নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

মনের ভিতর যখন আরেক মনের ছায়া (গদ্য কবিতা)

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৩




জলপাই পাতার মুকুট মাথায় পৃথিবীর শাসকের ছায়া যখন ঘন হয়ে আসে- আমার অভিনীত চরিত্রে দর্শকের ঘোরলাগা চোখে বিভ্রান্তি দ্বিধায় ফেলে; সত্যিকারের মানুষ কে? নাট্য চরিত্র না অভিনয়ের মানুষ।
ভালবাসা-ফুল-ভুল এরকম শত শত শব্দ হানা দেয় মৌমাছির মত মগজের ভাজে ভাজে হুল ফুটে তবুও সংলাপ আর অভিব্যক্তির নিখুঁত প্রেক্ষাপণ নিয়ন আলোয় উজ্জ্বল বিজ্ঞাপনের মতই দিপ্তীমান। হাসি-কান্না আর সুখ-দুঃখের অনুভূতি একই রকম ধরে রাখা; প্রতীক্ষারত ধ্যানী মাছরাঙার মতই কষ্টকর।
জলের স্রোত সমান্তরাল নয় বলেই জলতরঙ্গ ছুঁয়ে যায় পাললিক মন, কবি আর কাব্যের উপমা। বুকের ভিতরের উপকূল জুড়ে যে হাটে নগ্ন পায়ে, সেই কি একদিন সানন্দা সন্ধ্যায় মেলে ধরে প্রেমের গোলাপ! যা উপন্যাসের প্রচ্ছদের মতই ভাললাগার কুহুক। রৌদ্দের উল্লাসে শিশির আর কুয়াশা দূরভীত হলে প্রত্যাশিত কহুক কাচের টুকরোর মত ভেঙ্গে পড়ে। তখন প্রত্যাহিক চাওয়া-পওয়া পয়ে পড়ে কেমন অপাংক্তেয়। জীবনের পান্ডুলিপি বৃষ্টির দিনে ভেজা পৃষ্ঠায় আটকে যায়, জোনাকিরা তখন একমুঠো স্বপ্ন নিয়ে জ্বলে আর নিভে।


ছবি-নিজের তোলা ও নিজের ডিজাইন করা মুকুট।



মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপন রাজ্যে আপনি রাজা, মুকুট-টার ডিজাইন ও হয়েছে খাসা!

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই আমরা রাজা আমাদের যার যার রাজত্বে।

প্রসংশার জন্য ধন্যবাদ। শুভকামনা।

২| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন মাইদুল দা

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ কবি।

৩| ১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রথমতঃ - ছবি এবং টুপি দুটাই সেইরকম :P হয়েছে।

আর কোটি টাকার প্রশ্ন - সত্যিকারের মানুষ কে ? আকৃতির(অভিনয়ের) মানুষ না প্রকৃতির (স্বভাবের) মানুষ?

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ প্রসংশার জন্য।

সত্যিকারের মানুষ সেই যার মধ্য মনুষ্যত্ব, বিশ্বাস রয়েছে।

ভাল থাকবেন।

৪| ১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: ্মুকুট টা আরো সুন্দর করা যেত।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

ঢুকিচেপা বলেছেন: গদ্য কবিতা পঠিত হইল।
ছবির ডিজাইন ভালো হইয়াছে তবে একটা ময়ূর পালক মুকুটে লাগাইলেই সম্রাট শাজাহান হইয়া যাইতো....

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! ময়ূরের পালক যে ঘরে ছিল সেকথা ভুলা গিয়েছিলাম।

যাক আবার কখনো শখ জাগলে ব্যবহার করবো।

ধন্যবাদ ও শুভকামনা জানিবেন।

৬| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

সোহানী বলেছেন: গদ্যকাব্যে ভালো লাগলো। আর রাজা মশায়ের মুকুটও ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডাবল ভাললাগায় কৃতজ্ঞতা। ধন্যবাদ ও কল্যান কামনা।

৭| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ।

ভালো থাকুন।

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও ভাল থকবেন ফিরতি মন্তব্যে ধন্যবাদ।

৮| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৪

ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.