নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

হিউম্যান ডগ- বাংলাদেশসহ সারা পৃথিবীতে নৈতিকতার ধ্বস

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪




হিউম্যান ডগ বা মানব কুকুর এই শব্দ বা দৃশ্যের সাথে খুব বেশি পরিচিত নয় বাংলাদেশের মানুষ। একজন মানুষ কুকুর সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আরেকজন মানুষের পোষা কুকুরর হয়ে। ন্যাক্কারজনক তো বটেই যেন বা এক অকল্পনীয় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। এও সম্ভব ! এমন অমানবিক হয়ে গেছি আমরা ? এই দৃশ্য জানান দেয় বাংলাদেশসহ সারা পৃথিবীতে নৈতিকতার ধ্বস নেমেছে। দিন যতই যাচ্ছে আশংকাজনক হারে বাড়ছে অমানবিকতা।

ঢাকার হাতিরঝিলে দেখা গেছে এক নারীর হাতে মানব কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে এক পুরুষ। এটা কি নিছক কোন বিনোদন না কি বিদেশী সংস্কৃতির আমদানী। ‘পারফর্মিং আর্ট’ বলে সেঁজুতি নামের সেই নারী এটাকে বিনোদন হিসেবে চালিয়ে দিলেও ব্যাপারটা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে কোনভাবেই বাংলাদেশের সাথে যায় না।

কে জানে ভাইরালের এ যুগে সেই নারী ভাইরাল হওয়ার জন্যই এ কাজ করেছেন। স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন অনেকে।

কে জানে ভবিষ্যতে আর কি কি কান্ড দেখতে হবে আমাদের ?

ছবি ও তথ্য সূত্র-https://www.banglanews24.com/offbeat/news/bd/762177.details

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

নতুন বলেছেন: একজন মানুষ কুকুর সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আরেকজন মানুষের পোষা কুকুরর হয়ে। ন্যাক্কারজনক তো বটেই যেন বা এক অকল্পনীয় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। এও সম্ভব ! এমন অমানবিক হয়ে গেছি আমরা ? এই দৃশ্য জানান দেয় বাংলাদেশসহ সারা পৃথিবীতে নৈতিকতার ধ্বস নেমেছে। দিন যতই যাচ্ছে আশংকাজনক হারে বাড়ছে অমানবিকতা।

ঢাকার হাতিরঝিলে দেখা গেছে এক নারীর হাতে মানব কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে এক পুরুষ। এটা কি নিছক কোন বিনোদন না কি বিদেশী সংস্কৃতির আমদানী। ‘পারফর্মিং আর্ট’ বলে সেঁজুতি নামের সেই নারী এটাকে বিনোদন হিসেবে চালিয়ে দিলেও ব্যাপারটা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে কোনভাবেই বাংলাদেশের সাথে যায় না।


‘পারফর্মিং আর্ট’ বলে যেহেতু করেছে তাই তাতে তার কি ম্যাসেজ ছিলো সেটা নিয়ে কিছু না বললে কিভাবে বুঝতে পারবো কি তার উদ্দেশ্য ছিলো। এবং সেটা খারাপ কিনা। সে কি বোঝাতে চেয়েছে সেটা কি আপনি বুঝতে চেয়েছেন?

বত`মানে রাস্তায় চলতে গিয়ে দেশের নারীরা কিন্তু রাস্তার কুকুরকে ভয় পায় না যতটা না রাস্তার পুরুষের ভয়ে থাকে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে যাই বোঝাতে চাক না কেন এটা যে আমাদের জন্য ভাল কিছু নয় তাতো বুঝতে অসুবিধা নেই।

কথা সত্য মতলব খারাপের মত অবস্থা।

আমাদের সামাজিক অবস্থা কেমন তা যাচাই করার বিভিন্ন মাধ্যম রয়েছে তাই বলে এই অমানবিক মাধ্যমটিকে বেছে নেওয়া বোকামী ও হাস্যকর।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: দিন দিন মানুষ বিকৃত রূচির হয়ে যাচ্ছে।
এরা পশুর চেয়ে অধম।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আর এসব বিকৃত রূচির কর্মকান্ডকে সমর্থন দেওয়ার মানুষও সমাজে রয়েছে।

