নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
প্রায় ২০০শত বছর আমরা পরাধীন ছিলাম শাষিত ও শোষিত হয়েছি বৃটিশদের দ্বারা তারপর পাকিস্তানীদের দ্বারা। স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও আমরা অনেক ক্ষেত্রে মানবিক হতে পারিনি। কেন পারিনি তার উত্তর হতে পারে নানাবিধ কারণ । সেদিকে যাব না। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনায় আসা যাক।
বিশ্বজুড়ে যখন করোনা নামের অদৃশ্য ভাইরাশ যুদ্ধে এককভাবে প্রভাব বিস্তার করছে আর দেশে দেশে সরকার ও মানুষ নানা পদক্ষেপ নিয়ে তার মোকাবেলা করছে তখন আমাদের দেশের কিছুদৃশ্যপট সত্যি ভাবিয়ে তুলেছে।
কোন কোন দেশে মাক্স ফ্রি বিতরণ করা হয়েছে আর নিদেনপক্ষে সঠিক দামেই সব দেশে বিক্রি হ্চ্ছে। এর বিপরীতে আমাদের চিত্র হচ্ছে উাল্টো। ব্যবসায়িক মানুষিকতায় এহেন মাক্স বিক্রি হলো কিছুদিন ৫০-২০০ টাকা পর্যন্ত। এখন চেহেতু চাহিদা তেমন নেই দাম আবার সুলভ হয়ে গেছে।
কিছু মানুষ যখন জানতে পারল লেবুতে ভিটামিন সি বেশি আছে তােই গোরপ্রতিরোধের জন্য বেশি করে লেবু খেতে ও মজুদ করতে লাগলেন ফলাফল লেবুর দাম আকাশ ছোয়া। এক জোড়া লেবু ৬০-৮০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখলাম। এখন আবার কিছুটা কমে এসেছে সর্বনিম্ন দাম ২০-৩০ টাকা এক জোড়া লেবুর দাম।
আদা আমি প্রায় প্রতিদিনই খাই কারণ গ্যাস্টিকের অন্যতম নিয়ন্ত্রক আদা। কিন্তু এহেন আদারও দাম বেড়েছে। কারণ কিছু মানুষ কোথা থেকে শুনেছে আদাও নাকি ভাইরাসের বিরুদ্ধে ভাল কাজ করে । এই হুজুগে এক টুকরো আদার দাম ১৫ টাকা।
কবে শেষ হবে আমাদের এই হুজুগেপনা। এই মহামারিতে অনেক ভাল কাজ হচ্ছে। অনেক মানুষ অন্যকে বিনামূল্যে খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, বাড়িভাড়া মাফ করে দিচ্ছে, করোনায় মৃত লাশের জন্য জমি দান করেছে গোরস্থান বানাতে, সরকার সাধ্যমত সব করছে।
কিন্তু খারাপ দিকগুলোও প্রকট হচ্ছে পত্রিকা বা অনলাইনে যা ভেসে উঠছে। কেরোনা যুদ্ধের দিনে আসুন আমরা আরও মানবিক হই। ভাল যোদ্ধা হই, ভাল মানুষ হই।
ছবি-নিজের তোলা।
১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি ? তাহলেতো দারুণ কাকতালীয় ব্যাপার ঘটে গেল।
ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: আমি ভাই সাংসারিক মানুষ। আমাকে নিয়মিত বাজারে যেতে হয়।
বাজারে জিনিসপত্রের হু হু করে বাড়ছে। মুহুর্তের মধ্যে আদা ৩২০ টাকা কেজি হয়ে গেল। ছোট ছোট লেবু, টিপলে রসও হবে না- সেই লেবু হালি ৩০/৪০ ্টাকা।
১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো ভায়া এই পোস্ট। আমরা পারিও বটে এই আগুন এই পানি হতে।
৩| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
ওমেরা বলেছেন: মধু, কালোজির এগুলোর দাম এখনো বাড়েনি ? আমাদের এখানে তো বাঙ্গালীরা এগুলোও খাচ্ছে, অবশ্য আমাদের এখানে দাম বাড়েনি ।
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
মধুতো এমনেই দাম আর এখনতো আরও তবে অনেক জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে।
৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪
মা.হাসান বলেছেন: চালের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ডালের দাম প্রায় দেড় গুন হয়েছে। চিনি কিনতে যেয়ে দেখি ৭০ টাকার বদলে ৭২ টাকা। লেবু খাওয়া বাদ দিয়েছে। টমেটো খাই। একজোড়া লেবুর দামে এক কেজি টমেটো পাওয়া যায়। তবে মৌসুম শেষ ,এখন টমেটোর ও দাম বাড়া শুরু হয়ে গেছে। যারা মূল্য বৃদ্ধি রোধ করতে পারতেন তারা কি কখনো নিজেরা বাজারে যান?
