নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ব্লগটা এমনই, এখানে-
ইসিয়াক, জাহিদ অনিক, বিদ্রোহী ভৃগু,সেলিম আনোয়ারের কবিতা
ভরা বর্ষার দিঘীতে যেন সোনলী যৌবনের ঝড়
ভ্রমরের ডানা, মনিরা সুলতানা,শিখা রহমান, সোনালী ডানার চিল
অবিরাম উড়ে চলে শব্দের অক্ষরে অক্ষরে ডানা ঝাপটায়।
স্বপ্নবাজ সৌরভ, কিরমানী লিটন, নার্গিস জামান, কাজী ফাতেমা ছবির কাব্যে
উপমার কারুকাজে অতীত বর্তমান যেন ঝসলে উঠে
চাঁদগাজী, করুণাধারা, ডাঃ এম এ আলী,খায়রুল আহসানেরা
জীবনের খেরোখাতা মেলে বলে যায় সাতকাহন।
ওমেরা, শায়মা, আহমেদ জী এস, কাওসার চৌধুরী
জেগে থাকে ণৈশব্দের গভীর মায়া বুকে নিয়ে
অহরিত, অপু তানভীর, পদাতিক চৌধুরী, নীল আকাশের
গল্পের গহিন বনে হারিয়ে যায় পাতা ঝড়া দিন।
ব্লগটা এখন এমনই, এখানে-
জুন, রাজিব নুর, নতুন নকিব, সাদা মনের মানুষেরা
তুলে ধরে দূর কোন জনপদের সচিত্র ইতিহাস
নজসু,আরোগ্য, তাজুল ইসলাম, হাবিব স্যার
যেন অনাবিল আনন্দের এক একটা পদ্মপুকুর।
মাইদুল সরকার, গিয়াসউদ্দিন লিটন, আখেনাটেন, কাল্পনিক ভালবাসা
হাসির তুবরিতে রম্যে রঙিন করে মনের ব্যালকনি
সুজন, তারেক মাহমুদ, তারেক ফাহিম,রূপম রিজওয়ান
রেখে যান নিজস্ব স্বকীয়তায় প্রতিভার স্বাক্ষর।
হাসান কালবৈশাখী, মলাসইলমুইনা, নতুন, কলাবাগান
জটিল থেকে জটিলতম বিষয় তুলে ধরায় নেই জুড়ি
ইমন জুবায়ের, কুহক মাহমুদেরা মৃত্যুর পরেও
এখানে চিরকালীন অমলিন আকাশের ধ্রুবতারা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সুহৃদ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭
ইসিয়াক বলেছেন: মাইদুল ভাই আমার নামের বানানে টাইপো <ইসিয়াক
পোষ্টে ভালো লাগা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইস কেমনে যেন ভুল হয়ে গেল!
ধন্যবাদ । ভাল থাকুন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগারদের সবাইকে একসাথে জড়ো করা পোস্টে ভালোলাগা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক বাদ পড়েছেন।
ধন্যবাদ।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এরকম লেখনিতে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম আমার ব্লগে।
ধন্যবাদ।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০১
নীল আকাশ বলেছেন: গল্পের গহিন বনে হারিয়ে যায় পাতা ঝড়া দিন।
এই লেখায় দেখি ব্লগের সবাইকেই বেধে ফেলেছেন। ইনোভেটিভ আইডিয়া।
দারুন লেগেছে। ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখানেও টাইপো হয়েছে। ঠিক করে দিয়েছি গল্পকার।
ধন্যবাদ।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭
কনফুসিয়াস বলেছেন: অনেক সুন্দর কবিতা। এক কবিতা ব্লগের প্রাণদের নিয়ে সহজ-সরল স্বীকারোক্তি।
পোষ্টে ভাল লাগা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ দাদা।
অণুপ্রানিত করলেন।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্যে নিজেকে দেখে ভাল লাগছে। ধন্যবাদ নিন মাইদুল ভাই
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। নিজেকে দেখার স্বাদ মিঠেনা
বার বার দেখিতে মন চায়................।
ধন্যবাদ।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
কিরমানী লিটন বলেছেন: সুন্দর চিন্তার- কাব্যে নিজেকে দেখে গর্বিত বোধ করছি। ব্লগ অন্তপ্রাণ আপনিসহ সবাইকে ভালোবাসা। আপনাকেও অভিবাদন রইলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা সবাই মিলেইতো ব্লগটাকে মাতিয়ে রাখি। আর আনন্দে ভাসি।
ধন্যবাদ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ !! দারুন কাব্যময়তায় গাঁথলেন আমাদের কে ।
অনেক ধন্যবাদ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ বাধন যাবে না ছিড়ে
রয়ে যাবে নতুন-পুরাতন ঘিরে।
ধন্যবাদ।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১
তারেক_মাহমুদ বলেছেন: অনেকদিন পোস্ট দেই না ভেবেছিলাম সবাই ভুলেই গেছে, আপনার পোস্টে নিজের নাম দেখে ভাল লাগলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে কি কথা দাদ। ভুল কেন যাবে ?