ধন্যবাদ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

নজসু বলেছেন:



নারীর মন খুশি করতে পুরুষের কুত্তা সাজতেও আপত্তি নাই।
আফসোস।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নারীর জন্য রাজা সিংহাশন ছাড়ে, রাজ্য ছাড়ে আবার কেউ কেউ জীবন দেয়।
সেই তুলনায় এই লোকটি সহজ কাজ করেছে কুকুর সেজেছে তাও আবার আর্টের জন্য।

সত্যি দুনিয়াটা অদ্ভুত।

ধন্যবাদ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে 'ট্যাবু' প্রোগ্রামে এ বিষয়ে একবার রিপোর্ট করেছিল। সে রকম কিছু কিনা কে জানে। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে...

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশ্বের সাথে তাল মেলাতে গেলে আরও অনেক কিছু করতে হবে
একেবারে ন্যাংটো হয়ে হাটা-চলাও শুরু হবে....................


ধন্যবাদ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন শুধু গলায় দড়ি না
কিন্তু বাস্তবতা মিল আছে

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কুকুর মানব
বাদর মানব
ছাগল মানুব.......... আর অনেক কিছুই দেখা যেতে পারে।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ভাইরাল হওয়ার জন্য মানুষ কত নীচে নামতে পারে এই ছবিই তার প্রমাণ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই ভাইরাল হওয়াটাই এখন আসল কথা গায়ে কাপড় থাকুক আর না থাকুক।

ধন্যবাদ।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ফেসবুকে বেশ হৈচৈ হচ্ছে বিষয়টা নিয়ে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন ঘটনা ঘটেছে দেশে হৈচৈ তো হবেই।

ধন্যবাদ।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

একাল-সেকাল বলেছেন: পশ্চিমি আধুনিকতা বেশ্যা কে সেক্স ওয়ার্কার বলে, বেশ্যারাও জাতে ওঠে

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সময় সব গ্রাস করে নিচ্ছে।

ধন্যবাদ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

সুপারডুপার বলেছেন:


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং ও ড্রয়িং বিভাগের ঐ ছাত্রী এই ‘পারফর্মিং আর্ট’কে একে ‘সমাজতাত্ত্বিক’ ও ‘আচরণমূলক’ কেসস্টাডি হিসেবে উল্লেখ করেছেন। বিষয়টি সে বিনোদন করে নাই। আপনি বিষয়টিকে অতিরঞ্জিত করেছেন।

সে যদি বিনোদন করতো, অবশ্যই এটা নৈতিকতার অবক্ষয়। কেসস্টাডি ও বিনোদন এক বিষয় না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা দিয়েই শুরু।

তারপর দেখবেন উচু শ্রেণীর তরুণীরা এই খেলায় মেতে উঠবে।

সমাজতাত্ত্বিক ও আচরণমূলক বিষয়ে এটা ছাড়াওতো কেসস্টাডি করা যেত। সে সমালোচনার পাত্রীতে পরিণত হয়েছে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

সুপারডুপার বলেছেন: ঐ ছাত্রী তো এটা দিয়ে এটাই জানতে চেয়েছিলো , মানুষের প্রতিক্রিয়া কি? কেউ ভাইরাল করবে , কেউ অতিরঞ্জিত করবে, কেউ ধর্মের সাথে জড়িয়ে দিবে, কেউ এটা কে বানিয়ে নতুন গপ্পো বলবে, কেউ আপনার মত ব্লগ লিখবে , কোনো কোনো সাংবাদিকের এটা বেচে রুজির সন্ধান হবে ইত্যাদি। এই গুলোও তার কেস স্টাডির ফলাফল। ঐ ছাত্রী তার কেস স্টাডির ফলাফল, রিপোর্টে ভালোভাবেই লিখতে পারবে।

