নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

গরুর নাড়ি ভুরি খাওয়া নিয়ে দ্বিধা জায়েজ /না জায়েজ

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭


কোরবানী বা ঈদ-উদ-আযহা এলে সারা পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন পশু কোরবানী করে থাকে। মাংস ও ভুড়ি খাওয়ার ধুম পড়ে। অনেকে আবার ভুড়ি খাননা বা খেতে চাননা কারণ খাওয়া ঠিক না বেঠিক তা নিয়ে থাকে দ্বধা দ্বন্ধ। বিভিন্ন বই পত্র ও ওয়েবসাইট ঘেটে জানা যায় পশুর রগ খাওয়া বা নাড়ি খাওয়া জায়েজ নয় যেমন মুরগির নাড়ি খাওয়া জায়েজ নয় আর মুরগীর ভুড়ি বলে কিছু নেই। কিন্তু গরু/মহিষ/ছাগল/ভেড়ার ভুড়ি রয়েছে তাই পরিস্কার করে খাওয়া জায়েজ।


وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

গরুর নাড়ি তথা রগ খাওয়া জায়েজ নয়। তবে ভুরি খাওয়া জায়েজ আছে। তবে ভুরির ভিতরে থাকা ময়লা পরিস্কার করে নেয়া আবশ্যক।

হালাল পশুর ৭টি অঙ্গ হারাম। যথা-

১- প্রবাহিত রক্ত।

২- নর প্রাণীর পুং লিঙ্গ।

৩- অন্ডকোষ।

৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ।

৫- মাংসগ্রন্থি।

৬- মুত্রথলি।

৭- পিত্ত।

এছাড়া বাকি সবই খাওয়া জায়েজ।




তথ্যসূত্র- ahlehaqmedia.com

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


গরু একটি নতুন প্রাণী, ব্লগারেরা ইহা সম্পর্কে কতটুকু জানতেন কে জানে; পোষ্ট টি সাহায্য করবে, আশাকরি। মাছের নাড়ীভুড়ি সম্পর্কে কোন রিসার্চ?

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গরু কোন নতুন প্রাণী নয়, ব্লগাররা ইহা সম্পর্কে সম্মক অবগত। শুধু ভুড়ি খাওয়া নিয়ে দ্বিধা থাকায় এই পোস্ট দেওয়া। আপনি ইচ্ছা করেই এমন মন্তব্য করেন যাতে ভিন্নধর্মী উত্তর পাওয়া যায়। মাছের নাড়ীভুড়ি খাওয়া নিয়ে কোন প্রশ্ন উঠার কথা নয়। কোনটা হালাল কোনটা হারাম, কোন উপকারী মানুষ মোটামুটি জানে।

ধন্যবাদ।

২| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাংলাদেশ হতে গরুর নাড়ি-ভুরি , প্রজনন অঙ্গ ইত্যাদি চীন ,তাইওয়ান ইত্যাদি কিছু দেশে রপ্তানি হচ্ছে। এগুলো ওসব দেশে খুব সমাদৃত খাবার।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবার নাকি এগুলো রপ্তানি করে বেশ কিছু টাকা আয় হয়েছে বাংলাদেশের।

ধন্যবাদ।

৩| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৮

নেওয়াজ আলি বলেছেন: গরুর নাড়িভুঁড়ি চামড়ার সাথে পদ্মা নদীতে ভেসে গিয়েছে

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একসময় নাড়িভুড়ি ফেলে দিত মানুষ েএখন আর পানিতে ভাসেনা, খাওয়া হয়, রপ্তনি হয়।

ধন্যবাদ।

৪| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি জানা ছিল না। আপনার লেখা থেকে জানতে পারলাম তাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

এটা সবারই জানা দরকার। ভাল থাকুন ভাই।

৫| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

আশা করি ঈদ ভাল কেটেছে।

৬| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০২

ঢুকিচেপা বলেছেন: হালাল হারাম বেছে খাওয়া উচিত কিন্তু মানুষ এখন সব খাচ্ছে। মুরগীর পা এবং ভুড়িও বেচতে দেখি।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই হালাল হারাম বেছে খেতে হবে।