দেখা হয় না ব্যস্ততায় । আসা হয় না ঝামেলায় কিন্তু মনে কোনে তো আছেন।
ধন্যবাদ।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ব্লগটা এখন এমনই, এখানে
পড়ে মনটা ভরে গেল।
আপনার জন্য শুভ কামনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।
আসলেই আমরা সবাই মিলেই ব্লগটা রঙিন করি।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
পদ্মপুকুর বলেছেন: তারেক_মাহমুদ বলেছেন: অনেকদিন পোস্ট দেই না ভেবেছিলাম সবাই ভুলেই গেছে, আপনার পোস্টে নিজের নাম দেখে ভাল লাগলো।
আমারও একই অবস্থা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে থাকে মনে
তাকে ভুলে কোন জনে।
ভাল থাকুন।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
হাবিব বলেছেন:
দারুণ সাজিয়েছেন..........
সবাইকে এক সুতোয় গেঁথে
সাজিয়েছেন বকুলের মালা!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বকুলের মালা শুকাবে
কিন্তু ঘ্রাণ রয়ে যাবে।
ধন্যবাদ।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: ব্লগ ডে'তে এই কবিতাটা পাঠ করা যেতে পারে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও! তাহলে তো আর কথাই নাই।
ধন্যবাদ নুর ভাই।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: বৈজ্ঞানিকরা কত অদ্ভুত অদ্ভুত আবিস্কার করে, এমন একটা আবিস্কার করতে পারে না- যাতে অন্যের মনের কথা পরিস্কার শোনা যাবে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিতো ভাবি মনের কথা বুঝার আগে কম্পিউটারে টাইপ না করে মুখে বলবো আর টাইপ হয়ে যাবে এটা কেন আবিস্কৃত হচ্ছে না।
ধন্যবাদ।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: !!!! +++++ ???
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লেখার পর মনে হল কেউ যে বাদ পড়েছে। হ্যা বিজয় রয়, সুকন করসহ আরও অনেকে....................
ধন্যবাদ।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯
নুরহোসেন নুর বলেছেন: কবি কুহুক ভাইয়ের জন্য মন খারাপ লাগছে প্রচুর!!
অসাধারণ লিখেছেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ আছে বলেই আমরা তাকে স্মরণ করছি। আসলেই চলে গেলে অনন্ত ওপারে স্মৃতিগুলো বড় বেদনাময় হয়।
ধন্যবাদ।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগটা এমনই, এখানে- হারিয়ে যায়
অনেকেই !!!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ভায়া, এটা অবশ্য সত্য কথা। অনেকে হারিয়ে যায়
আবার অনেকে ফিরে আসে। ধন্যবাদ।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলের জন্য শুভ কামনা থাকলো ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসু মামা আপনার জন্য শুভ কমানা।
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ!! জবাব নাই সরকার এযে অনবদ্য
গদ্যের মতো করে দারুন এক কাব্য !!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রশংসার সারে ভাসানোর জন্য ধন্যবাদ ভাই।
২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২
নজসু বলেছেন:
ব্লগে আমি আগের মতো নেই। তবু নিজেকে সবার মাঝে দেখে অনেক ভালো লাগলো।
কৃতজ্ঞতা প্রিয় মাইদুল ভাই।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়তো সবার এক রকম যায় সবসময়। আবার আগের মত সময় দিবেন আগামীতে।
ধন্যবাদ ।
২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২
সুনীল সমুদ্র বলেছেন:
সময়ের সাথে সাথে ঘুরেফিরে সবকিছুই বোধহয় আবার আগের মত ঘটতে থাকে। ……..