তবে অবশ্যই ভালো, যে বেশির ভাগ মানুষ এটা 'না' বলেছে। তার মানে মানুষের নৈতিক অধঃপতন এখন ও ঐ ভাবে হয় নি।

এটা ছাড়া অন্য বিষয় নিয়ে করলে , অন্য ফলাফল আসতো।

তারপরেও না বুঝে , আপনি যদি দোষ-ই দিতে চান , ঐ ছাত্রীকে না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং ও ড্রয়িং বিভাগের শিক্ষকদের দেন। কারণ খুব সম্ভবনা শিক্ষকরাই তাকে ও ডগ সেঁজে থাকা ছেলেকে এই প্রজেক্ট দিয়েছিলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষের প্রতিক্রিয়া পজেটিভ, নেগেটিভ দুটোই থাকবে।

তবে বেশির ভাগ মানুষ না বলেছে কারণ এটা পশ্চিমা বিশ্ব নয়।

একই ঘটনার প্রত্যক্ষণ ভিন্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক। আমি পোস্ট দিয়েছি বলেই মন্তব্য করেছেন। আপনার মতামত ব্যক্ত করেছেন।

কথা হলো এটা সমাজে ফ্যাশন হিসেবে চালু না হলেই হলো। সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হতে হবে।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

সুপারডুপার বলেছেন: বাংলাদেশে যে অনেক ভন্ড পীর বাবা 'কেস স্টাডি ' না, সিরিয়াসলি হাজার হাজার মানুষের সিজদা নিয়েই যাচ্ছে, এই রিয়্যাল নৈতিকতার অবক্ষয় নিয়ে তো জনগণ ভাইরালও করে না, আপনারাও ব্লগ লিখেন না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই আমি/ আপনি কেউ না কেউ লিখবো।

মানুষ হয়ে মানুষকে সিজদা করা যায় না । এটা মোটামুটি অনেকেই জানে। আর হক্কানী আলেম-ওলামরা তো এর প্রতিবাদ করছেন বিভিন্ন ভাবে। তারপরও ভন্ড বাব/পীরের দড়বারে যারা পড়ে থাকে তাদের কোন না কোন উদ্দ্যেশ্য থাকে। লোভ , পাওয়ার আশা, আরও অনেক কারণে যারা এটা করে তাদের ফিরে আনার দায়িত্বও আমাদের।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

একাল-সেকাল বলেছেন: স্টার জলসার দ্বারা পরিবার সংস্কার করতে চাইলে, সমাজে পরকীয়ার বিস্তার লাভ হয়। এই কেস স্টাডি আমার কাছে স্টার জলসার সিরিয়াল এর মত ই মনে হচ্ছে। এই বিষয়ে স্টাডি হতে পারত :)
৩ কোটি টাকা খরচে আলু চাষ দেখতে ইউরোপ যাচ্ছেন ৪০ কর্মকর্তা

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তবু এটার সমাপ্তি এখানেই হোক। দেশে আর নতুন করে এধরনের স্টাডির প্রয়োজন নেই।

ধন্যবাদ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

পদ্মপুকুর বলেছেন: আজব!

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অত্যন্ত আমাদের দেশের প্রেক্ষাপটে।

ধন্যবাদ।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

নুরহোসেন নুর বলেছেন: লজ্জাজনক ঘটনা!
বিকৃত মস্তিষ্কের মানুষেরা এরকম ব্যাপারকে বিনোদন হিসেবে চালিয়ে দিতে পারে,
স্বাভাবিক মানুষের জন্য এটি চরম কষ্টের।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অচিরেই ভিতরের আসল তথ্য বেরিয়ে আসবে।

