নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

-ভবিষ্যতে আমেরিকানরা ট্রাম্প এর নাম মুখে আনতে লজ্জাবোধ করবে-

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৮


আমেরিকানরা হিলারীর পরিবর্তে ট্রামকে ক্ষমতায় এনে যে চরম ভুল করেছেন তার মাসুল পদে পদে দিতে হচ্ছে । সারা পৃথিবীময় ট্রাম্প তার সমস্যা ছড়িয়ে দিচ্ছে। এটাই হওয়ার ছিল। যেমন কর্ম তেমন ফল।

নিত্য নতুন সমস্যা আর কান্ড ঘটিয়ে চলেছে মাথা মোটা ট্রাম্প। একের পর এক ভুল পদক্ষেপ উপহার দিচ্ছে জাতীকে। এমন পাগলামী না করলে কিসের আবার আমেরিকার প্রেসিডেন্ট! বটইতো। সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ। সে আবোল তাবোল কান্ড ঘটাবেনা তো আমি আপনি করবো এমন সৃষ্টিছাড়া কান্ড? না না তা হতেই পারে না।

তার পদলেহনকারী, মোসাহেবরাতো আছেই সে যা করে তাতেই চাটুকারের দল ধন্য ধন্য করে।

আমি তোমাদের স্বপ্নের আমেরিকা ফিরিয়ে দেব। তা জনগন যে প্রতিদিন দুঃস্বপ্নময় আমেরিকার মুখোমুখি হচ্ছে এটাই তো তাকে ভোট দেয়ার উপযুক্ত প্রতিদান।

কোন দেশের সাংস্কৃতিক স্থাপনায় হামলা যে যুদ্ধাপরাধ সেকি এই পাগলাটে ব্যবসায়ী জানে না ! জানে বৈ কি? মানে না।

ওই গায়ের জোড়ে আপনি মোড়ল সারা বিশ্বেই আছে । তা মিছেই বাংলাদেশকে আমরা দোষ দেই।

এমন সোনার ছেলে যে দেশে থাকে তারা কড়া সমালোচনায় পড়লেই বা তার বয়েই গেল।

ভবিষ্যতে কোন একদিন আমেরিকানরা ট্রাম্প এর নাম মুখে আনতে লজ্জাবোধ করবে । সবাই না আবার । কেবল যাদের লজ্জা অবশিষ্ট থাকবে তারাই এ কাজটি করবে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬

নীল আকাশ বলেছেন: আপনি ভুল বুঝেছেন। ট্রাম্প খুব ঠান্ডা মাথায় এই কাজ করছে। ইমপিচমেন্ট এখন পিছিয়ে যাবে।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে, কারা, কিভাবে তাকে অপসারণ করবে ? পাড়লে তো ?

ডান্ডা মাথার খুনী কি একেই বলে নাকি ।

ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ঠিক ভারত-------

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব দেশেই কিছু না কিছু সমস্যা থাকে । কিন্তু একজন রাষ্ট্রপ্রাধান এরকম হওয়া কাম্য নয়।

ধন্যবাদ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫২

একাল-সেকাল বলেছেন:
ঠিক বাংলাদেশ--------------

ইমপিচমেন্ট ইস্যু থেকে নজর সরাতেই ট্রাম্পের এই ইরান ইস্যু তৈরি করা।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হতে পারে নজর এড়াতে এই কাজ করেছে। কিন্তু সারা বিশ্বকেই সে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। পাজির পা ঝাড়া কোথাকার।

ধন্যবাদ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

প্রািন্ত বলেছেন: আমি বুঝতে পালাম না আপনি ট্রাম্পের কর্মকান্ডের সমালোচনা করেছেন। নাকি ট্রাম্পের উপর জমে থাকা পুঞ্জিভুত ক্ষোভ উগরে দিলেন?

