নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আরেকবার সন্ধ্যার আগে খরকুটো মুখে শালিকের নীড়ে ফেরার মূহুর্তে
তুমি আমি মুখোমুখি বসবো; বুঝে নেব জীবনের কিছু লেনদেন
জীবনানন্দ যেমন করে মুখোমুখি হতে চেয়েছেন বনলতা সেন
তারপর হয়তো কাঠাল পাতায় ভরে রবে ফেলা আসা শূণ্য উঠান
যেখানে প্রতিদিন অপেক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত সবুজ ঘাস ফড়িং।
আমরা আমাদের ফেলে একদিন কি করে অন্য কারো হয়ে গেলাম
সেই স্মৃতিময় গল্পের ফাঁকে ভিজে উঠবে চার জোড়া বিষন্ন চোখ
সময় যে কখনো কখনো আততায়ী এই তথ্য বুঝতে হল দেরি
গোলাপ বন ছাড়ার আগে দেওয়া হলো প্রার্থিত শেষ লাল গোলাপ
হৃদয়ে রক্তের ঝড়; নিয়তি বুঝি এমনই খেলা করে আয়োজন।
এমন করে কে মুখোমুখি হতে চায় ভালবাসার এই পৃথিবীতে ?
তবুও মায়ার এক পরশ যেন ঝলকে উঠে বুকের বা-পাশে।
ছবি- নিজের আঁকা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর করে মতামত ব্যক্ত করায় ধন্যবাদ সৌরভ ভাই।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ
বেশ অনুপ্রাণিত
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
আপনিও নিয়মিত কবিতা লিখছেন সেটা বেশ আশাজাগানিয়া।
ধন্যবাদ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯
তারেক ফাহিম বলেছেন: চমৎকার অাঁকা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে আঁকি।
ভাললাগে আঁকতে।
ধন্যবাদ।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: আজ সামুতে অনেক কবিতা পোষ্ট হয়েছে। তার মধ্যে আপনার কবিতাটি সবচেয়ে ভালো লেগেছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও ! আমার কবিতাটি সবচেয়ে ভাললেগেছে আপনার, এটা আজকের দিনে সেরা প্রাপ্তি।
ধন্যবাদ।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
পদ্মপুকুর বলেছেন: এ্মনিতেই আমি খানিকটা বিষণ্ন মানুষ, এই কবিতাটায় আরো বিষণ্নতা ছড়িয়ে দিয়ে গেলো। আর সব বিষণ্নতারই একটা ভালোলাগা আছে।
আপনি কেমন আছেন স্যার?
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকদিন পর আমার ব্লগে এলেন।
বিষন্নতার একটা ভালোলাগা আছে যেটা সবাই বুঝেনা।
ভাল আছি। আপনিও ভাল থাকুন।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
নীল আকাশ বলেছেন: ঘাস ফড়িং, বনলতা সেনের হবে।
তুমি আমি বসবো মুখোমুখি, আবার গুনবো ফেলে আসা কিছু লেনদেন
এমন করে কে পেতে চায়
হলে কেমন হতো?
বিরহের কবিতা! ঘটনা কি? ব্লগ ডে তো পিছিয়ে দিয়েছিল। আসলেন না কেন?
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বানান ঠিক করেছি।
ঘটনা কিছু নেই। এমনিতে পোস্ট দেওয়া।
না যাওয়ার কারণ ২৪,২৫,২৬ স্বপরিবার ও আত্মীয় নিয়ে কক্সবাজারে ছিলাম।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সকাল। ধন্যবাদ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৫
রূপম রিজওয়ান বলেছেন: বরাবরের মতই অনবদ্য!!!!
সালাম জানবেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়ালাইকুম আসসালাম।
সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
কালো যাদুকর বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ যাদুকর ভাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখা আঁকায় ভালো লাগা।