ধন্যবাদ।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

ভুয়া মফিজ বলেছেন: আমার যেহেতু ফেবুর সাথে যোগাযোগ নাই, আপনার লেখা থেকেই বিষয়টা জানতে পারলাম। এটা শিক্ষার অংশ হলে বলার কিছু নাই। প্রতিষ্ঠান অনুমোদন করলে অনেক কিছুই হতে পারে, খারাপ-ভালো‘র দায় শিক্ষা প্রতিষ্ঠানের। কোন কিছু নিয়ে গবেষণা করতে হলে অনেক সময়ে হাতে-কলমে অনেক কিছুই করতে হয়। কোনটা সমাজ গ্রহন করছে, কিংবা বর্জন.....সেটা সমাজই ঠিক করবে।

আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না, তাতে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর মত দিয়েছেন । ধন্যবাদ।

যে উদ্দেশ্যেই এটা করুক গ্রহণযোগ্য নয়।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬

সাইন বোর্ড বলেছেন: বেশ কয়েক দিন আগেই ছবিটা ফুসবুকে দেখেছি, যে উদ্দেশ্যেই এটা করা হয়ে থাকুক না কেন, তা মেনে নেওয়ার মত না ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

কেস স্টাডি করতে এমন অমানবিক পস্থা বেছে নিতে হবে এর কোন মানে নেই।

ধন্যবাদ।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

আমি তুমি আমরা বলেছেন: বিকৃত রুচির বহিঃপ্রকাশ। শুনলাম তেজগাঁও থানা নাকি দুজনকেই ডেকে তিরস্কার করেছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তেজগাঁও থানা যদি তা করে থাকে ভালই করেছে।

ধন্যবাদ।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৭

দৃষ্টিসীমানা বলেছেন: ছিঃ , এসব কি , আমাদের দেশে কি আজ কাল মানুষ নিয়ে তামাশা হচ্ছে ?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তামাশা শুরুর পূর্বলক্ষণ। ধন্যবাদ।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনার মত কি পরিমাণ লোকজন( যারা সবকিছুতে ম্যাঁওপ্যাঁও শুরু করে) বাংলাদেশে আছেন, সেটার উপর নিরীক্ষা চালায়েছেন মহিলাটি; বিশ্ব ক্রমাগতভাবে ভালো দিকে যাচ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাও মত সুশীল লোকদের পরিমাপ করতে যদি ল্যাংটো হয়ে আপনার চারপাশে বৃত্তকার আকারে ঘুরতে থাকে তখন সেটাকে কোন আর্টের মধ্যে ফেলবেন ?

ভালর নমুনা দেশেও আমদানি হয়েছে দেখতে পাচ্ছি।

২১ নম্বর মন্তব্যকারী যা বলেছেন সেটাই প্রকৃত উত্তর।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৮

সোহানী বলেছেন: যতটুকু বুঝতে পারলাম এটা একটা প্রোগ্রামের অংশ। বাস্তবের সাথে এর কোনই মিল নেই। বরং উল্টো, মেয়েদেরকেই জীবনভর গলায় দড়ি বেধেঁই চলছে পুরুষশ্রেনী।..........

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রোগ্রামের নামে চরম অমানবিকতা পার পেয়ে যেতে পারে না।

ধন্যবাদ।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৯

শের শায়রী বলেছেন: পারফর্মিং আর্ট আর পারর্ভাশনের মধ্যে পার্থক্য টা থাকল কোথায়? একজন মানুষকে (ছেলে বা মেয়ে কোন বিষয় না) গলায় দড়ি দিয়ে কুকুরের মত ইভেনিং ওয়াকে বের হওয়াকে কি কোন আর্টের মধ্যে ফেলা যায়? সমাজ ষ্টাডি করার জন্য আজকে যদি রাস্তায় কাউকে উলঙ্গ হয়ে দাড়িয়ে থাকতে তাহলে সে সমাজের ষ্টাডি করে কি পাওয়া যাবে? কালকে যদি একটা দুধের বাচ্চাকে কোন পূর্ন বয়স্ক ছেলে বা মেয়ে বিয়ে করে সমাজ ষ্টাডি করে তবে কি সেটা পারফর্মিং আর্টের মাঝে পড়বে? কেউ যদি কারো গায়ে ছুরি চাকু চালিয়ে (সেটা নির্যাতিতের অনুমতি সাপেক্ষে হলেও) দেখে সে মানুষটার বা আশে পাশের মানুষ কি প্রতিক্রিয়া তাহলে কি সেটা পারর্ফমিং আর্ট হবে?