মুরগীর পা খাওয়া যাবে। নাড়ী খাওয়া যাবেনা।

ধন্যবাদ।

৭| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যা কিছু স্বাস্থ্যসম্মত,এবং যার যেটাতে রুচি তাই খাওয়া উচিত।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই। ধন্যবাদ।

৮| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

নূর আলম হিরণ বলেছেন: ইসলামে হারামের লিস্টটা একটু বড়।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানব জীবনের জন্য যা মন্দ, ক্ষতিকর, অনপুকারী তাই হারাম করা হয়েছে।

ধন্যবাদ।

৯| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০

শাহ আজিজ বলেছেন:
ঢাকাসহ এখন সারা দেশে কোরবানির পর থেকে ছয় মাস বিফ প্যাটিসে নাড়ি কুচিয়ে মশলা দিয়ে দেওয়া হয় । মুরগির পা নাড়ি ইত্যাদি চিকেন প্যাটিসে অনেক আগে থেকে দেওয়া হয় । ভুঁড়ি রফতানি হয় ৩০ বছর আগে থেকেই । আমি চীনে বসে ঢাকার গরুর ভুঁড়ি খেয়েছি । আমরা ছোট বেলা থেকেই জানি কোনটা হালাল । আরবে কোন গরু কোরবানি হয়না ।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যদি নাড়ি দেওয়া হয় তবে তা হারাম হবে। ভুঁড়ি এখন আর ফেলনা নয়। মজাদার খাবার ও রপ্তানী দ্রব্য। আরবে গরু কোরবানী হয়না ঠিকই দুম্বা ও উট জবাই হয়।

অভিজ্ঞতা শেয়ারে ধন্যবাদ।

১০| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সঠিক বলেছেন!
তবে এর সাথে আরো কিছু যোগ করা যায়
যেমন গরুর চামড়াও ইচ্চা করলে খেতে পারেন।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ

মোট কথা হালাল হারাম জেনে খেতে হবে।

১১| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৫

কলাবাগান১ বলেছেন: পৃথিবী যখন স্পেস শীপ নিয়ে মংগল গ্রহে যাচ্ছে আর আমরা আলোচনা করছি মুরগীর পা খাওয়া যাবে কিন্তু ভুড়ি খাওয়া যাবে না....

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পৃথিবী যতই উন্নতির দিকে এগিয়ে যাক। মানুষকে বিশেষ করে মুসলমানদেরকে জানতে হবে হালাল হারাম কোনটা।

এতে আলোচনার দোষের কিছু নেই, তাতে বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে নেই। বরং বাংলাদেশ ও বাঙ্গালি অনেক বিষয়ে এগিয়ে আছে বিজ্ঞান বা গবেষণার দিক দিয়ে।

মঙ্গল বা অন্য গ্রহে গেলেও এটা জানতে হবে আপনি কি হালাল খাচ্ছেন না হারাম। ঈদ পর এটা খাওয়া হয় বলেই এই পোস্ট দেওয়া।

ধন্যবাদ।

১২| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: হজম করতে পারলে সব কিছুই খাওয়া যায়।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নো। হারাম খাদ্যও হজম হয় তাই বলে হারাম খাবো?

জানতে হবে।

ধন্যবাদ।

১৩| ১৩ ই আগস্ট, ২০২০ ভোর ৫:০৪

অনল চৌধুরী বলেছেন: যে জিনিসের মধ্যে গোবর থাকে,সেটা খাওয়ার এতো আগ্রহ কেনো?