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
অনেক কিছুর দাম আকাশছোয়া তবুও কিছু পন্যের দাম একেবারে কমে গেছে।
কোন দিকে যে যাবে সমাজনীতি , অর্থনীতি কে জানে।
৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৯
মলাসইলমুইনা বলেছেন: মোঃ মাইদুল সরকার
হ্যা, আমরা যদি আরো মানবিক হই, ভাল যোদ্ধা হই, ভাল মানুষ হই তবে এই সংকট কাটাতে সহজ হবে জীবন যুদ্ধ ।
এগুলোর কোনটা হওয়ায় সহজ নয় । কিন্তু আমাদের সম্পদ আর সামর্থ্য অনেক সীমাবদ্ধ । এই সংকট কাটাতে আমাদের নতুন মানুষ হতেই হবে । নইলে ভয়ংকর বিপর্যয় অপেক্ষা করছে সামনে ।
২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
সহমত।
কিন্তু মনবিকতার সাথে সমান পাল্লা দিয়ে অবমাবিকতাও বেড়ে যাচ্ছে। সুদিনের অপেক্ষায় আছি।
৬| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯
শুভ্র মিহির বলেছেন: মানবিকতা হয়ত আমাদের ব্যবসায়ীদের রক্তে নাই
২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
মানবিকতা বিষর্জন দিয়েই হয়তো ব্যবসায়ী হয়েছে। তবে সবাই সমান নয় মিহির ভাই।
ভাল থাকুন।
৭| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২
আখেনাটেন বলেছেন: কেরোনা যুদ্ধের দিনে আসুন আমরা আরও মানবিক হই। ভাল যোদ্ধা হই, ভাল মানুষ হই। --- আমিন।
কিন্তু অতি হুজুরদের কর্মকান্ডে তো জান তিষ্টানোই এখন দায়। এই বিপদে উনাদের ভূমিকাই সবচেয়ে প্রশ্নবিদ্ধ। গরীব লোকেরা, শ্রমিকেরা পেটের দায়ে, চাকরীর দায়ে গোলযোগ করেলেও এই অতি হুজুরো যে ইচ্ছাকৃতভাবেই সর্বনাশ করছে এদের জন্য নসিয়ত কি হবে?
ভারতে এক মওলানা সাদের আহম্মকী সাধারণ মুসলমানের জন্য নরক গুলজার বানিয়ে ফেলেছে পাপিষ্ঠ উগ্রবাদিরা। এগুলো থেকে এই অতি ধার্মিকেরা শিক্ষা নিবে কবে?
২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
ইহারা শিক্ষা দিতে জানে, নিতে জানানে।
তাইতো এই মসিবতের দিন নতুন নতুন সমস্যা তৈরীতে হইারা পারদর্শী প্রমাণ হইতেছে। এতে সমস্যা বাড়ে বৈ কমে না।
অবশ্য সকলে এক নহে।
৮| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২৬
জুন বলেছেন: সব দেশেই কোন কোন সময়ে, উতসবে পালা-পার্বনে বিশেষ করে খাবারে অনেক ছাড় দেয়। এখানে এই করোনা কালে চেইন শপ 7/11 এর যে খাবার ৩০/৪০ বাথ ছিল তা এখন ৫ টা একশ বাথে দিচ্ছে। গভ ছাড়াও উদ্যোক্তারা অনেক খাবারে ছাড় দিচ্ছে কিন্ত আমাদের দেশে তখনি দেয় যখন সেটা পচে যায় অর্থাৎ আর সংরক্ষণ করতে পারে না মাইদুল সরকার । ভালো বিষয় নিয়ে লিখেছেন
+
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১
নেওয়াজ আলি বলেছেন: মাক্স পকেটে আর আদা লেবুর চা হাতে নিয়ে সামু আসতেই আপনার এই লেখা।