নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
মানুষের মুখে মুখে বদলে যায় ভাষা। এই বদলে যাওয়াকে মেনে নিতে হয়, মেনে নেওয়া যায়। কিন্তু সারা বাংলাদেশ জুড়েই যখন দেখি গ্রাম/গঞ্জ/এলাকার ভুল বা বিকৃতি উচ্চারণ তখন ভাবতে বাধ্য হই কি কারণে এই বিকৃতি! খাতা কলমে ঠিক থাকলেও আমরা প্রচলিত ভুল নামটাই যেন বলতে বেশি পছন্দ করি। আজ এমনই কিছু নাম বলবো হয়তো আপনিও লক্ষ্য করবেন আপনার এলাকায় এমনটি হয়ে থাকে। মন্তব্যে জানিয়ে দিতে পারেন।
প্রচলিত নাম------------------------------------------- সঠিক নাম
পাতাইল্লা চর ------------------------------------------ চরপাথালিয়া
মাহমুদপুর -------------------------------------------মোহাম্মদপুর
আসনাবাজ------------------------------------------- হাসনাবাদ
করিমবাজ-------------------------------------------করিমাবাদ
বিনোপুর-------------------------------------------বিনোদপুর
ছোয়ানী-------------------------------------------ছয়আনি
পদ্মারচর-------------------------------------------প্রধানেরচর
বাউশ্শা-------------------------------------------বাউশিয়া
গরিপুর-------------------------------------------গৌরিপুর
ঢাহা---------------------------------------------ঢাকা
মইশকলা-------------------------------------------মহেষখোলা
বুইড়ারচর-------------------------------------------বুড়িয়ারচর
ইজলতলী-------------------------------------------হিজলতলী
মাইনকারচর-------------------------------------------মানিকারচর
দুলব্দী-------------------------------------------দুলভদী
মোড়গাপাড়া-------------------------------------------মোগড়াপাড়া
কলসেরকান্দি-------------------------------------------কালসারচর
সাপমাড়া-------------------------------------------সাপাড়া
সীরারচর-------------------------------------------শ্রীরায়েরচর
জামালকান্দী-------------------------------------------জামালদি
চরতা------------------------------------------------চড়থা
গুয়াগাইচ্চা-------------------------------------------গুয়াগাছিয়া
মীরগাও-------------------------------------------মীরেরগাঁও
ইছাপুর-------------------------------------------ইছহাকপুর
বারছড়া-------------------------------------------বাহেরছড়া
চন্দপুরা-------------------------------------------চন্দনপুর
সুন্দরপু-------------------------------------------সুন্দলপুর।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না না ভয় পাইয়েন না ভুল হইছে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৩
নতুন বলেছেন: কৃষ্ণ পুর = কেস্ট পুর
ঢাকা কে কো ঢাহা খুবই কম মানুষ বলে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঢাকাকে গ্রাম এলাকার লোকেরা ঢাহা বলে। যারা ঢাকায় বসবাস করেন তারা সঠিকটাই বলেন।
ধন্যবাদ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫
মিরোরডডল বলেছেন:
আমিতো ঢাকাতেই জন্ম বেড়ে উঠা কিন্তু কখনোই ঢাহা শুনিনি ।
গ্রামাঞ্চলে কথ্য ভাষায় ঢাহা বললেও বলতে পারে কিন্তু সেইটা কেনো তাহলে সঠিক হবে ।
ইন্টারেষ্টিং !
