নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালের সামুর সেরা পোস্টগুলো (সর্বাধিক পঠিত, মন্তব্য, লাইক ও প্রিয় প্রাপ্ত)

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০২

২০২০ সালে সামুতে এসেছে অনেক পোস্ট। এর মধ্যে কিছু হিট, হৈচৈ পেলা দেয়া, আলোচিত ও আমার চোখে ভাললাগা পোস্টগুলো চোখ বুলিয়ে নিতে পারেন-

ধর্মীয় পোস্ট-
৫০০ তম পোস্টে স্বাগত; পবিত্র কুরআনের সাথে বিজ্ঞানের আসলে তেমন কোনো বিরোধ নেই; কিছু লোক বেহুদাই দু'টোকে আলাদা করে টক্কর লাগাতে চায়......
রহস্যময় খিজির (আঃ) কে নিয়ে কোরান এবং হাদীসের আলোকে আলোকপাত
সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ওফাতকালীন ঘটনাসমূহ (পর্ব এক)


জীবনী, জন্ম, মৃতু, দিবস-

সৌদি রাজকন্যার জীবন কাহিনী (পর্ব – ১)
জেল হত্যা দিবসের ৪৬তম বার্ষিকীতে বাংলাদেশের জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
আব্বাকে 'কবর' দিয়ে এলাম


কবিতা-


ডাহুকী বিলাপ
নিহত সংলাপ : ০৬-১৫
আমি আর নেই : দেজা ভু- চরণ
আমি চলে যাচ্ছি....
খুব বেশি নামেনি আঁধার—গত রাতে !!!!
কবিতাঃ মহাশূন্যে ভাসমান এপিটাফ
বাবা


রম্য-রঙ্গ্য-

ব্লগীয় সংবাদ (রম্য-রঙ্গ-১৮)
রম্যরচনাঃ ক্যামেরা ফেস
ফটো ব্লগ - করোনাকালের ১৩ টি ছবি যা এই কঠিন সময়েও আপনাকে হাসিয়ে যাবে, ভাবিয়ে যাবে.............
আঁতেল- একটি ভয়াবহ ছোঁয়াচে বুদ্ধিজীবি ভাইরাস।
রম্য; “আমি জেনে শুনে বিষ করেছি পান” :P :P

[গল্প

গল্পঃ নাবিলা কাহিনী ৫ - অভিশপ্ত ভালোবাসা (শেষ পর্ব)
গল্পঃ আধখানা মানুষ
তিনটি মন কেমন করা অনু গল্প
গল্পঃ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
ব্যবধান
ভীতুর ভূত দর্শন(পর্ব-১)
গল্পঃ এটা কি নিছকই কাকতালীয়!!!
অতিপ্রাকৃত বড়গল্পঃ অশুভের বিদায়
গল্পানুঃ দশচক্রের তিন চক্র
ছোটগল্পঃ বাঁধ ভেঙ্গে দাও
কিছু অদ্ভুত কিংবা অলৌকিক কাহানির কড়চা???
নেকড়ে,কুকুর আর বেড়াল-(একটি ইউক্রাইনান মজার রূপকথা)
নভোনীল-৬


অন্যান্য-

যৌন সহিংসতা প্রতিরোধে করণীয় কী?

গ্রামীণ এলাকায় হরাইজনটাল এবং ভার্টিকেল গৃহ নির্মানের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকান্ড সৃজনের লক্ষ্যে একটি রূপকল্প
কম্পিউটারটা কেমন যেন করছে.... কি করবো?
কালচারাল থেরাপী ও একজন নাইজেল আকারা এবং একজন জেল জননী অলকানন্দা রায়ের গল্প
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, তবু, উড়েছিনু এই মোর উল্লাস
আশাকরি, মেয়েটা সুখী হয়েছে
এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন
চলুন, নতুন ব্লগারদের আমন্ত্রণ জানাই - একটা সাধারণ ধারণা, ছোট্ট প্রচেষ্টা]হাসিবে তুমি, কাঁদিবে ভুবন
এই বোকা মেয়েগুলাে তোমাদেরই বলছি............! পর্ব-২
গায়ে হলুদের একাল সেকাল
আমি জানতাম না , আপনি জানতেন ??
সামু ব্লগে কেন আসে না আগের মত লেখা
‘টাইফয়েড মেরি’র গল্প, হাসান মাহবুবের "করোনার লাশ কই" পোস্ট /লেখা আর লক ডাউনের পক্ষ বিপক্ষে কিছু শংকিত ভাবনা


