নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতির ডানায় গাঢ় চুম্বনগুলো

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১





প্রজাপতির ডানায় গাঢ় চুম্বনে যখন সন্ধ্যা নামে-
বেদনারা বুকের ভিতর জেগে উঠে না পাওয়ার তৃষ্ণা নিয়ে
হৃদয়ের গভীরে সবুজ ঘাসে জমে থাকে কষ্ট নামের শিশির বিন্দু
ভালবাসা মানেই বিরহের সমুদ্র আর নিঃসঙ্গ সোনালী ডানার চিল।

দিকভ্রান্ত প্রজাপতি কি কখনো পৌঁছায়নি আমার চুম্বনগুলো-
তোমার কাঠাল চাঁপার গন্ধেমাখা দক্ষিনের খোলা জানালায়
বৃষ্টির জল মনে হয় মুছে দিয়েছে অতীতের প্রেমের স্বাক্ষরগুলো
তাইতো ভুলে গেছ বাঁশবাগানে অকালের বাতাসের শব্দের মত।

অন্য কারো মুখের ছায়া পড়ে দর্পনে পাল-আমলের কারুকার্যে
সুখের খোঁজে তুমি ডুবে গেছ সুখ নামের গভীর গোপন অসুখে।

ছবি-নিজের তোলা।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

সকালে কম্পিউটার খুলেই মনে হল ১টা কবিতা লিখি। লিখলাম ও পোস্ট দিলাম।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ দিক ভুলা দিগন্তের চুম্বন-----কবি দা

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সুন্দর মন্তব্যে মনটা সত্যিই ভাল হয়ে গেল।

ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

সাইন বোর্ড বলেছেন: বেদনা ও অনুভবের কাব্যিক প্রকাশ, অনেক ভাল লাগল ।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১০

মলাসইলমুইনা বলেছেন: মোঃ মাইদুল সরকার,
কবিতাতো কঠিন রকমের সুন্দর হয়েছে ! কাব্য, কথায়, উপমায় একেবারে একেবারে অনবদ্য !

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সত্যি আপনার কথায় দারুণ অনুপ্রাণিত হলাম।

আপনার আজকের কঠিন পোস্টটা এখনো পড়িনি চোখ বুলিয়েছি। পড়ে মন্তব্য করবো।

শুভকামনা।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ। ভাল থাকবেন কবি।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

ইসিয়াক বলেছেন: অসাধারণ লাগলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইসিয়াক ভাই ধন্যবাদ জানবেন এবং মন্তব্যে প্রীত হলাম।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা হয়েছে ভাইয়া জি +

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনি + ও মন্তব্যে সাথে থাকার জন্য ধন্যবাদ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

হাসান রাজু বলেছেন: সুখের খোঁজে তুমি ডুবে গেছ সুখ নামের গভীর গোপন অসুখে।



ক্যামনে পারেন ভাই? এইভাবে কইরা ওইভাবে মিলাইতে।!!!

এইভাবে না পারতে, না পারতে বে মালুম হইয়া যাচ্ছি। বুঝেছেন ? ধন্যবাদ পোস্টে মন্তব্য করার জন্য।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি জানি ভাই কেমনে যেন পেড়ে যাই।

মাথার ভিতর ঘুরতে থাকা ভাবনার প্রকাশ হয়েই এভাবে।

বুঝেছি। যা সহজ মনে হবে, সেটাই মাথায় আসবে লিখে ফেলবেন।

অনেকদিন পর আপনাকে পেয়ে ভাল লাগলো।

ধন্যবাদ।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

ST COVER SONG বলেছেন: vaiya tomar kobita ami porechi

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি কেমন আছ ?

ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

শিখা রহমান বলেছেন: মাইদুল কি ভীষণ সুন্দর একটা কবিতা। এত্তো এত্তো ভালোলাগা ও মুগ্ধতা রইলো।

শুভকামনা প্রিয় ব্লগার।
কবিতার সাথে পথচলা সুন্দর ও শুভ হোক।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: হৃদয় ছোয়া মন্তব্যে ধন্যবাদ কবি আপনাকে।

ভাল থাকুন সবসময় আর বিচরণ করুন কাব্যের জগতে।


১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা।

শুভকামনা প্রিয় মাইদুল ভাইকে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা দাদা।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪২

অভীক তনয় বলেছেন: এটা কি নিছক কবিতা?

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তার চেয়ে বেশি কিছু, যাপিত জীবনের টুকরো কিছু অংশ।

ধন্যবাদ।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

নজসু বলেছেন:



শুভ সকাল।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

শুভ সকাল।

ভাল থাকুন।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: প্রতিদিন সকালে একটি করে কবিতা লিখুন।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো সম্ভব নয় রাজীব দা।

তবে প্রতিমাসে কোন না কোন কবিতা লেখা হয়ই।

ধন্যবাদ।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! শিরোনাম ই এত এত সুন্দর !!
কী দারুন পেজাতুলোর মতন নেমে আসা শব্দমালা।
অনেক ভালোলাগা ++

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনাম ও কবিতা আপনার ভাললেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ কবি। ভাল থাকুন। কবিতার সাথে হোক অহর্নিশ বসবাস।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রূপম রিজওয়ান বলেছেন: একটু ঝামেলার মধ্যে ছিলাম,তাই লাইক দিলেও সেদিন মন্তব্য করা হয় নি।
প্রথমত,থিম, উপমা মিলিয়ে একদম অনবদ্য কবিতা!
আর কমপ্লিমেন্টে যাব না। এখন আমাকে কিছু টিপস দেন কবিতা লেখার ব্যাপারে(হাতেখড়ি টাইপ,আমি একদম আনাড়ি)।

আজকের প্রোগ্রামে যাচ্ছেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ রূপম।

যাওয়া হয়নি ২৫ তারিখ কক্সবাজার ছিলাম স্বপরিবারে। আজ দুপুরে ফিরলাম।

তুমি কি গিয়েছ ? নিশ্চয় ভাল হয়েছে প্রোগ্রাম।

কবিতা প্রথমত তোমার মনে কিংবা মগজে আসতে হবে। প্রথমে শব্দ তার পর মিলিয়ে লাইন কিংবা ভাব। লিখে রাখতে হবে খাতায় তারপর নিজের মত করি সাজিয়ে নিবে। শব্দের ব্যবহার, উপমা প্রয়োগ করবে কাটাকাটি করবে তারপর ফাইনাল। একবার শুরু হয়ে গেল আর থামবে না।

ভাল থাক।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

কিশোর মাইনু বলেছেন: অনেক গভীর মনে হচ্ছে কবিতার পংক্তিগুলো। অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে। অনেক সুন্দর লিখেছেন।

বাই দ্যা ওয়ে, ভাল আছেন তো???

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন মতামত ব্যক্ত করেছ।

ধন্যবাদ প্রশংসার জন্য। ভাল আছি। তুমিও ভাল আছ আশা করি।

তোমার চাকরি আর পড়াশোনা কেমন চলছে ?

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

কিশোর মাইনু বলেছেন: পড়াশোনা আলহামদুলিল্লাহ।
নেক্সট মাসে এক্সাম, তাই একটু চাপে আছি।

আর চাকরি?!?!? :|| :| :-& কে বলছে ভাই আমি চাকরি করি???

আপাতত অনলাইন বেসড জুতার ব্যবসা করার চেষ্টা করছি।
এটা আমাদের পেজ।
ঘুরে আসেন। জুতা ভাল লাগলে নিবেন। না লাগলে ছোট হিসেবে শুভকামনা দিবেন।

8-| 8-| B:-/ :-B

আপনার জন্য ও শুভ কামনা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দোয়া করি ভাল রেজাল্ট হোক।

ব্যবসাটাও জমুক।

ভাল থাক। শুভকামনা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.