফআহনাফ বলেছেন: হুম, এর নামতো ভালোবাসা নয়।
ভালো হয়েছে মাইদুল ভাই।
শুভ কামনা - ভালো থাকুন - লিখতে থাকুন।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর ভাই দেখে ভাল লাগলো।
ভালবাসা ভালো নয়
এ কথা কে কয় ?
৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১
সাইন বোর্ড বলেছেন: নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে
তবে প্রেমের কি সাধ আছে বলো
.........আবু জাফর
কবিতার ভাবনা ও প্রকাশ ভাল লাগল ।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই।
প্রেমের জংশনে
সয়ে যেতে হবে নিন্দার ধংশন।
ধন্যবাদ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
হাবিব বলেছেন: দারুণ লিখেছেন
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবু লিখে যায় যা আসে মনে
ব্লগের এই ক্ষণে.............
ধন্যবাদ।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই ভালোবাসার একগাদা পার্শ্বপ্রতিক্রিয়া-
কবিতার অনুভূতিতে ভালো লাগা!
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল না বাসলে
কাছে না আসেল
এ দেহে প্রাণ থাকে না ...................
হুম। ঠিক ধরেছেন কিব। একগাদা পার্শ্বপ্রতিক্রিয়া।
ধন্যবাদ।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা তুমি আরও সুন্দর হও
হও তুমি প্রতিবাদের কন্ঠস্বর।
ধন্যবাদ।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারা ভরা রাতে
বেদনার কথা কইতে
কার ভাললাগে ?
সুন্দর মন্তব্যে ধন্যবাদ।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
নুরহোসেন নুর বলেছেন: হৃদয় ছুয়ে গেল ছন্দে ছন্দ!
ভাল লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ভালবাসা থাকুক অমলিন।
ধন্যবাদ।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কবিতা !
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন অনুভূতির কথা জেনে কার না ভাল লাগে।
ধন্যবাদ।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১
নজসু বলেছেন:
দারুণ!!!
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরে ভাই কোথায় থাকেন-ব্যস্ত ব্যস্ত ব্যস্ত
তবুও মাঝে মাঝে ব্লগে আইসেন-হে হে হে....।
দারুণে দারুণ ধন্যবাদ।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা লিখেছো ভাইয়া
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি যখন ছবি
ছবি যখন কবি
কবিতাকে তখন দারুন বলা যায়।
ধন্যবাদ আপু।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ! চমৎকার কথামালা।ভালো লাগলো খুব।
মুগ্ধতা++
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কৃতজ্ঞতা।
ভাললাগায় ভালবাসা জানবেন।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
কিরমানী লিটন বলেছেন: মন ছুঁয়ে গেলো - অসাধারণ লিখেছেন কবি। শুভকামনা রইলো।
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি ছুঁয়ে মন
আমি উড়বো সারাক্ষণ
--------------------
ধন্যবাদ কবি।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেক দিন পর কবিতা লেখলেন মনে হচ্ছে।
ভালবাসার ফুল কখনো ঝড়ে না!
তবে ভালো বাসার (ফুল ঝড়ে)
কবিতায় প্লাস মাইদুল ভাই।
২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা নিয়মিতই লিখি তবে পোস্ট দেই কম।
ভালবাসা বুকে নিয়ে
ভালবেসে যান মনের মানুষকে সারা জীবন।
ধন্যবাদ ভাই।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০
পদাতিক চৌধুরি বলেছেন: আমার ভালো লেগেছে মাইদুল ভাই।
কবিতায় লাইক।
শুভকামনা জানবেন।
২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্য ও লাইকে কৃতজ্ঞতা দাদা।
সুন্দর হোক জীবনের প্রতিটি দিন।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১
তারেক ফাহিম বলেছেন: স্যার ব্লগ লিখা শিখাবেন?
পাঠক পরিচিতিও ধরে রাখতে পারছি না।
২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। তোমাকে দেখছি প্রাইভেট পড়াতে হবে। হা হা হা......................................।
লেখক ও পাঠক হিসেবে তোমার যে নাম রয়েছে সেটাতো ধরে রাখবে হবে প্রিয় ফাহিম।
বেশি বেশি পড়া ও মাথায় যে আইডিয়া আসে তা লিখে রাখাই আসল কাজ ।
ধন্যবাদ ভাল থাক সবসময়।
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩
আমি তুমি আমরা বলেছেন: বিরহ, হারানোর ভয় কিংবা কলংক ছাড়া কি ভালবাসা হয় না?
২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয় । তবে সেটা মনে হয় খুবই কম।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কবিতা তুমি আরও সুন্দর হও
হও তুমি প্রতিবাদের কন্ঠস্বর।
ধন্যবাদ।
বাহ ভালো বলেছেন।
২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরতি মন্তব্যে ধন্যবাদ ভাই।
আপনি যে মাঝে মাঝে কবিতা লিখতে চেষ্টা করেন সেটাই বা কম কিসে।
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবির মতামতে ধন্যবাদ।
২০| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
নজসু বলেছেন:
প্রিয় মাইদুল ভাই আমি এখন ব্লগে সবসময়ই লগইন হয়ে আছি।
শুধু পাচ্ছিনা সময়।
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো আপনার হয়ে আমি নিজেই প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়েছি ১ম মন্তব্যে ব্যস্ত ব্যস্ত......
যাক আপনাকে দেখে ভাললাগলো। আপনার আগের প্রপ্রিকটা সুন্দর ছিল।
২১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।
২২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
প্রেমের ডেফিনেশন নিয়ে সুন্দর কবিতা।
কবিতাটি পাঠ কালে মান্নাদের কন্ঠে গাওয়া গানটির কিছু কথা মনে পড়ে যায় -
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
ভালোবাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝড়ালে
কি করে এখানে তুমি আসবে
কটা রাত কাটিয়েছো জেগে
স্বপ্নের মিথ্যে আবেগে
কি এমন দুঃখকে সয়েছো যে তুমি
এত সহজেই হাসবে
………………
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে
.......
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
আসলেই গানটার মধ্যে প্রশ্নজাগানিয়া কথা আছে
যা আসলেই বাস্তব।
প্রেম, ভালবাসা জীবনেরই একটা অংশ।
২৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
ভালোবাসা এমনটাই, হাসি দিয়ে এর শুরু । চুম্বনে তা বাড়ে । কিন্তু শেষ হয় চোখের জলে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসার শেষ ফল
নয়ন ভরা জল।
ধন্যবদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮
নীল আকাশ বলেছেন: বিস্মৃতির হাহাকার হলে মনে আরও ভালো হতো।
জলেও নামবে কিন্তু জলে পা ভিজাবে না, তাই কি হয়?
এমন তো নয়, এমন তো নয়।