নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার অশ্রু

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২



শব্দের অক্ষরে অক্ষরে তোমাকে নিয়েই সাজিয়েছি কবিতা
আয়োজন করে বলার আগেই তুমি হয়ে গছো অন্যের জোনাকী
কি ছিল অপরাধ জানি না, এই অপরাধের কি নেই কোন ক্ষমা
ডানা ভাঙ্গা পাখির মত আমার ভালবাসা অশ্রু হয়ে ঝরে পড়ে
তোমার মনের আকাশে ডানা মেলতে করেছ চিরকালীন মানা
কি করে বুঝাবো সীমাহীন ভালবাসার থাকে না কোন সীমানা
তাইতো পোড়া বুকে বেদনার ক্ষতে আশার আলো জ্বালিয়ে রাখি
কখনো যদি ভুল বুঝে ফিরে নীড় ছেড়ে চলে যাওয়া নীড়ের পাখি।

হারানো বিজ্ঞপ্তি আর নিখোঁজ সংবাদে কেউ কেউ ফিরে পায় প্রিয়জন
তোমাকেই পাব না ভাবতেই বুকের ভিতরটা অজানা শূণ্যতায় ভারে যায়
আমি জাগি- রাত জাগে- চাঁদ জাগে দু’চোখে কিছুতে ঘুম আর আসে না
দমকা হাওয়ায় এলোমেলো স্মৃতির অ্যালবাম অশ্রু আমার বাধা মানে না।

ছবি-নিজের আঁকা।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন: দারুণ কথামালা

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন কথামালায় যে দেয় উৎসাহ
আনন্দ তার দেহ মনে দেক প্রবাহ।

২| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দরের সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগলো

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালোলাগায় ভালবাসা জানবেন।

ধন্যবাদ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬

সাইন বোর্ড বলেছেন: অশ্রুটুকুই হয়ত অর্জণ, তাকে যতন করে তুলে রাখতে হবে । ভাল লাগল কবিতার অনুভব ।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু কিছু অর্জনকে বর্জণ করতে নেই।

ধন্যবাদ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: বাহ ...... কি দারুণ শব্দ চয়ন!!

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! আপনার মন্তব্যটাও বেশ দারুণ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

রূপম রিজওয়ান বলেছেন: সালাম জানবেন।
দারুণ কবিতা বরাবরের মতই! মুগ্ধতা...
'ভিতরটা' বোধহয় টাইপো হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়ালাইকুম আসসালাম।

নিশ্চয় ভাল আছ।

কবিতা পাঠে মুগ্ধতায় ভালবাসা ও শুভেচ্ছা জানবে।

টাইপো ঠিক করে দিয়েছি। ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৪

অব্যক্ত কাব্য বলেছেন: সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কাব্য ভায়া।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:১২

মলাসইলমুইনা বলেছেন: মোঃ মাইদুল সরকার,
কবিতার সব শব্দ আর লাইনগুলোতে অশ্রু সিক্ত মনে হলো । হাহাহা ---।
মানে কবিতায় অশ্রু টলমল আবেগটা ভালোই আছে ।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

কবিতার সাথে যাথে কথা ও অর্থ মিল থাকে সেই চেষ্টা করেছি।

মনে হয় স্বার্থক হলো।

শুভ কামনা।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

নুরহোসেন নুর বলেছেন: অনবদ্য কবিতা, চমৎকার লিখেছেন।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর করে বলার জন্য ধন্যবাদ ভাই।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

নার্গিস জামান বলেছেন: সুন্দর কবিতা, খুব সুন্দর ছবি :)

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও কবিতার প্রসংশার জন্য ধন্যবাদ কবি।

১১| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কবি নিদারুণ বেদনায় বুঝি আঁখি ছলছল,
দারুণ রচিলেন

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রেমের নাম বেদনা........।

তাই কাব্যে তারই প্রতিফলন।

ধন্যবাদ ভাই।

১২| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: বেদনা যত না কষ্ট দেয় প্রেম ঠিক তার চাইতে অধিক সুখ দেয়

১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রেমের নাম বেদনা....
প্রেমে সুখ দুখ দুটোই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.