ছবি ব্লগ-

ব্যাংকক জাতীয় যাদুঘর, থাই ইতিহাস আর ঐতিহ্যের মিলনমেলা ( শেষ পর্ব)
কক্সবাজার ভ্রমণ ২০২০ : দ্বিতীয় দিনের সমূদ্র স্নান-১
বনে বাদাড়ে....৭০
স্যামসাং এ সেভেনে তোলা কিছু ছবি ২০১৬ সালের
রঙের মেলা
আমেরিকার এলিস আইল্যান্ড যাদুঘর এবং টুইন টাওয়ার মেমোরিয়াল ভ্রমন।

[link|https://www.somewhereinblog.net/blog/Omera/30305375|———-সামার ফটো ব্লগ———-somewhereinblog.net আপডেট ভাবনা: যেভাবে সামুর পুনঃজন্ম হতে পারে। পর্ব-২-সামু ব্লগ ভাবনা সংকলন ।


অট: একজনের একাধিক লেখা নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করা হয়েছে। আর নতুনদের কোন পোস্ট নেওয়া হয়নি। তাদের সেরা লেখা নিয়ে সামনের সপ্তাহে পোস্ট দেয়ার চেষ্টা করবো। হ্যাপি ব্লগিং।

মন্তব্য ৭৩ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার লেখা ' সৌদি রাজকন্যার জীবন কাহিনী' আপনার তালিকায় স্থান পেয়েছে দেখে উৎসাহ বোধ করছি। তালিকার অন্যান্য পোস্টগুলিও ( যেগুলি পড়িনি) আমাকে পড়তে হবে সময় করে। ধন্যবাদ আপনাকে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই সিরিয়ালটা ভাললেগেছে প্রথম থেকেই তাই আপনার সৌদি রাজকন্যার জীবন কাহিনী' কোনভাবেই বাদ পড়তে পারেনা।

ধন্যবাদ।

বাকিগুলো যেটা পড়া হয়নি পড়তে পারেন।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটি ২ বার পোস্ট হয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ড্রাফট থেকে যেটা পোস্ট হয়েছিল সেটা মুছে দিয়েছি।

ধন্যবাদ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। লিংক ঠিক করে দিয়েছি।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: দেখুন, আপনি আমার সেরা লেখাগুলি খেয়ালই করেন নি?

প্রবন্ধ
১। Click This Link
২। Click This Link

গল্প
১। Click This Link
২। Click This Link

কবিতাঃ
https://www.somewhereinblog.net/blog/nilakas39/30301670

মাত্র অল্প কয়েকটা দিলাম। আপনার হিসেবে ধরতে গেলে আমার প্রায় সব লেখাই এই লিস্টে চলে আসে। তবে গল্প কবিতা এবং প্রবন্ধে এই লেখাগুলি বাদ পরে যাওয়া অবাক ব্যাপার।

সুন্দর একটা কাজ করেছেন।
ধন্যবাদ আপনাকে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

পোস্টের প্রথমেই বলেছি আমার চোখে ভাললাগা পোস্টগুলোই স্থান পেয়েছে এবং শেষে বলেছি ০১ জনের ০১টি লেখাই সিলেক্ট করেছি। সে হিসেবে আপনি ভাগ্যবান ০২ লেখা স্থান পেয়েছে আপনার।

এভাবে সহজভাবে হিসেব করলে একজন ব্লগারেরই অনেক অনক হিট পোস্ট রয়েছে। তো কোনটা বাদ দিব ? আর পোস্টও বড় হয়ে যাবে। তাই অনেক সুন্দর পোস্ট বাদ পড়েছে বলে দুঃখিত।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২২

মিরোরডডল বলেছেন:



থ্যাংকস মাইদুল । রঙের মেলা পোষ্টে এসেছে দেখে ভালো লাগলো ।
কবিতা সেকশনে একটু কারেকশন আছে ।
ডাহুকী বিলাপ কবিতায় সাচুর রাজকন্যা লিংকটা চলে আসছে ।
ওটা ঠিক করে দিবে প্লীজ ।


২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেওয়ায়।

ঠিক করে দিয়েছি।

চেষ্টা করেছি সবার একটা করে লেখা থাক(যে লেখাটা ভাল লেগেছে)।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

নীল আকাশ বলেছেন: ওকে।
নো প্রবলেম।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনি ভাল থাকবেন ভাই।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

মেহেদি_হাসান. বলেছেন: সব পড়া নেই যেগুলো পড়িনি পড়তে হবে। আপনি ভালো একটা কাজ করেছেন এটা পোস্ট করে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। পড়ুয়াদের জন্য বিশাল আয়োজন।

ধন্যবাদ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৫

ঢুকিচেপা বলেছেন: সুন্দর আয়োজন। আপনার এই ধরনের কাজ খুব উৎসাহ দেয় এবং এভাবেই সবাই সবাইকে উৎসাহ দেয়া উচিৎ।

এই লিংক ধরে অনেকগুলো পোস্ট পড়া যাবে।

ডাহুকী বিলাপ লিংক ঠিক করতে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আসলেই ব্লগে এ ধরনের উৎসাহ প্রয়োজন।

ডাহুকী বিলাপ অসামান্য একটা কবিতা। লিংক ঠিক করা হয়েছে।

ভাল থাকুন। পড়ুন। সুস্থ্য থাকুন।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: গুড গুড ভেরি গুড!!!!!!!!