যুগে যুগে বোধহয় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ! ……
……. এই যেমন আজ আপনি অনেক অনেক ব্লগারদের নাম সম্বলিত সুন্দর একটি কবিতা লিখলেন, আজ থেকে প্রায় ১০ বছর আগে, সেই ২০০৯ সালে একইভাবে প্রায় ৪৬ জন ব্লগারের নাম সম্বলিত একটি কবিতা লিখেছিলাম। …. ধানমন্ডি লেকের পাড়ে রবীন্দ্র সরোবরে ২০০৯ সালের ২রা অক্টোবর সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের একটি জমজমাট আড্ডা অনুষ্ঠিত হয়েছিল। …..সেসময়ে প্রায় ৭৫ জন ব্লগার আড্ডায় অংশগ্রহণ করেন।
সেদিনের সেই আড্ডা শেষে, আড্ডা-অনুষ্ঠানে সবার আলাপচারিতা, হৈ-হুল্লোড় আর আনন্দ-উল্লাস কে তুলে ধরে…. প্রায় ৪৬ জন ব্লগারের নাম সম্বলিত নিচের কবিতাটি পোস্ট করেছিলাম - ৪ঠা অক্টোবর, ২০০৯ সালে । কবিতায় ব্যবহার করা ব্লগারদের নামগুলো ইনভার্টেড কমার ভেতর দেখিয়েছি, যাতে ব্লগারদের নামগুলো আলাদাভাবে বুঝতে পারা যায়:
অতঃপর আড্ডা নিয়ে একটি পদ্য.../ সুনীল সমুদ্র
.......................................................
আড্ডাটাতো ভালোই ছিল, বৃষ্টি শেষের রেশ ছিলো
সবার মুখেই হাজার কথা, খই-এর মতো ফুটছিলো।
সরোবরের পাশে সবুজ বৃষ্টি মাখা ঘাস ছিলো
ব্লগাররা সব আড়াল ভেঙ্গে যে যার প্রিয় খুঁজছিলো।
কেউ দাড়িয়ে কাছে আবার কেউ দাড়িয়ে দূরে
কেউবা আবার নিক লুকিয়ে অন্য নামে ঘুরে।
‘শামীম’ নামের সেই ছেলেটা আগের মতোই আছে
ছোঁ মেরে তাই প্যাকেট কেড়ে লজেন্সগুলো বাছে।
‘ক্যামেরাম্যান’ আর ‘রাতমজুর’-এর আনন্দে চোখ হাসে
অনেক আশার আড্ডাটি বেশ জমজমাট-ই আছে !
বৃষ্টি ধারায় ভিজেও দেখো ব্লগাররা সব আসে
‘আব্দুল্লাহ আল মনসুর তাই’ সার্থকতায় ভাসে।
‘কালপুরুষ’ আর ‘পল্লী বাউল’ সারাক্ষণই কাছে
‘আরিয়ানা’ মিষ্টি চোখে ‘অন্ধ দাড়কাক’ দ্যাখে।
‘সবার প্রিয়’-র সাথে বসে ‘রথে চেপে এলাম’
‘দুর্ভাষী’ আর ‘নীল ভ্রমরা’ ‘ব্যতিক্রমী’-ও পেলাম।
‘মিলটন’ আর ‘শিবলী’ ছাড়াও ‘পথিক’ আছে বসে
‘ঘাসফুল’ আর ‘ফারা তন্বী’ কাব্য সুখে হাসে।
মন মানেনা তারপরেও ‘ভোরের তারা’র পাশে
‘অমাবস্যার চাঁদ’ খানাকেই ‘বৃত্তবন্দী’ দেখে।
‘সুপ্ত জটিল চাচামিঞা’ এলোমেলো রাগে
‘জানপরী’ যে মেয়ে পরী নয়- কে জানিত আগে!
