নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
১।
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
রাত গভীর হয়
চাঁদ জেগে রয়
তোমার আমার প্রেমের স্বাক্ষী হতে
তাইতো সে জোছনা ছড়ায় সুন্দর পৃথিবীতে।
এ জীবনে তোমার হয়েছি
এ হৃদয় তোমাকেই দিয়েছি
এ জীবনে তোমার হয়েছি
এ হৃদয় তোমাকেই দিয়েছি
সব চাওয়ায়
সব পাওয়ায়
প্রাপ্তিতে ভরে গেছে জীবনের দূকুল
এ বাধন ভেঙ্গে না দেয় যেন কোন ভুল।
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে
স্বপ্ন সত্যি হলো
মন তোমাকে পেল
তোমার আমার ভালবাসা যেন হয়নাকো শেষ
জনমও জনম ধওে রয়ে যাবে এ সুখের রেশ।
আমিতো আছি অনেক সুখে
তোমাকে রেখে এ বুকে।
২।
তুমি আমার প্রেমের ফুল দুই নয়নের আলো-(২)
তুমি ছাড়া জগৎ অন্ধকার ঘোর অমানিষায় কালো
বুকের ভিতর জ্বালো বন্ধু প্রেমের আগুন জ্বালো।
কিছু সুরভী রেখে প্রতিদিন কত যে ফুল ঝড়ে যায়
এই পৃথিবীতে তুমি ছাড়া কে আছে আমার হায়
হৃদয় বলছে শতবার তোমাকে আপন করে যেন পায়।
তুমি আমার প্রেমের ফুল দুই নয়নের আলো-(২)
তুমি ছাড়া জগৎ অন্ধকার ঘোর অমানিষায় কালো
বুকের ভিতর জ্বালো বন্ধু প্রেমের আগুন জ্বালো।
চোখের ভিতর স্বপ্ন আঁকা তার ভিতরে তুমি
অনন্তকাল হবে প্রেমের সঙ্গী সঙ্গে রব আমি
এই কথাটি শুনে রাখ বন্ধু প্রেম যে অনেক দামী।
তুমি আমার প্রেমের ফুল দুই নয়নের আলো-(২)
তুমি ছাড়া জগৎ অন্ধকার ঘোর অমানিষায় কালো
বুকের ভিতর জ্বালো বন্ধু প্রেমের আগুন জ্বালো।
৩।
যদি জীবন দিলা বিধি কেন প্রেম দিলানা
যদি প্রেম দিলা বিধি কেন মিলন দিলানা
এই জীবনে কেন মোদের মিলন হলনা
বিধি তুমি বলনা বিধি তুমি বলনা।
চোখের জলে ভাসলাম আমি ভাসলাম কষ্টের জলে
তবুও কেন হইলনা সে আমার ঐ আকাশের তলে
মনের দু:খে মনটা আমার জ্বলে কেবল জ্বলে
হায়রে বিনা দোষে কেন আমায় অপরাধী বলে।
সুখের আশায় ঘর ছাড়লাম ছাড়লাম আপনজন
এই জীবনে আসলনাতো আর সেই সুখেরই ক্ষন
আপন হারা হইয়া আমি খুঁজি আপনজন খুঁজি আপনজন
এই জনমে কেউ বুঝলনা আমায় বুঝলনা আমার মন।
যদি জীবন দিলা বিধি কেন প্রেম দিলানা
যদি প্রেম দিলা বিধি কেন মিলন দিলানা
এই জীবনে কেন মোদের মিলন হলনা
বিধি তুমি বলনা বিধি তুমি বলনা।
১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
প্রথম ০৩টি গান শেয়ার করলাম।
সুর করা কম্লিট গান নেই।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১২
নজসু বলেছেন:
বড় প্রেম শুধু কাছেই টানেনা
দূরেও সরে দেয় প্রিয় ভাই।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর আপনার উপস্থিতি ভাল লাগলো।
প্রেম মানেই এমন অনুভূতি।
ধন্যবাদ।
৩| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১২
নজসু বলেছেন:
প্রথম লাইক।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথম লাইকে কৃতজ্ঞতা।
ধন্যবাদ।
ভাল থাকবেন।
৪| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৩
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর গান।গাইতে ইচ্ছে করছে।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি। গান তাহলে।
ধন্যবাদ।
৫| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫
নীল আকাশ বলেছেন: আপনি তো দেখি গীতিকার হয়ে গেছেন?