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঢাকাকে গ্রাম এলাকার লোকেরা ঢাহা বলে। যারা ঢাকায় বসবাস করেন তারা সঠিকটাই বলেন
আমি অবশ্য ভুল জায়গায় সঠিকটা আর সঠিক জায়গায় ভুলটা টাইপ করেছি।
ধন্যবাদ।
ভাল থাকুন।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৮
রামিসা রোজা বলেছেন:
আসলে বিকৃত ভাষা আপনি যেটা বলছেন আমার কাছে
তা মনে হচ্ছে আঞ্চলিক ভাষা । কাগজে-কলমে আমরা
বিকৃত ভাষা লিখিনা । থাক না কিছু কিছু আঞ্চলিক ভাষা
যেটা আমাদের ঐতিহ্য । তবে হ্যা, ছোট বাচ্চাদের বেলায়
সতর্ক থাকতে হবে ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবখানেই আঞ্চলিকভাষা আছে ঠিক আছে কিন্তু এলাকার নাম এভাবে ভুলভাল বলা ঠিক নয়।
হ্যা বাচ্চারা প্রথম থেকে শুদ্ধভাবে শিখলে সারাজীবন আর ভুল করবেনা।
ধন্যবাদ।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রচলিত ------------------------ সঠিক
মিরহুর ------------------------ মিরপুর
মইশকালি ------------------------ মহেশখালী
বাংলাদেশের মানুষ নিজ নিজ নাম সহ এলাকার নাম বিকৃত করতে পছন্দ করেন। তাই রোমেল নাম হয়ে যায় রোমেইল্যা, এরশাদ নাম হয়ে যায় এরশাইদ্যা, সাদ্দাম নাম হয়ে যায় সাদ্দাইম্যা। মজার বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের নাম ট্রাম্প কোনোভাবে বিকৃত করা যাচ্ছে না, বাঙ্গালী সম্ভবত মনোকষ্ট রোগে ভূগছেন!
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ উদাহরন দেয়ায়।
ট্যাইম্প্যা নামে ডাকা যেতে পারে। বিশেষ করে জোরে কারো নাম ডাল দিলে আমরা বিকৃত করেই ছাড়ি- যেমন
এই রে রাসেল্যা এদিক আয়। হা হা হা..........
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
মিরোরডডল বলেছেন:
হা হা হা......তাই তো বলি মাইদুল আমাকে চমকে দিয়েছিলো
ভুল জায়গায় ভুল শব্দের প্রয়োগ ।
যাক ঠিক করে নেয়া হয়েছে ।
থ্যাংক ইউ মাইদুল ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে শেষ।
আমারই ভুলে আপনি ভাবিত হচ্ছেন। ধন্যবাদ।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: এই বিকৃতির কি কারণ এটা হতে পারে না যে কোনো এলাকার নাম সাধারণত প্রমিত বাংলায় রাখা হয়, যার সাথে মানুষের কথ্য ভাষার অনেক ব্যবধান, এই ব্যবধান ফুটে ওঠে উচ্চারণে?
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: এটাও একটা কারণ হতে পারে।
ধন্যবাদ।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১
নেওয়াজ আলি বলেছেন: আমরা ফেনীকে বলি হেনী । পানিকে বলি হানি
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। তাইতো দেখছি। ধন্যবাদ।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: ভালো পোস্ট দিয়েছেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৯
ঢুকিচেপা বলেছেন: প্রচলিত আর সঠিক নাম পাশাপাশি দেখে মজাই লাগলো।
মাস কয়েক আগে এক জায়গায় যাব বলে জায়গাটার নাম জেনে+গুগল ম্যাপ থেকে লোকেশন দেখে কাছাকাছি গেছি। এবার রিক্সা নিতে হবে কাঙ্খিত জায়গায় যেতে। রিক্সাওয়ালাকে বললাম নন্দকুল যাবে কিনা, বলে চিনি না, কয়েকজনকে জিজ্ঞেস করলাম, দেখি কেউ চেনে না। শেষে পাশে থেকে একজন বলছে নন্দকুল বললে চিনবে না, বলতে হবে নুনকুল।
এরকম অনেক আছে বিকৃত নাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
উদাহরণসহ আপনার মন্তব্য বাস্তব চিত্র ফুটে উঠেছে।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
মিরোরডডল বলেছেন:
ঢাকার সঠিক নাম ঢাহা ?
কি বলে ! সিরিয়াসলি !