‘গোয়েবলস’কে গান শুনিয়ে ‘ফয়সালরকস’ খুশী
‘ভেংচুকে’র এক ভেংচি দেখে কে যেন দেয় ঘুষি।
‘সুপ্ত’ ‘তপু’ ভিজামন’ সব ‘চোরকাঁটা’-তে বিধে
‘লাল দরজা’ ‘রক্ত রঙ’-এ ভরায় আনন্দতে।
‘তাজাকলমে’র তাজা হাওয়াতে উড়ে আসে ‘আইরিন’
তার ছাতাতে ঠাঁই নিতে চায় ‘স্পর্শহীণ কিছুদিন’।
‘রোহান’ খোঁচায় ‘শামশীর’কে, হয় গতি এক কাজের
‘মনপুরা’ নেয় দায়িত্ব তার, মনের মানুষ খোঁজের।
‘শ্রাবণসন্ধ্যা’ প্রদীপ জ্বালায় জাফনা মনি কোলে
‘খুশবু’ এসে খুশবু ছড়ায়, কেউ না তারে ভোলে।
‘শুভ শফিকুল’ ‘ব্যতিক্রমী’ সাথে ‘ইউনুস খান’
কাবাব খাওয়ার আগেই পালায় ‘পারভীন রহমান’।
গলায় ঝোলায় দড়ির মালা ‘দন্ডিত পুরুষ’
‘যাযাবর পাখী’র পাশেই বসে ‘মুখ ও মুখোশ’!
‘সোনালীডানা’ ‘জুলভার্ণ’ আর ‘হমপগ্রে’র চোখে
লেকের জলের মিষ্টি হাওয়ায় স্নিগ্ধ স্মৃতি ভাসে।
‘আমের আঁটির ভেপু’ বাজায় আরেক মজার ব্লগার
কেন জানি হায় বধূটি তার মুখটি শুধু লুকায়!
‘আলঝেইমার ক্রিষ্টোসান’ আর ‘রশীদুল হাসান’
‘আবু সালেহ’ লেকের জলে ‘স্বপ্নতরী’ ভাসান।
‘পারভেজ’ আর ‘প্রত্যুপন্ন’ বেজায়রকম খুশী
ছবি তুললো ‘শরৎ’ সবার, অন্ধকারেই বেশী!
‘মেজবাহ য়াযাদ’ সবার সাথেই বন্ধুসুলভ খুব
‘সাইকেল আরোহী’-কে দেখে তৃপ্ত ‘সৌম্য’ মুখ।
‘আমোকা’ নামের আরেক ব্লগার খুব চেঁচালো সুখে
আড্ডা স্মৃতিচারণ কালে নাম যেন না বাদ পড়ে!
’মনপুরা’ যে ‘পল্লী ভাবী’ কেউ বোঝেনি আগে
‘আরিয়ানা’র কুলফিবরফ ‘শামীম’ খেলো শেষে!
সবাই লেখে আড্ডা নিয়ে কঠিন জটিল গদ্য
সমুদ্র তাই ‘সুনীল’ সুখে লিখলো শেষে পদ্য!
..............................................................