আসলে হয়ত বোধের ব্যাখ্যাতীত কিছু করে সেটাকে মেনে নেয়া ষ্ট্যাডি করা কোন আর্টের ধারা? হয়ত আমি প্রাচীনপন্থী বলে এগুলো মানতে পারছি না।

শুভ কামনা।।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পার্থক্য নেই বলেই বেশিরভাগ মানুষ এটাকে মেনে নেয় নি।

যারা বুঝেও না বুঝার ভান করে আছে তাদের জন্য যথার্থ উক্তিটিই আপনে করেছেন।

আর্টের নামে এগুলো কোন ভাবেই সমাজে চালু হতে দেয়া যায় না।

ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুল ভাই,

আপনার ছোট্ট পোস্টে পারফর্ম কারীদের নিজস্ব মতামত না থাকায় উনাদের উদ্দেশ্য কি ছিল পরিষ্কার নয়। সচেতনতার প্রসার বা পথনাটিকার জন্য দেশের বিভিন্ন প্রান্তে এরকম কিছু ঘটনা ঘটে থাকে। সেরকম যদি হয়ে থাকে তাহলে আলাদা কথা অন্যথায় বর্বরোচিত ঘটনা আজ একবিংশ শতকে অকল্পনীয়।

শুভকামনা জানবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খারাপ কিছু দিয়ে ভাল কিছু বের করা যায় না।

বিষয়টি যথেষ্ট অমানবিক তাই গ্রহণযোগ্য নয়।


ধন্যবাদ।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য পড়ে অনেক কিছু জানলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মন্তব্য পড়লে অনেক কিছু জানা যায়।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১২

ফয়সাল রকি বলেছেন: উদ্দেশ্য যাই হোক না কেনো বিষয়টা ভালো লাগেনি। ধরুন, মানুষের গু-এর মধ্যে যদি অস্বাভাবিক কিছু পাওয়া যায় আর তা খেলে মানুষ অস্বাভাবিক কিছু লাভও করে, তারপরেও কি মানুষ গু খাবে? আর কেউ যদি খায়ও সেটা দেখতেও ভালো লাগবে না।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিষয়টা অনেকটা এরকমই মনে হচ্ছে।

ধন্যবাদ।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

একাল-সেকাল বলেছেন: ১৯। এখনও কি বলবেন পুলিশ ম্যাঁওপ্যাঁও শুরু করে দিয়েছে। :) ?
‘মানব কুকুর’: শিল্পীদের ডেকে নিয়ে মুচলেকা রাখলো পুলিশ"

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বলতেও পারে আশ্চার্যের কিছু নেই।

ধন্যবাদ।

২৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

ভবিষ্যত বলেছেন: কোথায় না কোথায় এ দৃশ্যের সাথে আমাদের দেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সর্বপরী রাজনৈতিক অবস্থা রূঢ় চিত্র তুলে ধরে...

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

দেশের বাস্তব চিত্র তুলে ধরতে এ ধরণের কিছু প্রয়োজন আছে বলে মনে হয় না।

ধন্যবাদ।

২৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৬

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো ।
প্রতিটি দিন আপনার ভালো কাটুক এই কামনা রইলো

০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ নববর্ষ ।

ধন্যবাদ।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

মোঃমোজাম হক বলেছেন: ছিঃ এটাও কি দেখার বাকি ছিল X(

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামনে আরও অনেক কিছু দেখার বাকি আছে মনে হচ্ছে। ধন্যবাদ।

২৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬

আরোগ্য বলেছেন: নিশ্চয়ই মানবজাতি ভীষণ ক্ষতির মধ্যে নিমজ্জিত। - সুরা আসর আয়াত সংখ্যা ২।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্য। সহমত। ধন্যবাদ। ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.