যাক তুমি তাইলে নিজের হাতেই তুলে নিলে সামুর কোনো সাড়া শব্দ না পেয়ে!!!!!!!

ভেরী গুড ভাইয়ু!!!!!!!!

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা শায়মাপু।

ভেরী গুড পড়ার জন্য, মন্তব্যের জন্য।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

আমি সাজিদ বলেছেন: পোস্টে প্লাস

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্লাসে কিতজ্ঞতা। ধন্যবাদ।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাইদুল ইসলাম আমাকে মনে করার জন্য ।
+

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্ট পড়ে মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

নেওয়াজ আলি বলেছেন: এক নজরে সামু বগ্ল ভেরি গুড়

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

পদ্মপুকুর বলেছেন: ওয়াও! আমিও দেখি আছি... মুই কি হনুরে! =p~ থ্যাঙ্কু স্যার।

আমার দশবছরের পোস্ট করতে গিয়ে এ ধরনের একটা সংকলন করার চেষ্টা করেছিলাম, বাপ্রে, বহুত ঝক্কির ব্যাপার, আপ্নে ধারাবাহিকভাবে এরকম তালিকা করে যাচ্ছেন, হ্যাটস অফ!

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাহলে এ ধরনের পোস্ট তৈরী করা ধৈর্য ও সময়সাপেক্ষ।

আপনাদের ভাল লেগেছে জেনে স্বার্থক হলো।

কমেন্টে ভাললাগা। ধন্যবাদ।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: অনেক পরিশ্রমের কাজ করেছেন।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনারা আছেন বলেই তা সম্ভব হচ্ছে।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

ভুয়া মফিজ বলেছেন: কঠিন দায়িত্ব পালন করছেন। চালিয়ে যান।
একটা কথা, ২০২০ শেষ হতে এখনও চারদিন বাকী আছে। আপনার পোষ্টে এই চারদিন ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড!! B-)

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

এই চারদিনে যদি কোন পোস্ট এমন উচ্চতায় উঠে তবে তা এখানে অন্তভূক্ত করে নেব।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: মাইদুল ভাই ধন্যবাদ এ চমতকার উদ্যোগের জন্য।

কিন্তু এ তালিকা আপনি কি ঘুষ X(( খেয়ে করেছেন? এ তালিকা মানিনা , :(( মানব না!!!

কবিতা পড়ার প্রহরের "চিলে কোটার প্রেম " কই? কত টাকা ঘুষ খেয়েছেন ,বলেন? নতুন তালিকা তৈরী করতে হবে নতুবা অবরোধ করা হবে আপনাকে।
তবে আর যাই হোক, এ তালিকা তৈরী করতে আপনাকে অনেক পড়তে হয়েছে । ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়েছে তার জন্য আপনাকে ঘুষের টাকা ফেরত দিয়ে দিলাম ।তা আর দিতে হবেনা।(মজা করলাম-চিন্তা ন করি)।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই

হা....হা...হা.......ঘুষ খাইনি বলেইতো কবিতা আপুর এখানে নেই।

নতুনদের নিয়ে যে পোস্ট দিব সেটাতে নিশ্চয় থাকবেন কবিতাপু সহ অনেকে।

মজার জন্য আবারও ধন্যবাদ।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ওমেরা বলেছেন: সবাই সব কিছু পারে না, আপনি পারেনও বটে —— :D

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগের প্রতি ভালবাসা আর আপনাদের মূল্যায়নই পারতে বাধ্য করে।

ধন্যবাদ ।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:



@ মোহামমদ কামরুজজামান

মাইদুল কিন্তু বলেছে নেক্সট উইক নতুনদের লেখা সেরা পোষ্ট নিয়ে লিখবে । সো ডোন্ট ওয়ারী ।
আই’ম সিওর সেখানে জামান, ঢুকি, কবিতাপু থাকবে :)



২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন। সহমত।

ধন্যবাদ ।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেকদিন পর পুরানো স্বাদ পেলাম :)

আহা প্রতিমাসের সেরা সংকলনে কি দারুন আয়োজন ছিল
সারা মাসের মিসিং লেখা গুলো এক ক্লিকে পাওয়া যেত!