রচনাকাল: ৪ঠা অক্টোবর, ২০০৯
আর হ্যাঁ, এই কবিতা পড়ে সেই সময়ের ব্লগাররা কিভাবে কি মন্তব্য করেছিলেন সেগুলো বিশদ ভাবে পড়তে চাইলে নীচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন মূল পোস্টটি : অতঃপর আড্ডা নিয়ে একটি পদ্য
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ই কবিতায় সবচেয়ে বড় প্রাপ্তি আপনার মন্তব্য , লিংক ও আপনার কবিতা।
মাঝে অনিয়মিত হয়ে গিয়েছিলেন। আবার ফিরে আসায় অভিন্দন।
আসলেই তাই প্রকৃতিতে মাঝে মাঝে মনে হয় পুনঃরাবৃত্তি চয়।
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
তারেক ফাহিম বলেছেন: পোষ্ট পড়তে পড়তে ধরে নিলাম ছাত্রকে স্যার ভুলে গেল
নিজের নাম খানা দেখেতে পেয়ে আপ্লুত হলুম।
একটিভ ব্লগারদের নিয়ে লেখা কাব্যে ভালো লাগা জানিয়ে গেলাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ফাহিম।
ভাল থাকুন। লিখুন।
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২
শিখা রহমান বলেছেন: মাইদুল খুব সুন্দর লিখেছেন সব ব্লগারদের নিয়ে। আমার নাম দেখতে পেয়ে অবশ্যই খুব খুব ভালো লাগলো। মনে রাখার জন্যে এত্তো ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।
সবাই থাকি সবার তরে।
২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০
ফয়সাল রকি বলেছেন: আহা... মধু মধু...
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! সুখ সুখ.....
ধন্যবাদ।
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৬
ওমেরা বলেছেন: আসলেই ব্লগটা এমনই ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট।
২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:১০
এস সুলতানা বলেছেন: সুন্দর। +++
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে পোষ্টে আবার আসা।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি মনে এখন সবচেয়ে বেশি এ্যাকটিভ ব্লগে।
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার। ব্লগাররা চিরদিন যুক্ত থাকুক আপনার কবিতার মত। প্রিয়তে
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই হোক। ধন্যবাদ। স্বপ্নবাজ কবি।
৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
জ্বী, ব্লগটা এমনই ! নৈঃশব্দের মাঝেও শব্দের মহা বিস্ফোরণ.....................
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন কবি।
ধন্যবাদ।
৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬
রূপম রিজওয়ান বলেছেন: কেমন আছেন,ভাইয়া? আমার নামটাও আছে দেখে বেশ চমকালাম বৈ কি।
ব্লগ দিবস তো চলেই এল। সামুর জন্মদিনের শুভেচ্ছা।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এইতো ভালই আছি। তুমি কেমন আছ ?
হুম তোমার নামতো থাকবেই কারণ অল্প বয়সে, অল্প সময়ে সামুতে বেশ একটা অবস্থান তৈরী করেছো।
ব্লগ দিবসের শুভেচ্ছা তোমাকেও।
ধন্যবাদ।
৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
অন্যের কবিতায় নিজের অস্তিত্ব সবসময় আনন্দের-
আপনার কল্পযাত্রায় নিজেকে সামিল দেখে আপ্লুত হলাম!
ব্লগের জন্য ভালোবাসা অবিরাম,
শুভকামনা-
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন করেই কাটুক ভালবাসায় দিন রাত ব্লগের সাথে।
ধন্যবাদ।
৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
মলাসইলমুইনা বলেছেন: মোঃ মাইদুল সরকার,
একি, এতো ব্লগ মহাকাব্য রচনা হয়ে গেছে !
সব প্রিয় ব্লগারই আছে দেখি কবিতার প্রতিটি লাইনে, শব্দে, ছন্দে ছড়িয়ে ।
আরে আমার নাম আবার কেন এতো খ্যাতিমান ব্লগারদের মধ্যে ?
অনেক ধন্যবাদ ।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই ব্লগীয় মহাকাব্যে আপনি না থাকলে কেমনে হবে বলন।
ধন্যবাদ। ভাল থাকুন।
৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৪
ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে আপনার নজর গভীরতা প্রশংসনীয়!
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ডানা ভাই।
সুসময় সবসময় সঙ্গী হোক আপনার।
৩৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
আপনি ব্লগের সকলকে নিয়ে অনেক ভাবেন ,
তাঁদের সকলের লেখা পড়েন ।
দেখে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
আপনার উপস্থিতি সত্যি অনুপ্রেরণার।
ব্লগটা মায়ার এক জগৎ এখন মনের ভিতর।
ভাল থাকবেন। শুভ নববর্ষ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৪
নতুন নকিব বলেছেন:
একটু দেখে গেলাম। সুন্দর। +++