নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আসিতেছে, আসিতেছে নভোনীলের-১৪তম পর্ব (রম্য-রঙ্গ-২১)

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২০

আসিতেছে, আসিতেছে মহাসমারোহে চিত্রনায়ক মান্নার তেজী, তেজী, তেজী ............................।

এ্যাকশন হিরো মান্না ও তন্নী মহোমহী নায়িকা একা অভিনীত তেজী সিনেমা......................................।

১৯৯৮ সালে যখন রেডিওতে এ ধরনের বিজ্ঞাপন শুনেছিলাম। তখন পাশের বাড়ি এক কাকা উত্তেজনা প্রশমিত করতে ভিসিআর ভাড়া করে এনে সবাইকে এই তেজী সিনেমা দাওয়াত দিয়ে দেখালেন। তখন বুঝতে পারলাম আসিতেছে, আসিতেছে এর মহিমা। সুপার ডুপার হীট হলো মুভিটি। ছবির এ্যাকশন, গান, নাচ, কাহিনী মানুষের মুখে মুখে ফিরতে লাগলো।

আপনারা জানেন ব্লগে মহাসমারোহে চলছে ব্লগীয় এক ভালবাসার গল্প-নভোনীল। যারা নাম শুনেননি ও পড়েননি তাদের জন্য লিংঙ্ক-নভোনীল পর্ব ১৩ (রিম সাবরিনা জাহান সরকারের অসম্পূর্ণ গল্পের ধারাবাহিকতায়)

নভোনীল নিয়ে আমাদের ব্লগারদের মাঝে ভাললাগা ও উন্মাদনা রয়েছে। কিন্তু ১৩ জন ১৩ পর্ব লিখার পর ঘটল অঘটন। আনলাকি থারটিন-এ এসে আটকে গেল গল্প।

অবিশ্বাস, কুসংস্কার বলে উড়িয়ে দিয়েও মুক্তি মিললনা। কতকিছু করা হলো। একে ওকে ধরা হলো। কিন্তু নতুন পর্ব
এলো না। আমাদের রেকর্ড করা হলোনা। ২০ তম পর্বে শেষ হবে গল্প। আর এক গল্পের ২০ লেখক হিসেবে বাংলাদেশে নতুন এক রেকর্ডের জন্ম হবে। এ যেন নভোনীলকে ভুলে যেতে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে পদ্মপুকু ভায় পোস্ট দিলেন-নভোনীল টিমের জরুরী মিটিং (না সায়েন্স ফিকশন না ভৌতিক!)

পোস্ট হীট। যারা কথা দিবেন বলে উল্লেখ করা হলো তারা এগিয়ে আসলেননা। ফলাফল নভোনীলকে আর ব্লগে দেখা গেলনা। কারণ কি ? কারণ কি?

গোপন অনুসন্ধানে বেড়িয়ে এল চমকপ্রদ তথ্য। পদ্মপুকুর ভায় বিড়াট ভুল করেছেন। তার এত সাধের পোস্ট বিফলে গেল কারন তিনি পোস্ট করেছেন ১৩/০৯/২০২০খ্রিঃ তারিখে।

ব্যস্ আর যায় কোথায় সেই আনলাকি থারটিন এর গহীনে পড়েছে পুরো টীম।

ছিড়িতেছে পাল, ডুবিতেছে তরী, কে ধরিবে হাল ???

হ্যা হাল ধরেছেন একজন।

কে ? কে সে নায়ক যে উদ্ধার করবে নভোনীলকে?

তিনি একজন গল্পকার।

আসিতেছে, আসিতেছে নভোনীল
আসিতেছে, আসিতেছে নভোনীলের ১৪ তম পর্ব
মহাসমারোহে আসিতেছে.......................

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩২

রানার ব্লগ বলেছেন:

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি ভাল আছেন ?

ভাই টেনশন কইরেন না ? গল্প পড়লেই ও মন্তব্য, প্রতি মন্তব্য পড়লেই বুঝতে পারবেন।

ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

কবিতা পড়ার প্রহর বলেছেন: কে হাল ধরিলো?

২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহার সাথে কথা হইয়াছে। তিনি পোস্ট দিলেই বুঝিতে পারিবেন।

ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

রামিসা রোজা বলেছেন:
অনেকদিন ধরে নভোনিল আসছে না ,এবার কি
সিনেমটিক স্টাইলে আসবে ? অপেক্ষায় রইলাম।

২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসবে বৈকি। লেখক কথা দিয়েছেন। অপেক্ষায় থাকুন।

ধন্যবাদ।

৪| ২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: আসুক।

২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৫| ২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: :||
পাঠক তৈরী
লেখক তৈরী তো !!!

২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ।
লেখক ও তৈরী।

আসিতেছে..........।

ধন্যবাদ।

৬| ২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা ও দোয়া রইলো I

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৭| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কেটে যাক কুফা ;)
লেখক কার ফুফা :P
হা হা হা

++++

২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

ফুফা কুফাকে দূর করবেন

আর একটু অপেক্ষা , অপেক্ষা।

৮| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫৩

সোহানী বলেছেন: অপেক্ষায় নভোনীলের।

একবার ভেবেছিলাম লিখবো কিন্তু মাঝে কয়েকটা পর্ব মিস করায় বুঝলাম আমি কিছু লিখলে সেটা দিগশূণ্য ছেঁড়াপালের গল্প হবে। তাই ক্ষ্যামা দিলাম।

২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি বলেন আপু ? হয়তো চেষ্টা করলে আপনি হতেন ১৪ তম পর্বের লেখক?

আর কটা দিন অপেক্ষা করুন। ধন্যবাদ।

৯| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৫

ঢুকিচেপা বলেছেন: আসিতেছে শুনেই পালে হাওয়া লাগলো।
আপনি গল্পটার পেছনে লেগে আছেন দেখে রঙ্গিলা ধন্যবাদ জানালাম।

অপেক্ষায় রহিতেছি, রহিতেছি, রহিতেছি..............

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন মন্তব্যে মন ভরে গেল।

সত্যি আসিতেছে...............।
অপেক্ষায় রহেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.