সেই স্বাদ দেয়ায় অনেক অনেক ধন্যবাদ!
আমার দেজাভু তালিকায় দেখে আপ্লুত :)

প্লাস এবং প্রিয়তে
+++++

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই অনেক দিন গল্প, কবিতা সংকন, সামুগিরী দেখা যায় না।

দুধের স্বাধ ঘোলে মিটানো আরকি।

প্লাস ও প্রিয়তে নেয়ার কৃতজ্ঞা।

ভাল থাকবেন, ব্লগে থাকবেন।

২০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: পরিশ্রমী কাজ। আমার একটা পোস্ট স্থান পেয়েছে দেখে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক।‌
শুভেচ্ছা জানবেন।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। আপনারা আছেন বলেই অনুপ্রেরণা পাই।

২১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সোহানী বলেছেন: আরো অনেক পোস্ট আশা করেছিলাম। কিন্তু আকাশ ভাইয়কে দেয়া উত্তরে জানলাম এগুলো শুধু আপনার ভালোলাগা। তাই শিরোণামটা যদি হতো "আমার ভালোলাগা সেরা পোস্ট" তাহলে মনে হয় কনফিউশান দূর হতো।

ধন্যবাদ আপনার ভালোলাগা পোস্টগুলো শেয়ার করার জন্য।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামে যা বলেছি ভিতরে কিন্তু মূল কথা বলা হয়েছে আর তাছাড়া শিরোনামও ভুল নয় প্রতিটি পোস্ট ই পোস্টদাতার সর্বাধিক পঠিত, মন্তব্য, লাইক ও প্রিয় প্রাপ্ত যে কোন একটি।

আরও ভাল লেখা হয়তো মিস হতে পারে কিন্তু একজন ব্লগারের একাধিক পোস্ট নিলে কলেবর বেড়ে যেতে।

গঠনমূলক মন্তব্যে ধন্যবাদ।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৩

রামিসা রোজা বলেছেন:

অনেক পরিশ্রম করে সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন সে জন্য অনেক ধন্যবাদ ।
সময় করে দেখে নিবো অন্যান্য পোস্টগুলো ।
পরিশ্রমী পোস্টের জন্য ভালোলাগা রেখে গেলাম।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালাগায় কৃতজ্ঞা জানবেন। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৭

ঢাবিয়ান বলেছেন: পরিশ্রমী এই পোস্টে ++++++++++++++++ । আপনার এই পোস্ট দেখে আমারো ইচ্ছে করছে পছন্দের পোস্টগুলো নিয়ে এমন একটি পোস্ট দিতে।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার পোস্ট দেখে যদি আপনার ইচ্ছা জাগে তবেতো বেশ ভাল কথা।

আমরাও নতুন একটি অনবদ্য পোস্ট পাব যাতে অনেকের লেখা থাকবে, পড়া হবে। চেষ্ট করুন।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কে যেন জেনে শুনে বিষ খাইছে এরকম একটা পোস্ট দেখলাম।
এক অর্বাচীন আপনার আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে দেখে ভাল লাগছে

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি রম্য রঙ্গে সেরা আপনার এধরনের পোস্ট অনায়েসে জায়গা করে নিয়েছে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৯

সাহাদাত উদরাজী বলেছেন: অনেক গুলো পোষ্ট পড়েছি।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময় করে বাকিগুলো পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫০

রোকসানা লেইস বলেছেন: পড়া হয়নি অনেক লেখা এখান থেকে পড়ে নিব

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সারা বছর অনেক ভাল লেখা মিস হয় তাই এ পোস্টে কিছু লেখা পড়া নেওয়া যেতে পারে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৮

ডঃ এম এ আলী বলেছেন:

অনেক পরিশ্রমী পোষ্ট ।

সামুর সারা বছরের পোষ্টভান্ডারের সকল পোষ্ট মনযোগ দিয়ে
বিশ্লেষনী দৃষ্টিভঙ্গি সহকারে মুল্যায়ন পুর্বক নিরপেক্ষ ভাবে
বাছাই করা সে যে কি পরিশ্রমী ও অধ্যাবশায়ী কর্মসাধনা
কথা ভাবতে গিয়ে কেবলই বিস্ময়তা বাড়ে।মানুষ কতটা
ধৈর্যশালী ও পরিশ্রমী হলে এমন একটি জায়াগান্টিক
কাজ পরম নিষ্টার সাথে সম্পন্ন করতে পারে তার
উজ্জল দৃষ্টান্ত হলো এই পোষ্টটি। আমার একটি
নির্বাচিত হয়ে এখানে উঠে নাআসলেও একই
বলা বলতাম । আপনার মহতি কর্মের প্রতি
রইল বিনম্র শ্রদ্ধা।মিস করা অনেক ভাল
ভাল পোষ্ট পাঠের সুযোগ করে দেয়ার
জন্যরইল অনেক অনেক কৃতজ্ঞতা।
মুল্যবান পোষ্টটি প্রিয়তে গেল।
অধির আগ্রহ নিয়ে পরবর্তী
অন্য সকল সেরা পোষ্ট
দেখার অপেক্ষায়
রইলাম ।

শুভেচ্ছা রইল ।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার এত সুন্দর মূল্যয়ন ও মূল্যবান মন্তব্য বেশ অনুপ্রেরণা যোগাচ্ছে।

প্রিয়তে নেওয়ায় কৃতজ্ঞতা। ভাল থকবেন।পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৮

কালো যাদুকর বলেছেন: ভাল উদ্যগ। ব্লগে আগের মত এরকম সংকলন আরো বের হোক। +++

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আগের মত আর সংকলন হয় না ব্লগে। আমিও চাই এরকম কাজ বেশি হোক।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট। সেজন্য অবশ্যই আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।

#আমার একটি গল্প এখানে স্থান পাওয়াতে খুব খুশী হলাম। আসলে আমি গল্পকার হিসাবেই প্রতিষ্ঠা পেতে চাই। সেজন্য আরো বেশি ভালো লাগলো।

ভালো থাকবেন ভাইয়া।
শুভকামনা সতত।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কৃতজ্ঞাত।

আপনি গল্পকার হিসেবেও সফল হোন এই কামনা করি। আর কবিতাতো থাকলই।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫০

নতুন নকিব বলেছেন:



অনেক কষ্ট করে বছর শেষে অসাধারণ একটি সংকলন উপহার দেয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা। সংকলনে আমার একটি লেখা স্থান পাওয়ায় ভালো লাগলো। লাইকসহ প্রিয়তে পোস্ট।

প্রার্থনা, ভালো থাকবেন সবসময়।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। লাইক ও প্রিয়তে পোস্ট যাওয়ায় কৃতজ্ঞতা।

আপনিও ভাল থাকুন।

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৩

রাকু হাসান বলেছেন:

ভালো কাজ... পরিশ্রমী, ধন্যবাদ।সোহানী আপুর মন্তব্যে লাইকড।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর, আশা করি ভাল আছেন।

অনেকর পোস্টই নিতে পারিনি দুঃখিত।

ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামু নিয়ে আপনার অসাধারণ পোস্টটা খুজেছিলাম কিন্তু যথাসময়ে আপনাকে খুজে না পাওয়ায় বাদ পড়ে যায়। এখন জুড়ে দিলাম। এরকম অনেক সুন্দর পোস্ট বাদ পড়েছে আমার সীমাবদ্ধতার জন্য।

ধন্যবাদ।

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: খুবই শ্রমসাধ্য একটি কাজ করেছেন, এজন্য অভিনন্দন! শুধু শ্রমই নয়, এ ধরণের কাজের জন্য অনেক সময় ব্যয় করতে হয়।
আপনার পছন্দের এ পোস্টের তালিকায় আমারও একটা কবিতা ঠাঁই পেয়েছে দেখে প্রীত বোধ করছি। অনেক ধন্যবাদ।
পোস্টে প্লাস + +।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনাদের মত জ্ঞানী , গুণী ব্লগে আছেন বলেই এরকম কাজ করতে পারছি।

ধন্যবাদ ও শুভকামনা।

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

ফয়সাল রকি বলেছেন: ভালো পোষ্ট। অনিয়মিতদের জন্য উপকারী।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টে আমাকে রেখেছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে ও ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ !
আমি আনন্দিত :)

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আনন্দের সংবাদে ভাললাগলো।

ভাল থকাবেন।

৩৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৬

কল্পদ্রুম বলেছেন: চেক করছিলাম পড়া হয়নি এমন কি কি আছে। নিজের একটা লেখা দেখতে পেয়ে বিস্মিত হলাম। পোস্ট প্রিয়তে রাখছি। কিছু লেখা আছে যেগুলো আগে আমার কাছে নতুন। শুভ হোক নববর্ষ মাইদুল ভাই।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন বছর আপনার জন্য কল্যান বয়ে আনুক।

মন্তব্যে ও পোস্ট প্রিয়তে নেওয়ায় ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.