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুটোই করেছি।

ধন্যবাদ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩

ঢাবিয়ান বলেছেন: শুরুটা করেছে যুদ্ধবাজ আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প ।এর বীপরিতে ইরান যে পালটা তাদের শক্তিমত্তা দেখাতে সমর্থ হয়েছে তা বলাই বাহুল্য। ইরানি মিসাইল আক্রমনে ৮০ জন মার্কিনী নিহত হয়েছে। আমেরিকানরা কি এটা সহজে মেনে নেবে? এর বীপরিতে ট্রাম্প যদি আশি হাজার ইরানিও মেরে ফেলে তাতে মার্কিনীদের কিছু যায় আসে না। ৮০ জন আমেরিকানদের মৃত্যূ এত সহজে মেনে নেবে না মার্কিনীরা।

যুদ্ধ কোনভাবেই কাম্য নয়, তবে ইরান মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আগ্রাসন নীতির বিরুদ্ধে দারুন শক্তিমত্তা দেখাতে সমর্থ হয়েছে। হয়ত এর জন্য বিড়াট মূল্য দিতে হবে তাদের , কিন্ত আমেরিকার মুখে চপেটাঘাত করার যে দুর্নিবার সাহস তারা দেখিয়েছে , তার জন্য একটা সাধুবাদ ইরানের অবস্যই প্রাপ্য।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আমেরিকাকে চপেটাঘাত না করলে সে যেকোন ছুতোয় যেকোন দেশকে আক্রমন করে বসতে পারে।

উত্তর কুরিয়াকে কিছুই করতে পালনা। তেলের জন্য কেবল মুসলিম দেশগুলোই টার্গেটে পরিণত হয়েছে।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ট্রাম্প ইতিহাস হয়ে থাকবেন।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেদনার ইতিহাস, লজ্জার ইতিহাস হয়ে থাকবেন।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৯

শের শায়রী বলেছেন: আমার কেন যেন মনে হয় এই অরাজনৈতিক প্রেসিডেন্টের হাত ধরে আমেরিকার অধঃপতন হবে। ইতিহাস কি বলে দেখা যাক।।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আর এই অধঃতনের নায়ক ট্রাম্প।

ধন্যবাদ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩

খাঁজা বাবা বলেছেন: কিছুই হবে না
ট্রাম্প আরো কিছুদিন নাটক দেখাবে
মানুষকে বিনোদন দেবেন

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমটা হতেই পারে। নতুন নির্বাচণ না হওয়া পর্যন্ত।


ধন্যবাদ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

জুন বলেছেন: আমেরিকানরা এত সহজে লজ্জা পায়না মাইদুল সরকার। তাই যদি হতো তবে নিক্সন আর ছোট বুশের কর্মকান্ডে সব আমেরিকান তখনই লজ্জায় গলায় দড়ি দিতো। আর আমার ধারণা সাধারণ আমেরিকান জনগন রাজনীতি নিয়ে এত মাথা ঘামায়না আমাদের এই উপমহাদেশের লোকজনের মত। চিন্তা করবেন না, ইরাককে জানিয়ে ইরান মার্কিন ঘাটিতে মিসাইল মেরেছে তার অর্থ আগে থেকেই সৈনিকরা যেন সরে যায় তার সংকেত দিয়েছে ইরান । ৮০ জন্য মার্কিন সৈন্য মরলে এতক্ষণে ইরানের খবর হতো। সার্বিয়ান যুদ্ধে এক মার্কিন পাইলটকে বাচানোর জন্য কতখানি যেতে পারে আমেরিকা তার সত্য ঘটনা নিয়ে ম্যুভি "বিহাইন্ড দ্যা এনিমি লাইন " দেখলে বুঝবেন।
ট্রাম্পের নীতি হচ্ছে জন সম্পদ ক্ষয় না করে মোটা লাভের ভাগীদার হওয়া। মাথায় হাত বুলিয়ে তেল নেয়া আর অস্ত্র বেচা। আফগানিস্তান আর ইরাক এখন তাদের কাছে বোঝা। এইরকম বোঝা তারা আর নতুন করে তৈরি করবে না। অনেক লিখলাম। শুভকামনা রইলো।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুদ্ধ না হওয়াই কাম্য।

সুন্দর করে বলেছেন।

সামনে কি ঘটনা ঘটবে সময়ই বলে দিবে।

ধন্যবাদ। ভাল থাকুন।

১০| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৯

আমি তুমি আমরা বলেছেন: ইরান নিয়ে ট্রাম্পের এই তাফালিং মূলত তার ইম্পিচমেন্ট ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার জন্য। সাথ ইলেকশান ইয়ারে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য স্টান্টবাজি।

১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো আছেই। সাথে নিজের খামখেয়ালীপনা জাহির করতে সদা সচেষ্ট।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.