নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
তোমার দেয়া উপহারগুলো হারিয়ে গেছে কালের করাল গ্রাসে
ধ্বংস হয়ে গেছে আমাদের প্রথম পরিচয়ের স্বাক্ষী সেই কৃষ্ণচূড়া
রয়ে গেছে কেবল তোমার দেয়া সেই সুন্দর নীলাভ ইরানী রুমাল
যেথায় লিখেছিলে অতি যতনে সূতার কারুকার্যে-‘ভুলনা আমায়’।
সময়ের বিবর্তনে ভুলে গেছি হায় এ জীবনের শত চাওয়া-পাওয়া
স্মৃতির গহিন বনে আজও বয়ে যায়-‘ভুলনা আমায়’ নামক হাওয়া।
ছবি-নিজের তোলা।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে অতীতকে ফিরে পেতে ইচ্ছে হয়। ধন্যবাদ।
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২০
নীল আকাশ বলেছেন: সময়ের করাল গ্রাসে শুধুই স্মৃতিতে রয়ে যায় অমলিন কিছু অনুভূতি।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো স্মৃতির নাম বেদনার ফুল।
সুন্দর মন্তব্যে ধন্যবাদ আপনাকে।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্মৃতি যতই মধুর হোক
তা মানুষকে কাঁদায়!
সুখের স্মৃতি ফিরে না পাওয়ার বেদনা
আর দুঃখ কষ্ট দেবার যন্ত্রণা। দুটোই
চোখের কোন ভিজিয়ে দেয় !
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সঠিক। নূর ভাই।
স্মৃতির মধুরও হয় এবং যন্ত্রনারও হয়। তাইতো এর নাম বেদনার ফুল।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৫
করুণাধারা বলেছেন: অতীতের দিনগুলো মনে আসে দীর্ঘশ্বাসের সাথে।
বর্ণিল ডিমটা ভাল লাগল।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।
অতীত মানে সাদা কালো স্মৃতি...........
ভাল থাকুন।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: এমন কিছু মহৎ কাজ করুন যেন আপনাকে মনে রাখতে বাধ্য হয়।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাইতো আর মহৎকাজ করতে পারেনা। আপনিই বলেছেন কারো প্রতিমন্তব্যে মহৎ কাজের জন্য আপনার জন্ম হয়েছে।
তো এমন কিছু করুন যাতে অমর হয়ে থাকতে পারেন।
ধন্যবাদ।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
নজসু বলেছেন:
ভুলে যাওয়া সহজ নয়রে
প্রেম যদি সঠিক হয় রে
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো ঠিক আছে-
তবুও আমরা ভুলে যাই
ডুবে যাই ভুলের খেলায়
তার পর তারে স্মরণ করি অবেলায়।
ধন্যবাদ।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আহা , স্মৃতি ! কবিতা ভালো লাগলো।
ছয় লাইনে আবেগের যথার্থ প্রকাশ ।
২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ স্বপ্নময় কবি।
স্মৃতি মানেই অতীতের হাহাকার।
৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
রুমাল দিলে নাকি ছাড়াছাড়ি হয়, এমন একটা প্রবাদ আছে। তাই রুমাল দেয়া নেয়া না করাই ভালো। তবুও প্রেম মানেনা বাঁধা, মনের মাধুরী মিশিয়ে তাই রুমালে জানানো হয় ----
২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও শুনেছি রুমাল দিলে নাকি বন্ধুত্ব/প্রেম শেষ হয়ে যায় বা নষ্ট হয়। ছবির জন্য কৃতজ্ঞতা।
এমন ছবিই খুজছিলাম নেটে কিন্তু বিলম্ব হওয়ায় দিতে পারিনি।
ধন্যবাদ।
৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
হা.... হা... হা... নেটে এমন ছবি পাবেন না। নেট থেকে মূল ছবিটি নামিয়ে নিজের কারিশমায় লেখাটুকু জুড়ে দিয়েছি নিজ হাতে লিখে।
২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যিই পাইনি।
তাইতো বলি আপনি কি করে পেলেন। এই তাহলে কারিশমা।
আমার জন্য একটু কষ্ট করলেন।
কৃতজ্ঞতা । শুভকামনা। আবারও ধন্যবাদ।
১০| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৬
একাল-সেকাল বলেছেন:
স্মৃতির অপর নাম ভেজাচোখ।
হোক সে সুখের কিংবা দুখের। ভাইরাসের মত একবার ইন্সটল হলে আর আনস্টল করা যায়না। আমৃত্যু বয়ে বেড়াতে হয় জীবনের অপারেটিং সিস্টেমে।
২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ ! চমৎকার করে বলেছেনতো ভাই।
ভেজাচোখ। এটা নিয়েও একটা কবিতা হতে পারে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই অতীত
সুন্দর হয়েছে