৩ নাম্বারটা বেশ ভাল লেগেছে।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গীতিকার চেষ্টা করলে হতে পারবো মনে হচ্ছে।
ধন্যবাদ। ০৩ নং টা ভাল লাগায়।
৬| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৭| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৮| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৩
শোভন শামস বলেছেন: সুন্দর
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৯| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪৯
ঢুকিচেপা বলেছেন: তিন তরিকার গান টক, ঝাল, মিষ্টি খুব সুন্দর হয়েছে।
যেভাবে লিখেছেন তাতে মনে হচ্ছে সুর কিছুটা হলেও করেছেন।
প্রথম গানের ক্ষেত্রে ২য় প্যারা যেভাবে করেছেন ঐ রকম আলাদা একটা প্যারা লাগবে।
বর্তমান সময়ে গানে ৩টা প্যারা থাকে, স্থায়ী, ১ম অন্তরা এবং ২য় অন্তরা। ফোক গানের ক্ষেত্রে ৩য় বা ৪র্থ অন্তরাও থাকে।
আবার নজরুল গীতি, রবীন্দ্র সংগীত বা পুরাতন দিনের অনেক গান আছে যেখানে ৪টা প্যারা থাকে সেখানে প্যারাগুলোর নাম আলাদা যেমন-স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ।
আরো লিখতে থাকুন।
আগেই বলেছি ৩টা গানই ভালো হয়েছে তাই এবার সুরসহ রিপোস্ট দিবেন। অপেক্ষায় থাকলাম.......................
১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
সুন্দর করে বুঝিয়ে বলার জন্য কৃতজ্ঞ।
সুর যে করিনি তা নয় কিন্তু সে সুরতো রেকর্ড করিনি । কখনো করলে পোস্ট দিব।
ভাল থাকবেন প্রিয়।
১০| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩১
রামিসা রোজা বলেছেন:
বাহ্ বেশ ভালো লিখেছেন এবং ভালো লাগলো।
শুভকামনা রইলো ।
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর তিনটে গানের কথা উপস্থাপন করেছেন। একজন ভাল সুরকারের সুদৃষ্টি পেলে তিনটেই খুব জনপ্রিয় গানে পরিণত হবে, এ কথা বলতে কোন দ্বিধা নেই।
@ঢুকিচেপা, আপনার মন্তব্যটা পড়ে মনে হচ্ছে আপনি গানের ব্যাপারে বেশ অভিজ্ঞ, সাধারণ মানের চেয়ে আপনার অভিজ্ঞতার মান অনেক ঊর্ধ্বে। নিশ্চয়ই আপনি গান করেন, এবং হয়তো লিখেনও। এ ব্যাপারে আপনার কিছু প্রতিভার স্বাক্ষর ব্লগে রেখে গেলে খুশি হবো।
০৯ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনুপ্রাণিত হলাম। এবং আপনার মন্তব্য পেয়ে আরও গান লিখার ইচ্ছে রাখি।
ধন্যবাদ।
@ঢুকিচেপা, আপনার মন্তব্যটা পড়ে মনে হচ্ছে আপনি গানের ব্যাপারে বেশ অভিজ্ঞ, সাধারণ মানের চেয়ে আপনার অভিজ্ঞতার মান অনেক ঊর্ধ্বে। নিশ্চয়ই আপনি গান করেন, এবং হয়তো লিখেনও। এ ব্যাপারে আপনার কিছু প্রতিভার স্বাক্ষর ব্লগে রেখে গেলে খুশি হবো।
হ্যা ঢুকি ভাই এ ব্যাপারে অনেক অভিজ্ঞ। আপনার সাথে সহমত।
১২| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২১
আমি মুক্ত বলেছেন: অনেক সুন্দর লাগছে আপনার গানের কথা গুলো, অনুমতি পেলে শেয়ার করতাম Bangla song lyrics এ
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি বাংলা সং লিরিক্স-এ শেয়ার করতে পারেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৩
মিরোরডডল বলেছেন:
মাইদুল গানও লেখে ! এতো গুন কেনো ।
তারপর? সুর করা কমপ্লিট গান আছে নিশ্চয়ই ।
গান শেয়ার করা হোক, শুনবো ।