নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত চুম্বনগুলো

২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩




আমাদের প্রেমের অসমাপ্ত চুম্বনগুলো যেন;
হারিয়ে যাওয়া এক সুতো কাঁটা ঘুড়ি
প্রজাপতি রঙ্গিন ডানা মেললে
হাতছানি দেয় কবেকার সেই রেশমি চুড়ি।

আমরা মনের বনে হারিয়ে গিয়েছিলাম
অরণ্যে-সমুদ্রে নিমগ্ন ভ্রমণে
যেথায় স্বপ্নেরমত একাকার হয়ে গেছে
আসমান আর ধরণী গোপন চুম্বনে।

অতীত স্মৃতিচারণে প্রেমের দিনগুলোর;
মনে পড়ে গাঢ় মেলামেশা
বহতা জীবনে কেবল ভেসে চলেছি
বুকের ভিতরে এখনো প্রেমের পিপাসা।

অসমাপ্ত চুম্বনগুলো তোমারেই খুঁজে ফিরে
স্বাদ পেতে চায় পূর্নতার
বুঝে গেছি অনেক পরে যখন অন্ধকারে
চাইলেই পূরণ হয় না কিছু শূণ্যতার।


ছবি-নিজের আঁকা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০০

তারেক ফাহিম বলেছেন: ছবি যে আপনার কৃতত্ব তা পাঠ করার আগেই বুঝে নিয়েছে, স্যার।

কবিতা-ছবি দুটোতেই ভালোলাগা।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ছবি দেখেই স্যারের কৃতিত্ব ধরে ফেলা ভাল ছাত্রের লক্ষন।

প্রথম মন্তব্যে ছাত্রের উপস্থিতি অন্যরকম আনন্দ।

আর ভাললাগায় ভালবাসা রইল।

সাথে একটি ছবি উপহার-

২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

ঢুকিচেপা বলেছেন: কবিতা তো ভাল লেগেছে। কিন্তু চিন্তা হচ্ছে, ছবিটা যদি ঘরের লোক দেখে তাহলে বাড়িতে ঢোকার অনুমতি পাবেন কিনা।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

না ভায়া ঘরের লোক জানে। মাঝে মাঝে ছবি আকি সেটা তো না জানার কারণ নেই।

ভালথাকবেন।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

নেওয়াজ আলি বলেছেন: লিখনীতে মন উৎফুল্ল হলো । :D

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

প্রশংসার জন্য ধন্যবাদ ভাই।

ভাল থাকুন।

৪| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবিতা পাঠে।

৫| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠোটের উপর একটা তিলও আছে দেখছি? =p~
সুন্দর কাব্য, সুন্দর ঠোট !

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠোটের উপর তিল থাকা মানে সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাওয়া।

প্রশংসায় ধন্যবাদ লিটনদা।

৬| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৪

রামিসা রোজা বলেছেন:
জীবনের অনেক কিছুই তো অপূর্ণ রয়ে যায় ।
ছবি ও কবিতা প্রশংসনীয় ।

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই জীবনের অনেক কিছু অপূর্ণ থেকে যায়।

প্রশংসায় কৃতজ্ঞতা।

ভাল থাকুন।

ধন্যবাদ।

৭| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতা। আর ছবিটা কি বলবো ? এক কথায় অসাধারণ বিশেষ করে ওই তিলটা। আহ! হৃদয় হারিয়ে গেলো মনে হয়।

৩০ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

৮| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অতৃপ্ত হিয়ার করুন আর্তনাদ . . . .

এই শুন্যতা আছে বলেই বুঝি সৃষ্টি ক্রিয়াশীল
ভাল লাগলো

শেষ লাইনের টাইপোটা ঠিক করে দিন, প্লিজ।

+++

৩০ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

ঠিক করে দিয়েছি।

শূণ্যতা থেকে সৃষ্টি হোক সৃজনশীল কিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.