নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ বিরোধী আলোচিত এক গান

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৩

গান
রাত্রি আন্ধার, বন্দুকের ঝোপে, টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ, দেখছে মেয়েটার, একলা মেয়েটার, ওড়না-ছেঁড়া-থ্যাঁতা দেহে দোজখ- এমনই কথার গানটি কথা, সুরের পাশাপাশি কণ্ঠে সেলিম রেজা নিউটন। এর সংগীতায়োজন করেছেন তোয়াসীন এবং শুভ সুলতান। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন শুভ সুলতান এবং পাভেল রফিক।

সেলিম রেজা নিউটন বলেন, ‘গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা এবং আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। তার মৃতদেহ উদ্ধার করা হয় কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরের একটি ঝোপ থেকে। এই গান খুন-ধর্ষণের বিরুদ্ধে মানববোধ জাগরণের। ’

এটি এপিসেন্টার থ্রি ব্যান্ডের প্রথম গান। তাদের প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। পুরো অ্যালবামের সব গান একসঙ্গে রিলিজ করা হবে ভেবে ‘দোজখের গান’ এতদিন প্রকাশ করা হয়নি।

এখন সারাদেশে ধর্ষণের সর্বগ্রাসী কালো-ছায়া যেভাবে নেমে এসেছে এবং যেভাবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়াতে শুরু করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই গানটা স্বতন্ত্রভাবে রিলিজ করছে ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ড। ’

দোজখ গানের ভিডিওটি ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী অর্পণা কর’র চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়। ব্যান্ড সদস্যদের আলোকচিত্রী ছিলেন নিয়ামুন নাহার নিমা ও ব্যান্ডের পোস্টার-গ্রাফিক ডিজাইন করেছেন সেলিম রেজা নিউটন নিজেই।

গানটি নিয়ে ফেবুসহ অনলাইন ও অফলাইনে বেশ আলোচনা হচ্ছে।

তথ্য সূত্র-https://www.banglanews24.com

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুনলাম গানটা। ২০১৬ সালে লেখা হলেও এটা সব সময়ের জন্যই প্রযোজ্য। বিচারহীনতাই যেখানে ধর্ম, সেখানে এই উজ্জীবনী গান খুবই সময়োপযোগী।

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গানটা শোনার পর ও বিবিসি বাংলার রিপোর্ট শুনে ভাবলাম ব্লগে শেয়ার করি।

সহমত।

ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৮

রামিসা রোজা বলেছেন:
গানটা আগে শুনিনি শেয়ারের জন্য ধন্যবাদ ।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কয়েকটা করে ধর্ষণের
নিউজ পড়ছি, আর ভালো লাগছে না ।

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল দিনি ফিরুক বাংলাদেশে।

ভাল থাকুন।

ধন্যবাদ।

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: গান প্রতিবাসের সবচেয়ে ভালো ভাষা। ৭১ এই প্রতিবাদী গান আমাদের শক্তি দিয়েছে।

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিটি বড় ধরনের প্রতিবাদে গান, কবিতা অনুপ্রেরণা যোগায়।

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১০

নেওয়াজ আলি বলেছেন: https://m.mzamin.com/article.php?mzamin=246505

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

এরকম হাজারো অপরাধে ভরে গেছে দেশ।

প্রতিদিন নারী নির্যাতনের দৃশ্য ভেসে উঠছে দেশের কোথাও না কোথাও।

নতুন আইনে বিচার হলে যদি কমে।

ধন্যবাদ।

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ের গান :)

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আলোচিত এক গান।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.