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গোবর মোড়ানো জিনিস যখন খাওয়া হচ্ছে সেটা খাওয়া যাবে কিনা আর গেলেও কিভাবে তার জন্যই পোস্ট শেয়ার করা।

ধন্যবাদ।

১৪| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৫

নতুন নকিব বলেছেন:



পৃথিবী মঙ্গল গ্রহের পরে 'ইউ ওয়াই স্কুটি' নামক দৈত্য নক্ষত্রে পৌঁছে গেলেও (অবশ্য 'ইউ ওয়াই স্কুটি' নক্ষত্রে মানুষের পক্ষে কোনো দিনই হয়তো পৌঁছানো সম্ভব হবে না) হালাল হারাম না দেখে সবকিছু একাকার করে দেয়ার প্রশ্ন অবান্তর। তবে যাদের এসব কিছুতে বাছবিচার নেই তাদের কথা আলাদা।

একত্ববাদে বিশ্বাসীদের জন্য এসব বিষয় জানা জরুরি। আর পৃথিবী যত দিন থাকবে, ইসলাম ধর্ম যতদিন টিকে থাকবে, ঠিক ততদিনই হালাল হারামের এই বিষয়গুলো মানুষ জানার চেষ্টা করতেই থাকবে। পোস্ট যথার্থ।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক দিন পর প্রিয় নকিব ভাই এর উপস্থিতি সত্যিই অন্য রকম ভাল লাগলো।

আপনার মূল্যবান মতামত পোস্টটিকে পূর্ণতা দিল।

অবশ্যই যথার্থ বলেছেন।
ধন্যবাদ।

আশা করি ভাল আছেন।

১৫| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
নো। হারাম খাদ্যও হজম হয় তাই বলে হারাম খাবো? জানতে হবে।
ধন্যবাদ।

হারাম হালাল কোনো কথা না। যেটা ভালো লাগে খেয়ে নিবেন। জীবন তো একটাই।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি ? তো এক জীবনে চাইলেই কি ১০০টি বিয়ে করা যায়, হালাল পশুর লোম খাওয়া যায়, রক্ত খাওয়া যায়, কাঁচা মাংস খাওয়া যায়, পশু পাখির লালা, বীর্য খাওয়া যায়(কারে ইচ্ছে করলে)। মুসলিম হিসেবে হালাল হারাম মানতে হবে।

১৬| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১

মিরোরডডল বলেছেন:



ভুড়ি/বট ভুনা খুবই মজার একটা খাবার ।
যদিও নিজে করিনা কিন্তু ফ্রেন্ডসরা কুক করে, অনেকই ইয়াম ইয়াম :)
যারা খায়নি, মাস্ট ট্রাই করা উচিত :P






১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক আপু, ভুড়ি ভুনা অনেক মজা।

আর ভুড়ির অনেক রেসিপি আছে। একেক ভাবে রান্নার একেক মজা।

ছবিসহ মন্তব্যে ধন্যবাদ।

১৭| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১২

ওমেরা বলেছেন: আমরা যখন প্রথম সুইডেন আসি আমার দুরের একটা শহরে অল্প কয়েকমাস ছিলাম , সেখানে হালাল কোন গোস্ত পাওয়া যেত না , মাছ পাওয়া যেত শুধু স্যামন কিন্ত দাম ছিল খুব বেশী । তিন মাস শুধু আমরা ডিম খেয়ে ছিলাম। এমন কি ষ্টকহোমে তখন খুব বেশী হালাল দোকান ছিল না এখন হালাল দোকান অনেক ।

আল্লাহর দেয়া হারাম - হালালের বিধান অবশ্যই আমাদের মেনে চলা উচিত । আপনাকে ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনারা হালাল খাবার না থাকা সত্বেও যে ধৈর্য ধারণ করেছেন তা নিশ্চয় অনেক বড় ব্যাপার।

আল্লাহ এর উত্তম প্রতিদান দিন।

আল্লাহর দেয়া হারাম - হালালের বিধান অবশ্যই আমাদের মেনে চলা উচিত ।
হ্যা অব্যশই তা মেনে চলতে হবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.